গরমকাল যে পড়েছে এটা নিয়ে আর নতুন করে তেমন কিছু বলার নেই কিন্তু মাত্রা অতিরিক্ত গরম হলে সেটা একটু অনেকটাই ভাবনা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় । যেমনটি আজকে আমাদের হয়েছিল ।
এমনিতেই শহর অঞ্চলের বাড়ী-ঘর গুলো অনেকটাই চাপা মানে একটার সঙ্গে একটা লাগানো এবং আলো বাতাসের ব্যবস্থা খুব একটা উন্মুক্ত নয় বললেই চলে । যাইহোক তার মধ্যে যে পরিমাণ সূর্যের তাপ ও মাত্রাতিরিক্ত ভ্যাপসা গরম, তাতে মনে হচ্ছিল যে পুরো বাড়িটা আজ অনেকটাই দোজখ খানাতে পরিণত হয়েছিল।
খুব শখ করে টপ ফ্লোরের ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম । উপর থেকে আশেপাশের সৌন্দর্য্য দেখবো বলে । তবে যে গরম পড়েছে তাতে টপ ফ্লোরে থাকার শখ মিটে গিয়েছে । দুপুরের পর থেকে তো মনে হচ্ছিল যেন আমি সিদ্ধ হতে চলেছি । অনেকটাই নাজেহাল অবস্থা আমার । ঐ বৈদ্যুতিক পাখা গুলোর দিকে যখন দেখছিলাম , মনে হচ্ছিল যেন আগুনের ফুলকি গুলো ঝরে পড়ছে ।
এভাবে তো টিকে থাকা খুব মুশকিল । যাইহোক অতঃপর আমি, বাবু আর বাবুর মা মিলে কোনরকম বেলকুনিতে বসে পুরোটা দুপুর কাটিয়ে দিয়েছিলাম । যদিও বিকালের পর থেকে ঘরের ভিতরে তেমন ঢোকা যাচ্ছিল না । তবে ছাদে কিছুটা ঠান্ডা বাতাস ছিল । যাইহোক অতঃপর চিন্তা করলাম যেহেতু আজকে ছুটির দিন, তাই একটু বাহিরে থেকে ঘুরে আসি । তবে আজকের ঘুরে বেড়ানোর ব্যাপারটা, অনেকটাই ব্যতিক্রম ছিল এবং সেই ঘটনায় চেষ্টা করবো আপনাদের শেয়ার করার জন্য ।
সন্ধ্যার ঠিক আগ মুহূর্তেই হীরাকে বললাম , চলো রেডি হয়ে নাও । এবার বাহিরে ঘুরতে যাব । অবশেষে বাবুকে নিয়ে যখন বাড়ির বাহিরে বের হলাম , তখন আবহাওয়া অনেকটাই শীতল হয়েছে এবং বড় রাস্তার কাছাকাছি যেতেই একটা অটোরিক্সা ড্রাইভারকে ডেকে বললাম , ভাই আমরা এক ঘন্টা রিক্সায় চড়ে ঘুরে বেড়াবো, শহরের বাহিরে নিরিবিলি পরিবেশে । আপনি এতে কত পয়সা নিবেন ।
ভাইজান একদম খোলামেলা উত্তর দিল, দেড়শো টাকা হলে সে আমাদেরকে নিয়ে ঘুরতে রাজি আছে । অবশেষে আমরা আর কথা না বাড়িয়ে রিক্সায় উঠে পড়লাম এবং বললাম, আপনার যেদিকে খুশি মন চায় আমাদের সে দিকে নিয়ে যান । তবে নিরিবিলি ও ঝামেলাহীন পরিবেশ হলে খুব ভালো হয় । কারণ এই বন্দি জীবনে থাকতে থাকতে অনেকটা হাঁপিয়ে উঠেছি ।
রিক্সাওয়ালা ভাই আমাদের মনের অবস্থাটা বুঝতে পেরেছেন । যাইহোক অবশেষে সে আমাদেরকে নিয়ে ছুটে চলল শহরের বাহিরে নিরিবিলি এলাকা গুলোতে । মৃদু ল্যাম্পপোস্টের আলোতে যখন রাস্তার উপর দিয়ে আমাদের রিক্সা ছুটে চলেছে এবং এই সন্ধ্যেবেলার হিমেল হাওয়া যখন শরীরে লাগছে , তখন যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। বাবু তো ঘুমিয়ে পড়েছে কারণ সে পছন্দ করেছে এই আবহাওয়াটা ।
অবশেষে আস্তে আস্তে শহরের কোলাহল যুক্ত পরিবেশ ছেড়ে আমাদের রিক্সা গ্রামীণ পরিবেশের ভিতরে ঢুকে গিয়েছে এবং চারপাশের সন্ধ্যেবেলার প্রকৃতি বেশ ভালো লাগছিলো । ঝিঁঝিঁ পোকার ডাক বেশ কয়েকবার শুনতে পেয়েছিলাম । ফুরফুরে বাতাসে অনেকটাই মনমুগ্ধকর অবস্থা ।
হুট করে যখন আকাশের দিকে তাকালাম, দেখলাম অনেক বড় করে চাঁদ উঠেছে এবং এই চাঁদনী রাতে বেশ ভালই লাগছিল প্রিয়তমাকে সঙ্গে করে নিয়ে রিক্সায় চড়ে ঘুরে বেড়াতে । ঐ চাঁদতো বারবার উঁকি দিচ্ছিলো । কারণ সে হয়তো লজ্জা পাচ্ছিল আমাদেরকে দেখে ।
যদিও অতিরিক্ত গরম পড়েছে এবং সারাটা দিন বেশ অস্থিরতায় কেটেছে । তবে সন্ধ্যেবেলার এই মনমুগ্ধকর সময়টা সারাদিনের ক্লান্তি যেন, নিমিষেই ভুলে দিয়েছে । যাইহোক অবশেষে সময়টা কিভাবে যেন কেটে গেল বুঝতেই পারলাম না । বাড়ি ফিরে চলে আসলাম এবং জমে রাখলাম কিছু স্মৃতি ।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

চাঁদনী রাতে দুই ভালোবাসার মানুষ একসাথে। আর তাদের সাথে তাদের প্রিয় ছোট সন্তানটি। সত্যি দারুণ একটা ব্যাপার ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই সময় ও পরিবেশটা বেশ উপভোগ্য ছিল আপু । ভালোই লেগেছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গরম যা পড়েছে তাতে সুস্থ থাকাই মুশকিল। সারা বাংলাদেশের একই অবস্থা। আপনার শহরটিতে আমি বহুদিন কাটিয়েছি। ছোটখাটো নিরিবিলি একটি শহর। গরমের দিনে রাতে রিক্সায় ঘোরা সত্যি আনন্দের ব্যাপার। যাদের এই অভিজ্ঞতা নেই তারা এটা কখনোই অনুভব করতে পারবে না। ভাল লাগলো আপনাদের রাতের ভ্রমণ কাহিনী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার শহরে আপনি ছিলেন, বাহ খুব ভালো লাগলো শুনে ।আবারো দাওয়াত দিলাম, বেড়াতে আসিয়েন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি আপনার প্রিয়তমাকে সঙ্গে নিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এটা বোঝাই যাচ্ছে। আসলে বর্তমানে গরম খুবই বেশি পড়েছে। আর যদি টপ ফ্লোরে বাসা হয় তাহলে তো গরমে একেবারে অবস্থা খারাপ। শীতের দিনে টপ ফ্লোরে থেকে অনেক আরাম পাওয়া যায়। তবে গরমের সময় একেবারে অবস্থা খারাপ। দুপুরের পর বিকেল পর্যন্ত রুমে আর থাকা যায় না। আপনি নিজেকে প্রশান্তি দেওয়ার জন্য অনেক সুন্দর ভাবে নিরিবিলি পরিবেশে সময় কাটিয়েছেন এবং রিক্সায় ঘোরাঘুরি করেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেমন সময় তেমন অবস্থা । শীতে অনেক মজা ,তবে গরমে কষ্টকর অবস্থা । ধন্যবাদ আমার অনুভূতি বোঝার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টপ ফ্লোর গরম অনেক লাগে,ভাই আমি জানি আমার বাসায় একই অবস্থা।কি যে গরম, সারাদিন রোদের গরম যখন শেষ রাতের দিকে একটু ঠান্ডা লাগে তবে আবার সকাল হলে আবার গরম হয়ে যায়।যাই হোক বাহিরে বের হয়ে খুব ভালো সময় কাটিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক কথা বলেছেন আপু । আসলেই অবস্থা বেশ শোচনীয় ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই একটা বড় ভুল সিদ্ধান্ত নিয়েছেন। টপ ফ্লোরে কখনোই থাকা উচিত নয়। এটা আমি হাড়ে হাড়ে টের পাই। কারণ আমিও টপ ফ্লোরে থাকি। টপ ফ্লোরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ছাদ গরম হয়ে গেলে সহজে ঠান্ডা হয় না। যার ফলে বাইরে ঠান্ডা হলেও ঘরের ভেতরটা গরম থাকে। তবে আপনার সন্ধ্যার সময় রিকশায় করে বাইরের ঘোরাটা খুব উপভোগ করেছি। আমরাও দীর্ঘদিন যাবৎ এ প্লান করছি। কিন্তু সেটা বিভিন্ন ব্যস্ততায় বাস্তবায়ন করা হয়ে উঠছে না। আর আমাদের এখানে আরেকটা সমস্যা হচ্ছে আমাদের শহরটা খুবই ছোট। অল্প সময়ের ভিতর শহরের ভেতর ঘোরা শেষ হয়ে যায়। আবার গ্রামের দিকে যেতে গেলে নিরাপত্তা ইস্যুর কারণে যেতে ভয় করে। আপনি সময়টা বেশ ভালোই উপভোগ করেছেন বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই রে ভাই, কিছু আনন্দ যে এইভাবে কষ্ট দেবে তো আগে জানতাম না। তবে আগে জানলে জীবনেও টপ ফ্লোরে থাকতাম নাহ । অবস্থা বেশ শোচনীয় ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কথা শুনে আমি পুরোপুরি একমত ভাইয়া। গত কয়েকদিন যাবত প্রচুর পরিমাণ গরম পড়ছে এই গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তবে আপনার এই পোস্টটা আমার কাছে খুবই ভালো লাগলো যে আপনি আপনার পরিবারকে নিয়ে কিছুটা মুহূর্ত নিরিবিলি থাকার জন্য একটা নিরিবিলি জায়গা বেছে নিয়েছেন। সত্যি বলতে মাঝে মাঝে এরকম প্রিয় মানুষকে নিয়ে রিক্সায় ঘুরাঘুরি করার মজাই আলাদা। যদিও আমি কখনও ঘোরাঘুরি করিনি তবে অনেকের কাছেই শুনেছি খুবই ভালো লাগে নাকি। হাহাহা।
যাইহোক ভাইয়া অনেক সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝে মতামত প্রকাশ করার জন্য। শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই গরমে রিকশায় ঘুরতে আমার খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার কাটানো মুহূর্তগুলো উপস্থাপন করেছেন ভাইয়া। বোঝাই যাচ্ছে আপনি আপনার পরিবার নিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। নিরিবিলি পরিবেশ ও মুক্ত হওয়া সবকিছু মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আপনার কাটানো মুহূর্ত আমাদের মাঝে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। 💓💓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল ইচ্ছা করেই বাহিরে গিয়েছিলাম কারণ ভিতরে ভীষণ গরম লাগছিল । তাছাড়া প্রকৃতির হাওয়া খাওয়ার জন্যই বাহিরে গিয়েছিলাম ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই যে গরম পড়েছে তাতে ঘরে টিকা সত্যিই অনেক মুশকিল এর ব্যাপার। আর এই গরমে সবার অবস্থা প্রায় নাজেহাল এমনিতেই রমজান মাস তার মধ্যে আবার এতটা গরম। তবে মজার ব্যাপার হলো বাইরে বের হলে অনেক সুন্দর আবহাওয়া পাওয়া যায়। প্রকৃতির ঠান্ডা বাতাস যখন লাগে তখন যেন প্রাণ জুড়িয়ে যায়। এই আবহাওয়াটা আমি অনেক উপভোগ করি। আপনিও বাসার বাইরে বের হয়ে অনেক ভালো একটি কাজ করেছেন। অন্তত এই গরম থেকে একটু স্বস্তি পেয়েছেন। তারপর সব মিলিয়ে রিক্সায় ঘোরাঘুরি থেকে গ্রামের নিরিবিলি পরিবেশ এবং বাবুকে নিয়ে অনেক ভালো একটি সময় কাটিয়েছেন। ধন্যবাদ ভাই আপনার সুন্দর অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। সবসময় ভালোবাসা নেবেন ভাই ভালোবাসা অবিরাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই গতকাল সময়টা গরমের কারণে বেশ কঠিন ছিল, তাই একটু পরিবার নিয়ে বাহিরে গিয়েছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলেছেন ভাই। গরমের তীব্রতা প্রচন্ড পরিমাণ বেড়েছে। তবে আপনি চাইলে বাসাতে এসি লাগাতেই পারেন। যেহেতু আপনারা টপ ফ্লোরে থাকেন। তবে এই গরমের তীব্রতা কাটিয়ে ওঠার জন্য আপনাদের সন্ধ্যার পরে ঘোরাঘুরি করার মুহূর্ত টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শুধু যে গরমের তীব্রতা কাটিয়ে উঠতে এটা প্রয়োজন তা নয়, একজনের জীবন থেকে বেশি বেরিয়ে আসার জন্য মাঝে মাঝেই ঘুরাঘুরি করা উচিত বলে আমি মনে করি। আপনাদের সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইটা সত্য চাইলেই অনেক কিছুই করা যায় ,আবার না চাইলে কিছুই করা লাগে না । পারলে বড় ভাইকে একটা এসি গিফট করেন । ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া চাঁদনী রাতে হবে প্রিয় একজন মানুষকে সাথে নিয়ে সময় কাটাতে খুব ভালো লাগে। আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে চাঁদনী রাতে রিক্সা করে ঘুরে বেড়িয়েছে তার সত্যিই অসাধারণ একটি মুহূর্ত ছিল। খুব সুন্দর একটি মুহূর্ত আপনারা কাটিয়েছেন ভাইয়া। আপনাদের সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম একদম ঠিক কথা বলেছেন আপু , চাঁদনী রাতে বেশ ভালোই উপভোগ করেছি সময়টা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাইয়া কালকে গরম খুবই বেশি ছিল সহ্য করার মতো না। ফ্যানের বাতাস সহ্য হচ্ছিল নাহ। পুরো বাংলাদেশে একই অবস্থা ছিল। যাইহোক আপনি ভাবিকে নিয়ে সন্ধ্যাবেলা রিকশায় করে ঘুড়ে বেড়ানো সিদ্ধান্ত নিলেন এটি খুবই ভালো লেগেছে। আসলেই প্রিয়তমাকে সাথে নিয়ে চাঁদনী রাতে এরকম সৌন্দর্য পরিবেশের মধ্যে ভ্রমণ করার মধ্যে রয়েছে অনেক আনন্দ। যাইহোক আপনারা খুবই আনন্দময় সময় পার করেছেন। এটা জেনে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই কঠিন একটা সময় যাচ্ছিল । অতিরিক্ত গরমে জনজীবন একদম কাহিল ,এই রকম গরম চলতে থাকলে অবস্থা অন্য দিকে গড়াতে পারে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকালের গরমে প্রায় সবাই নাজেহাল হয়ে গেছিল। দুপুরের পর মনে হচ্ছিল ঘরের মধ্যে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। যদিও সন্ধ্যার পরে ক্রমেই পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে। এইরকম গরমে রিক্সায় ঘোরাঘুরি করার মজাই আলাদা। হীরা আপু এবং শায়ান বাবুকে নিয়ে সন্ধ্যার পর দারুণ একটি সময় কাটিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক কথা বলেছেন, আসলেই গতকাল অনেক বেশি গরম ছিল। যা একদম সহ্যের বাহিরে । তাই একটু সন্ধেবেলা ঘুরতে বেড়িয়ে ছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
👌👌👌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া, বাংলাদেশের প্রতিটি অঞ্চল প্রচন্ড রকমের গরম পড়ছে।এ গরমে প্রতিটি মানুষ হাঁপিয়ে উঠেছে। ভাইয়া, আপনাদের এলাকা তে জানিনা কতটা গরম পড়ছে।তবে চট্টগ্রামে প্রচন্ড রকমের গরম পড়ছে ফ্যানের বাতাসে মনে হয় আগুনের ফুলকা পড়ছে এতটাই গরম লাগছে। ভাইয়া,ভাবিকে নিয়ে গ্রামের নিরিবিলি পরিবেশে ঘুরতে গিয়ে বেশ আনন্দ করেছেন আর অটোরিকশায় করে ঘুরার মজাটাই আলাদা। অটোরিকশায় বসে প্রাকৃতিক মুক্ত বাতাস শরীরে লাগলে শরীর এমনিতেই সতেজ হয়ে যায়।ভাইয়া,বাচ্চারা এমনই হয় গরম পরিবেশ একদম করে না। আর ঠান্ডা পেলে খুব আরামে ঘুমিয়ে পড়ে আমার বাবু সেম একই। প্রচন্ড গরম পরছে আমাদের এলাকাতে আর আমার পায়ের সমস্যা হওয়াতে ঘর থেকে বের হতে পারছি না।খুব ভালো লেগেছে ভাইয়া, আপনার পোস্ট টি পড়ে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইদিকেও একি অবস্থা বিরাজ করছে আপু । পরিবেশ ঠান্ডা হওয়া খুবই জরুরী ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত দুইদিনই খুব গরম পরেছে ভাই। এই গরমের মাঝে একটু মুক্ত প্রকৃতিতে ঘুরতে সত্যি অনেক ভালো লাগে। আর রিকশায় করে ঘোরার মজাটাই আলাদা। খুব ভালো লাগলো আপনার অনুভূতি গুলো জেনে। শুভেচ্ছা রইলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই জন্যই চেষ্টা করছি রিক্সা ভ্রমণ করার জন্য। বেশ ভালই লাগছিল গত দিনের সন্ধ্যার সময়টা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাইয়া গরম যা পড়ছে টিকে থাকাই কষ্টকর। রুমের ভিতর শান্তি নাই তাহলে কোথায় গিয়ে শান্তি পাবো 🥺 আর শহরের থেকে গ্রামে একটু মজা। একটু বাড়ির পাশেই বাগান থাকলে একটু ভালো লাগে কিন্তু শহর অঞ্চলে এটা হয় না তেমন। আসলে পা ফেলার জায়গা নাই এমন একটা অবস্থা শহরে আর অতিরিক্ত মানুষের কারণেই ভাবসা গরম অনেক। আসলে ফ্যানের বাতাস আর আগুন।আসলেই শহর অঞ্চলে ছেলেমেয়েগুলো বন্ধি জীবন পার করে এর আগেও আপনি লিখেছিলেন একজন কে নিয়ে। আমরা চাইব আমাদের শায়ান বাবু যেন মুক্ত আকাশে জীবন যাপন করতে পারে। সর্বোপরি অনেক গরম এরপরেও সন্ধ্যায় সুন্দর মুহূর্ত কাটিয়েছেন ফ্যামিলির সঙ্গে। আপনারা যেন সুস্থ থাকেন এই কামনাই করি। 🤲🤲
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুক্ত পরিবেশ ছাড়া শান্তি খুঁজে পাওয়া খুবই মুশকিল ভাই । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই অনুভূতিটা সত্যিই অনেক উপভোগ্য। অফিসে শেষে যখন বাসায় রিক্সা করে ফিরি, তখন সন্ধ্যার কোলাহল মুক্ত মৃদু বাতাসে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ভাই । অনেকটাই স্বস্তিদায়ক লাগে তখন । ধন্যবাদ আপনার অনুভূতি জানানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণ একটা ঘুরতে যাওয়া সিদ্ধান্ত নিয়েছেন ভাইয়া। চাঁদনি রাত, তার সাথে ভালবাসার মানুষ গুলো আহ ভাবতেই আনন্দ লাগে। আর রিকশায় করে ঘুরার মজাই আলাদা। দারুন মুহুর্ত। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করার জন্য আপু । তবে আসলেই অনুভূতিটা বেশ ভালোই ছিল ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই এই বিষয়ে কি আর বলবো! আমার ঘরে থাকতে দম বন্ধ হয়ে আসে একদম। আর আপনি শখ করে নাকি টপ ফ্লোরে ভাড়া নিয়েছেন শুনেই তো আরো হাপিয়ে উঠছি আমি এই গরমে মরা দশা একদম!
তবে এটা ভালো লাগলো ভাবিকে আর পুচকুকে নিয়ে খোলা মুক্ত হাওয়ায় কিছুটা সময় ভালোই কাটিয়েছেন । পুচকু বাবাইটা তো খুবই ক্লান্ত মনে হছে হাহাহা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন আপু , তবে টপ ফ্লোরে থাকার শখ মিটে গেছে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার কথা শুনে আমার মনে পড়ে গেল গত পাঁচ মাস আগের কথা। আমারও একই অবস্থা ছিল খুবই সুন্দর পরিবেশ এবং ভালো সুযোগ সুবিধার বাড়ি দেখে টপ ফ্লোরে ভাড়া নিয়েছিলাম। কিন্তু সাত তালায় উঠানামা এবং কি গরমে সিদ্ধ হয়ে যাওয়া ছাড়া আর কিছুই পেলাম না। অবশেষে বাধ্য হয়ে ছাড়তে হলো সুন্দর বাসা। তবে আপনি অবশেষে ভাবীকে নিয়ে এবং আমাদের বাবুকে নিয়ে বাইরে ঘুরে বেড়িয়েছেন এবং নিজের শরীরটাকে শীতলতায় পরিপূর্ণ করেছে। এবং খুব সুন্দর করে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তবে ছোট ভাই হিসেবে একটা কথা বলব, নির্জন পরিবেশে নিচু দোতালা অথবা একতলা যদি কোন বাসা পেয়ে থাকেন, আপনি যত তাড়াতাড়ি পারেন শিফট হয়ে যাবেন, কারণ এটা খুবই কষ্টদায়ক। আপনার জন্য রইল ভালোবাসা অবিরাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গরম করেছে জীবনটাকে একদম কাহিল। তাই বাধ্য হয়ে একটু এদিক-সেদিক ঘোরাঘুরি করা হয়েছিল ভাই । এই আরকি , ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি এক সময় ৯ তালাতে থাকতাম। জানালা দিয়ে ভালো ভাবে অনেক দূর পর্যন্ত দেখা যেতো। তবে গরমের সময় রাত দিন সময় সময় গরম থাকতো তাই বাসা ছেড়ে দিছি।
রিকশা দিয়ে ঘুরার মজাই আলাদা। আপনাদের ঘুরাঘুরি দেখে আমার ও অনেক ইচ্ছে হচ্ছে এই ভাবে চাঁদনী রাতে ঘুরতে। ঝিঁঝি পোকার ডাক এখন অনেক মিস করি। ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনার কাটানো মুহুত্বগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। 💜💜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই গরমে বাচ্চাদের সমস্যা টা বেশী হয়। ওরা ঘেমে যায় আবার ঘাম শুকিয়ে সমস্যা তৈরী হয়। চুল কেটে দিয়েছেন ভাল হয়েছে। সন্ধ্যার দিকে রিক্সা করে বেড়ানো ভালই লাগে। হালকা বাতাস লাগে। জমানো স্মৃতি গুলো ভালই লেগেছে। ধন্যবাদ। ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে গরমকালে এভাবে রিকশায় করার মজাই আলাদা।।তবে আপনার একটা বিষয় আমি অনেকদিন যাবৎ লক্ষ্য করেছি। আপনি আপনার পরিবারকে যথেষ্ট পরিমানে সময় দেন এবং সাথে নিয়ে ঘোরাঘুরি করেন। যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শুভকামনা আপনাদের সকলের জন্য সপরিবারে ভালো থাকবেন এভাবেই কাটিয়ে দেবেন আজীবন।
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit