হ্যালো আমার বাংলা ব্লগ বাসী।আশা করি ভাল আছেন।আজ আপনাদের সাথে শেয়ার করব একটি তিক্ত অভিজ্ঞতা।
সপ্তাহে তিনদিন জেলা সদরে আমার টিউশন থাকে।মানে আমিই পড়তে যাই আর কি।আজকেও গিয়েছিলাম।যথারিতী টিউশন শেষে বের হয়ে চা খাচ্ছিলাম।তখন সাগর ভাই ফোন দিল।উনার জন্য ঝারবাতি আনতে হবে।
এমনি তে আজকে টিউশনে বকা খেয়েছি ম্যাম এর। তারউপর মাথা ব্যথা আবার বাসাতেও জলদি ফেরা দরকার।বাসায় একটি কাজ আটকে আছে যা আমাকে ছাড়া হবে না।তাই ভাইকে বললাম ভাই আগামী পরশু আবার আসব তখন আপনার জন্য নিয়ে যাব নি।
কিন্তু ভাই নাছোড় বান্দা ভাইয়ের আজকেই লাগবে।অন্যদিন হলে না করতাম না। ৫মিনিটের কাজ।কিন্তু ভাই আবার প্রচন্ড রকমের খুতখুতে।আপনি যত ভাল জিনিসই নিয়ে যান তার ভুল বের করেই ছারবে।তারউপর দাম নিয়েও ঝামেলা করবেন উনি।আর আজ যেহেতু শরীর মন সব দিক দিয়েই খারাপ তাই আজ করতে চাচ্ছিলাম না।
কিন্তু ভাই নাছোড়বান্দা আজকেই নিয়ে যেতে হবে।তাই অগত্যা রাজি হলাম।এরপর গেলাম দোকানে।জানি আমাদের কেনা ভাইয়ের পছন্দ হবে না।তাই ভাইকে ভিডিও কল দিলাম।দিয়ে ভাইকে এক এক করে সব দেখাতে থাকলাম।কিন্তু ভাইয়ের কোন টাই পছন্দ হয়না।এভাবে কয়েক দোকান ঘোরার পর এক দোকানে গিয়ে ভাই দুই ধরনের ঝারবাতি পছন্দ করলেন।একটি পাতার মত দেখতে আর একটি বলের মত। মূলত বিপত্তি এখানেই শুরু।
যেহেতু পছন্দ হয়েছে তাই দাম দর শুরু করলাম।উনি দাম চাইল ৫৬০ টাকা।অনেক দামাদামির পর উনি একটাকাও কমাতে রাজি হচ্ছিলেন না।আমরা সর্বশেষ ৫০০ টাকা বলেছিলাম তবে উনি ১টাকাও কমাবেন না।তাই আমরা পাশের দোকানে গেলাম।সেখানে ওই দুইটি জিনিস চাইতেই উনারা বের করে দিল।তখন উনি পাতার মত টির দাম চাইলেন ২২০ আর বলের দাম চাইলেন ২৮০ এই মোটে ৫০০টাকা হল।উনি ক্যালকুলেটর এ হিসাব করেও দেখলেন।
আমি দিতে রাজি হলাম। ঠিক তখনই পাশের দোকান থেকে আগের ঐ লোক বলে উঠল "আমি দাম বলেছি।ঠিক তখন আমরা দ্বিতীয় যে দোকানে এসেছি তারা সুর বদলে ফেলল।তখন তারা বলতে শুরু করে তারা নাকি ৫৬০ চেয়েছে। আমি তখন বললাম আপনি তো ৫০০ চাইলেন ২টা মিলে আপনার ক্যালকুলেটরে এইত হিসাব করা।
উনি তখন বললেন উনি নাকি এগুলোর দাম বলেন নাই।উনি নাকি অন্য ২টির দাম বলেছেন।আমি তখন বললাম আপনার থেকে আমি এই দুইটি জিনিসের দাম জানতে চেয়েছি আর আপনি আমাকে অন্য দুইটির দাম বলেছেন।এটার মানে কি? আমি কিন্তু উনাদের সাথে কোন খারাপ ব্যবহার করিনি।
কিন্তু যখন আমি উনাদের মিথ্যা ধরিয়ে দিলাম উনি আমার উপর রেগে উঠলেন।আমাকে বাজে কথা বলা শুরু করলেন।তখন আমি বললাম যে "ভাই ব্যবসা করার এটা কোন ধরন?আপনি একমূহুর্তের মাঝে কথা কেন পাল্টালেন? আপনি ৫০০ তে দিতে পারবেন না তাইলে ৫০০ বললেন কেন? আর উনি যখন আপনাকে ইশারা করলেন তখন আপনি আবার দাম বাড়িয়ে বলছেন কেন?
তখন উনারা সব দোকানদার একজোট হয়ে আমাদের সাথে ঝগড়া শুরু করে।তারা কোন কথা মানতেই নারাজ।এরপর আমি আর কথা বাড়াই নি।কারন যাদের নৈতিকতা এত কম তাদের সাথে তর্ক করে কোন লাভ নেই। শুধু শুধু নিজের মাথা ব্যথা টা আরেক দফা বাড়ালাম।
আমি সহজ মানুষ।সৎভাবে চলার চেষ্টা করি।ব্যবসা তে অনেক মিথ্যা থাকে এটা জানি। ব্যবসাতে ১০ টাকার মাল ১০০ টাকাতেও বিক্রি হয় এটাও জানি।কিন্তু উনি এভাবে নিজের কথা চেঞ্জ করবেন এটা কোনভাবেই মেনে নিতে পারছিলাম না।মানুষের নৈতিকতা দিন দিন কোন পর্যায়ে নেমে যাচ্ছে।
মাত্র কয়েকটা টাকার জন্য মানুষ কিভাবে নিজের বিবেক কে বিসর্জন দিতে পারে তা আমার মাথায় আসে না।উনি যদি প্রথমেই বলত ৫৬০টাকা তাইলে আমার দিতে আপত্তি ছিল না।কিন্তু প্রথমে ৫০০ তারপরে আবার ৫৬০। মাত্র সেকেন্ড এর ব্যবধানে কথা উল্টালেন।একদম মুখের উপর মিথ্যা।এটাই সব থেকে খারাপ লেগেছে আমার।যাই হোক মনে মনে তাদের সুবুদ্ধি কামনা করে চলে আসলাম।
ফটোগ্রাফার | বৃত্ত |
---|---|
ডিভাইস | Poco x2 |
লোকেশন | সাতমাথা,বগুড়া |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভুল টা ধরিয়ে দেওয়াতে উনি যে রেগে গেলেন এটা হাস্যকর একটা বিষয়। বাগে পেয়ে অনেক সময় কাস্টমার দের সাথে এমন ব্যবহার করে থাকে অনেক ব্যবসায়ী। এতে আদতে তাদের উপকার হয়না, ঠিক কোনো জায়গায় যথোপযুক্ত শাস্তি এরা পেয়ে যায়। হতাশ হবেন না ভাই। নিজের সততা বজায় রাখুন। সত্যের ওপর আর কিছু নাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই।আমি সততা বজার রাখার চেষ্টা করি। ধন্যবাদ সুন্দর মন্তব্য আর সুন্দর উপদেশ এর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সেই বাজে অভিজ্ঞতাটি পড়ে হাসব কিনা কান্না করব সেটা নিয়ে ভাবতেছি। কারণ এই পৃথিবীতে ভালো মানুষের কোন মান নেই। যেমন আপনি ভুল ধরিয়ে দিয়ে তার কাছে অনেক অপরাধী হয়ে গেছেন। এজন্য কথায় আছে ভালো মানুষের ভিক নেই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ যখন একজন অন্যজনের সমস্যা না বুঝে তাহলে খারাপই লাগে। আপনি ঝারবাতি কিনতে গিয়ে মজার এবং তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছেন। দোকানদার প্রথমেই তার বিক্রিত দাম চাওয়া উচিত ছিল।এই দোকানগুলোতে বিশাল সিন্ডিকেট থাকে ভাই। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুঁতখুঁতে লোকের জিনিস কেনা মানে বোকামি ছাড়া আর কিছুই না, আমার খুব কাছের একজন আছে তোমার সাগর ভাই এর মতো খুঁতখুঁতে তার কিছু কেনা মানে দুটো কথা শোনার ব্যবস্থা করা কোন না কোন দোষ খুঁজে বের করবেই। ব্যবসায় মিথ্যা কথা থাকবেই কিন্তু এটা একধরনের বাটপারি। কথায় আছে না চোরের মায়ের গলা বড়, বেশি তর্ক না করে সেখান থেকে চলে এসে খুব বুদ্ধিমানের কাজ করেছো।তিক্ত অভিজ্ঞতার পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ কাকিমা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু কিছু দোকানদার আছে তারা সত্যিই খুব বেয়াদব হয়। বিশেষ করে খোলা বাজারের এই ইলেকট্রিক্যাল জিনিসপত্র যারা বিক্রি করে, তারা তো চোখে মুখে কথা বলে। তবে আপনি তাদের সাথে তর্কে না গিয়ে বেশ ভালো কাজই করেছেন। আমাদের এখানে তো এই জিনিস ১০০ টাকা থেকে ১২০ টাকার ভিতর পাওয়া যায়.. আপনাদের ওখানে এত দাম কেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা জানিনা কেন এত দাম। তবে আসলেই এরা অমানুষ।এভাবে ব্যবসা হয়না।ধন্যবাদ দাদা শান্তনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার মতো আমার একদিন এমন অবস্থা হয়েছিল তবে আমার হয়েছিল ফুসকা খাওয়ার ক্ষেত্রে। লোকটি সেকেন্ডের ভিতর মিথ্যাকথা বলে ফেললো। সত্যি ভাইয়া এক টাকার জন্য মানুষ অনেক নিচে নামতে পারে। যাই হোক আপনার বাজে অভিজ্ঞতার কথাগুলো পড়ে ভালো লাগলো।ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু নিজের অভিজ্ঞতা জানানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit