রবিবারের আড্ডা - পর্ব ৮২ | জীবনের গল্প - পর্ব ৮

in hive-129948 •  4 months ago 

1000017998.png

ব্যানার ক্রেডিট @hafizullah

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের নতুন আয়োজন জীবনের গল্পের শো-তে । মূলত আমরা যেহেতু প্রথম থেকেই বলেছিলাম, রবিবারের আড্ডার কিছুটা ভিন্নতা হবে, ঠিক সেই ভিন্নতার জায়গা থেকেই, এই সংযোজন। মানুষের জীবনে কত গল্পই তো থাকে, কত সুখস্মৃতি থাকে, থাকে পাওয়া না পাওয়ার অভিজ্ঞতা কিংবা হারিয়ে ফেলার তিক্ততা কিংবা থাকে সফলতার হাজারো গল্প, যা হয়তো অনায়াসেই, অন্য কাউকে অনুপ্রাণিত করে ফেলে মুহূর্তেই। এই গল্পগুলো হয়তো অজানাই থেকে যায়, আমরা আসলে কান পেতে থাকি, এই গল্পগুলো শোনার জন্য। এইজন্য বাংলা ব্লগ আয়োজন করেছে, জীবনের গল্প। যেখানে অতিথি তার নিজের জীবনের গল্প অন্যদের সামনে অনায়াসেই বলে ফেলবে এবং অতিথি নিজের থেকেও বেশ হালকা হবে, সেটা হয়তো মনের দিক থেকে।

আজকের অতিথিঃ @isratmim
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ

1000034657.png

1000034656.png

ফেলে আসা জীবন থেকে যদি কিছু কথা স্মৃতিচারণ করতেন।



যেহেতু আমরা জয়েন পরিবারে ছিলাম, তবে অর্থের কারণে যে একটা সময় পরিবারের ভিতরে দূরত্ব বাড়ে, একটা সময় সেটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছিলাম। সে সময় আমার জেএসসি পরীক্ষা চলছিল, তখন আমার বাবার হঠাৎই চাকরিটা চলে যায়। সত্যি কথা বলতে গেলে কি, সেই সময়ই আমি পৃথিবীর আসল রূপটা দেখেছিলাম। তখন আমার পরিবার আত্মীয়-স্বজনের কাছ থেকে প্রচুর পরিমাণে কটু কথা শুনতে হয়েছিল, এমন কি আমার পরীক্ষাটাও খুব একটা ভালো হয়েছিল না, কেননা মানসিক চিন্তার ভেতরে ছিলাম। অবশেষে আমরা বাড়ি ত্যাগ করি। তবে ভাগ্য ভালো আমাদের খুব বেশিদিন কষ্ট করতে হয়নি, কেননা পরবর্তীতে বাবা নতুন করে ব্যবসা শুরু করে আর আমিও এদিকে বাংলা ব্লগে যুক্ত হয়ে যাই, সবমিলে এখন বেশ ভালো আছি।

আমার সঙ্গে আসলে ট্রেন জার্নি কোনভাবেই যায় না, আমি যখন অনেক ছোট ছিলাম সেই সময় একবার নানু বাড়িতে যাওয়ার সময় প্ল্যাটফর্ম থেকে যখন ট্রেনে উঠছিলাম সে সময় আমার পছন্দের জুতা পা থেকে পড়ে যায়, তখন আমি ভীষণ কষ্ট পাই, কেননা জুতোগুলো আমার খুব পছন্দের ছিল।

আর একটা ঘটনা যখন আমি মোটামুটি আরেকটু বড় হই, সে সময় আমরা গাজীপুর থেকে নোয়াখালীতে যাচ্ছিলাম, তখন স্টেশনে নামার পরে আমি, মামা, আম্মু একত্রে হাঁটছিলাম। তখন হঠাৎই আমি সামনে চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, আমার আম্মুর যে রংয়ের ড্রেস ছিল, সেই একই রকমের একটা ড্রেস পরিহিত তো অন্য মহিলার কখন যে হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তা যেন খেয়াল করিনি। পরে মামা ও আম্মু পিছন থেকে ডাকার পরে আমি কিছুটা বুঝতে পেরেছিলাম।

আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে এডমিশন পরীক্ষা দিয়েছিলাম,তারপর পরীক্ষা দেওয়ার পরে কমলাপুর স্টেশনে এসে জয়দেবপুর যাওয়ার জন্য ট্রেন খুঁজতেছিলাম, অবশেষে একটা ট্রেনে উঠে যাই, তবে ট্রেনটা জয়দেবপুর না গিয়ে পদ্মা সেতুর দিকে চলে গিয়েছিল, বুঝতে পেরেছিলাম যে আমরা ভুল ট্রেনে উঠেছি। অবশেষে পদ্মা সেতুর ওখানে গিয়ে নেমে দেখলাম যে আমাদের মত আরো কয়েকজন এমন ভুলের শিকার হয়েছে। সব মিলিয়ে ট্রেন জার্নি আমার সঙ্গে খুব একটা ভালো যায় না।

অতিথি ও উপস্থিত দর্শকদের মাঝে পুরস্কার বিতরণ।

1000034665.jpg

1000034658.png

পুরস্কার বিতরণের সম্পূর্ণ অবদান @rme দাদার

উপস্থিত দর্শক শ্রোতারা বেশ ভালই উপভোগ করেছিল অতিথির জীবনের গল্প। তারা বেশ ভালই প্রশ্ন রেখেছিল এবং উত্তরগুলো খুঁজেও পেয়েছিল, অতিথির গল্পের মাঝে।

সব মিলিয়ে জীবনের গল্প চলছে, একদম দুর্বার গতিতে । পরবর্তীতে আমরা আসছি কিন্তু আপনার দরজায়, আপনি প্রস্তুত তো।

ধন্যবাদ সবাইকে।



1000033814.png

1000020537.png

ডিসকর্ড লিংকঃ
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গতকালকের রবিবারের আড্ডায় বেশ ভালো উপস্থিতি ছিল। গতকালকে অনেক বেশি উপভোগ করেছিলাম ইসরাত মিম আপুর জীবনের গল্প। এই ধরনের আড্ডায় বেশ ভালো অভিঙ্গতা অর্জন হয়। কারণ বিভিন্ন জনের মাধ্যমে কষ্টের অভিজ্ঞতা আর সফলতার অভিজ্ঞতার গল্প গুলো জানতে পারি। আপনি অনেক ভালো লিখলেন আজকেও বিস্তারিত অণেক ধন্যবাদ।

জীবনের গল্প মানেই, ভিন্ন কিছু অভিজ্ঞতার স্বাদ পাওয়া। এ কথা একদম ঠিক বলেছেন আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

রবিবারে আড্ডা শোনতে সত্যি অনেক ভালো লাগে।আসলে অনেকের এমন জীবনের গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি।সত্যি টাকা না থাকলে অনেক সময় আপনজন ও পর হয়ে যায়। যদিও আড্ডাতে উপস্থিত থেকে শুনেছি আর যেগুলো না শোনা ছিল সেগুলো আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

টাকাই মানুষকে বাস্তবতা চিনতে শেখায় আবার টাকাই মানুষকে দূরে সরে দেয় একথা একদম ঠিক আপু।

ইসরাত মিম আপুর জীবনের গল্পের আড্ডা পোস্টটি বেশ ভালো লাগল পড়ে।যদিও বেশিক্ষণ থাকতে পেরেছিলাম না অনুষ্ঠানে গতদিন।পোস্টটি পড়ে বিস্তারিত জানতে পারলাম ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

রবিবারের আড্ডা জীবনের গল্পের এবারের পর্বে আমাদের সকলের প্রিয় ইসরাত মীম আপুকে অতিথি হিসেবে আনা হয়েছে দেখে অনেক ভালো লেগেছে। অতিথি আপুর কথাগুলো শুনেও অনেক ভালো লেগেছে। ভাইয়া আপনি অনেক সুন্দর করে পুরো বিষয় উপস্থাপন করেছেন।

ইসরাত মিম আপুর সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছিলাম। ইসরাত মিম আপু অনেক বেশি সুন্দর ভাবে নিজের জীবনের গল্প আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন। গতকালকের আড্ডায় ইসরাত মিম আপু কে পেয়ে সত্যি অনেক বেশি ভালো লেগেছিল। এত সুন্দর করে এটি সবার মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

রবিবারের আড্ডা খুবই ভালো একটি আয়োজন। আর জীবনের গল্পে জীবনের কথাগুলো শুনে খুবই ভালো লাগে। এবারের পর্বে ইশরাত আপুর জীবনের গল্প সম্পর্কে জানতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া অসাধারণ একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

গতকালের রবিবারের আড্ডা শুনে খুব ভালো লেগেছে। প্রতিটা মানুষের জীবনের গল্প রয়েছে, কিন্তু সেগুলো সময়ের সাথে সাথে ধামাচাপা পড়ে গিয়েছে। কিন্তু আমার বাংলা ব্লগ প্রতি রবিবার এত সুন্দর একটি আয়োজন করেছেন, যেখানে আমাদের জীবনে হারিয়ে যাওয়া গল্প প্রকাশ করতে পারবো। তেমনি ভাবে এই রবিবার মিম আপু জীবনের গল্প শুনে খুব ভালো লেগেছে। সত্যিই মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝা যায় কে আপন আর কে পর। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে সম্পূর্ণ ব্লগ শেয়ার করার জন্য।

বিপদেই তো মানুষকে চেনা যায় খুব ভালোভাবে, বেশ ভালো লেগেছিল ওনার গল্পটা।

রবিবারের আড্ডায় জীবনের গল্পে ইসরাত মিম আপুকে অতিথি হিসেবে পেয়ে এবং তার জীবনের গল্পগুলো শুনে অনেক ভালো লেগেছে। আড্ডায় জীবনের গল্পের মাধ্যমে আমরা সুখ দুঃখের অনেক অভিজ্ঞতা অর্জন করি।আর পুরো আড্ডাটি জমে ওঠে আপনার সুন্দর উপস্থাপনায়। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর করে রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

যথার্থ বলেছেন আপু, এই আড্ডার মাধ্যমে অনেক কিছুই জানা যায় মানুষের জীবন সম্পর্কে।

অনেক ভালো লেগেছিল রবিবারের আড্ডায় ইসরাত মিম আপুকে পেয়ে। আপুর সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। সত্যি অনেক ভালো লেগেছিল মুহূর্তটা আমার কাছে। এভাবে সুন্দর মুহূর্ত কাটাতে অনেক বেশি ভালো লাগে। এত সুন্দর করে এটা সবার মাঝে তুলে ধরেছেন দেখে খুব ভালো লেগেছে ভাইয়া।

বরাবরের মতো এবারের জীবনের গল্প এপিসোড দারুণ উপভোগ করেছি। ইসরাত মিম আপু সুন্দর ও সাবলীল ভাষায় কথা বলেছে এবং উনার কাছ থেকে উনার পরিবার সম্পর্কে কিছু কথা জানতে পেরেছি। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

এটা সত্য উনি বেশ গুছিয়ে কথা বলার চেষ্টা করেছিল।

🚀 Exciting Update! 🚀

Hey everyone! 👋 We're thrilled to share that our team has been working tirelessly to improve and expand the ecosystem, and your support means everything to us! 💕

Join the Fun on Discord Server! 🔊

Want to connect with like-minded individuals and stay updated on the latest developments? 🤔 Join our Discord server (https://discord.gg/VtARrTn6ht) and be a part of an amazing community that's passionate about growth and success! 💥

Follow @amarbanglablog for Latest Updates! 📢

Stay ahead of the game by following our blog, where we share insights, tips, and exciting news related to Steem and beyond! 📊

Support @heroism Initiative with Your Vote! 🎉

We're proud to be a part of the Steem community, and your vote for xpilar.witness (https://steemitwallet.com/~witnesses) will help us continue contributing to its growth and success. Let's do this together! 🙌

VOTE or SET as Your Proxy! 💪

Don't forget to vote for xpilar.witness by going to https://steemitwallet.com/~witnesses, or set them as your proxy to show your support!

Let's build an amazing community together! 💕