ব্যানার ক্রেডিট: @hafizullah (সিনিয়র এডমিন, আমার বাংলা ব্লগ)
লেখালেখির সঙ্গে ঠিক কত আগে থেকে জড়িত আছি, এটা সঠিক বলতে পারব না । তবে অনলাইনে লেখালেখি করছি তাও তো অনেকটা বছরই হয়ে গেল । যাইহোক বহু উত্থান পতনের সাক্ষী হয়ে আছি । তারপরেও প্রতিনিয়ত লেখালেখি চালিয়ে যাচ্ছি । হয়তো যতদিন বাঁচবো ,এই পেশাতেই নিজেকে নিমজ্জিত রাখতে চাই , এমনটাই ইচ্ছা আমৃত্যু ।
খুব আগের কথা আমি বলতে যাব না । তবে সমসাময়িক কিছু কথা বলতে চাই এবং ব্যাপার গুলো সকলের জানা দরকার বলে আমি মনে করছি । যদিও কিছু কথা ঢাকঢোল পিটিয়ে বলতে নেই । তবে মাঝে মাঝে বলে হালকা হওয়া যায় ।
এই যে , আমার বাংলা ব্লগ শুরুর প্রথম থেকেই এখানে আছি এবং আমি মনেকরি, এটাকে ঘিরেই আমার জীবন-জীবিকা সবকিছু । হয়তো লেখালেখি করতে পছন্দ করি বিধায় নিজেকে পরিপক্ক ভাবে নিয়োজিত করেছি এই জায়গায় । তাই হয়তো এটার বাহিরে আর অন্য কোন কিছুই ভাবতে পারিনা ।
নামের পাশে এডমিন পদবী যে খুব সহজে বসেছে এটা নিছক ভুল কথা । আমি ভাবি এটা হয়তো আমার অনেকটা কর্মফল । নামের পাশে একটা এডমিন শব্দ যে কত বড় দায়িত্ব মাথার উপর এনে দিতে পারে, সেটা হয়তো যদি কেউ সরাসরি না দেখে তাহলে সেটা কোনভাবেই কাউকে বোঝানো সম্ভব না ।
আচ্ছা তাহলে একটাবার চিন্তা করে দেখুন যে, একজন এডমিনের যদি এই রকম হাঁসফাঁস ওঠে । তাহলে আমাদের প্রতিষ্ঠাতার উপর কি পরিমাণ প্রতিনিয়ত চাপ কাজ করে । যাইহোক তার কাছে আমি কৃতজ্ঞ । তার ব্যাপার নিয়ে আমি আসলে তেমন কোন কিছুই বলতে চাই না । তবে নিজের কিছু কথা বলতে চাই, যেটা সকলের জানা উচিত ।
শুধু এডমিন এটা বললে ভুল হবে । কারণ আমাকে প্রতিনিয়ত বিভিন্ন রকম ভূমিকায় অতপ্রতভাবে অগ্রসর হয়ে জড়িত থাকতে হয় এবং আমি মনেকরি , আমার সঙ্গে যারা সহযোদ্ধা আছে এবং যারা কাজ করছে, তারা এই ব্যাপার গুলো সম্পর্কে মোটামুটি কিছুটা হলেও ধারণা রাখে ।
যেহেতু আমি সোশ্যাল নেটওয়ার্কিং-এর সঙ্গে জড়িত আছি এবং কমিউনিটির প্রত্যেকটা বিষয় আপাদমস্তক টুকে রাখতে হয় এবং সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ ডেলিভারি দিতে হয় । তাই ব্যাপারগুলো বেশ জটিলতা সম্পন্ন । কর্মক্ষেত্রে আমি শুধুমাত্র পেশাদারিত্ব বুঝি এবং কিভাবে নিজের জায়গা থেকে নিজের উপর অর্পিত দায়িত্ব আরো ভালোভাবে পালন করা যায় , সেটাই বুঝি । এর বাহিরে আর অন্য কোন কিছুই একদম বুঝিনা ।
প্রতিটি নতুন ইউজার যখন আসে , তাদেরকে একদম মাইক্রোস্কোপে খুঁটিয়ে খুঁটিয়ে ভেরিফিকেশন করা থেকে শুরু করে, তাদেরকে সঠিক ভাবে ব্লগিং করার প্রাথমিক ধারণা দিয়ে থাকি । এক্ষেত্রে যেহেতু আমি সোশ্যাল নেটওয়ার্কিং-এর সঙ্গে জড়িত আছি, তাই প্রতিনিয়তই সকলের খোঁজ খবর রাখতে হয় ।
তাছাড়াও সাপ্তাহিক হাংআউট তো আছেই ।যেখানে মূলত অনেকটাই ভিন্ন রকম চরিত্রে নিজেকে উপস্থাপন করতে হয় । হয়তো ইউজারদের মানসিকতা বুঝে প্রতিনিয়ত আপডেট তথ্য ও বিনোদনের ব্যবস্থা গুলো একটা নিয়মের মাঝে রেখে উপস্থাপন করতে হয় এবং প্রতিনিয়ত ইউজারদের বাপ্যার গুলো নিয়ে ভাবতে হয় ।
এইটা একদম চিরন্তন সত্য কথা যে , এতকিছুর পরেও কিছু মানুষের হৃদয়ে আমি কখনোই জায়গা করতে পারবো না । আসলে একার পক্ষে সকলের মন জয় করা বেশ কঠিন ।
আমি নিজে যেমন সহযোগিতা পেয়ে আজ এতদূর পর্যন্ত এসেছি । ঠিক অনেকের সামনে বহুভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি । আমি কাউকে নিয়ে কোন অভিমান, মন্তব্য বা বিদ্রুপ প্রতিক্রিয়া কখনোই করিনি । তবে আমার আসলে বিশ্বাসের প্রচুর ক্ষুধা আছে । হয়তো এই বিশ্বাসের ক্ষুধার জ্বালায়, আমি ক্রমাগত হেরে যাই ।
একজন দুজনকে নিয়ে আমার আসলে খুব একটা ভাবলে চলে না । সামগ্রিকভাবে সকলের মন মানসিকতা নিয়ে ভাবতে হয় । সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় অনেকের মনে জায়গা করতে পারি না বা বেশ ত্রুটি থেকে যায় আমার পক্ষ থেকে । যেটা আমিও মাঝে মাঝে বুঝি, তবে দায়িত্বের বেড়াজালের কারণে সেটা আমার কোনভাবেই সম্ভবপর হয়ে ওঠে না ।
তাছাড়াও যেহেতু চ্যারিটির কেস গুলো হ্যান্ডেল ও ইনভেস্টিগেশন করতে হয় এবং এই বিষয় গুলোর সঙ্গে কম বেশি আমার সকল সহযোদ্ধা ও সহকর্মীরা যুক্ত থাকে, তবে ইউজারদের কে সিদ্ধান্ত আমাকেই জানাতে হয় । হয়তো নিয়ম নীতির সুক্ষ বিচার কার্যক্রমের কারণে অনেক কেস শুরুতেই ভিন্নভাবে নিষ্পত্তি করতে হয় । হয়তো অনেকের চাওয়া-পাওয়া গুলো অপ্রাপ্তিই থেকে যায় । এ কারণে কিছু মানুষের মনে কখনোই জায়গা করে উঠতে পারিনি ।
তবে আবার যারা নিবেদিত প্রাণ তাদেরকে বারবার জিতিয়ে দিতে ভালোই লাগে এবং ভালো লাগে মানুষগুলোর কথা শুনতে । যেহেতু সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে প্রতিনিয়ত জড়িত থাকি । যার কারণে হয়তো অনেক কিছুই সামনা-সামনি দেখতে হয় এবং সহ্য করতে হয় । ব্যাপার গুলো মাঝেমাঝে মুখ বুঝে হজমও করতে হয় । কারণ ব্যাপার গুলোর সঙ্গে আমি অনেকটাই অভ্যস্ত ।
তারপরেও যখন দুটো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায় । সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত । মূলত নিয়মে বাঁধা জীবন । তাছাড়াও পদবীর একটা গুরু দায়িত্ব কাঁধের উপর সবসময় আছেই । সেই চাপ সামলাতেই অনেকটা বেগ পেতে হয় । অনেক কিছুই ভাবার মত সময়, ঠিক সেই ভাবে হয়ে ওঠে না এবং অনেক কিছুই সেক্রিফাইস করতে হয় ।
এমনটা যে শুধু আমি একাই করি , এটা বললে কিন্তু ভুল হবে । এই কমিউনিটিতে আমার যে সকল সহযোদ্ধা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে , তারা সকলেই একই রকম ভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং তাদের দায়িত্বগুলো জায়গাভেদে আরো অনেকটাই জটিলতা সম্পন্ন । আমি আসলে চাইলেও অনেক কিছুই করতে পারিনা । হয়তো পেশাদারিত্ব আমাকে অন্ধ বানিয়ে ফেলেছে । আমি শুধু জীবন বলতে , কাজ বুঝি । আমাকে বাঁচতে হবে, কাজ করতে হবে , এটাই শেষ কথা ।
অনেকেই আমাকে নিয়ে তিক্ত সমালোচনা করে বা যাদের হৃদয়ে আমি কখনোই জায়গা করতে পারিনি, তারা আমাকে নিয়ে কটু কথায় বেশ ভালোই মগ্ন থাকে । যদিও এইসবে আমার মাথা ব্যথা নেই । তবে মাঝে মাঝে অনেক কিছুই সহ্য ক্ষমতার বাহিরে চলে যায় ।
আমি বিশ্বাস করি, আমি সবাইকে আমার জায়গা থেকে আমার উপর অর্পিত দায়িত্ব থেকেই প্রতিনিয়ত দেখভাল করার চেষ্টা করেছি । হয়তো তাদের মন মতো কখনো আমি হতে পারিনি বিধায় আমাকে নিয়ে তারা প্রতিনিয়ত তিক্ত সমালোচনায় ব্যস্ত আছে । তারপরেও আমি অভিমান রাখছি না । কারণ আমাকে আমার কাজ ই এগিয়ে নিয়ে যাবে এবং যা সামনে আছে, সেটাকে ভেবেই এগিয়ে চলতে হবে ।
প্রথমত আমি একজন ব্লগার । দ্বিতীয়তঃ আমার বাংলা ব্লগের একজন এডমিন । আমি যা করেছি, করছি এবং যা করব , সবকিছু আমার বাংলা ব্লগের মঙ্গলের জন্যই । আমার কার্যকলাপে যদি কারো অমঙ্গল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি দুঃখিত ।
সুস্থতা কামনা করছি , সকলের জন্য । নিজেকে কাজের মাধ্যমে প্রকাশ করুন । সুচিন্তা ও সুবোধ জাগ্রত হোক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি ।
ধন্যবাদ সকলকে ।।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আপনার মত মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ এই কমিউনিটি এতদূর পর্যন্ত এসেছে। এই কমিউনিটির সকল এডমিন, মডারেটর এবং আমাদের সকলের প্রিয় দাদার অক্লান্ত পরিশ্রম এই কমিউনিটিকে সফলতার চূড়ায় পৌঁছে দিয়েছে। আর কিছু মানুষ হঠাৎ করে এসে কারো সম্পর্কে খারাপ মন্তব্য করলেই সে খারাপ হয়ে যায় না। আমরা যারা আপনাকে অনেক ভালোবাসি এবং মন থেকে শ্রদ্ধা করি তারা সবসময় ভালোবেসে যাব ভাইয়া। এতগুলো মানুষের ভালোবাসা যখন আপনার সাথে আছে তখন দুই একজনের কথায় কি বা যায় আসে। ভাইয়া আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। ♥️♥️♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একজন মানুষ কখনোই সকলের মন রক্ষা করতে পারবে না। কারণ এক এক জনের চাহিদা এক এক রকম। আপনার কার্যক্রম সম্পর্কে সবাই জানে, আপনি একটু শাসন করা মানুষ হলেও আপনার মনটা অনেক ভালো। আপনি বেশি প্রাধান্য দেন ইউজারের কাজকে তা ইতিমধ্যে অনেকেই জানে। একজন সাধারণ ইউজারকে যত টা পরিশ্রম করতে হয় এর চেয়ে ৫গুন বেশি পরিশ্রম করতে হয় এডমিন ও মডারেটরদের। তো যাইহোক, ভাই আপনার পাশে আছি। আপনি সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার আজকের পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে দায়িত্ব যখন কাঁধে আসে তখন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হয়। আর এই সঠিকভাবে পালন করার মধ্যেও সকলের মন জয় করা যায় না। কেউ না কেউ বিপরীত থাকবেই। এটাই প্রকৃতির নিয়ম। আপনি নিজেকে লেখালেখির কাজ অনেক দায়িত্ব এবং শক্ত ভাবে উপস্থাপন করেন। আপনার দায়িত্বের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। কারণ আপনি সবসময় সত্যের পথে অটল। আপনার নামের পাশে এডমিন এটা যে কত বড় একটি পদবী এবং নিজেকে কত বড় দায়িত্ববান বানিয়ে তুলেছে সেটা আপনি খুবই ভালো ভাবে বোঝেন। আর এডমিন শব্দটি এমনি এমনি আসেনি, আপনি এই যোগ্যতার জন্য পেয়েছেন এবং আপনি আপনার কাজের মাধ্যমে যোগ্যতা অর্জন করেছেন। আসলে প্রত্যেকটা মানুষের মন জয় করা সম্ভব না। তার পরেও ভালোকাজ আমাদের প্রতিনিয়ত করতে হবে।১০ জনের মধ্যে ৮ জনের ভালো লাগবে এবং দুইজনের ভালো লাগবে না এটাই স্বাভাবিক।আপনার মঙ্গল কামনা করি এবং সর্বদাই আপনার সুস্থতা কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজের অবস্থান থেকে সকল দায়িত্ব পালন করতে গেলে সমালোচিত হতেই হয় ভাই, তবে আপনি আপনার জায়গায় অটল রয়েছেন এটাই ঠিক। একটা মানুষ সবাইকে ভালো রাখতে পারে না, এটা আসলে ভাবতেও নাই। আসলে জীবনে কিছু মানুষ আমাদের আশেপাশে থাকে তাদেরকে আসলে নিজের সবটা দিয়ে ও ভালো রাখা যায় না। আপনার কথা গুলো ভালো লাগলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি কারো কথায় কান না দিয়ে এখন যেভাবে সুন্দর ভাবে নিজের দায়িত্ব গুলো পালন করে যাচ্ছেন ঠিক সেভাবেই করে যান।আপনার জন্য অনেক শুভ কামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই, কি বলবো পুরো লেখাটি পড়লাম এবং নিজের মনের কথাগুলোর কিছুটা মিল খুঁজে পেলাম। সত্যি বলতে শুরু হতে এখন পর্যন্ত আমার বাংলা ব্লগ নিয়ে চিন্তা করেছি, রাতে ঘুমিয়েও নতুন নতুন চিন্তা নিয়ে ভাবি। ভালোবাসা নিয়ে সেটা করার চেষ্টা করেছি। নিজের জায়গা কিংবা নিজের অবস্থান হতে যতটা সম্ভব সততার সাথে করার চেষ্টা করছি। হয়তো সকলের মন যোগাতে পারছি না, হয়তো সবাই আমাদের কাজে খুশি হতে পারছে না, কিন্তু নিজের বুকে হাত রেখে বলতে পারবো যা করেছি, যতটা করেছি একদম স্বচ্ছতার সাথে করার চেষ্টা করেছি। যতদিন সুযোগ পাবো সেটা করে যাবো, দায়িত্ব থাকুক কিংবা না থাকুক, ভালোবাসার জায়গাটা অটুঁট থাকবে, এতুটুকু বলতে পারি। আপনাদের মতো সহযোদ্ধারা আছে বলেই এতোটা সাহস নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। ভালোবাসা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আমার আইডল । কিভাবে দায়িত্ব কাঁধের উপর নিয়ে কাজ করতে হয় , এইটা আপনার কাছ থেকেই শেখা ভাই । আপনার মতো মানুষের সান্নিধ্য পেয়েছি এবং বরাবরই আপনাকে পাশে পাই বিধায় , অনেকটা ভরসা পাই কর্মক্ষেত্রে । শ্রদ্ধা ও ভালোবাসা রইল সর্বদা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া দায়িত্বের খাতিরে অনেক কিছু করতে হয়। আবার অনেক কিছু ছাড়তে হয়। এই পৃথিবীতে কেউ সবার মন রক্ষা করতে পারে নাই আর আপনিও পারবেন না। মানুষ হিসাবে ভুলত্রুটি থাকতেই পারে এটাই স্বাভাবিক। তবে সব প্লাটফর্মেই কাজ কে মূল্যায়ন করা হয়। মানুষ চিনার আগে কাজকে চিনতে হবে। কাজই প্রমান করবে কে কেমন। কাজই সব থেকে বড় পরিচয়, ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় সহযোদ্ধা, আপনি অটল থাকুন আপনার সৎ নির্ভীকতায়।
আমরা কাজ করি... বুকে ধারণ করি।
আমরা সমালোচিত হই, আমরাই সার্ভিস দিই।
প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি গর্ববোধ করি , আপনাদের মতো সহযোদ্ধা পেয়েছি কর্মক্ষেত্রে এটা ভেবে । ভালোবাসা নিরন্তন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা নিয়েন ভাইয়া.. আপনাদের প্রতি এতোটাই ভালোবাসা সৃষ্টি হয়েছে সেটা বলে বুঝানোর মত না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুনে খুবই ভালো লাগলো ভাই। আপনাদের নিয়েই আমাদের সবকিছু ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই কেন জানি মনে হলো আমার মনের কথাগুলো আপনি হুবহু লিখে ফেলেছেন। তবে একটি কথা ভাই আমি সবসময় মেনে চলার চেষ্টা করি, যে কাজ করে সে সমালোচিত হয় এবং একটি মানুষ কখনোই সবার মনের মতো হতে পারে না।। আপনার জন্য শ্রদ্ধা এবং শুভকামনা রইল।।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুভ দা আপনি নিন্দুকের কথায় খুব বেশি একটা কান দেবেন না। আমরা সবাই আপনাকে যেমন পছন্দ করি,তেমনি ভালোও বাসি অনেক। আমরা সত্যিই অনেক গর্বিত "আমার বাংলা ব্লগে" আপনার মত একজন মানুষ পেয়ে।
এই ব্যাপার গুলো আপনাকে আরো বেশি শক্ত করবে। তবে এই লোক গুলো হয়তো শুধু আপনাকে নিয়ে না,সবাইকে নিয়েই সমালোচনা করে। হয়তো সারা জীবন করে যাবে। আপনি মানুষ হিসেবে কেমন সেটা আমি এত দিন কিছুটা হলেও বুঝতে পেরেছি। আমাদের সবার আশীর্বাদ আপনার উপর থাকবে সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মত একজন মানুষকে যে আপন করে নিতে পারেনি কিংবা আপনার মত মানুষকে যে নিজের অন্তরে জায়গা দিতে পারেনি তার মানসিকতায় সমস্যা রয়েছে। এই কমিউনিটির শুরুর দিক থেকেই আমি এখানে যুক্ত আছি। আমার কাছে যেটা মনে হয় নিজের কাজের মাধ্যমে সবাই সফলতা অর্জন করে চলেছে। তবে সবার মন রক্ষা করা সত্যি অনেক কষ্টের ব্যাপার। ভাইয়া আপনার প্রতি একটাই অনুরোধ কারো কথায় কখনো মন খারাপ করবেন না। কারণ আপনি কেমন সেটা শুধুমাত্র আপনি নিজেই জানেন। অন্যের কথায় কান দিলে শুধু মন খারাপই হবে এর চেয়ে ভালো কিছু হবে না। যাদের মানসিকতা খারাপ তারা সবসময় খারাপ মন্তব্যই করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া নিন্দুকেরা সবসময় নিন্দা করবে এটা তাদের রক্তে মিশে আছে। আর একজন মানুষের পক্ষে কখনোই সবার মন জয় করা সম্ভব নয়। সর্বশক্তিমান মহান আল্লাহ তায়ালা মানুষের মন সম্ভবত পুরোপুরি জয় করতে পারেনি। মানুষ তো অনেক তুচ্ছ। কর্তব্য সবার উপরে, সেখানে কার মঙ্গল হবে আবার কার অমঙ্গল হবে সেটা নিয়ে আসলে ভাবার খুব একটা সুযোগ নেই। নিজের জায়গা থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়াটাই আসল কথা। আমি মনে করি আপনি সেটা খুব ভালোভাবেই করছেন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা অনেক অনেক ভাল লাগলো আপনার আজকের লেখা পড়ে। আমরা যেন আগামী তে আমাদের অকেজো মোটা মাথাটা কে আপনার মত কেজো মাথায় পরিবর্তন করতে পারি। সেই দোয়াই চাচ্ছি। ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া, পিছু লোকে কিছু বলবে এটাই স্বাভাবিক আর যদি কিছু না বলে সেটা হচ্ছে অস্বাভাবিক। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনি যে গুরু দায়িত্বে আছেন সেখান থেকে সকলের মন রক্ষা করা সম্ভব নয়। তাই আপনি আপনার কাজের গতিতে চলতে থাকুন এতে করে কারো সমস্যা মনে হলেও আপনার করার কিছুই নেই। যখন থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এসেছি তখন থেকেই আমি আপনাকে একজন আদর্শ মানুষ হিসেবে জানি। আপনার লেখা, আপনার কথা, আপনার ভাষা আমাকে খুবই আকর্ষণ করে। ভাই আপনার কাজের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটির সব সময় মঙ্গল হবে এটাই মনেপ্রাণে বিশ্বাস করি। ভাইয়া পরিশেষে বলতে চাই, আপনি এবং আপনার মত সহযোদ্ধা ভাইদের সান্নিধ্য পেয়ে আমরা সিক্ত। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরো বিষয়টি পড়ে অনেক কিছু জানতে পারলাম। আসলে এটা আমরা সকলেই জানি কোন মানুষের পক্ষে সবার মন জয় করা কখনোই সম্ভব নয়।বাপ- মা যখন সন্তানকে ভালো করার জন্য শাসন করে, এর মানে এমন নয় যে সন্তানের খারাপ চায়। আসলে বিষয়টি আমাদের সকলকেই বুঝতে হবে।আরেকটি কথা না বললেই নয় যার যত দ্বায়িত্ব বেশি তা ভূল হতেই পারে। এটাও আমাদের মানতে হবে।নিন্দুকেরা সমালোচনা করবেই, কারন সমালোচনা করাই তো তাদের কাজ।তাই বলেতো আর মহৎ কাজ থেমে থাকবে না।এভাবেই সাহসিকতা নিয়ে এগিয়ে যাবেন।আমরা ছিলাম, আছি এবং থাকবো আপনার প্রতিটি কাজে, প্রতিটি ডাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটি সারমর্ম আছে,
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সে চিন্তা করে সামনে এগিয়ে যেতে হবে, কে কি বলল্লো, তা দেখার জন্য পিছু তাকালেই পিছিয়ে যাবো, আর আরেকদিকে দেখতে গেলে এই মানুষ গুলো আমাদের এক প্রকার উপকারই করে, কারন বাধা না থাকলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা এমন একটি পরিবারের সাথে যুক্ত আছি যেটা কোন রক্তের বন্ধন নয় কিন্তু রক্তের বন্ধনের চেয়ে কোন অংশে কম নয়। ভালোবাসা, বিনোদন, শাসন সব কিছু মিলে বেশ ভালোই আছি।আর আপনার মতো একজন প্রিয় মানুষ কে কমিউনিটির এডমিন হিসেবে পেয়ে আমরা গর্বিত। এভাবে নিজের সর্বোচ্চ দিয়ে আমাদের পাশে থাকবেন ভাইয়া। আপনার জন্য অনেক ভালোবাসা রইলো 💚
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার এ পোষ্টটি পড়ে অনলাইনে আপনার লেখালেখি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আর যাইহোক ভাইয়া সাপ্তাহিক হ্যাংআউট টি আপনার উপস্থাপনার মাধ্যমে শুরু হয় এবং আপনার মিষ্টি মিষ্টি কথাতে সাপ্তাহিক হ্যাংআউটটি অত্যন্ত জমজমাট হয়। ভাইয়া আপনি হলেন আমাদের অন্যতম একজন অভিভাবক, আর অভিভাবক কখনো কারো অমঙ্গল করতে পারে না। ভাইয়া আমি প্রত্যাশা করি, আপনি আমৃত্যু পর্যন্ত আপনার ইচ্ছা অনুযায়ী লেখালেখি করে যেতে পারবেন।আর, আমরা সব সময় আপনার পাশে আছি। ভাইজান আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমাদের মধ্যে অনেকেই ভূল ধারণা পোষণ করি আপনাদের সম্পর্কে। কিন্তু আপনাদেরও একটা সীমাবদ্ধতা আছে আপনারাও একটা দায়িত্বে আছেন এটা আমরা ভুলেই যায়। একজন এডমিনকে চারিদিকে নজর রাখতে হয় আরও কতকিছু। সর্বোপরি আমরা আপনার কাজ সম্পর্কে হয়তো খুব সামান্যই বুঝতে পারি। এটা আপনার থেকে আর কেউ ভালো বুঝতে বা বলতে পারবে না। আপনার জন্য শুভকামনা ভাই।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কর্মই মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় ভাই। যোগ্যতা আছে বলেই এত বড় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে পেয়েছেন আপনি। সমাজের প্রত্যেক কাজেই কিছু সমালোচক থাকে, তাদের কাজই হলো সমালোচনা করা। এরা ভালো মন্দের বিচারের ধার ধারে না। তাতে আমার বাংলা ব্লগের কিছু যায় আসে না। আমারও এগিয়ে যাবে আরো অনেক দূর। আর আমরা সেই রাস্তা ধরেই এগিয়ে যেতে চাই আপনার সাথে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারেনা এটাই ঠিক।। নিন্দুকেরা নিন্দায় ব্যস্ত থাক।। তাদের কথায় কর্ণপাত না করাটাই ঠিক।। কেননা অন্যের ভালো দেখে যাদের মনে অনেক আফসোস থাকে তারা কখনো ভালো মনের মানুষ হতে পারে না।।
এডমিন মডারেটররা সবসময় আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালনা করতেছেন।। কোন একটা কাজের মাঝে কোন এক সময় একটু ভুল হবে এটাই স্বাভাবিক।। আর ভুল না হলে নিজের কাজের স্পিড এবং নিজের কাজকে কখনোই বোঝা যায় না।। হতে পারে একটু ভুল।। কিন্তু একজন যে সমালোচনা করেছে খুব করে তার সমালোচনাকে ধিক্কার জানাই।। যারা আমাদের কল্যাণের জন্য আমাদের কমিউনিটির ভালোর জন্য প্রতিনিয়ত আমাদের পিছনে শ্রম দিয়ে যাচ্ছেন তাদের নিয়ে যদি আমরা সমালোচনা করি তাহলে আমাদের মত অকৃতজ্ঞ লোক আর হতে পারে না।।
যারা আপনাকে নিয়ে সমালোচনা করেছে আশা করি আপনার পোস্টটা তাদেরকে ভালো করে পড়া উচিত।। যে সমালোচনা করেছে তার নামটা বললাম না আশা করি সে যেন পোস্টটা ভালোমতো পড়ে নেই।।।। ধন্যবাদ ভাইয়া।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিন শেষে এটা সত্য কথা যে একজন মানুষ কখনোই সবার নিকট প্রিয় হয়ে উঠতে পারে না। কিন্তু আমরা জানি আপনার আক্লান্ত পরিশ্রামের কথা, হ্যাংআউট পরিচলানা কিংবা কমিউনিটির অন্যান্য কাজে আপনি যে পরিমাণ আনুগত্যের সাথে কাজ গুলো করেন তা সত্যিই প্রশংসনীয় , লোকে অনেক কথায় বলবে কিন্তু আমরা আমাদের কাজ করে যেতে হবে, কারণ বাহির থেকে যে কেউ চাইলে সহজে মন্তব্য ছুড়ে দিতে পারে। আমরা যে কাজ টি করছি সেটা যে কতটা কঠিণ কিংবা কতটা চাপের সেটা আমরাই একমাত্র জানি।
যাহোক দিনশেষে ওই একটা কথায় সত্য মন্তব্য কখনো কারো গন্তব্য ঠেকাতে পারেনা।
শুভেচ্ছা রইল প্রিয় কমরেড।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সত্যিই গর্বিত আপনার মতো সহযোদ্ধা পেয়ে ভাই ।
স্যালুট জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই, নিজের সততা নিয়ে চলার পথে অনেকে সমালোচনা করবে ,আড়চোখে দেখবে এটাই বাস্তবতা। কারণ ভালো মনের মানুষের সমালোচনা হয় , আর এই সময়ের সমাজ ব্যবস্থা ভালো মনের মানুষকে নিতে পারে না-কারণ সে জানে এতে সে নিজেকে পিছিয়ে ফেলবে । তাই আপনি আপনার জায়গা থেকে নিজেকে নিষ্টাবান এবং সততার সাথে পরিচালিত করুন -কারণ সততার সমালোচনা বা অন্যের প্রতিদ্বন্দ্বিতা থেকে উত্তম , কে কি মনে করল বা সমালোচনা করল তা দেখার সময় নেই , কারণ জীবন কারো জন্য থেমে থাকেনা। ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা মানুষ সবাইকে ভালো রাখতে পারে না, এটা আসলেও ভাবতেও নাই। আসলে জীবনে কিছু মানুষ আমাদের চারদিকে থাকে যাদেরকে আসলে নিজের সমস্ত কিছু দিয়ে ও ভালো রাখা যায় না।যে কাজ করে সেই সমালোচিত হয় এবং একটি মানুষ কখনোই সবার মনের মতো হতে পারে না।এটা কখনো সম্ভব নয়। আপনি আপনার সত্যের দিক থেকে অটোল থেকে যান। ইনশাআল্লাহ ।শ্রদ্ধা ও ভালোবাসা রইল সবসময় এর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনাকে জারা বুঝতে পারিনি তাদের কে সারাজীবন বুঝাতে পারবেন না, তবে আমার অবিঞ্জতায় বলবো আপনি একটা বীরযোদ্ধা, একটা মানুষ এক সাথে এতো দায়িত্ব পালন করতে পারে এটা আপনাকে না দেখতে বুঝতে পারতাম না।
আর এটা একদম বাস্তব ভাইয়া যারা কোন কিছুর দায়িত্ব পালন করে তারাই বুঝে দায়িত্ব কি জিনিস, আমরা সাধারণ পাব্লিক শুধু ভুল ধরার খুঁজে থাকি কিন্তু দায়িত্বের গভীরতা খুঁজতে যাই না,
প্রিয় ভাইয়া আপনার প্রতি আগেও ভালোবাসা ছিলো এখনো আছে এবং আজকের পোস্ট পরে আর অন্য রকম একটি ভালোবাসা সৃষ্টি হলো, ভালো থাকবেন প্রিয় ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রত্যেকটা মানুষের ভাগ্যে জোটে না ভালো মানুষের সান্নিধ্য পাওয়া। তবে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি আপনার সান্নিধ্যে আসতে পেরে। তবে কিছু অনাকাঙ্ক্ষিত কারণেই নিজেকে কোন রকমেই মেলে ধরতে পারছি না। আপনাদের সামনে নিজেকে অসহায় মনে হয়। অনেক কিছু সুস্পষ্ট করে বলতেও পারি না। কারণ সমস্যাটা একান্তই ব্যক্তিগত। চেষ্টা করছি সব কালো ছায়া দূরে ঠেলে নিজেকে হাস্যজ্জল ভাবে আমার বাংলা ব্লগে প্রকাশ করার জন্য। তবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ভাইয়া প্রত্যেকটা মানুষের মন জয় করা যেমন সম্ভব হয় না। তেমনি সবার কাছে প্রিয় হওয়া যায় না। তবে আজ আপনার কর্মই আপনাকে এখানে নিয়ে এসেছে। আপনার জন্য রইল অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা অবিরাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে ভাইয়া আপনার মতো একজন অভিভাবক পেয়েছি এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার। আর কথায় আছে না ভাইয়া পাচে লোকে কিছু বলে। সেই কথা শোনার কোন প্রয়োজন নেই। আসলে আপনি না থাকলে হ্যাংআউটটি জমজমাট হয় না।ভাইয়া আপনি আছেন ভবিষ্যতে থাকবেন।আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাইয়া এভাবেই এগিয়ে যান। আমরা আছি আপনার পাশে। আপনি আপনার সকল দায়িত্ব সুন্দর ভাবে পালন করে যাচ্ছেন। এটা আমরা সবাই সাক্ষি। শুভ হোক আপনার ভবিষ্যত। দোয়া রইলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আপনি এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে ভাইয়া আপনার যোগ্যতা না থাকলে তো আপনি এখানে এডমিন হতে পারতেন না আপনার যোগ্যতা আছে বলেই আপনি দায়িত্ব পেয়েছেন। আসলে একজন মানুষ কখনোই পারেনা সবার মন যুগিয়ে চলতে। আপনারা আছেন বলেই আমার বাংলা ব্লগে আমরা খুব সুন্দর করে কাজ করতে পারছি। আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন বলেই আজকে আমরা এখানে। আর কে কি বলেছে এই ব্যাপারগুলোকে কিছু মনে না করে সামনে এগিয়ে যাবেন এভাবেই আমাদের পাশে থাকবেন এটাই কামনা করছি। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দায়িত্বের জায়গাটা এমনই হয়, দায়িত্ব পালন করার সময় সকলের মন জয় করা হয়ে ওঠে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাইয়া এডমিন কথাটি শুনতে যতটা সহজ মনে হয় এর থেকে এর দায়িত্বটা অনেক বেশি ।যেটা আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
:দায়িত্ববোধ এমন একটা জিনিস যা অনেকের কাছে খুব প্রিয় করে তোলে আবার অনেকের কাছে খুব অপ্রিয় করে তোলে। এটাই হচ্ছে স্বাভাবিক একটা বিষয়।যাই হোক পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো মানুষই সবার মন জয় করে উঠতে পারেনি আর আমরা কখনোই কেউ সকলের মন জয় করতে পারবো না এভাবেই এগিয়ে চলতে হবে।আর চলার পথে ঘাত-প্রতিঘাত তো থাকবেই।আপনার মনের অবস্থাটা একটু একটু বুঝতে পারছি।যাই হোক মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এটাই প্রত্যাশা করি।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কেউ যদি একজন দায়িত্বরত শুভর কারণে ব্যাক্তিগত শুভর উপরে মণ খারাপ করে।তবে সেটা তার একান্ত ব্যাক্তিগত ব্যাপার।এই নিয়ে থেমে যাওয়া চলবে না।নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে মেনে আমাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন এটাই চাওয়া।শুভকামনা রইলো সবসময় আপনার ও আপনার সহযোদ্ধাদের জন্য।🖤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি একজন মানুষ সবার কাছে কখনোই একরকম হতে পারে না। সবার মতামত এমনকি চাহিদা সবকিছুই ভিন্ন। তাই সবার মত একজনের সব কাজ হওয়া সম্ভব না। আপনি যে দায়িত্ব গুলো পালন করছেন আমরা হলে এই সকল দায়িত্বে কাছেও যেতে পারতাম না। মুখে সবাই বলতে পারে কিন্তু দায়িত্ব গুলো পালন করা সেটাই মুখ্য বিষয়। এই ভাবেই কাজ করে যান। আপনি যেরকম আছেন এটাই যথেষ্ট। আপনার জন্য এবং আপনার কাজের জন্য অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একজন মানুষ কখনো সবার মন রক্ষা করে এগিয়ে যেতে পারবে। বিষয়টি হলো আপনি আমার পরম বন্ধু, হয়তোবা অন্য কারোর কাছে চরম শত্রুতে পরিণত হয়েছেন। এটা একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার। আর কিছু মানুষকে আমরা যদি নিজের কলিজা ভুনা করেও খাইয়ে দেই তবুও মন পাওয়া যাবে না।
ব্যাপারগুলো অতি স্বাভাবিক মনে করে এগিয়ে যাওয়া সবথেকে বড় ব্যাপার।
তবে প্রতিটি ঘটনা নতুন কিছু শিক্ষা দেয়, কিন্তু দিনশেষে যে সবকিছু মানিয়ে সামনে এগিয়ে যেতে পারে সেই সার্থক মানুষ।
দোয়া রইল ভাই।।।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা আপনার দায়িত্ব একজন মানুষের ভেরিফিকেশন করার সময় খুঁটিয়ে খুঁটিয়ে তার বিষয়গুলো জানা, এ নিয়ে মন খারাপ করার তেমন কিছুই নেই যেটা অনেক ইউজারই বোঝেনা।
আমি মনে করি শাসন করা তারই সাজে আদর করে যে, কথা কি আপনার সাথে যায়। ভেরিফিকেশন করার সময় আপনি যেমনটা কঠোর হোন, ঠিক তেমনি নরম মনের মানুষ হয়ে যান যখন আমরা সবাই একসাথে আনন্দ করি। যেকোন সমস্যার কথা বললে সব থেকে বেশি আপনি আন্তরিকতার সাথে সেটি সমাধান করার চেষ্টা করেন।
দায়িত্বরত সেই কঠোর মানুষকে সবাই দেখেছে কিন্তু ব্যক্তিজীবনে নরম এবং উদার সেই মানুষটাকে আমরা দেখেছি অনুভব করেছি। আমরা আপনার সাথে কাজ করতে পেরে খুবই খুশি ভালোবাসা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একজন মানুষ যেমন সবার প্রিয় হতে পারে না, আবার সবার কাছে যে প্রিয় হতেই হবে এমনটাও ঠিক না। এই পৃথিবীতে সবার মন রক্ষা করে চলা কোন মানুষের পক্ষে সম্ভব না। আর সেজন্য পিছন কথা না শুনে সামনে এগোনোটাই বুদ্ধিমানের কাজ। কথাগুলো আপনার কাছ থেকে আমার শেখা। তাই বলতে লজ্জাই লাগছে ভাই। শুধু এতোটুকুই বলবো দিনশেষে একজন ভালো মানুষের সাথে সবসময় ভাল মানুষেরাই বন্ধু হিসেবে থাকে আর যেগুলো আগাছা থাকে সেগুলো আপনা আপনি ঝরে পরে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা কথা চিরন্তন সত্য যে কোন মানুষ কখনো সবার প্রিয় মানুষ হয়ে উঠতে পারবেনা । সবার মনের মত ও হতে পারবেনা সবার কথা কি বলবো একজন মানুষ কখনই অন্য আরেক জনের ১০০ভাগ পছন্দনীয় হতে পারবে না। একটি কাজ ভাল লাগলে আরেকটি নিয়ে সমালোচনা হবে এটাই স্বাভবিক । কোন মানুষই মানবীয় দোষাবলীর উর্ধে নয় ।
তবে বৃহত্তর স্বার্থে যদি ক্ষুদ্র কোন ক্ষতি হয়েই যায় তবে সেইটা ভাল চোখে দেখটাই কল্যাণকর বলেই মনে করছি ।
সর্বপরি আপনি আব সময় যেভাবে আমাদেরকে সমর্থন দিয়ে এসেছে । তা আমাদের চাওয়ার চেয়েও বেশী পাওয়া । সব ভ্রান্তি বিভেদ ভুলে আমরা সব সময় এক পরিবার হয়ে মিলেমিশে থাকতে পারবো এই কামনা করি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দায়িত্ব বটে,কিন্তু এটা আসলে আমি মনে করি এই জায়গাটা আমাদের সকলের অকৃত্রিম ভালোবাসার জায়গা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি আমাদের ফাউন্ডার দাদার সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার করুন ইতিহাসের একজন অন্যতম ব্যক্তিত্ব। আমাদের অতি পরিচিত মুখ এবং অনুপ্রেরণার উৎস। আমরা সকলেই অবগত আপনি এই প্ল্যাটফর্ম শুরুর গল্পের, @rme দাদার দ্বিতীয় পোস্টের প্রথম কমেন্টকারী ব্যক্তি ছিলেন। বিগতভাবে আমরা সকলেই অবগত যে, আপনি অনেক, ভালো ও পরিশ্রমী ব্যক্তি। আমরা সপ্তাহে গুটিকয়েক পোস্ট করি তাতেই অনেক টেনশনের মধ্যে থাকি। যাই হোক ভাইয়া, আপনার লিখার থেকেও আমি মনে করি বেশি শারীরিক দক্কল ও মানসিক পরিশ্রম করতে হয়। আপনার সবগুলোই কথা অনেক যুক্তিযুক্ত। তবে দাদা, আপনারা এই প্লাটফর্মে রয়েছেন বিধায় সবকিছুই এতটা গচ্ছিত ও শৃঙ্খলতা বোজায় রেখে চলমান রয়েছে। আপনাদের জন্য শুভকামনা এবং অনেক ভালোবাসা এরই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি আপনার মত করেই পথ পাড়ি দেন, আমাদের শুভকামনা আপনাদের সাথে রইবে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব ভালো ভাবেই আপনার দ্বায়িত্ব পালন করছেন। আশাকরি আপনি আরো এগিয়ে যাবেন। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit