প্রতিযোগিতা মৌলিক বাংলা গান || @shy-fox 10% beneficiary

in hive-129948 •  3 years ago 

প্রিয় আমার বাংলা ব্লগ বাসী , আশা করি সবাই ভালো আছেন । সবার সময় ভালো যাচ্ছে, এই কামনাই করি । আজকে যে কনটেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব , সেটা মূলত আমাদের কমিউনিটির নতুন একটা প্রতিযোগিতার টপিক । আমি বিশ্বাস করি , আমার বাংলা ব্লগে বিভিন্ন রকমের কনটেন্ট ক্রিয়েটর আছে এবং আমি মনে করি তাদের ভিতরে সবাই বিভিন্নভাবে মেধাবী সম্পন্ন এবং তারা সৃজনশীলতায় বিশ্বাসী এবং তারা চেষ্টা করে প্রতিনিয়ত তাদের কনটেন্টের ভিন্নতা নিয়ে আসার জন্য । আমরা বিগত হ্যাংআউট গুলোর ইন্টারটেইনমেন্ট সেগমেন্টে দেখেছি, আমাদের অনেক ইউজাররা মূলত গান গাওয়ার চেষ্টা করে আমাদেরকে বিভিন্নভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করেছে। যেটা আমাদের হ্যাংআউট শো কে আরো প্রাণবন্ত করে ।

যেহেতু আমরা বিনোদনপ্রেমী মানুষ। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, মূলত আমার বাংলা ব্লগ কর্তৃক এবারের প্রতিযোগিতা হবে গান ভিত্তিক প্রতিযোগিতা ।

প্রতিযোগিতার টপিক

contest_11.png

শেয়ার করো তোমার কন্ঠে গাওয়া মৌলিক বাংলা গান

প্রতিযোগিতার নিয়মকানুন

  • অবশ্যই আপনার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে এবং আপনার কন্ঠে গাওয়া বাংলা গানটি আপনার ইউটিউব চ্যানেলে প্রথমে আপলোড দিতে হবে এবং সেই লিংকটি যখন আপনি প্রতিযোগিতার জন্য পোস্ট করবেন , তখন পোষ্টের বডিতে শেয়ার করতে হবে ।

  • অবশ্যই আমাদের কমিউনিটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেটির একটি স্ক্রিনশট আপনার পোস্টের মধ্যে দিতে হবে প্রমাণ স্বরূপ ।
    আমাদের কমিউনিটির অফিশিয়াল ইউটিউব লিংক হচ্ছে এইটা ।
    https://www.youtube.com/c/royalmacrogaming

Screenshot_20211222-015727_YouTube.jpg

  • গান গাওয়ার সময় আপনি কোন শিল্পীর গান গাচ্ছেন এবং সেই গানের লেখক ও সুরকার যারা আছে তাদেরকে ক্রেডিট দিতে হবে ।

  • চেষ্টা করবেন অবশ্যই পোস্টের বডিতে , গান গাওয়ার উপর আপনার অভিজ্ঞতা কেমন ছিল সেই বিষয়টা সম্পর্কে আলোকপাত করার জন্য ।

  • কপিরাইট,স্প্যামিং ও অন্যের ধার করা ভিডিও কোনভাবেই গ্রহণযোগ্য হবে না ।

  • প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অবশ্যই আপনাকে এই তিনটা ট্যাগ ফলো করতে হবে এবং 10% @shy-fox কে বেনিফিশিয়ারি দিতে হবে । #abbcontest-11 #amarbanglablog-contest #banglasong

  • প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ২৯ ডিসেম্বর পর্যন্ত
    এবং এই পোস্টের কমেন্ট সেকশনে আপনার পোস্টের লিংক
    দিয়ে আপনার অংশগ্রহণ সিওর করবেন এবং ৩০ ডিসেম্বর
    হ্যাংআউটের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে ।

প্রতিযোগিতার পুরস্কার

  • প্রথম পুরস্কার: ২০ স্টিম
  • দ্বিতীয় পুরস্কার: ১৮ স্টিম
  • তৃতীয় পুরস্কার: ১৫ স্টিম
  • চতুর্থ পুরস্কার: ১২ স্টিম
  • পঞ্চম পুরস্কার: ১০ স্টিম

স্পেশাল পুরস্কার

*প্রথম : ১২.৫ স্টিম
*দ্বিতীয়: ১২.৫ স্টিম

প্রতিযোগিতার বিচারক

@rme (♚Founder♔ )
@blacks (Executive Admin ♛🇮🇳)
@hafizullah (Community Moderator 🇧🇩)
@moh.arif (Community Moderator 🇧🇩)
@shuvo35 (Community Moderator 🇧🇩)
@winkles (Community Moderator 🇮🇳)
@rex-sumon (Admin+Mentor+Quality Controller)

ধন্যবাদ সকলকে

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিযোগিতা মৌলিক বাংলা গান আমার অংশগ্রহণ

CollageMaker_20211226_201850404.jpg

https://steemit.com/hive-129948/@limon88/2xkvcs

Screenshot_2021_1227_000906.jpg

https://twitter.com/HouqeLimon/status/1475166591356522496?t=oy4EE_Vg7kISHdjiRx66aA&s=19

খুব ভালো একটি কনটেস্ট চালু করেছেন। সত্যি খুব ভালো লাগলো ভাইয়া নতুন নতুন গানের পাখিদের দেখতে পারবো।
ইনশাআল্লাহ চেষ্টা করবো কনটেস্টে অংশ নিতে।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে এতো সুন্দর একটি কনটেস্ট এর আয়োজন করার জন্য।

খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া।এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলা মৌলিক গানগুলো আমরা শুনতে পাব। এই প্রতিযোগিতায় আমি নিজেও অংশগ্রহণ করতে পারব জেনে খুবই আনন্দ লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।

সুন্দর একটি উদ্যোগ । ধন্যবাদ ।

অনেক সুন্দর একটি প্রতিযোগিতা। অনেক ভালো লাগলো তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে অনেক ভালো লাগবে। জানিনা পারবো কিনা।

  ·  3 years ago (edited)

খুবই সুন্দর একটি প্রতিভা দেখানোর প্রতিযোগিতা দাদা উপহার দিয়েছেন ।দেখে মনটা ভালো হয়ে গেলো যে মৌলিক গান শেয়ার করতে পারবো ।ধন্যবাদ ও দোয়া রইলো এতো সুন্দর প্রতিযোগিতা শেয়ার করার জন্য।

খুবই সুন্দর প্রতিযোগিতা।

বাংলা গান গাইতে আমাকে অনেক ভালো লাগে। আশা করি আমার গাওয়া বাংলা গান নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো,,

সুন্দর একটি প্রতিযোগিতা চালু করেছেন ভাইয়া। আমিও ইনশাআল্লাহ চেষ্টা করবো এই সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন‍্য।

এবারে প্রতিযোগিতা অসাধারণ হয়েছে অনেক সুন্দর সুন্দর গান শুনতে পারবো। সবার জন্য শুভকামনা রইলো

ভাই লিরিক্স কি নিজের লেখা হতে হবে।নাকি কারো গাওয়া গান নিজের মত করে করলেও হবে।

ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন আমরা বিনোদনপ্রেমী মানুষ। জীবনের অনেক ব্যস্ততার মাঝেও বিনোদন পেতে সবারই অনেক ভালো লাগে। মৌলিক বাংলা গান প্রতিযোগিতা এটি আমার বাংলা ব্লগের সেরা উপহার। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক ভালো ভালো গান শুনতে পাবো। আমি ভালো গান গাইতে পারি না তবুও চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমার বাংলা ব্লগের অনেক সদস্য রয়েছে যারা এই প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভাকে বিকশিত করতে পারবে। এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমার বাংলা ব্লগ পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

ওয়াও আবারো নতুন কন্টেস্ট তাও আবার গানের খুবই ভালো লাগলো অবশ্যই অংশ নিব।

বাহ্ খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দেখছি। শুভ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর প্রতিযোগিতা নিয়ে আসার জন্য অনেক ইউজার গান বলার মনোভাব পোষণ করবে। তাদের কন্ঠ স্বরের মাধুর্য তুলে ধরবে। গান বলার সৃজনশীলতা খুঁজে পাওয়া যাবে। আমার কাছে খুবই ভালো লেগেছে এই সপ্তাহের প্রতিযোগিতা।😍😍

@shuvo35 ভাই, টাইটেলে মৌলিক গান (অরিজিনাল বা নতুন গান) এর কথা বলা আছে। পরে নিয়মের মধ্যে দেয়া হয়েছেঃ

গান গাওয়ার সময় আপনি কোন শিল্পীর গান গাচ্ছেন এবং সেই গানের লেখক ও সুরকার যারা আছে তাদেরকে ক্রেডিট দিতে হবে ।

এই দুইটা ব্যাপার একটু পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে বিশেষ করে কোন শিল্পীর গান, এই কথাটা।

আমি ভুল হলে বুঝিয়ে দিয়েন বা ঠিক হলে শুধরে নিয়েন। ধন্যবাদ ও শুভকামনা রইল সবার জন্য।

মৌলিক অর্থ কি বোঝাই?? আসলে আমিও বুঝতে পারছি না। বিষয়টি সম্পর্কে আপনি জেনে নেওয়ার পর আমাকেও একটু অবগত করবেন সাইফুল ভাই।

ধন্যবাদ

ভাই গান যারা গাবে, তারা তো ডেফিনেটলি কোন শিল্পীর গান কাভার করবে। এইজন্যই অরিজিনাল শিল্পীর নাম, গানের সুরকারকে ক্রেডিট দেওয়ার কথা বলা হয়েছে । ধন্যবাদ ☺🙏

ধন্যবাদ আপনার উত্তরের জন্য। কিন্তু ভাই টাইটেলে মৌলিক গানের কথা বলা আছেত তাই কনফিউজড হয়ে গিয়েছিলাম। এখন বুঝতে পেরেছি যে গান কাভার করা যাবে। ধন্যবাদ ও শুভকামনা আবারো।

বাহ সুন্দর একটি উদ্যোগ। গানের প্রতিযোগিতার কনটেস্ট। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল সবার জন্য।

খালি শুভকামনা জানালেই হবে। কনটেস্টে অংশগ্রহণ করতে হবে। ইনশাল্লাহ আমি অংশগ্রহণ করছি এবং আপনার অংশগ্রহণ কামনা করছি।

আপনাকেও ধন্যবাদ এবং শুভকামনা রইল সুন্দর মতামত দেওয়ার জন্য

ওয়াও, অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন এবার। এবারের প্রতিযোগিতায় অবশ্যই অনেক জমজমাট হবে। যদিও আমার কণ্ঠ ভালো না তারপরও চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

সত্যি বলতে ভাইয়া আসলেই মানুষের ভেতরে অনেক প্রতিভা থাকে। সেগুলো প্রকাশ করতে পারে না। মানুষ নিজের দক্ষতা খাটায় না কিন্তু আপনি সুন্দর একটি কনটেস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। যাতে করে আমরা আমাদের নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারবো। অনেক জন অনেক প্রতিভা নিয়ে জন্মায় সেগুলো ভিতরেই থাকে বিকশিত হয় না। সত্যি অনেক ভালো লাগছে মৌলিক গান নিয়ে সকলে হাজির হবে। আশা করি সকলের জন্য অগ্রিম শুভকামনা রইল। আপনার জন্য ভালোবাসা রইলো ভাইয়া এতো সুন্দর একটি কনটেস্ট আয়োজন করার জন্য ।

গানের প্রতিযোগিতা দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। যদিও আমি গান বলতে পারিনা তবে গান শুনতে খুবই ভালো লাগে। আমাদের কমিউনিটিতে অনেক সদস্য রয়েছে যারা অনেক ভালো গান বলতে পারে। আশা করছি আমরা সকলের মিষ্টি কন্ঠের গান শুনতে পাবো এবার। এই প্রতিযোগিতার মাধ্যমে সকলে তাদের মিষ্টি কন্ঠ আমাদের মাঝে উপস্থাপন করবে। অনেক সুন্দর একটি প্রতিযোগিতা দেখে অনেক আনন্দিত হলাম।

বাহ ভাই, এবারের কনটেস্টে বেশ মজাদার। শীতের সময় এক কাপ কফি খেয়ে গলাটা গরম করে গান গাইবো 😁😁☺️, অনেক ইন্টারেস্টিং এবং মজাদার একটি কনটেস্ট আমি অবশ্যই জয়েন করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

  • খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া। সত্যিই এই আয়োজনটি আমার খুবই ভালো লেগেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটি খুবই বিনোদন দিয়ে থাকে আমাদের। আর এই বিনোদন আরও সুন্দরভাবে করার জন্য এই প্রতিযোগিতাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সকলে অনেক বিনোদন উপভোগ করতে পারবো। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেক প্রতিভার মানুষ রয়েছে। যারা প্রতিদিন তাদের প্রতিভাকে প্রকাশ করছে।আর এই প্রতিভা প্রকাশ এর আরেকটি সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতাটি অনেক ভালো হয়েছে, আশা করছি প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার চেষ্টা করবো। আপনার জন্য রইল শুভকামনা।

মৌলিক বাংলা গান প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ:-

https://steemit.com/hive-129948/@alamin-islam/3pbvd7-or-or-15-beneficiary-to-shy-fox-or-or-5-beneficiary-to-abb-charity

  ·  3 years ago (edited)

খুব সুন্দর একটা কনটেস্টের আয়োজন করেছেন ভাইয়া। আসলে প্রত্যেকটি মানুষের ভেতরে কিছু না কিছু প্রতিভা থেকে থাকে। যা বিভিন্ন মাধ্যমে বেরিয়ে আসে। আপনি যে কনটেস্টের আয়োজন করেছেন তার মাধ্যমে অনেকেরই সেই সৃজনশীলতা এবং প্রতিভাটি ফুটে উঠবে। এটি একটি ভালো দিক। আমি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। ধন্যবাদ ভাইয়া খুবই সুন্দর একটা প্রতিযোগিতা আমাদের সামনে নিয়ে আসার জন্য।
আমার অংশগ্রহণ ঃ-https://steemit.com/hive-129948/@shihab24/11-10

  ·  3 years ago (edited)

আমার অংশ গ্রহণ-

https://steemit.com/hive-129948/@isha.ish/g6fww-or-or-shy-fox

টুইটার এ শেয়ার

Screenshot_20211227-000944_Twitter.jpg

অনেক সুন্দর একটা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি পুরোপুরি ভাবে প্রস্তুত ছিলাম গত সপ্তাহ থেকেই। যখন সুমন ভাই অ্যানাউন্সমেন্ট দিয়েছিল আপকামিং কনটেস্ট হিসেবে।

আমার বাংলা ব্লগ পরিবারকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য

আমার অংশ গ্রহন

https://steemit.com/hive-129948/@roy.sajib/2felu3-shy-fox

এই প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ।
https://steemit.com/hive-129948/@alauddinpabel/2jc3mr

টুইটারের শেয়ার লিংক

Screenshot_2021-12-28-02-29-03-159_com.android.chrome.jpg

প্রতিযোগিতা মৌলিক বাংলা গান আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-129948/@ayrinbd/3mvt2y-shy-fox-10-beneficiary

  • প্রতিযোগিতা আমার অংশ গ্রহন👇

IMG_20211228_191124.jpg

https://steemit.com/hive-129948/@rayhan111/or-or-by-rayhan111-shy-fox

Twitter link

প্রতিযোগিতা মৌলিক বাংলা গান আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-129948/@sshifa/sqexw-or-or-or-or

আমার অংশ গ্রহণ :
https://steemit.com/hive-129948/@gorllara/2w3vnk-or-or-shy-fox

টুইটার এ শেয়ার
https://twitter.com/gorllara/status/1476064801721774081

image.png

  ·  3 years ago (edited)

মৌলিক বাংলা গানের প্রতিযোগিতায় আমার অংশগ্রহন :

মৌলিক গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ

https://steemit.com/hive-129948/@rita135/6revig-shy-fox-10-beneficiary

আমার প্রতিযোগিতার গানের লিংক,
https://steemit.com/hive-129948/@biplob25/4zfrjn-beneficiaries-shy-fox

প্রতিযোগিতায় মৌলিক গান:

https://steemit.com/hive-129948/@munna101/contest-11-or-or-10-for-shy-fox