আমার গত পোস্ট ছিল HPV টিকা নিয়ে একটি ভুল ধারনা নিয়ে। তারপরেও অনেকেই কনফিউজড, আর বিভিন্ন সংবাদ পত্রে আসতেছে বাচ্চারা কেন অসুস্থ হচ্ছে। আপনারা অনেকেই পেপার পড়ে বিষয়টা জেনেছেন,আর আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা।তাই ভাবলাম বিষয়টা ক্লিয়ার করা দরকার।
আপনারা অনেকেই "হিস্টিরিয়া" এর নাম শুনেছেন।শোনেন নি? আচ্ছা চিন্তার কিছু নেই আমি শোনাচ্ছি। হিস্টিরিয়া এক ধরনের মানসিক রোগ,যখন কেউ কোন কিছুতে ভয় পেয়ে বা শক পেয়ে অদ্ভুত আচরণ করতে থাকে যেমন:হাত পা ঠান্ডা হয়ে আসা,কাপুনি, খিচুনি,মাথাঘোড়া,বমি বমি ভাব।এই হিস্টিরিয়ার ই একটা ধরন "মাস হিস্টিরিয়া"।
আমরা টিকা দিতে গিয়ে এই সমস্যার মুখোমুখি হয়েছি দুইবার। তবে সেই স্কুলের টিচার রা এবং অন্যান্য শীক্ষার্থীরা অনেক হেল্পফুল ছিল তাই বেশি দূর অগ্রসর হয়নি ঘটনা। পুরো ঘটনা বলি।দুইটা ঘটনার প্রেক্ষাপট ভিন্ন।তাই দুইটি ঘটনাই বলব।
আমরা টিকা দিচ্ছিলাম নবম শ্রেণীর শিক্ষার্থীকে। এক মেয়ে টিকা দিতে আসার আগে থেকেই প্রবল কান্নাকাটি করছিল,আমাদের উপর নির্দেশনা ছিল এমন সিচুয়েশনে টিকা না দিতে,তাই আমরা টিকা দিলাম না। একটু পর মেয়েটিকে তার ম্যাডামরা বুঝিয়ে নিয়ে আসল।কিন্তু সুই ফোটানো মাত্রই মেয়েটি আবার প্রচন্ড কান্নাকাটি,চিৎকার শুরু। এখন সুই ফোটানোর পর পুস না করে বের করা টা বৃথা। তাই টিকা দেওয়া হল।এই মেয়ের চিল্লাচিল্লি দেখে কয়েকজন ভয়ে কান্না আর চিৎকার।
এই যে ঘটনা খেয়াল করুন,বাকি যারা চিৎকার করছে এরা কিন্তু না বুঝেই চিৎকার করছে। এটাই হিস্টিরিয়া। টিকা দেওয়ার পর এই মেয়েটাই অসুস্থ হয়ে পড়ে।লক্ষণ হাত পা ঠান্ডা হয়ে যাওয়া,আর মাথা ঘোরা। হিস্টিরিয়ার লক্ষণ,তখন ম্যাডাম রা মিলে তাকে বাতাস দেওয়া শুরু করল আর হাতপা ডলে গরম করার চেষ্টা করে। কিছুক্ষণ এর মাঝেই মেয়েটি সুস্থ হয়ে ওঠে। আমরাও কিছুক্ষণ টিকা দেওয়া অফ রাখি,যাতে বাকি যারা কান্নাকাটি করছিল তারা বুঝতে পারে ভয় পেলেই সমস্যা হবে।যদি এটা না করে আমরা ঐ অবস্থাতেই টিকা দিতাম তাইলে এই সমস্যা বেড়েই চলত। অধিকাংশ সময়ে এই ঘটনাই ঘটে।
আর দ্বিতীয় কারন হল পুষ্টিহীনতা। প্রত্যেকটা ঔষধ এর ডোজ এমন ভাবে ঠিক করা থাকে যাতে সবাই নিতে পারে।কিন্তু আমাদের দেশের অধিকাংশ শিশুরা যে অপুষ্টিতে ভোগে, ফলে হঠাৎ করে টিকা দিলে শরীরের মানিয়ে নিতে একটু সময় লাগে। ফলে তখন শরীর একটু দুর্বল হয়ে পড়ে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন অসুস্থতার কারন।চিন্তার কোন কারন নেই। এগুলো মাইনর সমস্যা। আর টিকা সুপার এফেক্টিভ।তাই আপনাদের প্রিয়জনদের টিকার বয়স হলে অবশ্যই দিয়ে নিন।
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার দুই মেয়ে এই টিকা নিয়েছে ঈশ্বরের আশীর্বাদে ওদের কিছুই হয়নি ওরা দুজনেই খুব ভালো আছে।তুমি যে বিষয় গুলো উল্লেখ করেছো আমারও তাই মনে হয় অসুস্থ হওয়ার পিছনে এগুলোই কারণ।সুন্দর করে বিবরণ দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওরা অনেক সাহসী তাই ওদের এমন সমস্যা হবে না। কিছু মেয়ে আছে একটু বেশিই ন্যাকা।এজন্যই সমস্যা হয় কাকিমা। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও এটা হিস্টোরিয়া বলেই মনে হল ভাই। আসলে একটা ভয় কাজ করে। বিশেষ করে ছুঁচ ফোটাবার অভ্যাস না থাকলে অনেকেই ভয় পায়। আর সেই ভয় থেকে এই হিস্টোরিয়া গুলোর জন্ম হয়। তবে টিকা নিয়ে সাময়িক অসুস্থ হয়ে যাওয়াও কিন্তু অস্বাভাবিক নয়। যেমন অনেক টিকা নিলে জ্বর আসে। তবে খুব তাড়াতাড়ি এইসব ভুল ধারণা কেটে যাওয়া উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা দাদা হিস্টিরিয়া ই। স্বচক্ষে দেখা অভিজ্ঞতা থেকে নিশ্চিত এ বিষয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকেই আছে ইনজেকশন দেখতেই ভয় পায়। ঐ মেয়েটার মধ্যে এমন একটা ভয় সম্ভবত কাজ করছিল। এইজন্যই দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। যদিও আপনারা নিজের জায়গা থেকে একেবারে ঠিক ছিলেন। এটা ভালো দিক। সুন্দর ভাবে ব্যাপার টা লিখেছেন আপনি ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া বিষয়টা বোঝার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর করে আপনি বিষয়টি বুঝিয়ে বলেছেন ভাইয়া।আসলে ছোটবেলায় টিকা নিতে আমরাও ভয় পেতাম ,এমনকি রক্ত দেখলে আমার মাথাঘোরা শুরু হয়েও যেত।এটা সম্পূর্ণ নিজের মানসিকতার উপর নির্ভর করে আসলে দুর্বলতা কাজ করলে শরীরে প্রভাব পড়ে।কিন্তু অধিকাংশ মানুষ বিষয়টি অন্য মাত্রায় নিয়ে যায়।সুন্দর লিখেছেন, ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit