ক্ষুদ্র প্রচেষ্টা, মুখের সৌন্দর্য ঠিক করা ।

in hive-129948 •  4 years ago 

আমি খুব একটা বেশি আমার প্রফেশনাল কাজের বিষয় নিয়ে লেখালেখি করি না । আসলে এটা আমার করতে ভালো লাগে না। তবে মাঝে মাঝে সুযোগ পেলে চেষ্টা করি। তবে আজকে যে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হয়তো ভালো লাগবে ।আর এই জন্যই ভাবলাম যে প্রফেশনাল কাজের বিষয়টা একটু শেয়ার করি আজ আপনাদের সঙ্গে।


ঘটনাটা আমার গ্রামের চেম্বারের। যাইহোক আমি চেষ্টা করবো ভালো ভাবে বলার জন্য । রোগীর নাম আছিয়া বয়স সম্ভবত ১৬ বছরের মতো হবে ।অল্প বয়সে বিয়ে হয়েছে তার সবথেকে বড় কারণ হচ্ছে পারিবারিক অর্থনৈতিক অবস্থা খুব একটা ভাল না আর গ্রামাঞ্চলে মেয়ে মানুষকে পরিবারের কাছে অনেকটা বোঝা মনে হয়, তাই কোন রকম ভাবে বিদায় করে দিতে পারলেই বাবার দায়িত্ব শেষ। তো যাইহোক আছিয়ার বিয়ে হয়েছে দু বছর হচ্ছে, মানে যখন তার বয়স ১৪ ছিল তখন তার বিয়ে হয়েছে। ভাবতেই বিষয়টা আমার কাছে কেমন জানি লাগছে ।যাইহোক সবথেকে বড় বিষয় আছে,আছিয়া একদিন শ্বশুরবাড়িতে গোসল করতে গিয়ে টিউবওয়েলের হ্যান্ডেলের আঘাত লেগে তার সামনের দাঁতগুলো ভেঙে যায় এবং তারপর থেকে সেগুলো আর সে ঠিক করেনি । প্রায় দীর্ঘ দু'বছর পরে তার স্বামী আমার কাছে তাকে নিয়ে এসেছে এবং তার বিষয়টা আমি যখন প্রথম দিন দেখেছিলাম ,তাকে প্রথমে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং অতঃপর তাকে আমি বলেছিলাম যে, তোমার মুখের সৌন্দর্য আবার আগের মত করা সম্ভব। যদিও আছিয়া এবং আছিয়ার স্বামী প্রথমে খুব একটা আমার কথাটা বিশ্বাস করেনি। তবে যেদিন কাজটা একদম সম্পন্ন হয়েছে, তারপর তাদের বিশ্বাস কিছুটা হলেও বেড়েছে।
গ্রামে খুব স্বল্প সময়ের প্র্যাকটিস করার কারণে অনেক রকমের অভিজ্ঞতা আমার হয়ে যাচ্ছে। যা অনেকটা দুঃখজনক হয় অনেক সময়। কারণ প্রথমে আছিয়ার স্বামী তার স্ত্রীর জন্য পয়সা খরচ করতে চাচ্ছিল না, কারণ আমি তাকে বলছিলাম যে আপনার স্ত্রীর মুখের সৌন্দর্য আবার আগের মত করা সম্ভব কিন্তু খরচের হিসাব শুনে সে কিছুটা পিছপা হয়েছিল । পরে তাকে আশ্বস্ত করার পরে সে যখন দেখলো যে কাজটা একদম ভালো হয়েছে, তখন তার কিছুটা মনোবল বেড়েছে। সত্যি বলতে কি গ্রামের মানুষের ভিতরে এখনো দন্ত চিকিৎসা নিয়ে অনেক অবহেলা আছে । এবং অনেক অসচেতনতা আছে । আমি মনে করি যে,তাদের এই সময়ে এসে একটু হলেও সচেতনতা বাড়ানো দরকার। আর আমি আমার জায়গা থেকে আমার গ্রামের মানুষজনদেরকে চেষ্টা করে যাচ্ছি মুখের ও দাঁতের সেবা দেওয়ার জন্য এবং তাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য । যাইহোক আমি চেষ্টা করলাম আমার ক্ষুদ্র প্রচেষ্টাটা শেয়ার করার জন্য। ধন্যবাদ।
20210716_183832.jpg

20210716_183534.jpg

20210716_181914.jpg

20210716_181925.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব ভালো প্রচেষ্টা এবং শেষমেশ সফলতা।ভালো লাগলো।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

বাহ! বেশ Compact এবং Neat ডাক্তারখানাটি!

একটা জিনিস জেনে খারাপ লাগলো, এতো কম বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। শৈশব কাটতে না কাটতেই সাংসারিক জীবনে ঢুকে পড়তে হয়েছে, এর থেকে কষ্টের হয়তো আর কিছুই নেই

জীবন যেখানে যেমন ভাই ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

আপনার জন্য অভিনন্দন রইলো ভাই। ভালো লিখেছেন, যত্নের অভাবে আমরা নিজেদের এ খেয়ে ফেলি। আপনি অনেক স্বাস্থ্য চেতন ব্যক্তি।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

ডাক্তার সাহেব তো চমৎকার একটি কাজ করেছেন খুব নিখুঁতভাবে, সত্যি এখন মেয়েটাকে খুব সুন্দর দেখাচ্ছে।

এটা সত্য যে, গ্রামের অধিকাংশ মানুষ সচেতন না এবং আর্থিক বিবেচনা করে অনেক কিছুই করতে আগ্রহী হয় না। ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

এ যে মনে হচ্ছে আকাশ পাতাল পার্থক্য। খুবই সুন্দর করেছেন ভাই।

এটা সত্য যে আমাদের অনেকেই এখনোও দাতের অবহেলায় মেতে আছি। সঠিক জ্ঞানের অভাবে অনেকেই নষ্ট দাত নিয়েই ঘুরছি।