একটু মানবিক হইলে সমস্যা কোথায়

in hive-129948 •  4 years ago 

খুবই কষ্ট করে আজ কর্মস্থলে এসেছি । কারণ এমনিতেই সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এতো কষ্টের পরেও কর্মস্থলে এসে দেখি , কর্মস্থলের সামনে পানি জমে যাওয়ার কারণে কিছু লোক কর্মস্থলের বারান্দায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে এবং কিছু মহিলা মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। কারণ কিছু করার নেই, কারণ চতুর দিকে পানি যেন থৈথৈ করছে । এই শহরে একটু বৃষ্টি হলেই,নিম্নাঞ্চল গুলোতে পানি জমে যায়। সব মিলে একদম খুব বাজে একটা অবস্থা হয়ে যায় ।আসলে আমি এসব কোথায় বলব ! কিভাবে বললে এর প্রতিকার হবে মাঝে মাঝে এসব নিয়ে চিন্তা করি ।


যাইহোক অনেক কষ্ট করে ভিড় এড়িয়ে কর্মস্থলের ভিতরে প্রবেশ করলাম। কিন্তু দীর্ঘ সময় কেটে যাচ্ছে বাহিরে বৃষ্টি থামছে না এবং যার কারণে কর্মস্থলে লোকজন নেই বললেই চলে এবং আমিও মোটামুটি ফাঁকা সময় পার করছি। কারণ কাজের চাপ নেই। যাইহোক এভাবেই একটা সময়ে গিয়ে আমি চেষ্টা করলাম কর্মস্থলের ওয়েটিং রুমে বসে কিছুটা সময় কাটানোর জন্য ।
একটা সময়ে গিয়ে লক্ষ্য করলাম যে একটা ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে আমার কর্মস্থলের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছি বাহিরে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে সে দাঁড়িয়ে আছে নিরুপায় হয়ে। আসলে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে, মানবিকতার কারণে আমি ভদ্রমহিলাকে অবশেষে প্রস্তাব দিলাম,যদি আপনার কোন সমস্যা না হয় তাহলে আমার কর্মস্থলের ভিতরে বসতে পারেন। কারণ বাহিরে অনেক জোরে বৃষ্টি হওয়ার কারণে তার শরীরের কাপড় ভিজে যাচ্ছে এবং তার বাচ্চার গায়ে পানি পড়ছে। যদিও ভদ্রমহিলা প্রথমে সংকোচ বোধ করছিল, পরে অবশ্য নিজের ইচ্ছায় সে ভেতরে এসেছিলো । যাইহোক মাঝে মাঝে মানুষের একটু উপকার করতে পারলে ভালই লাগে । এভাবে কেটে গিয়েছে আজকের সকালবেলা।
20210630_114908.jpg

20210630_114911.jpg

20210630_114914.jpg

20210630_114936.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বর্তমানে মানবিকতা মানুষের মাঝে বিরাজ করে না ভাই। সবাই নিজের টা আগে দেখে। আমাদের সকলের উচিত সুবিধা বন্চিত মানুষের পাশে দারানো।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

মানুষ মানুষের জন্যে। 💖💖

আপনার মতো পজিটিভ দৃষ্টিমার মানুষ পৃথীবিতে যুগে যুগে নেমে আসুক।

কোন সমস্যা নেই, বরং এতে হৃদয় শান্ত হয় এবং মনে প্রশান্তি আসে। কিন্তু তবুও আমরা আত্ম অহংকারের কারনে কারো প্রতি মানবতা প্রদর্শন করতে রাজি না। ভালো লাগলো লেখাগুলো পড়ে ভাই।

ধন্যবাদ আপনাকে ভাইয়া ।

ভাইয়া ভালো লাগল লেখাটি পড়ে।আপনার মত সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিক এটাই কাম্য সকলের কাছে।

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।