ব্যানার ক্রেডিট @hafizullah
সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের নতুন আয়োজন রবিবারের আড্ডা-৯৩ তম পর্বে। আমরা শুরু হতেই বার বার বলে আসছি আমার বাংলা ব্লগ ব্যতিক্রম কমিউনিটি এবং আমাদের চিন্তাধারাও ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে আমার বাংলা ব্লগকে সাজানোর চেষ্টা করি। নতুন এই আয়োজনটি নিয়ে আমরা এখনো চিন্তা করছি, কাংখিত ক্ষেত্রে আরো কি কি পরিবর্তন আনা যায়, আশা করছি সময়ের সাথে সাথে কাংখিত পরিবর্তনগুলো ঠিক দেখতে পাবেন।
আমাদের এই আয়োজনটি চারটি সেগমেন্টে ভাগ করা হয়েছে, প্রথম সেগমেন্টে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হবো এবং তার নিকট হতে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো। এ সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন বা কিছু জানার আগ্রহ থাকলে সেটা আমরা দ্বিতীয় সেগমেন্টে জানার চেষ্টা করবো। অর্থাৎ আমাদের দ্বিতীয় সেগমেন্টেটি আপনারা যারা দর্শক সারিতে রয়েছেন তাদেরকে নিয়ে। আপনারা নিজেদের কৌতুহল কিংবা আগ্রহ থেকে প্রশ্ন করতে পারবেন এবং সেখান হতে অতিথি নিজে তিনজন সেরা প্রশ্নকারী নির্বাচন করবেন। যাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার।
এরপর আমার নিজের পছন্দের একটা গান শুনবো, তারপর শুরু হবে তৃতীয় সেগমেন্ট ঝটপট রাউন্ড, এখানে কমপক্ষে পাঁচটি প্রশ্ন করা হবে, অতিথি এক কথায় ঝটপট উত্তরগুলো দেয়ার চেষ্টা করবেন। সবশেষে আমরা যাবো চতুর্থ সেগমেন্টে অর্থাৎ শেষ পর্বে, যেখানে আমরা অতিথির নিকট হতে আমার বাংলা ব্লগের ব্যাপারে কিছু পরামর্শ বা দিক নির্দেশনা শুনতে চাইবো। এই হলো আমাদের রবিবারের আড্ডার টোটাল প্যাকেজ।
আসুন আমরা আমাদের অতিথির নিকট যাই এবং তার সাথে পরিচিত হই, তার সম্পর্কে কিছুটা জানি। স্বাগতম @kausikchak123 তিনি আমার বাংলা ব্লগের সম্মানিত ভেরিফাইড সদস্য । সংক্ষেপে যদি নিজের সম্পর্কে কিছু বলতেন? তারপর কৌশিক দাদা তার সম্পর্কে সংক্ষেপে কিছু পরিচিতিমূলক কথা বলেন এবং এরপর আমরা শুরু করি প্রথম পর্বের পাঁচটি প্রশ্ন যা নিচে তুলে ধরা হলো।
প্রশ্নঃ কিভাবে আমার বাংলা ব্লগের সন্ধান পেলেন।
উত্তরঃ যেহেতু অনেক আগে থেকেই লেখালেখি করি,তাই সেই সুবাদে অনেকের সঙ্গেই পরিচয় হয়ে যায়। এবছরে আমাদের কলকাতায় লেখালেখি বিষয়ক অনুষ্ঠানে সেলিনা সাথী বাংলাদেশ থেকে এসেছিল, সেসময় ওর সঙ্গে তখন পরিচয় হয়েছিল। আমরা অনেক জায়গায় ঘুরেছি, তখন দেখছিলাম ও শুধুমাত্র মোবাইলে কি যেন করছিল। তখন ওর মাধ্যমেই জানতে পারি ব্লগ সম্পর্কে। সত্যি বলতে গেলে কি, ব্লগ লিখে যে টাকা ইনকাম করা যায়, এটা আমি এর আগে কোনভাবেই জানতাম না । এই ক্ষেত্রে সেলিনা সাথীর অবদান শতভাগ। মূলত সন্ধান ওর মাধ্যমেই পেয়েছি। আমি ওর প্রতি কৃতজ্ঞ।
প্রশ্নঃ এবিবি স্কুল থেকে প্রাপ্ত শিক্ষা আপনার ব্লগিং ক্যারিয়ার গঠনে কেমন ভূমিকা রেখেছে।
উত্তরঃ এখানে না আসলে জানাই যেত না অনলাইনেও এত সুন্দর সাজানো গোছানো স্কুল আছে। যেখানে প্রত্যেকেই দারুণভাবে পাঠদান করে থাকে,তাও সেটা নিজস্ব কারিকুলামে এবং এখানকার সবাই খুবই হেল্পফুল। আমি আমাদের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে, এই স্কুলের সকলের কাছে কৃতজ্ঞ। এই স্কুলের শিক্ষা আমার সত্যিই বেশ কাজে লেগেছে এবং আমি মনেকরি, এই স্কুল আমাকে নতুন করে আরো একবার ছাত্র হওয়ার সুযোগ করে দিয়েছিল। জীবনে কখনো ফেল করিনি, তাই এখানেও ফেল হইনি। পাস করে গিয়েছি এবং ভেরিফাইড সদস্য হয়েছি। মজার ব্যাপার হচ্ছে অন্যান্য স্কুল টাকা নেয় আর এই স্কুল টাকা দেয়।
প্রশ্নঃ প্রথম সাই-ফক্স থেকে প্রাপ্ত ভোটের অনুভূতি কেমন ছিল। বাংলা ব্লগ থেকে প্রথম ইনকামের অনুভূতিটা কেমন ছিল, তা যদি নিজের ভাষায় বলতেন।
উত্তরঃ যদিও আমি গেস্ট ব্লগার থাকার সময় হাঙ্গরি গ্রিফিন থেকে ভোট পেয়েছিলাম, তবে তাও সেটা তিন নাম্বার পোস্টে। এগারো ডলার এর ভোট পেয়ে আমি অনেকটাই খুশি হয়েছিলাম, নীলাম আমাকে ফোন দিয়ে বলেছিল, যদি আমি সে সময় ঠিকঠাক মতো বুঝতে পারিনি। তবে ধীরে ধীরে সব বুঝেছি, এই অনুভূতিটা আসলে অন্যরকম। তাছাড়াও আমি এবিবি স্কুলে থাকার সময় সাই-ফক্স এর ভোট পেয়েছিলাম। সেটা মূলত আমার পোস্ট ফিচার্ড হয়েছিল এজন্য। তবে এখন ভেরিফাইড হওয়ার পরে বুঝতে পারছি, আমার জন্য সাই-ফক্স এর দরজা খুলে গিয়েছে। এখন আমি ভালোভাবে কাজ করলে, সাই-ফক্স এর ভোট পাব। সত্যি বলতে গেলে কি, আমি এখান থেকে এখন পর্যন্ত কোন টাকা উত্তোলন করিনি। তবে ইচ্ছা আছে একবার উত্তোলন করার, তাছাড়া এই টাকাটা পুরোটাই আমার মেয়ের ভবিষ্যতের জন্য রাখতে চাই। যেন এই টাকা দিয়েই ওর ভালো কিছু একটা হয়।
প্রশ্নঃ আপনার জীবন থেকে যদি প্রাপ্ত মজার কিংবা তিক্ত অভিজ্ঞতার একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতেন।
উত্তরঃ আজ যে ঘটনাটা শেয়ার করছি সেটা ২০১৮ সালের। তখন আমি টুকটাক লেখালেখি করি, লেখালেখি করে সেই সময় দারুণ সম্মান পেয়েছিলাম। বিশেষ করে, এখানে কবিতার একটা গ্রুপ ছিল। তাদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তারা টুকটাক আমার কবিতা পড়তো। আমার এখনো মনে আছে, সেদিন আমার জন্মদিন ছিল। সেদিন কলকাতার নন্দনের রবীন্দ্রসদন শিশির মঞ্চে অনেক লোকজনের মাঝে লেখালেখির জন্য আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। এটা আমার জীবনে সবচেয়ে পাওয়া পরম প্রাপ্তি। যা আমি কোনদিন ভুলতে পারবো না।
প্রশ্নঃ পছন্দের একটি গানের নাম বলুন, যেটা সব সময় শুনতে ইচ্ছে করে।
উত্তরঃ
আমি এত যে তোমায় ভালোবেসেছি
তবু মনে হয় এ যেন গো কিছু নয়
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি
তোমার কাজল চোখে
যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই
তোমার অধরে ওগো
যে হাসির মধু-মায়া ফোটে ওই
তারা এই অভিমান বোঝে না আমার
বলে তুমি তো আমায় ভালোবেসেছো
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি
তুমি তো জানো না ওগো
তোমার প্রাণের ওই সুরের কাছে
আমার গানের বাণী
আহত পাখির মতো লুটায়ে আছে
এরপর শুরু করা হয় প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ দর্শকসাড়িতে যারা রয়েছেন তাদের নিয়ে এই সেগমেন্ট। অতিথিকে সরাসরি প্রশ্ন করার এবং উত্তর শোনার দারুণ একটা সুযোগ। আমরা ইউজারদের বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তরগুলো অতিথির নিকট হতে শুনি। মোট ১৫ টি প্রশ্ন করা হয়েছিলো আজ এবং সবগুলো প্রশ্নের উত্তর দেন কৌশিক দাদা । তারপর বিজয়ী নির্বাচনের জন্য কিছুটা সময় দেয়া হয় অতিথিকে এবং সেই ফাঁকে আমার পছন্দের একটা গান সবাই মিলে উপভোগ করি।
এরপর আমরা কৌশিক দাদার কাছে জানতে চাই আজকের প্রশ্ন-উত্তর পর্বে সেই ভাগ্যবান বিজয়ী কারা? কৌশিক দাদার মতে , @kazi-raihan @ayaan001 @neelamsamanta
অতিথি ও প্রশ্ন বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবারের আড্ডার প্রাইজ পুলের পৃষ্ঠপোষক @rme দাদা, ফাউন্ডার-আমার বাংলা ব্লগ।
সবশেষে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে যাই অর্থাৎ চতুর্থ সেগমেন্টে। ঝটপট রাউন্ডে এখানে আমরা অতিথির সঙ্গে বেশ ভালোই মজা করি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে। তারপর আমরা কৌশিক দাদার কাছে জানতে চাই আমার বাংলা ব্লগের ব্যাপারে কিংবা এই শো'র উদ্দেশ্যে উনার পরামর্শ বা সাজেশন। কৌশিক দাদা বলেন, এই কমিউনিটির সবকিছুই হচ্ছে বেশ সাজানো গোছানো । তিনি বিশেষ করে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছেন, প্রতিষ্ঠাতা, সহকারী প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটর প্যানেল এর প্রতি। এমন একটা পরিবার তৈরি করার জন্য।
সবশেষে আজকের এই বিশেষ আয়োজন রবিবারের আড্ডায় যারা উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, তবে যাওয়ার আগে আরো একটা বিষয়ে সবাইকে অনুরোধ করবো, এই শো’টি সম্পর্কে আপনাদের কোন আইডিয়া কিংবা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে অথবা মডারেটরদের ডিএম করবেন, আমরা চেষ্টা করবো শো'টিকে আরো সুন্দর এবং প্রাণবন্ত করে তোলার, আপনাদের কাংখিত পরামর্শগুলো নিয়ে। তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শো সমাপ্ত ঘোষণা করি। পরবর্তী পর্বে আমাদের অতিথির নাম ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
এতো সুন্দর করে সম্পূর্ণ আড্ডার রিপোর্টটি এখানে পোস্ট করেছেন দেখে খুব ভালো লাগলো। প্রতি সপ্তাহে এই রিপোর্টগুলো পড়তে খুব ভালো লাগে। তো এবার সেদিনের আড্ডা আমি ভীষণ উপভোগ করেছি। এমন মজা অনেকদিন পাইনি আগে। আর আপনার সঙ্গে কথা বলার অনুভূতি সব সময় ভালো হয়। অনেক ধন্যবাদ আমাকে অতিথি করে সুযোগ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সঙ্গে আড্ডা দেয়ার ব্যাপারটি মনে থাকবে বহুদিন, কেননা সময়টা দারুণ কেটেছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রবিবারের আড্ডা দারুন একটি আয়োজন। কৌশিক ভাইয়া অনেক সুন্দর করে নিজের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এবং আড্ডাটি আরও বেশি জমিয়ে তুলেছিলেন। সব মিলিয়ে সময়টা দারুন ভাবে কাটিয়েছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রবিবারের আড্ডা শো বেশ দারুন উপভোগ করেছিলাম।রবিবারের আড্ডা মানে অন্যরকম আয়োজন এবং বিনোদন। অতিথি হিসেবে কৌশিক দাদাকে পেয়ে আড্ডা অনেক জমে উঠেছিল।আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে আড্ডাটি অনেক জমে উঠেছে। ধন্যবাদ দারুন একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল রাতে রবিবারের আড্ডায় বেশ দারুন মজা করেছিলাম আমরা সকলে মিলে। কৌশিক ভাই খুবই সুন্দর ভাবে সকল ইউজারের প্রশ্নের উত্তর দিয়েছিল সত্যি আমাকে বেশ মুগ্ধ করেছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত কালকের রবিবারের আড্ডা অনেক ভালোভাবে উপভোগ করেছিলাম। কৌশিক দাদাকে অতিথি হিসেবে অনেক বেশি ভালো লেগেছিল। অনেক কিছুই জানতে পেরেছিলাম। এত সুন্দর করে পুরো মুহূর্তটা এই পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। যারা উপস্থিত ছিল না তারা চাইলে পুরোটা ভালোভাবে জেনে নিতে পারবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে গতকালকে রবিবারের আড্ডা ভীষণ উপভোগ করেছি। আমাদের সবার প্রিয় কৌশিক দাদার সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। উনার কথাগুলো বেশ ভালো লেগেছে। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/sharifShuvo11/status/1858448717302337832?s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটি রবিবারের আড্ডা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি আনন্দময়। আমরা সবাই একসাথে জড়ো হয়ে খুব সুন্দর সুন্দর অনুভূতি জানতে পারি অতিথিদের কাছ থেকে। তাছাড়া আমরাও সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানার সুযোগ হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল রবিবারের আড্ডায় আমরা সবাই দারুণ মুহূর্ত পার করেছি। তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি যেগুলো আমাদের জন্য প্রয়োজন ছিল। কৌশিক ভাইয়ের ব্লগিং ক্যারিয়ার সম্পর্কে জানতে পেরেছি। নতুন সময়ের অনুভূতি গুলো দারুন ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কালকের আড্ডা দারুণ উপভোগ করেছি। কমিউনিটির ইম্পর্ট্যান্ট কথাও জেনেছি। প্লাস কিছু গুরুত্বপূর্ণ কাজ সবাইকে দিয়ে করানো হল। আর অতিথি বন্ধুর কথা একটুও বোর করেনি৷ তবে চ্যাটে আমি ওনার অনেক পোলই খুলে দিয়েছি৷ 😜😜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার বন্ধু দারুণ গুছিয়ে কথা বলে, আমারও শুনতে বেশ ভালো লেগেছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরো সময়টা দারুন কাটিয়েছিলাম বিশেষ করে ধন্যবাদ জানাই কৌশিক দাদাকে আমাকে সেরা প্রশ্নকারী হিসেবে নির্বাচন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রশ্ন বেশ যুক্তিযুক্ত ছিল ভাই, এজন্যই বিজয়ী হয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রবিবারের আড্ডায় আমি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছি। রবিবারের আড্ডা অনুষ্ঠান টা আমার কাছে খুবই ভালো লাগে। গত রবিবারে আড্ডায় আমাদের অতিথি ছিলো কৌশিক দাদা। দাদা অনেক সুন্দর করে কথা বলে তার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তিনি আমাকে সেরা প্রশ্নকারী হিসেবে বিজয়ী ঘোষণা করেছিলেন। তাকে ধন্যবাদ, আর স্পেশালি ধন্যবাদ শুভ ভাইকে এত সুন্দর করে অনুষ্ঠান পরিচালনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রবিবারের আড্ডার মুহূর্তটা এত সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লেগেছে। কৌশিক দাদা অতিথি হিসেবে আসার কারণে উনার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলাম। যার কারণে আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর করে এই পোস্টটা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit