এইতো সেদিনই হীরাকে হসপিটালে নিয়ে গেলাম, সবার সঙ্গে ডিসকর্ডে কথা বললাম । কত একটা টানটান উত্তেজনা কাজ করতেছিল নিজের মাঝে। আসলে সময় খুবই দ্রুত চলে যায় । কিছু কিছু অনুভূতির কথা মুখে বলে শেষ করা যায় না । যাইহোক শেষমেষ তো ভালো ভাবেই ডেলিভারি হয়ে গেল এবং পৃথিবীর আলো দেখলো শায়ান এবং তারপর থেকে ওর বেড়ে ওঠা শুরু এবং চলছে জীবন ওর জীবনের মত করে ।
যদিও এই লম্বা সময়ের ভিতরে আমাদের বহুৎ উত্থান-পতন গিয়েছে এবং প্রতিনিয়তই বাস্তবতার সম্মুখীন হচ্ছি । তবে আমি মনেকরি, এই জীবন যুদ্ধে টিকে থাকতে হলে, সব রকম প্রতিকূল পরিবেশ মানিয়ে নিয়ে চলতে হবে । যাইহোক গতদিন শায়ানের ছয় মাস পূরণ হয়েছে এবং সেই উপলক্ষে বাড়িতে একটা ছোট পরিসরে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজ চেষ্টা করব , সেটার প্রথম পর্বের কিছু ধারাবাহিক কথা বলার জন্য । কারণ আমি এই সম্পূর্ণ অনুষ্ঠানটি দুটো পর্বে ভাগ করবো । এই পর্বে লিখিতভাবে আমি মুহূর্তগুলো সম্পর্কে বলার চেষ্টা করব আর পরবর্তী পর্বে দেওয়ার চেষ্টা করব শায়ানের ছয় মাস পূরণের পুরো ভিডিওটি ।
যদিও আমার বাবুর ছয় মাস উপলক্ষে তেমন কোনো উৎসব করার কোন প্রিপারেশন ছিল না । মূলত হীরার অনুরোধের কারণেই এই অনুষ্ঠানটি করা হয়েছিল। মূলত শায়ানের মুখের রুচি দিন দিন বদলে যাচ্ছে । যেহেতু ও বড় হয়ে যাচ্ছে, তাই মোটামুটি এখন ওর বাহিরের বাড়তি খাবার দরকার । তাই মূলত অনুষ্ঠানটি ঘটা করে করেছিলাম, শায়ানের মুখে ভাত উপলক্ষে ।
ইমু আমার ছোট ভাই, আসলে ও নাহ থাকলে কোন ভাবেই সম্ভব হতোনা অনুষ্ঠানটি পাড়ি দেওয়া । যাইহোক ওকে তো অনেক আগে থেকেই বলে রেখে দিয়েছি, সব দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে । যাইহোক ও ঠিকঠাক মত কথা শুনেছিল। সেই কেক অ্যারেঞ্জ করা থেকে ঘর সাজানো, পুরোটাই ও একা করেছিল । তবে এক্ষেত্রে আমার শাশুড়ি ও আমার প্রিয়তমা স্ত্রী ভালোই ভূমিকা রেখেছিল , যদিও তারা আমার পকেটের বেশ ভালই টাকা খসিয়ে ছিল । মূলত বিভিন্ন রকমের খাবার আয়োজন করার জন্য ।
যদিও প্রথমের দিকে খাবারের মেনু আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছিল। তবে পরবর্তীতে সময়ের কারণে লোক বুঝে অনেকগুলো খাবার রান্না করতে হয়েছিল । মূলত সাদা পোলাও ছিল ,সঙ্গে চিকেনের রোস্ট, খাসির মাংসের ভুনা, বেগুন ভাজি, সবজি, দই ,মিষ্টি ,কোলড্রিংস ও কেক সবকিছুর বন্দোবস্ত করা হয়েছিল ।
আমি শুধু চেয়েছিলাম আমার বন্ধু বান্ধবদের ও কাছের আত্মীয়-স্বজনদেরকে বলব কিন্তু যখন পাশের বাসার ভাড়াটিয়াদের কে বলতে গিয়েছি, তখন ব্যাপারটা বিপত্তি হয়ে গিয়েছিল। কারণ আমাদের অ্যাপার্টমেন্টে আরো তিনটা ভাড়াটিয়া থাকে এবং নিচে কেয়ারটেকারের ফ্যামিলিকে বলা হয়েছিল এবং সঙ্গে আমাদের আত্মীয়-স্বজন । সব মিলিয়ে প্রায় ৪০ জন মানুষের আয়োজন করা হয়েছিল ।
সত্যি বলতে কি, যে কোন অনুষ্ঠান যত আপনি ছোট করতে চাবেন দেখবেন একটা সময়ে গিয়ে ততোই বড় হয়ে গিয়েছে, এটা খুবই স্বাভাবিক । রান্নার ভিডিও গুলো হীরা দেওয়ার চেষ্টা করবে ওর পোষ্টের মাধ্যমে । আর আমি চেষ্টা করব, পরবর্তী সময়ে বাবুর কাটানো মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভিডিও আকারে দেওয়ার জন্য । তবে আমি কৃতজ্ঞ যে , আমার মেজো মামি ও তার পরিবার এবং পাশের বাসার সবাই কমবেশি এসেছিল । বিশেষ করে আমার বন্ধুরা এই প্রথম আমার নতুন বাসায় এসেছিল, এতে আমি বেশি খুশি হয়েছিলাম এবং তারা আমার বাবুকে খুব কাছ আদর ও আশীর্বাদ করেছে ।
যাইহোক বন্ধুরা আমি এই পর্ব আর বেশী দীর্ঘায়িত করতে চাচ্ছি না । কারণ পরবর্তী পর্বে ভিডিও মুহূর্তগুলো শেয়ার করব এবং তখন কিছু তথ্য দেব আমার এই ঘরোয়া উৎসব নিয়ে মানে শায়ানের মুখে ভাতের উৎসব সম্পর্কে । ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন, ভালো থাকুন ও সুস্থ থাকুন । দেখা হচ্ছে পরবর্তী পর্বে ।
ধন্যবাদ সকলকে ।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
শায়ান বাবুর মুখে ভাত অনুষ্টান খুব ভালো হয়েছে আয়জন দেখেই বুঝা যাচ্ছে। ৪০ জন মানুষের আয়োজন বিশাল আয়োজন। আপনি ছোট আয়োজন করতে গেছেন হয়ে গেছে বড় আয়োজন। আসলে এমন হয় দাওয়াত দিয়ে গেলে মনে হয় তাকে বাদ দেওয়া ঠিক হবে না। এভাবেই দেখা যায় ১০ জন থেকে ২০ জন হয়ে গেছে।
শায়ান বাবু এখন থেকে ভাত খাবে। আপনার খরচ কিন্তু বেড়ে গেলো 😋 শায়ান বাবুর জন্য যে কেকটা কিনছেন খুবই সুন্দর লাগছে। ভালো লাগলো অনেক আপনাদের আনন্দময় পরিবেশ দেখে। ভিডিও পোস্টের অপেক্ষায় রইলাম ভাই। শায়ান বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ্য থেকে। ❣️❣️❣️❣️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই পরবর্তীতে ভিডিও আসবে, সঙ্গেই থাকুন ধন্যবাদ আপনাকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শায়ান বাবু 6 মাস পূর্তিতে অনেক অনেক দোয়া ও শুভকামনা।মায়ের দুধ কিংবা ফিডারের পাশাপাশি এখন বাবু স্বাভাবিক খাবার খাবে।ভাত খিচুড়ি ডাল মাছ মাংস ডিম ডাল,,শাকসবজি।পুষ্টিগুণে সমৃদ্ধ খাবার খেয়ে বাবু হয়ে যাবে সম্বৃদ্ধ পরিপাটি বাড়ন্ত শায়ান।।খুবই চমৎকার হয়েছে ওর মুখে ভাতের অনুষ্ঠানটি।বাবুর জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা সেইসাথে বাবুর বাবা মার জন্য♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আজকে আপনার পোস্ট পড়ে আমার খুবই ভালো লাগলো। গত পোষ্টে শায়ান বাবুকে সাথে নিয়ে হাটি হাটি পা পা দৃশ্যটা দেখতে পেয়ে খুবই ভালো লেগেছিল। আজকে শায়ন বাবু মুখে খাবার তুলে দেওয়ার বিশাল বড় আয়োজন। প্রথমে ছোট আয়োজন হয়েছিল কিন্তু দেখতে দেখতে ৪০ জন মানুষের বিশাল বড় আয়োজন করেছিলেন। সত্যি সকলকে নিয়ে এই সুন্দর মুহূর্তটা কাটিয়েছেন। আসলে দেখতে দেখতে শায়ান বাবু অনেক বড় হয়ে গেল।৭ মাসে পা দিলো।সত্যিই শায়ান বাবু একদিন অনেক বড় হবে। সবার মুখে হাসি ফোটাবে। এই দোয়া রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশীর্বাদ করবেন ভাই । ভালোবাসা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শায়ানের ৬ মাস পূর্ণ হয়েছে জেনে ভালোই লাগতেছে। দিনে দিনে সে বড় হয়ে উড়তেছে, তার এই শিশুকাল খুব ভালো কাটুক,সে যেন সবসময় ভালো থাকে এই কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই তো এই সেদিন শায়ান বাবু জন্মগ্রহণ করেছে আর এখন তার বয়স ছয় মাস এভাবেই ধীরে ধীরে চোখের সামনে বড় হয়ে যাবে শায়ান বাবু। প্রথমেই শায়ান বাবুর সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। সে বাবার মতোই আদর্শবান মানুষ হয়ে উঠুক। শায়ান বাবুর 6 মাস পূর্তি উপলক্ষে বাসায় ছোটখাটো অনুষ্ঠান আয়োজন করেছেন তা অনেকটাই শায়ান বাবুকে আপ্লুত করবে যদিও সে এখনো বুঝিনি। এত মানুষ দেখেছে অনেক খুশি হয়েছে । যে কোন অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে যখন অনেক আত্মীয়-স্বজন আছে ফাঁকা বাড়িতে হয়ে ওঠে উৎসবমুখর তখন অনেক ভালো লাগে। আরেকটি কথা অবশ্যই সত্য অনুষ্ঠান ছোট করতে চাইলে আসলে কখনো ছোট করা যায় না অনুষ্ঠান আস্তে বড় হয়ে যায়। সবাইকে একসাথে দেখে অনেক ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম মনের কথাটা বলেছেন আপু । দোয়া করবেন বাবুর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ অনেক আয়োজন করা হয়েছে দেখছি।শুধু মন থেকে দোয়া করি আমাদের শায়ান যেনো সবসময় সুস্থ থাকে আর একজন মানুষের মতো মানুষ হতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরও একটু বড় হোক তারপর কমিউনিটির সবাইকে নিয়ে আয়োজন করার ইচ্ছা আছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে ৬ মাস একদিন হয়ে গেল।চলমান সময়ে আরও অনেক + হতেই থাকবে।"মুখে ভাত" পিতামাতার দায়িত্বের একটি চলমান প্রক্রিয়া। সবার মুখে হাসি চলমান থাক এই কামনায়.....
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই, আশীর্বাদ করবেন আমাদের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🌹🤲
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই সব আমাদের সব প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে চলা ছাড়া আর কোনো পথ নেই।যদিও ওই সময় আমরা একটু হতাশ হয় কিন্তু করার তো আর কিছু নেই।আর শায়ান বাবার জন্যে অনেক দোয়া রইলো খুব তাড়াতাড়ি বড়ো হোক,এবং সব সময় সুস্বাস্থ্য থাকুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আমি আপনার লেখাগুলো যখন পড়ছিলাম তখন আমার সেই দিনটির কথা বারবার মনে হচ্ছিল যেদিন আমাদের প্রিয় শায়ান বাবু এই পৃথিবীতে এসেছে। আমার স্পষ্ট মনে আছে যখন আমাদের শায়ান বাবু এই পৃথিবীতে এসেছে তখন আমি সবে মাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটির ডিসস্কর্ড সার্ভারে জয়েন করেছিলাম। তখন আমি আপনার সেই খুশির খবরটা জেনে খুশি হয়েছিলাম। কিন্তু হয়তো সেদিন আপনাকে খুব ভালোভাবে চিনতাম না। কিন্তু আপনার খুশির মুহূর্ত গুলো উপভোগ করেছিলাম। দেখতে দেখতে শায়ান বাবু ছয় মাস বয়স পূর্ণ হলো অনেক ভালো লাগছে ভাইয়া। আশা করছি এভাবেই সে আমাদের মাঝে হাসিখুশি ভাবে বেড়ে উঠবে। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি আপু । প্রার্থনা করবেন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই দেখতে দেখতে শায়ান বাবু অনেক বড়ো হয়ে গেছে।কিন্তু মনেই হচ্ছে না, সময় এত তাড়াতাড়ি চলে গেছে।শায়ান বাবু আমাদের কাছে এখনো পুঁচকো রইয়ে গেছে।শায়ান বাবুর মুখে ভাত হয়েছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া, শুভকামনা রইলো শায়ান বাবুর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশীর্বাদ করবেন আপু । শুভেচ্ছা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে শায়ান বাবুর ছয় মাস পূর্ণ হল দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। দেখতে দেখতে আমাদের চোখের সামনেই শায়ান বাবু ধীরে ধীরে বড় হয়ে গেল। আসলে মুখে ভাত দেওয়ার অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার পরিবারের সকলের সাথে ও প্রতিবেশীদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এটা বোঝাই যাচ্ছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে শায়ান বাবু এখন সুস্থ ভাবে বেড়ে উঠছে। বাবা মায়ের অতি আদরের হলো আমাদের মিষ্টি শায়ান বাবু। আমরাও সকলেই শায়ান বাবুকে অনেক ভালোবাসি। আমরাও সকালে চাই সে সুস্থ ভাবে বেড়ে উঠুক। শায়ান বাবুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। সে যেন জীবনে অনেক ভালো একজন মানুষ হয় এই কামনা করছি ভাইয়া। সেইসাথে সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️♥️♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাঠকের সন্তুষ্টি লেখকের আত্মতৃপ্তি । শুভেচ্ছা রইল ভাই ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পারিবারিক উৎসব মানেই হচ্ছে সব আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মিলনমেলা। সায়ান বাবুর ছয় মাস পূর্তি উৎসব ছোট করতে চাইলেও মনে হচ্ছে বেশ বড় হয়ে গিয়েছে। কি আর করবেন একটিমাত্র ছেলে টাকা তো কিছু খসবেই। শুভ কামনা রইলো বাবুর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক কথা বলেছেন ভাই । আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই জীবন মানেই যুদ্ধক্ষেত্র আর এই যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে হলে আমাদেরকে সবরকম প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে হবে। যেখানে যেরকম চলা উচিত সেই রকম চলতে হবে। এটাই হয়তো জীবনের নিয়ম। আর আপনার পুরো পোস্টটা পড়লাম ভাই আপনার ছোট বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর খুবই ভালো লাগলো পোস্টটা পড়ে। আপনার আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকবো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাঠকের সন্তুষ্টি লেখকের আত্মতৃপ্তি। ভালো ছিল আপনার মন্তব্যটি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছয় মাস বয়স হবার পরে আমাদের এলাকাতেও এই মুখে ভাতে অনুষ্ঠানটি পালন করা হয়। খুব ভালো লাগে আমার কাছে এ ধরনের অনুষ্ঠান গুলো। আপনিও শায়ান বাবুর মুখে ভাতের খুবই সুন্দর কিছু দৃশ্য আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। দেখতে দেখতে শায়ান বাবুর বয়স আজকের ৬ হয়ে গেছে তার মুখের স্বাদ বদলেছে, আচার-আচরণ বদলেছে এটাই প্রকৃতির নিয়ম। অপেক্ষা করেন আর কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন সে হাঁটতেও শুরু করে দিয়েছে। আর সেই হাঁটার মুহূর্তের প্রথম অংশটুকুর সাথী হবেন কিন্তু আপনি, কারণ প্রতিটি সন্তানই বাবার হাত ধরে হাটতে শিখতে বেশি পছন্দ করে।
আর আপনি যতই চেষ্টা করেন না কেন এই ধরনের অনুষ্ঠান ছোট পরিসরে করতে কিন্তু পারবেন না কারণ কি জানেন ভাইয়া। কারণ আপনার সন্তানের অনেক শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনার সন্তানকে মনেপ্রাণে ভালোবাসে। আপনি কি পারবেন সেই ভালবাসার মানুষকে বাদ দিয়ে আপনার সন্তানের মুখে ভাত দিতে। এই জিনিসটি কোনভাবেই করা সম্ভব হয় না তাই অনুষ্ঠান যতই ছোট করে করতে চান বড় হয়ে যাবেই।
ধন্যবাদ ভাইয়া সায়ান বাবুর জন্য অনেক ভালোবাসা রইলো সে যেন একদিন আপনার মুখ উজ্জ্বল করতে পারে, মহান আল্লাহ-তায়ালার কাছে এই কামনাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম এটা সত্য কথা । জায়গা ভেদে এই অনুষ্ঠান গুলো কিছুটা একই রকম । আমাদের বাবুর জন্য আশীর্বাদ করবেন ।শুভেচ্ছা রইল আপনার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit