জ্যাক রায়ান||দ্বিতীয় পর্ব(ওয়েব সিরিজ)

in hive-129948 •  2 years ago  (edited)
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভালো আছি। আশা করি সবার ছুটির দিন খুব ভালভাবে কেটেছে

IMG_20230113_192138.jpg

শুক্রবার মানেই মুভি ডে।কর্ম ব্যস্ততার কারনে সারা সপ্তাহ সময় পাইনা।তাই প্রতি শুক্রবার করে একটি মুভি দেখার চেষ্টা করি।আর আপনাদের সাথে সেই মুভির রিভিউ শেয়ার করি।আজ আপনাদের সাথে শেয়ার করব জ্যাক রায়ান ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব।প্রথম পর্বের রিভিউ ও শেয়ার করা আছে।চাইলে দেখে আসতে পারেন। প্রথম পর্ব

মুভির সংক্ষিপ্ত তথ্যঃ

সিরিজের নামজ্যাক রায়ান
জনরাস্পাই,অ্যাকশন
অভিনয়েজন ক্রাসিনস্কি,দিনা শিলাহিবি,ওয়েনডেল পিয়েরস প্রমুখ
ভাষাইংরেজী
রিলিজ ডেট৩১আগস্ট২০১৮

মুভির প্লটঃ

গত পর্বে দেখেছিলাম সুলেমান রায়ান দের ফাকি দিয়ে তার ভাইয়ের সাথে আমেরিকান সেনাঘাটি থেকে বেড়িয়ে যায়।এরপর দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এক খ্রিষ্টান পাদ্রী কে কে বা কারা খুন করে।

IMG_20230113_192413.jpg

এরপর দৃশ্য চেঞ্জ হয়,আমেরিকার সিআইএ হেডকোয়ার্টার এ।বড় বড় সরকারি কর্মকর্তাদের মিটিং করতে দেখা যায়।সেখানে জ্যাক রায়ান আর তার বস উপস্থিত ছিল।তারা সুলেইমান এর ব্যাপারে আগে থেকে জানত না,তাই তারা আশ্চর্য হয়। এবং রায়ানের সাথে সুলেমান ও তার ভাইয়ের ক্লোজ কমব্যাট দেখে রায়ানের প্রশংসা করে।এবং তার থেকে সুলেইমান এর সম্পর্কে বিস্তারিত জানতে চায়।

IMG_20230113_192345.jpg

রায়ান জানায় সুলেইমান কোন সংস্থার হয়ে কাজ করছে না।সে নিজেই কোন বিশেষ উদ্দেশ্যে কাজ করছে।আর তাকে খোজার জন্য সে অনুমতি চায়।কিন্তু সুলেয়মান কে খোজার দায়িত্ব দেওয়া হয় অন্য ডিপার্টমেন্ট কে।

এরপর আমরা সুলেয়মান কে দেখতে পাই তার ভাইয়ের সাথে।সে তার ভাইকে একটি স্পেশাল মিশনে পাঠাচ্ছে।তখন তার ভাই তাকে বলে আমার যাওয়া কি জরুরী? তখন সুলেয়মান বলে আমি একমাত্র তোমাকেই বিশ্বাস করি।

IMG_20230113_192245.jpg

এরপর রায়ান কে দেখা যায় তার বসের সাথে। তার বস তাকে সুলেয়মান এর ফোন দেয়। আর বলে এই ফোন সুলেয়মান এর কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড।তখন রায়ান বলে যে সবার পাসওয়ার্ড তাদের লাইফের বিশেষ কোন ডেট হয়।তখন তারা সুলেয়মান কে নিয়ে খোজ নেওয়া শুরু করে তাদের অপরাধীদের তালিকায়।এবং এক পর্যায়ে তার অপরাধ হিস্ট্রি খুজে পায় এবং তার কয়েদি নাম্বার দিয়ে ইনপুট দিতেই সুলেয়মান এর ফোন খুলে যায়। তখন তারা সেই ফোন থেকে জানতে পারে সুলেমান এর সব কাজ প্যারিসে।এবং উর্ধতন কর্তৃপক্ষ থেকে তারা প্যারিসে গিয়ে অনুসন্ধান করার অনুমতি পায়।

Screenshot_2023-01-13-17-27-27-132_org.videolan.vlc.jpg

এর মাঝেই আমরা দেখি সুলেমান তার বাড়িতে ফিরে এসেছে।তার বাড়ি ইয়েমেন এর একটি প্রত্যন্ত অঞ্চলের একটি দূর্গে।সেখানে অনেক জঙ্গী, কিন্তু সুলেইমান এর বউ এগুলো মেনে নিতে পারে না। সে সুলেমান কে এগুলো থেকে সরে আসতে বলে।আর বলে এরা তোমাকে ব্যবহার করছে।কিন্তু সুলেমান তা অস্বীকার করে।

IMG_20230113_192318.jpg

এরপর রায়ান আর তার বস গ্রিয়ার মিলে প্যারিস যায়।সেখানকার পুলিশ আর সোয়াটের সাথে মিলে অপারেশনে যায়।সেখানে দেখা যায় সুলেইমান এর ছোট ভাই সিমের মাধ্যমে টাকা ট্রান্সফ্রার করছে।অনেকটা আমাদের বিকাশের মত।আর এই কাজের জন্য অনেক লোকজন ব্যবহার করছে।তখন সোয়াট তাদের উপর আক্রমন চালায়। কিন্তু আক্রমন চালানোর আগেই সুলেমান এর স্পাই তার ভাইকে সতর্ক করে দেয়।

IMG_20230113_192153.jpg

ফলাফল হিসেবে সুলেমান এর ভাইয়ের লোকদের সাথে সোয়াট এর বন্দুকযুদ্ধ শুরু হয়।এবং সুলেমান এর ভাইয়ের গুলি লাগে।তখন সে পালানোর চেষ্টা করে এবং রায়ান তার পিছু করে।

রায়ান কি পারবে তাকে আটক করতে? সুলেমান এর প্ল্যান সম্পর্কে জানতে?

ব্যক্তিগত মতামতঃ

দ্বিতীয় পর্বে সুলেমান এর প্ল্যান সম্পর্কে একটু জানা যায়।এটাও বোঝা যায় তার ব্যক্তিগত কোন উদ্দ্যেশ আছে।সে সুনির্দিষ্ট কোন লক্ষ্যে আঘাত হানার পরিকল্পনা করছে আর এদিকে রায়ান ও তার প্ল্যান ভেস্তে দেওয়ার চেষ্টায় আছে।এই পর্বে সুলেমান এর জ্যাকের ইদুর বিড়াল খেলা বেশ জমে ওঠে।বেশ উপভোগ করেছি দ্বিতীয় পর্ব।আপনারাও দেখে ফেলুন।

ট্রেইলারঃ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আগে অনেক ধরনের টিভি সিরিজ দেখতাম। এখন সময়ের কারণে তেমন একটা দেখা হয় না। জ্যাক রায়ান ওয়েব সিরিজ দেখে ভালো লাগলো। আপনি পোস্টের মাধ্যমে খুব সুন্দর করে ওয়েব সিরিজ উপস্থাপন করেছেন। অবশ্যই সময় পেলে দেখে নেবো। আসলে রাতের পর রাত জেগে এ ধরনের ওয়েব সিরিজ কত দেখেছি? তার কোন ঠিক নেই। এত চমৎকার ওয়েব সিরিজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।