ব্যানার ক্রেডিটঃ @hafizullah
আমার বাংলা ব্লগের আয়োজন রবিবারের আড্ডার নতুন সংযোজন হচ্ছে এবিবি উন্মুক্ত আড্ডা । মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে যারা অনুষ্ঠানে উপস্থিত থাকে তাদের সামনে একটা বিষয় তুলে ধরা হয়। যে সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে সেই বিষয়ে কথা বলতে আগ্রহী হয়, তাদের নিয়েই মূলত এই অনুষ্ঠানটা পরিচালিত করা হয়।
তাছাড়া এই অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেহেতু চার-পাঁচজন অতিথি থাকে প্রথমত দুইবারে সকল অতিথির মতামত শোনা হয়, দ্বিতীয়তঃ কিছুটা বিরতি দিয়ে উপস্থিত দর্শকদের মতামত গ্রহণ করা হয় এবং নিজেদের পছন্দের গান শোনা হয়। সর্বশেষে উপস্থিত সকল দর্শক ও শ্রোতাদের জন্য থাকে শুভেচ্ছা পুরস্কার ।
আলোচ্য বিষয়ঃ কমিউনিটির নেটিভ টোকেন $PUSS
প্রথম অতিথিঃ @mohinahmed
ভেরিফাইড সদস্য,আমার বাংলা ব্লগ
মতামতঃযেহেতু আমরা তিন বছর থেকে শুনছিলাম যে আমাদের কমিউনিটির নিজস্ব একটা কয়েন হবে, তারই ধারাবাহিকতায় দাদা এই কয়েনটা তৈরি করে। আমি মূলত একদম মার্কেট শুরুর দিকেই কিনেছিলাম এবং আমি বিশ্বাস করি যেখানে দাদা আছে , সেখানে তার প্রজেক্ট সফল হওয়া একদম স্বাভাবিক। তাই নিজের থেকে কিছু কয়েন হোল্ড করেছি। যদিও শুরুর দুদিন পরে আমি নসুরা আপুর পোস্ট পড়ে মোবাইলের মাধ্যমে কিনেছিলাম, তবে শুরুতে যে দামে যে পরিমাণ কিনেছিলাম , সেই দামে এখন আর কিনতে পারছি না। তবে আমি অনেক প্রফিটে আছি, তারপরেও আমি সেদিন কিনেছি। তবে আমি সবাইকে আমার জায়গা থেকে বলবো যেহেতু এটা আমাদের নিজস্ব কয়েন, তাই সবাই অল্প অল্প করে কিছু কিনুন এবং cex লিস্টিং হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন, কেননা সামনে প্রাইজ আরো অনেক বেড়ে যাবে। তাছাড়া এই কয়েনকে ঘিরে নানা রকম সুযোগ-সুবিধা তো থাকছেই। আশাকরি সবকিছু আমাদের ভালোর জন্যই হবে ।
দ্বিতীয় অতিথিঃ @riyadx2
ভেরিফাইড সদস্য,আমার বাংলা ব্লগ
মতামতঃআমি মূলত যে কথাটা বলতে চাই, তা হচ্ছে আমাদের এখানে রেগুলার ব্লগিং করে দেড়শো জন ব্লগারের উপরে, তারা যদি টুইটার প্রমোশনের দিকে একটু ভালোভাবে নজর দেয়, তাহলে মাসিক প্রচুর পরিমাণে টুইটারে প্রমোশন হবে। এছাড়া আমি শুরুর দিকে যে পরিমাণ দামে কিনেছিলাম, তার থেকে আমি এখন চারগুণ প্রফিটে আছি। আমি সবাইকে বলতে চাই, সবাই নিজ নিজ জায়গা থেকে কিছু কয়েন ক্রয় করার চেষ্টা করুন, আমার ইচ্ছা আছে খুব শীঘ্রই আরো ২ লাখ কয়েন কেনার এবং সেটা পাঁচ বছরের জন্য হোল্ড করে রাখবো। আশাকরি আমি আমার স্বপ্নগুলো এটার মাধ্যমে পূর্ণ করতে পারবো।
তৃতীয় অতিথিঃ @nusuranur
এডমিন, আমার বাংলা ব্লগ
মতামতঃএকটা বিষয় দেখে আমার খুবই ভালো লেগেছে, কেননা আমাদের ইউজাররা প্রতিনিয়ত কয়েন কিনছে এবং হোল্ড করার চেষ্টা করছে। আমি একটা সাধারণ বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করছি মিম কয়েন এর ক্ষেত্রে, এখানে মূলত প্রচুর স্ক্যাম হয়, কেননা আপনারা সকলেই জানেন এই কয়েন গুলোর মেয়াদ খুব বেশিদিন থাকে না। সামান্য কিছু টাকা দিয়ে ক্রিয়েটর কয়েন বানিয়ে অবশেষে হারিয়ে যায়। তবে এক্ষেত্রে আমাদের কয়েন সম্পূর্ণ আলাদা। কেননা আমাদের হোয়াইট পেপার আছে, ওয়েবসাইট আছে, সঠিক রোড ম্যাপ আছে, buyback সার্ভিস আছে, ডেডিকেটেড টিম, টুইটার আইডি, ডিসকর্ড সার্ভার,টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং সর্বোপরি সক্রিয় কমিউনিটি আছে স্টিমিট প্ল্যাটফর্মে। তাছাড়া আমাদের প্রতিষ্ঠাতার কথা তো আপনারা সকলেই জানেন এবং তার সক্ষমতা সম্পর্কে আপনারা সবাই অবগত। সুতরাং এই কয়েনের ভবিষ্যৎ যে ভালো, এটা কিন্তু আমরা বলতেই পারি । সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, টুকটাক কিছু কেনার চেষ্টা করুন এবং cex লিস্টিং হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
চতুর্থ অতিথিঃ @kingporos
মডারেটর , আমার বাংলা ব্লগ
মতামতঃ দেখুন এই কমিউনিটির জন্মলগ্ন থেকে শুরু করে যারা এখন পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, তারা বেশ ভালোভাবেই জানেন এই কমিউনিটিটা কিভাবে এতদূর পর্যন্ত এসেছে এবং প্রতিটা পদক্ষেপ কত স্বচ্ছ ও সাবলীল ছিল। যা সবটাই কিন্তু এখনো চলমান এবং সবকিছুই সদস্যদের জন্য। আমাদের প্রতিষ্ঠাতার প্রতিটা পদক্ষেপ বেশ ভালোভাবেই প্রতিনিয়ত সফল হয়েছে। তার দূরদর্শী চিন্তা ও কর্মদক্ষতা বরাবরই ফলপ্রসূ ভূমিকা রেখেছে সকলের জন্য। আমি বিগত সপ্তাহেও একটা পোস্ট শেয়ার করেছিলাম বাই দা ডিপ নামে যারা মূলত মার্কেট বোঝে তারা ঠিক এই সুযোগটা ঠিকই কাজে লাগিয়েছে। যেহেতু এখনো সময় আছে, তাই সকলের উদ্দেশ্যে বলতে চাই আমাদের কমিউনিটির প্রতিটা কাজের সঙ্গে সক্রিয় থাকুন এবং সময় সুযোগ পেলে কয়েন কিনুন এবং হোল্ড করে রাখুন। নইলে পরে বড্ড পস্তাবেন।
তাৎক্ষণিক অতিথি ও শ্রোতার মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কারের স্পন্সর কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme দাদা
মূলত এভাবেই আয়োজন করা হয়েছিল এবিবি উন্মুক্ত আড্ডা। আমাদের চিন্তাধারা প্রতিনিয়তই ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রম চিন্তা-ভাবনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই প্রতিনিয়ত সামনের দিকে। আশাকরি আমাদের সঙ্গে সকলেই থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
এবারের উন্মুক্ত আড্ডার বিষয়বস্তু দারুণ ছিল। অতিথিরা অনেক সুন্দর করে নিজেদের অনুভূতি উপস্থাপন করেছেন। Puss কয়েন নিয়ে নিজেদের মতামত অনেক সুন্দর ভাবে তুলে ধরেছে। ভাইয়া আপনি অনেক সুন্দর করে প্রতিটি বিষয়ে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্য সবাই বেশ গঠনমূলক কথা বলেছিল, ধন্যবাদ আপু আপনার মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/sharifShuvo11/status/1835655744387256625?s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রবিবারে আড্ডা শোনতে অনেক ভালো লাগে। গতকাল পুস কয়েন সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে পারলাম। অতিথিদের বক্তব্য অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকালকের উন্মুক্ত আড্ডার পুরো মুহূর্তটা আপনি এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো ভাইয়া। সবাই অনেক সুন্দর করে নিজের অনুভূতি শেয়ার করেছি। গতকালকের আড্ডায় উপস্থিত থাকতে না পারলেও, এই পোষ্টের মাধ্যমে পুরোটা জানতে পেরে ভালো লাগলো। অতিথিরা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলেছেন। এই পোস্টটি সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকালকে উন্মুক্ত আড্ডাটা দারুণ লেগেছিল। গতকালকের আড্ডায় অতিথি হয়ে পুস কয়েন সম্পর্কে কিছু কথা বলতে পেরে, নিজের কাছেই ভীষণ ভালো লেগেছিল। তাছাড়া নওরিন আপু বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই আপনার কাছে, কেননা আপনি বেশ গুছিয়ে কথা বলেছিলেন আড্ডায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রবিবারের আড্ডার এই পোস্ট এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। পুরো মুহূর্তটা ভালোভাবেই উপভোগ করলাম এই পোস্ট পড়ে। আমাদের সবার প্রিয় পুস নিয়ে সবাই নিজের মতামত অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছে। সব অতিথিদের কথা অনেক ভালো লেগেছে। পোস্টটা সুন্দর করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রয়োজনীয় কাজে বাহিরে থাকার কারণে রবিবারের উন্মুক্ত আড্ডায় যুক্ত থাকতে পারিনি। তবে এবারের আড্ডার বিষয়টি যেমন দারুন ছিল তেমনি অতিথিরা সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন। ভাইয়া আপনি রবিবারের আড্ডার খুঁটিনাটি বিষয়গুলো নিখুঁতভাবে তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল রবিবারের আড্ডায় কথা বলতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়েছে। কেননা, রবিবারের আড্ডার সদস্য হতে হলে নিজেকে চুড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হয়।আমি সহ আরো তিনজন পুস নিয়ে আমাদের মনের কথা গুলো শেয়ার করার সুযোগ পেয়েছিলাম। যাইহোক আমরা সকলেই মিলে কাল খুবই সুন্দর একটি সময় উপভোগ করতে পেরেছি। অনেক কিছু জানতে পারছি এবং শিখতে পারছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই, কারণ আপনি বেশ সাবলীল ভাবে কথা বলেছিলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনে হচ্ছে জমজমাট একটা আড্ডা ছিল। স্পিকার দের বক্তব্য থেকে শেখার এবং অনুপ্রেরণা নেয়ার ছিল অনেককিছু।
ইভনিং শিফট ডিউটির জন্য এই আড্ডা গুলো এটেন্ড করতে পারি না। গত বৃহস্পতিবার হ্যাং আউট এ ঢুকেছিলাম কিন্তু থাকতে পারি নাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্য যে, আড্ডা বেশ আমাদের ভালই জমজমাট হয়। একদিন সময় করে আসেন ভাই, আপনার দাওয়াত রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকালের উন্মুক্ত আড্ডাটি বেশ দারুন লেগেছিল । অতিথিরা অনেক সুন্দর ভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছে। নওরিন আপু অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে শুনে অনেক ভালো লেগেছিল । সেই সাথে আড্ডায় আপনার দারুন উপস্থাপনা অসাধারণ ছিল। ধন্যবাদ ভাই রিপোর্টি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit