সুমাইয়ার জন্মদিন

in hive-129948 •  2 months ago 
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব বান্ধবীর জন্মদিনে কাটানো কিছু সময়

IMG_20240903_155729.jpg

বন্ধু বান্ধব আমার নেহাৎ কম নয়।কিন্তু বান্ধবীর সংখ্যা নেহাৎ খুবই কম। মাত্র চারজন বান্ধবী আমার। তাও সবাই থাকে বাইরে।তার মধ্যে অর্ধেক এর আবার বিয়ে হয়ে গেছে।এখন এলাকায় থাকার মাঝে আছে একজন। সেও আবার আমার মত গৃহশিক্ষক। ফলে দুইজন এর টাইম মিলিয়ে দেখা করা হয়ে ওঠে না।

তাই একই শহরে ১৫মিনিটের হাটা পথের দূরত্বে থাকলেও দুজনের দেখা হয়না অনেক দিন। তবে দেখা করার প্ল্যান কিন্তু নিয়মিত হয়। আবার সেই প্ল্যান ক্যান্সেল ও হয় নিয়মিত।মাঝে মাঝে তো মনে হয় ক্যান্সেল করার জন্যই প্ল্যান গুলো করি আমরা।

IMG_20240903_154612.jpg

গতকাল রাতে সুমাইয়া মেসেজ দিল,"বন্ধু চল দেখা করি"।আমি বললা "হ্যা চল,কই দেখা করা যায়?" সুমাইয়া বলল,"তুই বল"।আমি বললাম প্ল্যান যখন ক্যান্সেল হবেই তখন ভাল জায়গা তেই বসা হোক।তাইলে চল কোন রেস্টুরেন্টে বসি।তখন ও বলল না না, ক্যান্সেল করা যাবে না।

আমি বললাম,কেন? তখন ও রাগ হয়েই বলল কাল আমার বার্থডে। আমি মনে মনে প্রমাদ গুণলাম। বন্ধু হয়ে বন্ধুর জন্মদিন ভুলে যাওয়া মহাপাপ। আর আমি এই পাপের নিয়মিত পাপী। আমি হাজার চেষ্টা করেও মনে রাখতে পারি না। যাই হোক সাথে সাথেই উইশ করলাম। যদিও তারপরেও গালি শুনতেই হল। শেষে বলল,"তোর জরিমানা ধরলাম।"ও আমার কালেকশন এর একটি বই পছন্দ কর‍ত।

IMG_20240903_154906.jpg

সেই বইটাই জরিমানা। এত অল্পের উপর দিয়ে মিটে যাবে ভাবিই নি। যাই হোক এবার মেইন বিষয় সময়। দুইজনের ই বিকেলে টিউশন, তাই বিকেলে দেখা করা সম্ভব না। আমি বুদ্ধি দিলাম তাইলে দুপুরে দেখা করি। একসাথে লাঞ্চ করা যাবে।দুইজন ই সহমত হলাম।

তবে আজকে দুপুরে দেখা গেল সুমাইয়ার খোজ নাই।ফোন দিলাম,ও ঘুম থেকেই ওঠে নি।ওকে তাড়া দিতে দিতে নিজেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম।এরপর ও রেডি হয়ে বের হয়ে আমাকে কল দিল। আমি অবশ্য দেরি করি নি। তবে তাও যখন দুজনের দেখা হল তখন ঘড়িতে সময় তিনটা। দুজনের পেটেই ছুচো ডন মারছিল।

IMG_20240903_155444.jpg

জলদি জলদি রেস্টুরেন্ট এ গেলাম। এর মাঝে ওর হাতে ওর পছন্দের বই তুলে দিলাম। ভিষন খুশি হল বই পেয়ে।বই নিয়ে পোজ দিয়েই প্রায় ১৫-২০টি ছবি তুলে ফেলল। এর মাঝেই আমাদের স্টার্টার চলে আসল।নাচোস অর্ডার দিয়েছিলাম।ভেবেছিলাম আড্ডা তো দেবই,খাবার আসলে খেয়েই বিদায় হতে হবে।তাই আগে নাচোস খেয়ে তারপর আবার অর্ডার দেব। কিন্তু একটু আগেই যেখানে প্রচন্ড ক্ষুধা ছিল,কয়েকটা নাচোস খাওয়ার পরেই তা যেন মিটে গেল।

IMG_20240903_155658.jpg

এরপর শুরু হল বান্ধবীর ছবি তোলার পালা। একে তো আমি একটু লাজুক মানুষ,পাবলিক প্লেসে ছবি তুলতে লজ্জাপাই,তার মাঝে আবার রেস্টুরেন্ট ভরা মেয়ে।আমার অবস্থা পুরাই খারাপ।কিন্তু বান্ধবী নাছোড় বান্দা,ছবি তুলে দিতেই হবে।অবশেষে শ'খানে ছবি তোলার পর টিউশন এর কথা বলে মাফ চেয়ে বিদায় নিলাম। অবশ্য তার আগে ট্রিট এর জন্য ধন্যবাদ দিতে ভুলি নি।

PUSS_Banner1.png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আমার অবস্থা পুরাই খারাপ। কিন্তু বান্ধবী নাছোড় বান্দা,ছবি তুলে দিতেই হবে।

চারজন বান্ধবী আপনার তাও বলছেন যে বান্ধবীর সংখ্যা কম! আমার তো একজনও নেই। হা হা হা... যাইহোক, মাঝেমধ্যে প্ল্যান ক্যান্সেল করার জন্য প্ল্যান করা উচিত। তবে আপনার বান্ধবী খুব ভালো এটা স্বীকার করতে হবে। কারণ সে অল্পতেই মেনে নিয়েছে। আমার বান্ধবী হলে তো পকেট খালি করে দিত। যাইহোক, দেরিতে হলেও দুজনে সুন্দর সময় কাটিয়েছেন একসাথে, এটা জেনে ভালো লাগছে ভাই।