লুডু। বর্তমান প্রজন্মের কাছে এটি একটি মোবাইল অ্যাপ। কিন্তু আমরা যারা নব্বইয়ের দশকে বেড়ে উঠেছি তারা জানি এটার গুরুত্ব কতটা।আমাদের ছোট বেলা কেটেছে হৈ-হুল্লোর করে।সকাল বিকেল মাঠে গিয়ে খেলা। কিন্তু আমাদের সমস্যা হত বৃষ্টির দিনে। বৃষ্টির দিনে মাঠে যাওয়া যায় না,বৃষ্টি থামলেও মাঠে জল জমে থাকে ফলে খেলাধুলা করা যায় না।
এমন দিনের সঙ্গী ছিল লুডু। আমাদের যৌথ পরিবার।ফলে ভাই বোনের অভাব ছিল না।চারজন মিলে বসে যেতাম লুডুতে,বাকিরা কারো না কারো সাপোর্ট করত,কোথায় চাল দিলে ভাল হয়,বা কোথায় কোন পাকা গুটি খাওয়া হচ্ছে দেখিয়ে দিত। মাঝে মাঝে অবশ্য ঝগড়াও লাগত।এই বাইরের মানুষ কেন বলে দেবে এগুলা নিয়ে।
যাই হোক বর্তমানে লুডু বিরল প্রজাতির একটি খেলা। এর একটি কারন হল মোবাইলে থাকা নানা ধরনের চটকদার গেম ও সোশ্যাল মিডিয়ার জন্য। যদিও মাঝখানে কোভিড-১৯ এর সময় মানুষ যখন গৃহবন্দী হয়ে পড়ে তখন লুডু কিছুটা জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু কোভিড শেষ হওয়ার পর লুডু আবার জনপ্রিয় হয়ে ওঠে।
যাই হোক ধান ভানতে শিবের গীত অনেক গাইলাম,এখন আসল কথায় আসি। কিছুদিন আগে কয়েকদিন লাগাতার বৃষ্টি হচ্ছিল। এর মাঝেই একদিন গিয়েছি পড়াতে। পড়া শেষে ছুটি দেব এমন সময় শুরু হল মুষলধারে বৃষ্টি। মনে মনে নিজের কপাল কে গালি দেওয়া শুরু করলাম।এই বৃষ্টি টা যদি প্রাইভেট এ আসার আগে শুরু হত তাইলে আর এত কষ্ট করে পড়ানো লাগত না।শান্তিমত ঘুমানো যেত।
যাই হোক আবার বসে পড়লাম।ঐশী,অর্থিকে বললাম বই খুলে বসতে,কিন্তু ওরা পড়তে নারাজ। আবার চুপচাপ বসেও থাকা যায় না। তাই আফসোস করে বলছিলাম, ইশ! লুডু থাকলে লুডু খেলা যেত। অনেক দিন লুডো খেলা হয়না। এমন দিনে ছোটতে কত লুডো খেলেছি। তখন অর্থি বলল স্যার আমাদের লুডো আছে। চলেন খেলি।আমরাও অনেকদিন লুডো খেলি না।
প্রথমে সাধারণ লুডো খেললাম।আমি আর অর্থি একদল,ঐশি আর জাহিরা একদল। কিন্তু আমার কপাল পোড়া,আর আমার সাথে পার্টনারশিপ করায় অর্থির ও যেন কপাল পুড়ল।কারো আর ছয় পড়ে না।যদিওবা ছয় পড়ে,তবে তারপর আর ভালো দান পরে না। ফলে বিরোধীদল গুটি খেয়ে ফেলে। ওদের যখন সব গুটি পেকে যায় তখন আমাদের ছয়টি গুটি তখনো ঘরে।যাই হোক এমন পরিস্থিতিতে কি আর করার থাকে।তাই আর সময় নষ্ট না করে হার মেনে নিলাম।
যেহেতু ছয় পড়ছিল না, তাই ভাবলাম সাপ লুডো খেলা যাক।সাপ লুডোতে আর তো ছয়ের দরকার নেই। কিন্তু কথায় আছে না,যেখানেই যাও গোপাল সঙ্গে যাবে কপাল।এখানেও বাধল বিপত্তি। কিছুতেই আর আমার গুটি বের হয়না।সবার গুটি শেষের দিকে পৌছে গেল,তখন আমার গুটি বের হল।আর গুটি বের হবার একটু পরেই বর্ষা জিতে যায়। আর আমি হই হবার শেষ। এরপরেও দুইবার খেললাম কিন্তু বারবার একই ভাবে হারলাম।এর মাঝে বৃষ্টি থেমে গেল।আমিও বাসায় চলে আসলাম।
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাপ লুডো খেলা আনন্দটাই অন্যরকম ভাই। বিশেষ করে বৃষ্টির দিনে এবং সন্ধ্যার পরে সবাই মিলে সাপ লুডো খেলতাম। দুই বার হেরে গিয়েছেন হা হা হা । সাপ লুডো খেলার অনুভূতি আমাদের চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি ব্যক্তিগতভাবে লুডু খেলা বেশ ভালই পছন্দ করি। আরে লুডু খেলায় জড়িয়ে আছে ছোটবেলার অনেক স্মৃতি। সাপলুডুটা বেশ ইন্টারেস্টিং হয়। বাচ্চাদের প্রাইভেট পড়ানোর মাঝেমধ্যে এরকম খেলাটা বেশ ভালই মজা দায়ক। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহারে বেচারা গোপাল আর গোপালের কপাল!! তবে আগে ভাগেই হার মেনে নেয়াটা কিন্তু ঠিক না। খেলায় যে কোন সময়েই দান পালটে যেতে পারে। যাই হোক, অনেকদিন পর এত বড় লুডু দেখলাম। মোবাইলের লুডু খেলায় বাস্তবতার লুডু খেলার আনন্দের ধারের কাছেও ঘেষতে পারবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাসি দান যে পাল্টাতো না সেটা তো পরের দুইবারেও বোঝা গেছে৷ আসলে আমার যে দিন খারাপ যাবে সেদিন কোনভাবেই ঘুরে দাঁড়ানো যায় না। ঠিকই বলেছেন,বাস্তবের ধারে কাছেও আসতে পারবে না মোবাইলের লুডো। ধন্যবাদ মাসি সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই ছোটবেলার কথা মনে পড়ে গেল, প্রায় লুডু নিয়ে বসে যেতাম বাড়ীর লোকেদের সাথে। আর এটা ঠিক বলেছেন , লুডু খেলতে খেলতে ঝগড়া লাগাটা কিন্তু লুডু খেলার একটা পার্ট ছিল, হি হি হি। তাই বলে আপনি প্রতিবার হেরে যাবেন, একি মেনে নেওয়া যায় ভাই, হি হি হি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদিও আপনি দুইবার খেলেছেন আর দুইবারই হেরে গিয়েছেন তারপরও কিন্তু সাপলুডু খেলার মধ্যে অন্যরকমের একটা ভালো লাগা কাজ করে। কতদিন যে এই ভাবে খেলতে পারেনি মনে পড়ছে না। আপনার শেয়ার করা পোস্ট পড়ার মাধ্যমে আবারও খেলতে ইচ্ছা করছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit