বইমেলা থেকে সংগ্রহ

in hive-129948 •  6 days ago 

20250216_165049.jpg

শখের জিনিসের ভিতরে বরাবরই বই খুব পছন্দের তালিকায় থাকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আর সেই বই যদি হয় প্রগতিশীল লেখকের, তাহলে আনন্দের মাত্রা যেন আরও কিছুটা বেড়ে যায়।

এজন্য বই কেনার ব্যাপারেও যথেষ্ট সতর্ক থাকি। আমি আসলে চাই যুক্তি মুক্তি পরিবর্তন , যদিও পরিবর্তনটা একার পক্ষে সম্ভব নয় তবে তারপরেও যখন কেউ অনুপ্রাণিত করছে লেখার মাধ্যমে, তখন তা ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করি।

প্রেম-ভালোবাসা আবেগ-বিরহ এসব বিষয়ে লেখা পড়ার থেকে যৌক্তিক চিন্তাভাবনার লেখাগুলো একটু অন্যভাবে টানে আমাকে। তাই অন্তত বই বড্ড বেছে বেছে কেনার চেষ্টা করি, কারণ যা তা পড়ে মগজ ভর্তি করতে একদম মন সায় দেয় না।

যেহেতু পুরো মাস ধরেই বইমেলা চলছিল, তাই মনস্থির করেছিলাম নতুন বই কিনবো। পছন্দসই বই খুঁজেও পেয়েছিলাম, যেহেতু প্রান্তিক অঞ্চলে থাকি তাই সশরীরে মেলায় গিয়ে বই কেনা অনেকটাই কষ্টকর। তাই বাধ্য হয়েই, ছোট ভাইয়ের শরণাপন্ন হয়েছিলাম। ওর যেহেতু টুকটাক জানাশোনা আছে অনলাইন বুক সার্ভিসগুলো সম্পর্কে, তাই ওর মাধ্যমেই নিজের পছন্দের বইটা অর্ডার করে দিয়েছিলাম।

যাক অবশেষে বই এখন আমার হাতে, নতুন বইয়ের পাতাগুলো যখন একটু নেড়েচেড়ে দেখছিলাম তখন যেন অন্যরকম একটা প্রশান্তি কাজ করছিল নিজের মাঝে, কয়েকটা পৃষ্ঠা ইতিমধ্যেই পড়ে ফেলেছি, দারুণ যুক্তি ছিল প্রতিটা লেখার মাঝে। ভোঁতা মস্তিষ্ককে কেজো করার জন্য যৌক্তিক লেখার কোন বিকল্প হতে পারে না।

সত্যি কথা বলতে গেলে কি, বইমেলা থেকে পছন্দের লেখকের বইটি সংগ্রহ করতে পেরে অনেকটাই আনন্দিত। এখন দ্রুত বইটা পড়ে শেষ করতে পারলেই বাঁচি।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভালমানের বই একজন পাঠককে পরিবর্তন করতে সক্ষম।তাই সবার সেই সকল বই পরা দরকার যা মন মানসিকতার পরিবর্তন আনতে সহায়ক। বেশ ভালো লাগলো জেনে যে আপনি আপনার পছন্দের বই হাতে পেয়েছেন। যদিও অন্যের মাধ্যমে যোগার করেছেন।পেয়েই পড়া শুরু করে দিয়েছেন। নতুন বই পড়ার আনন্দই অন্য রকম।

পরিবর্তনশীল চিন্তা করার জন্য অবশ্যই বই পড়া জরুরী, তাই বই পেয়েই পড়া শুরু করেছি।

যা তা পড়ে মগজ ভর্তি করতে একদম মন সায় দেয় না।

এইতো মনের মত একটা কথা বলেছেন। বরাবরই আমার কাছেও এটাই সব থেকে ভালো লাগে যে, ভালোবাসা, বিরহ, দুঃখ, আবেগ এগুলো বিষয় কবিতা বা অন্যান্য কোনো বিষয় লেখালেখি করার থেকে যৌক্তিক বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করতে আমিও ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। যাই হোক আপনার ছোট ভাইয়ের সহযোগিতায় আপনার পছন্দের বই যেহেতু পেয়ে গেছেন। তাই আশা করছি এই বই থেকে পাওয়া নতুন নতুন অভিজ্ঞতা গুলি আমাদের সাথে শেয়ার করবেন।

অবশ্যই চেষ্টা করবো ভাইয়া, নতুন বই থেকে পাওয়া তথ্যগুলো রিভিউ আকারে দেওয়ার জন্য ।

বইমেলা থেকে আপনার ভাইয়ের সাহায্যে কিছু ভালো বই কিনেছেন দেখে ভালো লাগলো ভাই। বাংলাদেশে তো এক মাস ধরে বইমেলা চলে। আমাদের কলকাতা বইমেলা ১০-১২ দিন পরে শেষ হয়ে যায়। তাই এক মাস চললে সেখানে সময় সুযোগ মতো যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর বাংলাদেশের ঢাকা একুশে বইমেলা যথেষ্ট বড় একটি বইমেলা। ঠিক আগের বছর কয়েকটি দিন আমি একুশে বইমেলাতে কাটিয়ে এসেছিলাম।

আমি যেখানে থাকি, সেখান থেকে ঢাকার দূরত্ব কমপক্ষে আটশো কিলোমিটার , এটাই মূলত সমস্যা দাদা। তাছাড়া ইচ্ছে ছিল যাওয়ার।

বইপ্রেমীদের জন্য নতুন বই হাতে পাওয়ার আনন্দ সত্যিই অনন্য। প্রগতিশীল লেখকের যুক্তিসমৃদ্ধ লেখা তো চিন্তার দুয়ার খুলে দেয়। বইমেলা থেকে পছন্দের বই সংগ্রহ করতে পেরে আপনার উচ্ছ্বাস বুঝতে পারছি। আর জালাল উদ্দিন রুমির ভাবনাগুলো সত্যিই মনকে আলোর পথে নিয়ে যায়।

এটা সত্যি যারা প্রতিনিয়ত বই পড়ে, তাদের কাছে হঠাৎ করে যখন নতুন বই চলে আস, তখন একটা অন্যরকম অনুভূতি কাজ করে।

একজন প্রকৃত বই প্রেমীর অনুভূতি যেন ফুটে উঠেছে আপনার লেখাটায় । যুক্তিনির্ভর লেখা পড়ার প্রতি যে টান, তা সত্যিই প্রশংসনীয়। বই শুধু বিনোদনের জন্য নয়, চিন্তার প্রসার ও বোধের জাগরণেরও মাধ্যম এই উপলব্ধিটা খুব সুন্দরভাবে এসেছে। প্রান্তিক অঞ্চলে থেকেও বই সংগ্রহের চেষ্টা, নতুন বই হাতে পাওয়ার উচ্ছ্বাস । আশা করি, বইটি পড়ার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।

ভোঁতা মস্তিষ্ককে কেজো করার জন্য যৌক্তিক লেখার কোন বিকল্প হতে পারে না।

আপনার এই কথার সাথে একমত পোষণ করছি ভাই। তাইতো আমাদের উচিত এই ধরনের বই বেশি বেশি পড়া। যাইহোক বইমেলা থেকে এই বইটা সংগ্রহ করেছেন, জেনে খুব ভালো লাগলো ভাই। আশা করি বইটা পড়ে দ্রুত শেষ করতে পারবেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।