রবিবারের আড্ডা-৫১ || ABB Stage Show: Episode-51

in hive-129948 •  last year 

Abb_Show-51.png

ব্যানার ক্রেডিট @hafizullah

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের নতুন আয়োজন রবিবারের আড্ডা-৫১ তম পর্বে। আমরা শুরু হতেই বার বার বলে আসছি আমার বাংলা ব্লগ ব্যতিক্রম কমিউনিটি এবং আমাদের চিন্তাধারাও ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে আমার বাংলা ব্লগকে সাজানোর চেষ্টা করি। নতুন এই আয়োজনটি নিয়ে আমরা এখনো চিন্তা করছি, কাংখিত ক্ষেত্রে আরো কি কি পরিবর্তন আনা যায়, আশা করছি সময়ের সাথে সাথে কাংখিত পরিবর্তনগুলো ঠিক দেখতে পাবেন।

আমাদের এই আয়োজনটি চারটি সেগমেন্টে ভাগ করা হয়েছে, প্রথম সেগমেন্টে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হবো এবং তার নিকট হতে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো। এ সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন বা কিছু জানার আগ্রহ থাকলে সেটা আমরা দ্বিতীয় সেগমেন্টে জানার চেষ্টা করবো। অর্থাৎ আমাদের দ্বিতীয় সেগমেন্টেটি আপনারা যারা দর্শক সারিতে রয়েছেন তাদেরকে নিয়ে। আপনারা নিজেদের কৌতুহল কিংবা আগ্রহ থেকে প্রশ্ন করতে পারবেন এবং সেখান হতে অতিথি নিজে তিনজন সেরা প্রশ্নকারী নির্বাচন করবেন। যাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার।

এরপর আমার নিজের পছন্দের একটা গান শুনবো, তারপর শুরু হবে তৃতীয় সেগমেন্ট ঝটপট রাউন্ড, এখানে কমপক্ষে পাঁচটি প্রশ্ন করা হবে, অতিথি এক কথায় ঝটপট উত্তরগুলো দেয়ার চেষ্টা করবেন। সবশেষে আমরা যাবো চতুর্থ সেগমেন্টে অর্থাৎ শেষ পর্বে, যেখানে আমরা অতিথির নিকট হতে আমার বাংলা ব্লগের ব্যাপারে কিছু পরামর্শ বা দিক নির্দেশনা শুনতে চাইবো। এই হলো আমাদের রবিবারের আড্ডার টোটাল প্যাকেজ।

jjj.PNG
স্ক্রিনশট ক্রেডিট @rupok

আসুন আমরা আমাদের অতিথির নিকট যাই এবং তার সাথে পরিচিত হই, তার সম্পর্কে কিছুটা জানি। স্বাগতম @tuhin002 ভাই কে,তিনি আমার বাংলা ব্লগের সম্মানিত ভেরিফাইড সদস্য । সংক্ষেপে যদি নিজের সম্পর্কে কিছু বলতেন? তারপর তুহিন ভাই তার সম্পর্কে সংক্ষেপে কিছু পরিচিতিমূলক কথা বলেন এবং এরপর আমরা শুরু করি প্রথম পর্বের পাঁচটি প্রশ্ন যা নিচে তুলে ধরা হলো।

প্রশ্নঃ কিভাবে আমার বাংলা ব্লগের সন্ধান পেলেন।

উত্তরঃ আপনারা সবাই অবগত আছেন, আমাদের জুগীরগোফা গ্রামের কমপক্ষে ২০ জন সদস্য এখানে কাজ করে। আমার এক ফুফাতো ভাইয়ের কাছ থেকে প্রথমে শুনতাম এখানকার বিষয়, সেটা এখন থেকে দুই বছর আগের ঘটনা। তখন ওরা প্রায়ই বলাবলি করত টায়ারের বিষয় নিয়ে, যদি ওরা টায়ারে থাকতো এবং সাই-ফক্সের ভোট পেতো তাহলে ওদের খুবই আনন্দ লাগতো। যদিও সেই সময় আমি, এখানে আসার ইচ্ছা পোষণ করিনি, কেননা তখন আমার মন মানসিকতা অন্য দিকে ছিল। সেই সময় আমার যে মোবাইলটা ছিল, সেটা দিয়ে এখানে খুব একটা কাজ করার মতো উপযুক্ত ছিল না। তাও যখন শুনলাম এখানে ক্লাস করতে হবে, ভাইবা দিতে হবে এবং পাস করতে হবে, তখন আর দেরি না করে সেই অবস্থাতেই আমি এখানে যুক্ত হয়ে গিয়েছিলাম। মূলত আমার এখানে আসাটা ঠিক এই ভাবেই।

প্রশ্নঃ এবিবি স্কুল থেকে প্রাপ্ত শিক্ষা আপনার ব্লগিং ক্যারিয়ার গঠনে কেমন ভূমিকা রেখেছে।

উত্তরঃ এটা একদম সত্য কথা যে এবিবি স্কুল আমাদের, এখানে চলার পথটা অনেকটাই সহজ করে দিয়েছে এবং এর গুরুত্ব অপরিসীম। তাছাড়াও যেহেতু আমার ভাগিনা কিবরিয়া এখানে ছিল, তাই সে আমাকে প্রচুর সহযোগিতা করেছিল। বলতে গেলে সে আমাকে বাস্তবে অনেকটাই বুঝিয়ে দিতে সহযোগিতা করেছে। আমি যেমন এবিবি স্কুলের প্রতি কৃতজ্ঞ, তেমনটা কৃতজ্ঞ কিবরিয়ার কাছে।

প্রশ্নঃ প্রথম সাই-ফক্স থেকে প্রাপ্ত ভোটের অনুভূতি কেমন ছিল। বাংলা ব্লগ থেকে প্রথম ইনকামের অনুভূতিটা কেমন ছিল, তা যদি নিজের ভাষায় বলতেন।

উত্তরঃ আমি অনেককেই দেখতাম আমাদের গ্রামের, তারা সাই-ফক্সের ভোট পেলে আনন্দে নাচানাচি করতো, আমার ক্ষেত্রে অনুভূতিটা তেমনটাই ছিল। যেহেতু দীর্ঘ সময় ক্লাস করার পরে ভেরিফাইড সদস্য হয়েছিলাম, তাই এক্ষেত্রে আমার আনন্দের অনুভূতি ছিল তেমনই । এখান থেকে আমি এখন পর্যন্ত টাকা বের করিনি, তবে আমার ইনকাম বাইনান্সে নিয়ে গিয়ে রেখে দিয়েছি। আমার ইচ্ছা আছে, ভবিষ্যতে এই টাকা দিয়ে আমার সন্তানের জন্য কিছু করার।

প্রশ্নঃ আপনার জীবন থেকে যদি প্রাপ্ত মজার অভিজ্ঞতার একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতেন।

উত্তরঃ স্কুল জীবনে থাকাকালীন সময়ে আমাদের গ্রুপ করে কিছু কাজ করতে হতো। তখন চারটা গ্রুপ ছিল, সেই সময় স্যারেরা কিছু আমাদের কাজ দিত। যারা ভালো করত তাদের পুরস্কার দিত। মানে দুজনকে পুরস্কারটা দেওয়া হত। সেই সময় আমার বন্ধুরা বলতো, তুই তো চাইলেই করতে পারিস। মানে সেটা লেখালেখি রিলেটেড কিছু কাজ ছিল। যদিও আমি কিছুটা অলস ছিলাম, তবে যে কাজগুলো স্যাররা দিত সেটা দেখে মনে হতো আমি পারবো। পরে বন্ধু-বান্ধবদের একপ্রকার চাপে পড়েই আমিও কাজটা করেই ফেললাম। দেখা গেল যে আমি ফার্স্ট হয়ে গেলাম, মানে পুরস্কারটা আমি পেলাম। তখন আমি একটা অদ্ভুত ব্যাপার দেখেছি, যে বন্ধুরা আমাকে অনুপ্রাণিত করত, তখন তারাই আমাকে হিংসা করা শুরু করে দিয়েছিল। একটা সময় পরে গিয়ে তারা আমার সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। তবে সেই সময় আমার খুবই খারাপ লেগেছিল, কেননা তখন আমি ভেবেছিলাম যদি এমনটা হতো জানতাম, তাহলে হয়তো কাজটা করতামই না। আমি চাই নি যে আমাদের বন্ধুত্বটা ভাঙ্গুক। এ থেকে আমি একটা শিক্ষা পেয়েছি,যারা আপনাকে উপরে তোলার জন্য অনুপ্রাণিত করে, তখনই আপনি যদি উপরে উঠে যান, তাহলে তারাই আপনাকে নিচে নামানোর জন্য আবার ব্যস্ত হয়ে পড়বে।

প্রশ্নঃ পছন্দের একটি গানের নাম বলুন, যেটা সব সময় শুনতে ইচ্ছে করে।

উত্তরঃ

প্রেমেরি সুর করে গুন গুন গুন
প্রেমেরি সুর করে গুন গুন গুন
আমার নয়ন তুমি তো
তুমি তো মন
আমার নয়ন তুমি তো
তুমি তো মন
বুকেতে প্রান ধক ধক ধুম ধুম
বুকেতে প্রান ধক ধক ধুম ধুম
আমার নয়ন তুমি তো
তুমি তো মন
আমার নয়ন তুমি তো
তুমি তো মন

অসীম আকাশে মন পুড়ে যায়
অনেক মানে থাকে নীরব কথায়
চোখের ও আয়না তো আমারি মন
নতুন সাজে আমি সাজি এখন
কাজল রাখা কুন না কুম কুম
আমার নয়ন তুমি তো
তুমি তো মন
বুকেতে প্রান ধক ধক ধুম ধুম
আমার নয়ন তুমি তো
তুমি তো মন

এরপর শুরু করা হয় প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ দর্শকসাড়িতে যারা রয়েছেন তাদের নিয়ে এই সেগমেন্ট। অতিথিকে সরাসরি প্রশ্ন করার এবং উত্তর শোনার দারুণ একটা সুযোগ। আমরা ইউজারদের বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তরগুলো অতিথির নিকট হতে শুনি। মোট ১২ টি প্রশ্ন করা হয়েছিলো আজ এবং সবগুলো প্রশ্নের উত্তর দেন তুহিন ভাই । তারপর বিজয়ী নির্বাচনের জন্য কিছুটা সময় দেয়া হয় অতিথিকে এবং সেই ফাঁকে আমার পছন্দের একটা গান সবাই মিলে উপভোগ করি।

এরপর আমরা তুহিন ভাইয়ের কাছে জানতে চাই আজকের প্রশ্ন-উত্তর পর্বে সেই ভাগ্যবান বিজয়ী কারা? তার বিবেচনায় বিজয়ীরা: @kibreay001 @emranhasan @fatema001

অভিনন্দন আপনারা যারা প্রশ্ন করে বিজয়ী হয়েছেন এবং অতিথিকে, যথা নিয়মে আপনাদের ওয়ালেটে পুরস্কার পাঠিয়ে দেয়া হবে।

Screenshot_20231224_235135_Chrome.jpg

রবিবারের আড্ডার প্রাইজ পুলের পৃষ্ঠপোষক @rme দাদা, ফাউন্ডার-আমার বাংলা ব্লগ।

সবশেষে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে যাই অর্থাৎ চতুর্থ সেগমেন্টে। ঝটপট রাউন্ডে এখানে আমরা অতিথির সঙ্গে বেশ ভালোই মজা করি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে। তারপর আমরা তুহিন ভাইয়ের কাছে জানতে চাই আমার বাংলা ব্লগের ব্যাপারে কিংবা এই শো'র উদ্দেশ্যে উনার পরামর্শ বা সাজেশন। তুহিন ভাই বলেন, এই কমিউনিটির সবকিছুই হচ্ছে বেশ সাজানো গোছানো । তিনি বিশেষ করে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছেন, প্রতিষ্ঠাতা, সহকারী প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটর প্যানেল এর প্রতি। এমন একটা পরিবার তৈরি করার জন্য।

সবশেষে আজকের এই বিশেষ আয়োজন রবিবারের আড্ডায় যারা উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, তবে যাওয়ার আগে আরো একটা বিষয়ে সবাইকে অনুরোধ করবো, এই শো’টি সম্পর্কে আপনাদের কোন আইডিয়া কিংবা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে অথবা মডারেটরদের ডিএম করবেন, আমরা চেষ্টা করবো শো'টিকে আরো সুন্দর এবং প্রাণবন্ত করে তোলার, আপনাদের কাংখিত পরামর্শগুলো নিয়ে। তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শো সমাপ্ত ঘোষণা করি। পরবর্তী পর্বে আমাদের অতিথির নাম ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রবিবারের আড্ডা মানেই দারুন একটি আয়োজন। আমরা সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি। অতিথির সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। ভাইয়া আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটা বিষয়ে আবারো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

এই উদ্যোগের জন্য সবার সম্পর্কে অনেক কিছুই জানা যায়। আর সবাই যখন অতিথিকে প্রশ্ন করে তখনও অনেক বেশি ভালো লাগে। বারোটির প্রশ্নের মধ্য থেকে তিনি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, এ বিষয়টা সত্যি খুব ভালো লেগেছিল। সবাই বেশ ভালোই উপভোগ করে এই রবিবারের আড্ডা। পরবর্তী পর্বগুলো ও সবাই মিলে খুব ভালোভাবে উপভোগ করতে পারবো। ধন্যবাদ আমাদের মাঝে এটা শেয়ার করার জন্য।

রবিবারের আড্ডা ৫১ তম পর্বে আমি আসতে পেরে ধন্য হয়েছি। সত্যি এটা এমন একটা জায়গা, যেখানে বারবার মন যেতে চায়। নিজের অনুভূতি নিজের ভালোবাসা চাওয়া গুলো এখানে প্রকাশ করার মত একটা সুযোগ তৈরি করে দিয়েছে এই রবিবারের আড্ডা। এই রবিবারে আড্ডা আসার জন্য আমি এতটাই এক্সাইটিং ছিলাম বলে বোঝাতে পারবো না। শেষ পর্যন্ত আসতে পেরেছি। তবে মনের কাছে বারবার বলে উঠছে না জানি আবার কবে সুযোগ হবে এই রবিবারের আড্ডায় অতিথি হয়ে আসার। যদি এমনটা হতো প্রতিনিয়ত এখানে আসতে পারতাম তাহলে ধন্য হয়ে যেতাম। তবে যতদিন বেঁচে থাকব এই অনুভূতিটা মনের মধ্যে লালন করবো। আর ওই দিনটাকে সারা জীবন মনে রাখবো নিজের স্মৃতির পাতায়।

Posted using SteemPro Mobile

এমন সুযোগ আবারও আসলে অবশ্যই ভালো হবে, কেননন আপনার সঙ্গে আড্ডা দিয়ে, সত্যিই আমাদের ভালো সময় কেটেছে।

গতকালকের আড্ডা টি দারুনভাবে উপভোগ করেছিলাম। যেহেতু তুহিন ভাই আমার প্রিয় ইউজারের মধ্যে একজন। উনি খুব সুন্দর ভাবে খোলামেলাভাবে আমাদের সাথে আড্ডাতে অংশগ্রহণ করলেন। নিজের অনুভূতি গুলো প্রকাশ করলেন। সেই সাথে খুব সুন্দর সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি গানের মাধ্যমে। অনেক ভালো লেগেছিল অসংখ্য ধন্যবাদ।

রবিবারের আড্ডা এর পুরো অনুষ্ঠানটি পড়ে খুব ভালো লাগলো।তুহিন ভাই সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।আপনি খুব সুন্দর করে পোস্টটি উপস্থাপন করেছেন ভাইয়া।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

গতকালকের রবিবারের আড্ডা প্রোগ্রামটি বেশ প্রাণবন্ত ছিল। আমাদের সবার প্রিয় তুহিন ভাই তার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে অনুষ্ঠানটি আরও বেশি প্রাণবন্ত করে তুলেছেন। বেশ সুন্দর করে প্রতিবেদনটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই আপনাকে আপনার প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে আরও একটু প্রাণবন্ত করার জন্য।

আসলেই গতকালের আড্ডাটা বেশ ভালই জমে উঠেছিল, কেননা তুহিন ভাই বেশ সাবলীল ভাবে সব কথার উত্তর দিয়েছে।

প্রতিবারের মতো রবিবারের এইবারের আড্ডা ও খুব ভালো লেগেছে। বিশেষ করে এই আড্ডার মাধ্যমে অন্তত একজন ব্যক্তিকে খুব কাছে থেকে চেনা যায় বিভিন্ন আলোচনার মাধ্যমে।যদিও একটু লেট হয়েছে জয়েন হতে।যাই হোক আগামী পর্বে নতুন কাউকে দেখতে পাবো সে অপেক্ষায় রইলাম।

অবশ্যই, আশা করা যায় পরবর্তী সপ্তাহে নতুন কেউ আমাদের সঙ্গে এই আড্ডায় থাকবে, এমনটা প্রত্যাশা আমিও ব্যক্ত করছি ভাই।

জি ভাইজান🙏❣

গতকাল রাতের রবিবারের আড্ডা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এই আড্ডার মাধ্যমে তুহিন ভাইয়ের সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি। এই আড্ডার মাধ্যমে আমরা প্রত্যেকটা ইউজারের সকল তথ্য খুব সহজেই জানতে পারি।

ধন্যবাদ আপু আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং এটা সত্য যে আমরা এই শো'র মাধ্যমে অনেক তথ্য জানতে পারি সদস্যের সম্পর্কে।

গতকাল তুহিন মামার সাথে আমরা সকলেই বেশ ভালো আড্ডা দিয়েছিলাম। আসলে তুহিন মামা একটি প্রশ্ন বাদে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের মাঝে বেশ দারুন দিয়েছিল শুধুমাত্র একটি প্রশ্ন স্ক্রিপ্ট করেছিল হয়তো ব্যক্তিগত কিছু সমস্যা ছিল সেখানে। আসলে মামাকে আমি প্রশ্ন করে বিজয়ীদের তালিকা আসতে পেরে নিজের কাছেও সত্যি বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এটা সত্য যে, আপনার মামার সঙ্গে আমরাও বেশ ভালো সময় কাটিয়েছিলাম গতকাল।

বরাবরের মতো এই সপ্তাহের রবিবারের আড্ডা প্রোগ্রামটি ও বেশ উপভোগ করেছি। আপনার উপস্থাপনা বরাবরের মতো এবার ও দারুণ লেগেছে ভাই। আশা করি আগামী সপ্তাহে নতুন কোনো অতিথি সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

প্রত্যেক সপ্তাহে রবিবারের আড্ডাটি বেশ সুন্দরভাবে আমরা উপভোগ করি। এই আড্ডায় একজন অতিথি সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পেরে আরো বেশি ভালো লাগে। আর সঙ্গে থাকে দারুন উপস্থাপনা শুভ ভাইয়ার। সব মিলিয়ে এখন আড্ডার প্রোগ্রাম অনেক জমজমাট হচ্ছে। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।