আজ পড়ন্ত বেলায় ঘুম থেকে ওঠার পরেই দেখি, আমার ছোট শালী রং তুলি হাতে নিয়ে বসে গিয়েছে ঘরের মেঝেতে। যেহেতু পূজার ছুটি চলছে, তাই তার স্কুল যাওয়ার খুব একটা চাপ নেই বললেই চলে। বলতে গেলে হাতে অফুরন্ত সময়, তবে তাকে আমি একটু কাজের ভিতরে রেখেছি, বলেছি শায়ান কে যেন চোখে চোখে রাখা হয়।
ছেলেটা আমার যত বড় হচ্ছে ততই যেন বেশ চঞ্চল হয়ে যাচ্ছে। কোন একটা জায়গায় স্থির থাকতে চায় না, সারাদিন শুধু এদিক-সেদিক ছুটোছুটি আর নিজের মত করে খেলাধুলা। এভাবেই যেন ওর দিন কেটে যাচ্ছে , তাই একটু ওকে বাড়তি শাসনে রাখার চেষ্টা করছি। যেহেতু শালীর কয়দিন স্কুল বন্ধ আছে, তাই ওকে বলে দিয়েছি বাবুকে নিয়েই ও যেন সময় কাটায়।
কয়েকদিন আগে বাবুর যখন জন্মদিনের অনুষ্ঠান হয়েছিল, তখন কে যেন এই রং তুলি গুলো উপহার দিয়েছিল। আজ যখন আমার শালী, বাবু কে সঙ্গে নিয়ে বসে সেই রং তুলি দিয়ে নিজের মতো করে আর্ট করছিল, তখন তা দেখে বড্ড ভালো লাগছিল। কেননা, আমি চাই আমার বাবু ছোটবেলা থেকে এসব বিষয়গুলো দেখে দেখে বড় হয়ে উঠুক।
আমার শালী যে খুব একটা ভালো আর্ট করে তেমনটা না, ও মূলত ইউটিউব দেখে দেখে নিজের মতো করে আর্ট করছিল। তাছাড়া আমি দেখছিলাম, বাবুও বেশ ভালো সময় কাটাচ্ছিল ওর আন্টির সঙ্গে।
ঘুম থেকে উঠে যখন এমন দৃশ্য দেখেছি, তখন কিছুটা হলেও মনটা যেন হালকা হয়ে গিয়েছিল। সত্যি বলতে গেলে কি, আমার শৈশবটাই এত রঙিন ছিল না। আমি তো রং তুলি কত দেরিতে যে হাতে পেয়েছিলাম, তার কোন সঠিক হিসাব নেই। তাই আমার চিত্রকর্মের হাত বড্ড অপরিপক্ক। সেদিক থেকে চিন্তা করলে, আমি মনে করি আমার বাবুর শৈশবটা মোটামুটি ভালোভাবেই কাটছে। কেননা ও এই ছোট বয়স থেকেই রং তুলির ছোঁয়া পেয়েছে।
আর্ট করা শেষে, যখন আমার শালী আমাকে তার চিত্রকর্ম দেখালো। তখন আমি তাকে মোটামুটি বলেই ফেললাম, এখন থেকে যখনই সময় সুযোগ হয়ে উঠবে, তখনই যেন বাবুকে নিয়ে সঙ্গ দেওয়া হয় আর্ট করার বিষয়ে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার শালিকা দেখছি রং তুলি দিয়ে আঁকা আঁকি করতে বেশ পারদর্শী। আসলে ছোট বাচ্চারা বড় হয়ে গেলে তারা আস্তে আস্তে চঞ্চল হয়ে যায়। বিশেষ করে বর্তমানের বাচ্চাদের কে কোন ভয়ভীতি দেখিয়ে আটকিয়ে রাখা যায় না। আপনার ছেলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের ভালোবাসায় আমরা সত্যিই কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই,শায়ান যদি তার আন্টিকে দেখে আর্ট কিংবা পেইন্টিং করতে, তাহলে এসব ব্যাপারে তার আগ্রহ বাড়বে। একটা সময় সে নিজে নিজেই এসব করার ট্রাই করবে। আসলে ক্রিয়েটিভ যেকোনো কাজ শিখে রাখলে ভালো। কারণ জীবনের যেকোনো সময় এসব কাজে লাগতে পারে। তাছাড়া এই ধরনের ক্রিয়েটিভ কাজ করলে মন-মানসিকতা এমনিতেই খুব ভালো থাকে। কোনো আজেবাজে নেশার দিকে মন যায় না। যাইহোক বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। তাছাড়া পেইন্টিংটাও দারুণ হয়েছে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আমার ব্যাপারটি বুঝতে পারার জন্য। আমিও চাই ওর শৈশবটা রঙিন হোক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট বাচ্চারা ছোটবেলায় যা দেখে অভ্যস্ত হয় সেই জিনিসটাই কিন্তু মাথার মধ্যে সেটআপ করে নেয়। আর আশা করছি সায়ান তার আন্টির দেখে দেখে নিজেও একসময় আর্ট করতে ইচ্ছা পোষণ করবে। তবে বেশ কয়েকদিন যদি আপনার শালিকা আপনার বাসায় থেকে যায় তাহলে আশা করি সায়ান এর জন্য বেশ উপকার হবে। যাই হোক ভাইয়া আপনার সন্তানের জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ভালো বলেছেন কথাটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাই বলে বাড়তি শাসন! ওইটুকু পুচকে ছেলে শায়ান! তাকেও শাসন! আপনি নিজে ওর সাথে কত সময় কাটান? বলি আপনাকে শাসন করবে যখন তখন বুঝবেন। 😀😀😀
শালী আধি ঘরওয়ালি বলে কাজে লাগিয়ে দিলেন? আপনি মাঝে মধ্যে ঢ্যাঁড়স, পেঁয়াজ ইত্যাদি ফালি করে আপনার ছেলের সাথে স্ট্যাম্পিং করুন৷ দেখবে আপনিও ফিরে গেছেন শৈশবে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই রে ভাই, আমার জীবন তেজপাতা হয়ে গেছে।
আমি আর আমি নাই। সংসার করা বড্ড কঠিন বিষয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ছেলে এখন বেড়ে উঠছে। আর এই সময়ে ও ছোটাছুটি করবেই ভাই। আপনি চাইলেও আটকে রাখতে পারবেন না। তবৃ এটা ভালো যদি এখন থেকেই এগুলোর সংস্পর্শে থাকে তাহলে ভবিষ্যতে ও নিজেও ভালো কিছু করবে এমনটা আশা করা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই, ও যত বড় হচ্ছে ততই চঞ্চল হয়ে যাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বললেন আপনার শালী খুব একটা ভালো আর্ট করে না, কিন্তু আমার তো তা মনে হচ্ছে না ভাই। তিনি যথেষ্ট সুন্দর করে ছবিটি তৈরি করেছেন। বাবুকে যে তিনি দেখাচ্ছেন সেটিও বেশ ভালো বিষয়। আমার তো ছবিটি দারুন লাগলো। সৃজনশীল চিন্তাভাবনা না থাকলে এমন আঁকা যায় না। সৃষ্টির একটা আলাদা কদর তো আছেই। তা সে যেমনই হোক। আপনার শালী এবং বাবু দুজনের জন্যই অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit