শীতের সন্ধ্যা

in hive-129948 •  12 days ago 

গতকাল অনেকটা দিন পরে শহরে গিয়েছিলাম, এমনিতেই সকাল থেকে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, তারপরে আবার বিকেল থেকে ঝিরিঝিরি বৃষ্টি । সব মিলিয়ে আবহাওয়ার একদম নাজুক অবস্থা। যদিও সন্ধ্যা বেলা থেকে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, তবে কুয়াশার পরিমাণ ছিল অধিক ।

20241209_183837-01.jpeg

received_1552386032141838-01.jpeg

Messenger_creation_6535CF1F-9CED-4DDD-852C-7C296577EFDA-01.jpeg

20241209_183457-01.jpeg

20241209_183341-01.jpeg

20241209_183327-01.jpeg

20241209_183403-01.jpeg

20241209_184057-01.jpeg

20241209_185043-01.jpeg

20241209_185049-01.jpeg

প্রচুর কুয়াশা পড়ছিল মনে হচ্ছিল সবদিকে শুধু ধোঁয়া উড়ছে। কয়েক হাত সামনে পর্যন্ত দেখা যাচ্ছিল না। এর মাঝেই বাল্যবন্ধু ডাক্তার আতিফের বার্তা এসেছে মেসেঞ্জারে। ও স্বল্প কিছুদিনের ছুটিতে বাড়িতে এসেছে। আগামী শুক্রবারেই চলে যাবে, তাই মেসেঞ্জারে খুদেবার্তা লিখে পাঠিয়েছে, যদি সম্ভব হয় তাহলে চলে আয়, আজ আবারও পুরনো দিনের মতো করে সবাই একত্রে রাস্তার পাশে বসে গরম গরম পিঠা খাব।

এমন সন্ধ্যায় এরকম লোভনীয় প্রস্তাব কোনভাবেই ফেলতে পারিনি। আধা ঘন্টার মধ্যেই শহরে গিয়ে হাজির, যেহেতু যাতায়াত ব্যবস্থা ভালো তাই মোটামুটি সব সময় গাড়ি পাওয়া যায়। ছোটবেলা থেকে যাদের কাছে পিঠা খেতাম, তারা এখন অনেকেই আর পৃথিবীতে নেই। তবে তাদের এই ব্যবসা কালের পরিবর্তনে ধরে রেখেছে তাদের পরিবারের লোকজন।

ঝিলের দিকটাতে যে রাস্তাটা গিয়েছে তার পাশেই মাঝ বয়সী এক মহিলা পিঠার দোকান নিয়ে বসে গিয়েছে। এমনিতেই কুয়াশা পড়ছে তার ভিতরে প্রচুর ঠান্ডা। কোনরকমে তিন বন্ধু মিলে বসে গিয়েছিলাম পিঠা খেতে। সঙ্গে অবশ্য বন্ধুর ভাগিনা ছিল।

শীতের সন্ধ্যাবেলায় গরম গরম পিঠা খাচ্ছিলাম আর শৈশবের কথাগুলো বারবার মনে করার চেষ্টা করছিলাম। এখন হয়তো আর আগের মত বন্ধুরা মিলে আড্ডা দেওয়া হয় না, সবাই যে যার কর্মে বড্ড ব্যস্ত। তারপরেও যখন এমন সময় হঠাৎ করেই কাছে চলে আসে, তখন ভালোলাগার পরিমাণটা খানিকটা হলেও বেড়ে যায়।

আগে শীতের সন্ধ্যায় কত সময় এভাবে কাটিয়েছি তার কোন হিসাব নেই। আর এখন এমন সময় চাইলেও পাওয়া যায় না। এদিক থেকে ডাক্তার বন্ধু আতিফ এর কাছে বড্ড কৃতজ্ঞতা প্রকাশ করছি, এমন সময় আমাকে বহুদিন পর উপহার দেওয়ার জন্য।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

শীতের সন্ধ্যায় এমন পিঠা হলো খেলে অনেক ভালো লাগে। আপনি বন্ধুদের সাথে শীতের এমন পিঠা খেয়েছেন দেখে লোভ সামলানো মুশকিল। নিশ্চয় বেশ ভালো একটা সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ আপু সময়টা বেশ দারুণ ছিল, কেননা বহুদিন পরে বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল।

দারুন উপভোগ করলেন আপনারা শীতের বিকেলটা। এমন কুয়াশার দিনে ঝিরিঝির বৃষ্টির সময় গরমে ধোঁয়া ওঠা পিঠা খেতে খুবই মজার হয়। আপনাদের পিঠা খাওয়া দেখে আমারও খেয়ে নিতে ইচ্ছে করছে। বিশেষ করে গুড়েড় সাথে ভাপ পিঠা খেতে সব সময় ভালো লাগে। অনেক সুন্দর একটি মুহূর্ত কাটালেন বাল্যবন্ধুদের সাথে। আপনার ব্লগটি পড়ে খুবই আনন্দ পেলাম।

গুড়ের সঙ্গে ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা, এটা একদম ঠিক বলেছেন আপু।

শীতের সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারছি আপনারা এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

এটা সত্য সময়টা আসলেই দুর্দান্ত কেটেছিল ভাই।

বাহ !আপনি তো দেখছি শীতের মেইন পিঠেগুলো খেয়ে ফেলেছেন।বন্ধুদের সাথে পিঠে খাওয়ার মজায় আলাদা।দেখেই বোঝা যাচ্ছে দারুণ সময় কাটিয়েছেন ছোটবেলার বন্ধুর সাথে।

একদম ঠিক বলেছেন আপু, বন্ধুদের সঙ্গে বেশ ভালোই সময় কেটেছিল।

আমাদের এদিকেও আবহাওয়া খুবই খারাপ। তবে বৃষ্টি হয়নি। শীতের সন্ধ্যায় সবাই মিলে গরম গরম পিঠা খাওয়ার আনন্দই আলাদা। মনে হয় যেন রাস্তার মোড়ের দোকানগুলোতে হাজারো শৈশবের স্মৃতি মিশে আছে। আর সবার সাথে সুন্দর মুহূর্তগুলো কাটাতেও ভালো লাগে ভাইয়া।

আমাদের এদিকে গতকাল বেশ ভালই বৃষ্টি হয়েছিল আপু।

শীতকাল এলেই আসলে নানা জিনিসের সাথে নানান স্মৃতি উঁকি দেয় আমারও, মনে হয় সকলেরই। এই যে একসাথে পিঠা খাওয়ার স্মৃতি, কম বেশি সকলেরই সেই স্মৃতি রয়েছে। বন্ধুর ছুটি উপলক্ষে তাও যে একসাথে বসে পিঠা খেতে খেতে সেইসব স্মৃতি রোমন্থন করেছেন, এটাও একটা স্মৃতি হয়েই রইলো কিন্তু! অনেকে তো সেই সুযোগ টাও পায় না।

বাহ্ দারুণ বলেছেন কিন্তু, ভালো লাগলো আপনার মতামত।