আমার বন্ধু নুর৷ বন্ধুত্বটা দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল। বন্ধুত্বের শুরুটাও ছিল অদ্ভুত। আমরা দুজন একই এলাকার আর একই হাইস্কুলের হবার পরেও পরিচয় হয়নি কখনো। পরিচয় হয় অনার্সে ভর্তি হতে গিয়ে।
ভর্তি হবার সময় আমি ভাবতেছিলাম একা একা কিভাবে যাওয়া আসা করব? কারন ভার্সিটি আমার বাড়ি থেকে মোটামুটি এক ঘন্টার রাস্তা। আর তাছাড়া চেনা পরিচিত না থাকলে ঠিক জমে না।
আমার ভাবনা শুনেই মনে হয় ভগবান দেবদূতের মত এক বড় ভাই হাজির। তার সাথেই ছিল নুর। আমি কেমেস্ট্রি ডিপার্টমেন্ট এ শুনে বলল এটা আমার ছোট ভাই, তোমার সাথে একই ডিপার্টমেন্ট এ।তখন যেন হাফ ছেড়ে বাচলাম।
এরপর আস্তে আস্তে বন্ধুত্বের গভীরতা বাড়তে থাকে। বিশেষ করে নুরের একটি গুণ আছে। ও যে কোন জিনিস কে খুব ভাল ভাবে বিশ্লেষণ করতে পারে। আর আমি পারি সমস্যা চিহ্নিত করতে আর সমাধান বের করতে। দুজনের এই দুই গুণ মিলে পড়াশুনা বেশ সহজ করে তুলেছিলাম।
আমাদের বন্ধুত্ব গাঢ় হবার এটাও একটা কারন,ছিল।এছাড়া বিপদে আপদে হেল্প তো আছেই। যাই হোক গতকাল ছিল নুরের জন্মদিন। একদম রাত ১২টায় উইশ করে ঘুমিয়ে পড়েছিলাম।পরের দিন সকালে নুর বলল দুপুরে দেখা হবে।
এখন আপনাদের মনে হতে পারে যে, জন্মদিন তাইলে কেক কোথায়,বন্ধুবান্ধবই বা কোথায়। আসলে নুর অনেক রক্ষণশীল পরিবার থেকে এসেছে।ওরা জন্মদিন পালন করে না।তাই কোন আয়োজন নেই।যদিও মাসের শুরুতে বাজেট ও বেশি ছিল না।তাই আরো বেশি সাদামাটা।
তাও কিন্তু বলতে পারব আমরা মোগলাই কুইজিন এর খাবার খেয়েছি। কারন দুজনেই অর্ডার করেছিলাম মোগলাই পরোটা। এরপর আমি উপহার হিসেবে একলিটার এর একটি কোকাকোলা খাইয়ে দেই। ব্যাস সুন্দর জন্মদিন পালন হয়ে গেল।তবে মন থেকে বন্ধুর ভাল চাই,সব সময় ভাল থাকুক এই প্রার্থনা করি।আপনারাও দোয়া করবেন আমার বন্ধুর জন্য।
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা তোমার বন্ধু কে আমার পক্ষ থেকে জন্মদিন এর শুভেচ্ছা জানিও। পোস্ট টি পড়ে আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ দাদা এত সুন্দর বন্ধুতের গল্প শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বিপদে আপদে বন্ধুর সহযোগিতা বুঝিয়ে দেয় বন্ধুত্বের বন্ধন কতটা গভীর। ভালো লাগলো আপনাদের সুন্দর এই ভালোলাগার মুহূর্ত। আপনার বন্ধুর জন্মদিন জেনে আমার খুবই ভালো লাগলো। আপনার বন্ধুর জন্য অনেক অনেক দোয়া করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে এখন আর বন্ধুর জন্য মন থেকে অনেক দোয়া করি। আপনাদের দুইজনার বন্ধুত্বের বন্ধন যেন আরো গভীর হয় সেই দোয়া করি। ভালো লাগলো আপনাদের দুজনার এমন সুন্দর মুহূর্ত দেখে। বেশ ভালো সময় কাটিয়েছেন আপনারা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit