হ্যাপিনেস || @shy-fox 10%beneficiary

in hive-129948 •  3 years ago 

20211027_155741.jpg
ভীষণ কর্মব্যস্ত সময় আমার প্রতিনিয়ত কাটে। এটা নতুন করে বলার কিছু নেই। আমি মনে করি যারা কর্মজীবী মানুষ সারাদিন কর্ম করে ,তারপরেও যারা ভার্চুয়াল জগতে সময় দেয় আমি মনে করি তারা হচ্ছে কিছুটা রোবট । কারণ তাদের বাস্তব জীবনে একটা কর্ম থাকে এবং ভার্চুয়াল জগত আর একটা কর্ম থাকে, সবমিলিয়ে তাদের দুই দিকটায় সামলাতে হয় । যদিও এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তবে এখন এটা করতে আমার ভালই লাগে । আমাকে যদি কেউ বলে তুমি কি করো, আমি ডিরেক্টলি এক কথায় বলে দেই, আমি একজন ব্লগার। আমি লিখতে পছন্দ করি ।
PhotoCollage_1635399569230.jpg

যেহেতু লেখালেখি আমার মোটামুটি এখন ধ্যান-জ্ঞান। তবে এর বাইরেও আমার আরও একটা পরিচয় আছে। সেটা হচ্ছে আমাকে সপ্তাহে একদিন করে হাংআউট পরিচালনা করতে হয়। যেটা আসলে করা, মোটামুটি আমার একটা নেশা হয়ে গিয়েছে ।

বড় দাদা ও ছোট দাদা কিছুদিন থেকেই বলছিল, শুভ ভাই একটা ল্যাপটপ নিয়ে নেন। কারণ আপনি যে ধরনের কাজ করেন তার জন্য ল্যাপটপ এখন আপনার জরুরি। যাইহোক দাদার কথা তো আমি কখনো ফেলতে পারি না। হাজার হলেও সে আমার ভার্চুয়াল গার্ডিয়ান ।

যদিও এই মাসেই নতুন বাসায় উঠেছি ,সব মিলিয়ে একটা অর্থনৈতিক টানাটানির ভিতরে ছিলাম ও আছি । তবে তাও যেহেতু দাদাকে আমি কথা দিয়েছিলাম যে, এই মাসেই ল্যাপটপ নেব। তাই আমি আমার কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য , অবশেষে ল্যাপটপ নিয়েই নিলাম । আমি বড়দাদা ও ছোট দাদার প্রতি কৃতজ্ঞ। তারা না থাকলে, কোন কিছুই আমার সম্ভব হতো না।

ঘটনাটা ছিল সোমবারের। ঐদিন আমাদের এলাকার একটা কম্পিউটার ও ল্যাপটপের দোকানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমার পছন্দের ল্যাপটপের বিষয়ে তাদের সঙ্গে আলাপচারিতা করেছিলাম এবং আমি কিছু টাকা এডভান্স করে এসেছিলাম। আসলে তাদের স্টকে সেই সময় আমার পছন্দের ল্যাপটপটা ছিল না। তবে তারা আমাকে বলেছিল যে, দুই দিন সময় দিতে। তারা আমাকে সেটা সংগ্রহ করে দেবে ঢাকা থেকে ।

PhotoCollage_1635399531198.jpg

যাইহোক অবশেষে বুধবার সকাল বেলা হঠাৎ করে ঐ দোকান থেকে ফোন আসলো এবং আমাকে বলল যে, আপনার পণ্যটি আমাদের কাছে চলে এসেছে । আপনি এসে নিয়ে যেতে পারেন। তখন আমি চেম্বারে কাজ করছিলাম যখন আমি ফোনটা রিসিভ করে কথাগুলো শুনেছিলাম। মনের ভিতর একটা আনন্দের জোয়ার ভেসে যাচ্ছিল। যাইহোক নিজেকে কোনো মতো শান্ত করে, অবশেষে চেম্বারের কাজগুলো শেষ করে , বিকেলের দিকে রওনা দিলাম সেই দোকানে।

দোকানের শোরুমে প্রথমে গেলাম তারপর তারা আমাকে বলল উপরতলায় দোকানের মালিকের অফিসে যাওয়ার জন্য। অফিসে গিয়ে দেখি দোকানের মালিক নিজেই আমার ল্যাপটপ নিয়ে একটু ঘাটাঘাটি করছে । আমাকে দেখেই বললো, আরে ডাক্তার সাহেব বসেন। আপনার ল্যাপটপেই হালকা করছি। আসলে মূলত সে কিছু সফটওয়্যার আপলোড করার চেষ্টা করছিল।

ল্যাপটপটা দেখার পরে, মনের ভিতরে যে কি পরিমান প্রশান্তি কাজ করছিল সেটা আমি মুখে বলে শেষ করতে পারবো না। যাইহোক অবশেষে ল্যাপটপটা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। কারন আমাকে বিকেল বেলার দিকে আবারও গ্রামের চেম্বারে যেতে হবে। যাইহোক মোটামুটি মুহূর্তটা আমার কাছে অনেক ভালো ছিল আর এখন থেকে আমার কাজগুলো হবে ল্যাপটপেই ।

বি:দ্র: সব কিছুর জন্য ধন্যবাদ বড় দাদা ও ছোট দাদা কে ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে, আসলে আপনি খুবই পরিশ্রমি মানুষ, দুটি দিকই আপনি খুব সুন্দর ভাবে ম্যানেজ করে চলছেন, অবশ্য দুটি বললে ভুল হবে তিনটি দিক, কারণ পরিবারও এর মধ্যে পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই দিনটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

হুম ভাই। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন আমাদের সামনে। পেশাগত কাজ ছাড়াও যারা ভার্চুয়াল জগতে কাজ করে তাদের জীবনটাই যেন রোবটের ন্যায়।অনেক ভালো লেগেছে আমার কাছে আপনার লেখাটি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

নতুন ল্যাপটপ কেনার জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া। আমার মনে হচ্ছে আপনি আপনার পছন্দের ল্যাপটপ হাতে পেয়ে অনেক খুশি হয়েছেন। জীবনে কিছু কিছু চাওয়া পূর্ণ হয়ে গেলে খুবই ভালো লাগে। তেমনি আপনিও আজ আপনার মনের আশা পূর্ণ করতে পেরে খুবই আনন্দিত সেটা আপনার পোষ্টের মাধ্যমে বোঝা যাচ্ছে। সত্যি কথা বলতে আমার বাংলা ব্লগ আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও যেমন আমাদের পরিবারকে সময় দেই তেমনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতেউ যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি। একদিকে আমাদের যেমন রিয়েল লাইফের পরিবার রয়েছে তেমনি আমার বাংলা ব্লগ হচ্ছে আমাদের ভার্চুয়াল পরিবার। আর এই পরিবারের সদস্য হতে পেরে আমি খুবই আনন্দিত। আর সকলের সাথে কাজ করতে আমার অনেক ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

হা ভাইয়া,নতুন কিছু কিনা মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকে।তবে ভাইয়া,আপনি একটা কথা লিখেছেন কর্মজীবন ছাড়া ভার্চুয়াল জগতে যারা আছে তাদের জীবনটা কিছুটা রোবটের মত। বাস্তব জীবনের কর্ম করতে হয় এছাড়া ভার্চুয়াল জগতের কর্ম সামলাতে হয়।তবে ভাইয়া আপনি হ্যাংআউটে যেভাবে নিজের কথোপকথন উপস্থাপন করেন আমরা সবাই মুগ্ধ। সত্যি ভাইয়া একজন ব্লগার হিসেবে পরিচয় দিতে নিজেকে অনেক গর্বিত লাগে। ভাইয়া,আপনার আনন্দের মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

বাহ, আশা করি ক্লান্ত আপনি ভাল ফলাফল পেতে পারেন, বন্ধু,

আসলেও ভাইয়া আপনি এতো ব্যাস্ততার মধ্যেও আমাদের মাঝে সময় দেন।আর আপনার একটা ল্যাপটপ এমারজেন্সি দরকার ছিল বড় দাদা এবং ছোট দাদা ঠিকি বলেছিলেন।আমি নিজেও কিছু দিন আগে একটি ল্যাপটপ নিয়েছি নতুন কিছু কেনার মধ্যে অনেক দারুন অনুভুতি কাজ করে আমি সেটা জানি।অনেক সুন্দর ছিলো সব মিলিয়ে।আপনার জন্য ভালোবাসা ভাইয়া😍

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপনার কাজের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। আপনার কাজের প্রতি আগ্রহ দেখে আমিও নিজেকে আপনার পথেই নিয়ে যাচ্ছি, কারণ আপনি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনের প্রতিটা ধাপ সঠিক ভাবে পালন করেন। আজকে আপনার নতুন ল্যাপটপ কেনার জন্য আপনাকে শুভেচ্ছা রইল, আশা করি আপনার ল্যাপটপটি আপনার খুবই পছন্দ হয়েছে।আমার ইচ্ছা আছে আপনার মতন এরকম একটা ল্যাপটপ কিনবো। তবে আমি আপনাকে দেখে অনুপ্রেরণা পায়। কারণ আপনি অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের অনেক সময় দেন। আপনি আসলে কঠোর পরিশ্রমই। আপনার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

জি ভাইয়া,আসলেই। আপনারা আপনাদের অন্যান্য কাজের পাশাপাশি ব্লগিং এর কাজ করেন,এটা সত্যিই কষ্টকর। আমরা নিজেরাও মাঝে মাঝে ফ্যামিলির কাজ সেরে ব্লগিং করতে হিমশিম খেয়ে যাই৷ শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

অনেক সুন্দর কিছু কথা বলেছেন ভাইয়া ,সত্যি কথা এটা আমরা আসলেই রোবট , এক ধাপ থেকে অন্য ধাপ ,এভাবে শেষ করতেই থাকি , আবার আছে নিজের পরিবার । দিন শেষ এ দেখা যাই আর সময় পাওয়া যায়না। আর আমাদের এই কাজ কে আরো সহজ করতে প্রয়জন হচ্ছে এই লেপটপ। যারা আমরা লেপটপ ব্যবহার করি তারাই বলতে পারি, আমি অনেক খুশি হলাম আপনি লেপটপ কিনলেন শুনে। অনেক সুভ কামনা আপনার জন্যে , ও অনেক ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আসলেই ভাইয়া হ্যাং আউটে আপনি উপস্থাপনা করেন সেই ভাবে👌👌👌

কত টা ভালোবাসা থাকলে ডাক্টার এর পরিচয় না বলে ব্লগার এর পরিচয় দেয়া যায় সেটা আপনার লিখা পড়েই বুঝতে পারছি ভাইয়া।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আমাকে দেখেই বললো, আরে ডাক্তার সাহেব বসেন। আপনার ল্যাপটপেই হালকা করছি।

এই লাইনটা আমার কাছে কেনো ভালো লেগেছে জানেন ভাইয়া?কারণ আপনি একজন ভালো মনের মানুষ আর তার জন্য আপনি পেয়েও যান ভালো মানুষগুলোকে। সত্যিই ভালোর তুলনা হয়না আর ভালোর সাথে ভালোই হয়।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

  ·  3 years ago (edited)

আসলে সত্যি কথা বলতে ভাই আমি প্রথমে ভয় পাইছিলাম যে,আপনি টাকা এডভান্স করে আসছিলেন, তারপর দ্রুত পড়লাম, কারন ভাবছিলাম টাকা টা এডভান্স করার পর দোকান মালিকের ফোন বন্ধ,কিন্ত আসলে তা না। নতুন জিনিস হাতে পাওয়ার আনন্দটায় আলাদা। তাও আবার আপনি প্রতীক্ষার পর পেয়েছেন, নিশ্চয় এডভান্স করার পর আগ্রহ টা অনেক বেড়ে গিয়েছিলো। আমারই ভালো লাগতেছে আপনি যেভাবে ল্যাপটপ হাতে পাওয়ার আনন্দ প্রকাশ করেছেন। আর তাছাড়া ভাইয়া, ল্যাপটপ দিয়ে কাজ করতে তো অবশ্যই ভালো লাগবে আপনার আর সাথে হেডফোন থাকলে তো পারফেক্ট,আমার মনে হয় আছে। হ্যাপিনেস এর সবচেয়ে সহজ উদাহরণ বুঝি এটিই ছিলো ভাইয়া। শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

সত্যি ভাইয়া আপনার কথাটা শোনার জন্য ভাবি কখন বৃহস্পতিবার এ রাত 9:00 হবে শুভ ভাইয়ের একটু কণ্ঠস্বর শুনব। এত সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেন যা অনেক ভাল লাগে।আসলে বাস্তব জীবনেও কর্ম থাকে তেমনি ভার্চুয়াল জগতে থাকে আর আপনার এটি অভ্যাস হয়ে গেছে এবং খুবই ভালো লাগে ভাইয়া। আপনি সব দিক খুব সুন্দরভাবে আপনি পরিচালনা করেন।আসলেই কাজের জন্য ল্যাপটপ সবথেকে অন্যতম। আপনি ল্যাপটপটি কিনেছেন খুবই খুশি হলাম। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

তাহলে আমার সঙ্গি একটা বেড়ে গেল। আসলে ভাইয়া দাদারা সত্যি বলেছে আপনার কাজের জন্য ল্যাপটপ আবশ্যক ছিল। যাইহোক নতুন জিনিস কিনলে অনেক ভালো লাগে। আমি যেদিন ল্যাপটপ কিনেছিলাম আমারো খুব ভালো লেগেছিল

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ভাইয়া আপনার কাজের প্রতি আগ্রহ ও পরিশ্রম দেখে আমি সত্যিই অনেক অনুপ্রাণিত হয় ।আপনার কাজের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা রয়েছে। আপনি কর্মজীবন ও ভার্চুয়াল জগত দুটোই সমান ভাবে সফলতার সঙ্গে মেনটেন করে চলছেন যা আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।ভাইয়া নতুন ল্যাপটপ কেনার জন্য অনেক শুভেচ্ছা আপনাকে। যখন আমরা নতুন কিছু কিনি বিশেষ করে সেটা যদি আমাদের শখের কোন জিনিস বা কাজের কোন জিনিস হয় তবে তার জন্য এক্সাইটমেন্ট ও আগ্রহ অনেক বেশি থাকে। আর যখন সেটা আমাদের হাতে চলে আসে তখন খুশির আর সীমা থাকে না। এভাবেই সফলতার পথে এগিয়ে যান ভাইয়া, দোয়া রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।