যেহেতু কয়েকদিন থেকে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে, তাই বেশ কিছুদিন থেকে বাহিরে তেমন একটা যাওয়া হয়নি। তাছাড়া কিছু ব্যক্তিগত কাজের জন্য শহরে যাওয়া দরকার ছিল, তাই অবশেষে গতকাল সন্ধ্যায় শহরে গিয়ে নিজের প্রয়োজনীয় কাজগুলো করেছি।
যেহেতু কাজগুলো করতে অনেকটা সময় লেগে গিয়েছিল এবং সঙ্গে সাফি ছিল, তাই দুজন মিলে চলে গিয়েছিলাম গরুহাটিতে। গরুহাটি জায়গাটা আমাদের শহরে বেশ জনপ্রিয়। বিশেষ করে সন্ধ্যার পরে ঐ এলাকা একদম লোকজন দিয়ে জমজমাট হয়ে যায়।
সব শ্রেণী-পেশার লোকজন চলে আসে তেলেভাজা খাবার খেতে। বাহারি রকমের ফাস্টফুড খাবারের দোকান বসে গরুহাটিতে। এই দোকানগুলো ভ্রাম্যমাণ, শুধুমাত্র সন্ধ্যার পরে বসে। সন্ধ্যা থেকে মাঝ রাত অবধি চলে এই ব্যবসা।
ভিডিও লিংক
তরুণ ছেলে-মেয়েরাই বেশি খায় এসব তেলেভাজা খাবার। বিশেষ করে কাবাবের আইটেমগুলো অনেক জনপ্রিয় এখানে। যাইহোক যেহেতু আমরা দু ভাই সন্ধ্যা বেলা গিয়েছি এবং চোখের সামনে এসব তেলেভাজা খাবার বানানো দেখছিলাম, তাই একপ্রকার লোভ কাজ করছিল নিজেদের মাঝে।
অবশেষে আমরা নিজেরাও খাবার অর্ডার করলাম এবং ক্ষুধার্ত আত্মা কে শান্তি দিলাম। মজার ব্যাপার হচ্ছে, এ খাবারগুলো একবার খাওয়া শুরু করলে প্রায় অনেকটা সময় ধরে খেতে ইচ্ছে করে, বলতে গেলে মুখরোচক অনেক।
খাবারগুলো খুব একটা স্বাস্থ্যসম্মত না , তবে এই খাবারগুলো খাওয়ার নেশা মনে ঢুকে গেলে , তখন অনেক সচেতনতার বিষয় এমনিতেই মনে থেকে উধাও হয়ে যায়। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল।
সময়টা দারুণ অতিবাহিত করেছিলাম এবং চেষ্টা করেছি, আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে, ভিডিও বানানোর জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝেমধ্যে সন্ধ্যার পর তেলেভাজা খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে। আমিও মাঝেমধ্যে এই ধরনের খাবার সন্ধ্যার পর খেয়ে থাকি। আমাদের নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনারের পিছনে এবং খানপুর সন্ধ্যার পর প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায়। যাইহোক সবমিলিয়ে আপনারা দু'জন এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন সেখানে। ভিডিওটা দেখে ভীষণ ভালো লাগলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের নারায়ণগঞ্জের ব্যাপারটা জেনে বেশ ভালো লাগলো। এটা সত্য সময়টা বেশ দারুণ উপভোগ করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের রাতে এমন মুখরোচক খাবার খেতে পারলে মন্দ হয় না। মাঝে মাঝপ সময় পেলে আমি মাঝে মাঝেই খাওয়ার চেষ্টা করি। তবে তেলে ভাজা খাবার একটু সতর্কতার সাথে খাওয়াই ভালো বেশি। দারুণ সময় কাটিয়েছেন আপনারা দুজন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্য ভাই শীতের সন্ধ্যায় এমন মুখরোচক খাবার খেতে ভালই লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরো পোস্ট জুড়ে এরকম একটা লেখা থাকবে এটাই আশা করেছিলাম। আপনি ঠিকই বলেছেন এরকম খাবার গুলো দেখলে যদিও বা লোভ সামলানো মুশকিল তবে খাবার গুলো স্বাস্থ্যসম্মত নয় কিন্তু। আপনার নতুন বন্ধু সাফি সহ গোবিন্দগঞ্জের গরুহাটিতে চমৎকার একটি সময় অতিবাহিত করেছেন। তারই অনুভূতির একাংশ ভিডিওগ্রাফি এবং লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit