আশা করি সবাই ভাল আছেন এবং সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। এবারই প্রথম আমি, আমার মনোনয়ন সাবমিট করছি। সব থেকে বড় যে ব্যাপার, যে ব্যক্তির নাম আমি মনোনয়নে সাবমিট করছি, তাকে সমগ্র @steemit প্লাটফর্মের যত সদস্য আছে, সবাই তাকে এক নামে চেনেন।
সে আমাদের, সকলের প্রিয় মানুষ @rme ভাই৷ তার শুধুমাত্র শখের কারণে কিভাবে স্টিমিট ব্লকচেইনে একটা কমিউনিটি পরিপূর্ণভাবে দাঁড়াতে পারে এবং তা শীর্ষ অবস্থানে যেতে পারে সেই বিষয়ে কিছু কথা তুলে ধরব।
যেহেতু তিনি প্রথম থেকেই বাংলা ভাষাভাষী মানুষদের নিয়ে কাজ করার আগ্রহ পোষণ করেছেন, তাই সেই চিন্তাধারা থেকে শুরুতে স্বল্প বিনিয়োগ করে, প্রথমত বাংলা ভাষাভাষী মানুষদের মাঝে কাজ করার উৎসাহ জাগিয়ে দিয়ে তুলেছিলেন। তারপর যারা ক্রমাগত ভালো কাজ করে যাচ্ছিল, তাদের বাড়তি সাপোর্টের জন্য তিনি পরবর্তীতে আরো বিনিয়োগ করেন।
তবে ধীরে ধীরে তার সুনাম ছড়িয়ে পড়ে সর্বত্র, যার কারনে পরবর্তীতে নিজের মাতৃভাষার কমিউনিটির বাইরে গিয়েও, অন্যান্য ভাষাভাষী ও দেশের মানুষদেরকে সাপোর্ট দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কমিউনিটি প্রতিষ্ঠা করেন। এছাড়াও যারা যে বিষয়ে দক্ষ, সেদিকটাকে কেন্দ্র করেও বিভিন্ন কমিউনিটি প্রতিষ্ঠা করেন। এছাড়াও বিভিন্ন community এর admin, moderator, developer, programmer এবং witness members রা যেন স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মাঝে যোগাযোগ স্থাপন করতে পারে এজন্য কমিউনিকেশন ব্যবস্থার প্রতি প্রতিনিয়ত তিনি সুনজর রেখেছেন।
তিনি এই পুরো স্টিমিট প্ল্যাটফর্মে অন্যান্য বিনিয়োগকারীকে, সঠিক বিনিয়োগের জায়গা হিসেবে নিশ্চিতকরণের লক্ষ্যে, বিভিন্নভাবে প্রমোশন করে গিয়েছেন এবং অনেকে অনুপ্রাণিত হয়েছেন।
এই প্লাটফর্মকে Abuse মুক্ত রাখার জন্য তার প্রচেষ্টা ও কার্যক্রম প্রতিনিয়ত বেশ ভালোভাবে চলমান আছে। যার কারণে এবিউজের সংখ্যা এখন অনেকটাই কমে এসেছে। এটা অবশ্যই প্রশংসনীয়। তার এত বিনিয়োগ দিয়ে তিনি, এই প্লাটফর্মের উন্নতি সাধন করার জন্য এত কার্যক্রম করেছেন, যা হয়তো সর্বসাধারণের অনেকটা চিন্তার বাহিরে। আমি আমার জায়গা থেকে তার কার্যক্রমের কিছু উদাহরণ দিচ্ছি।
সেরা কমিউনিটির তালিকায়, তার প্রতিষ্ঠিত কমিউনিটির স্থান একদম শীর্ষে।
@amarbanglablog community
প্রজেক্ট সমূহ :
১. সুগঠিত এডমিন-মডারেটর প্যানেল
২. একটিভ ডিসকর্ড সার্ভার
৩. @abb-school প্রতিষ্ঠা করা এবং প্রতিটি সদস্যের সাঝে স্টিমিট ব্লকচেইন সম্পর্কে প্রাথমিক জ্ঞান নিশ্চিত করা।
৪. daily post curation করা ইউজারদের।
৫. @shy-fox থেকে বাড়তি সাপোর্ট নিশ্চিত করা সদস্যের।
৬. @abb-fun এর মাধ্যমে engagement বৃদ্ধি করানো সদস্যদের মাঝে।
৭. @abb-featured এর মাধ্যমে কমিউনিটির সদস্যদের প্রতিনিয়ত সুন্দর পোস্ট গুলো হাইলাইট করা।
৮. delegation service @heroism @abb-curation এবং উভয় ডিসকর্ড সার্ভারে প্রতিনিয়ত সদস্য সক্রিয় থাকা এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
৯. @abb-charity যেখান থেকে ডোনেশনের ব্যবস্থা রয়েছে।
১০. রবিবারের আড্ডা, শুধুমাত্র সদস্যদের কথা সেখানে তুলে ধরা হয় এবং সেখানেও সদস্যদের ভিতরে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।
১১. এছাড়া প্রতি বৃহস্পতিবার করে কমিউনিটির সকল সদস্যের খোঁজখবর নেওয়ার জন্য, হ্যাংআউটের আয়োজন করা এবং বিভিন্ন উৎসব উপলক্ষে কমিউনিটিতে হ্যাংআউটের আয়োজন করা হয়ে থাকে। এছাড়াও আরো নতুন নতুন চিন্তা ভাবনা কে প্রতিনিয়ত বাস্তবায়ন করার জন্য সকলের সুপরামর্শকে প্রতিনিয়ত গ্রহণ করা হয়।
প্রতিষ্ঠাতার অন্যান্য নামকরা কমিউনিটি সমূহ :
Steem Alliance
Beauty of Creativity
STEEM WATCHER
Tron Fan Club
Steem Dev
প্রতিষ্ঠাতার নির্মিত উইটনেস:
Bangla witness
প্রতিষ্ঠাতার অর্থায়নে নির্মিত মোবাইল অ্যাপস
Steempro
এছাড়াও আরো অনেক কার্যক্রমের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই এই প্লাটফর্মের উন্নতি সাধনের জন্য ব্যক্তি পর্যায় থেকে তার ভূমিকা এক কথায় অপরিসীম। তাই সবদিক বিবেচনা করে, আমি এই প্লাটফর্মের Best Contributor award এর জন্য @rme ভাই কে মনোনীত করলাম।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/sharifShuvo11/status/1732685447724454004?t=RWu9m3iB_1G4eC1XBHKiUQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবছর আমিও প্রথম বারের মতো মনোনয়ন দাখিল করেছি। যাইহোক আমাদের দাদাকে স্টিমিট প্লাটফর্মের সবাই এক নামে চিনে, আর এটা আমাদের অনেক বড় একটি পাওয়া। কারণ আমরা দাদার প্রতিষ্ঠা করা কমিউনিটিতে কাজ করতে পারছি। যাইহোক দাদার অবদানের কথা বলে শেষ করা যাবে না। আমি মনে করি আমাদের দাদা অবশ্যই বেস্ট কন্ট্রিবিউটর এওয়ার্ড ডিজার্ভ করেন। যাইহোক মনোনয়ন দাখিল করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বেশ সুন্দর মনোনয়ন সাবমিট করলেন দাদার জন্য। আপনার লেখা গুলো অনেক ভালো লেগেছে। মনোনয়নটি আমি বিস্তারিত পড়েছি। আপনি বিস্তারিত বর্ণনা করলেন ভাইয়া ভালো লেগেছে। ভাইয়া আমিও চেষ্টা করব আগামিকাল মনোনয়ন সাবমিট করার জন্য। আমাদের প্রিয় দাদার তুলনা হয় না। আমরা চাই আমার বাংলা ব্লগ কমিউনিটি এই বছরও সেরা হোক। আমরা চাই দাদার নামটি সবার উপরে উঠে আসুক সেই কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাবছি ভাইয়া, এমন একজন মানুষকে নিয়ে আমরা যদি সবাই একত্রে আমাদের মনোনয়ন প্রদান করি তাহলে কত সুন্দরই না হবে। এমন একজন মহান মানুষকে মনোনয়ন দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সবমিলিয়ে আপনার দাদাকে মনোনয়ন দিয়ে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করলেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit