বইয়ের নামঃ নেক্সাস
লেখকঃমোহাম্মদ নাজিম উদ্দীন
জনরাঃক্রাইম থ্রিলার
ব্যক্তিগত রেটিংঃ৮.৫
নমস্কার/আদাব আমার বাংলা ব্লগ বাসি। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে গরম একটু কম আমাদের এলাকায়,কিন্তু লোডশেডিং বেশি।তাই দুপুরে ভাত ঘুমের পরিবর্তে বই পড়া শুরু করলাম।
এর আগে আপনাদের বেগবাস্টার্ড সিরিজের দুইটি বইয়ের রিভিউ দিয়েছে। আজ শুরু করলাম তৃতীয় বই।আগের দুইটি বইয়ের নাম নেমেসিসও কনট্রাক্ট।তৃতীয় বইটির নাম হলো নেক্সাস।আগের দুইটি বই পড়ে না থাকলে এই রিভিউ টি পড়বেন না।অনেক স্পয়লার রয়েছে আগের বইয়ের।নেক্সাস এর আভিধানিক অর্থ যোগসূত্র। তাইলে কি এই বইটি সাথে আগের কোন ঘটনার যোগসূত্র রয়েছে?
সংক্ষিপ্ত বর্ণনাঃ
প্রথমে দেখা যায় যে একটি বিখ্যাত স্কুলে একজন ক্ষুদ্র কেরানির লাশ পড়ে থাকতে দেখা যায় টয়লেটে।এই স্কুলে নামিদামী অনেক ভিআইপি দের বাচ্চা পড়াশুনা করে,তাই স্কুলের সিকিউরিটি বেশ কড়া।তাই কেউ সেই সিকিউরিটি ফাকি দিয়ে, এসে খুন করে যাবে তাও সম্ভব না।তাইলে কি ভেতরের কেউ খুন করল?
এই খুনের তদন্ত করতে ঘটনাস্থলে হাজির হন হোমিসাইডের বিখ্যাত গোয়েন্দা জেফরি বেগ।কিন্তু জেফরি প্রথমেই যে সমস্যায় পরে সেটি হল মোটিভ,ক্ষুদ্র একজন কেরানিকে হত্যা করার পেছনে কার কি স্বার্থ থাকতে পারে।এরপর তদন্তে দেখা যায় মৃত ব্যক্তি ছিল অত্যন্ত সাধাসিধা, তার সাথে কারো কোন শত্রুতা ছিল না।তাইলে কেন খুন হতে হল তাকে?স্কুলের হেডমাস্টার এর সাথে কথা বলে বোঝা গেল তিনি ধামাচাপা দিতে চান এই ঘটনা কে।যুক্তি হিসেবে তিনি বলেন স্কুলের সুনাম নষ্ট হবে,কিন্তু আসলেই কি স্কুলের সুনাম বাচানোর জন্য এই ধামাচাপা দেওয়ার চেষ্টা?
জেফরি তদন্ত চালিয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে মৃত ব্যক্তির একটি ডাইরি তার হাতে চলে আসে।এখানে সে লিখে গেছে মৃত্যুর তিনমাস আগে তার সাথে একজন মন্ত্রীর ছেলে যে ঐ স্কুলেরই ছাত্র তার সাথে অনেক বড় একটি ঝামেলায় জড়িয়ে পড়ে।তবে কি মন্ত্রীর ছেলে জড়িত এই হত্যাকান্ডের সাথে? আর সে ঝামেলাই বা কি জন্য।তবে কি মন্ত্রীও জড়িত।কিন্তু একজন মন্ত্রী কেন খুন করাবে সামান্য এক কেরানীকে?
জেফরি এবার মন্ত্রীর ছেলের খোঁজ শুরু করে এবং জানতে পারে,খুনের দিন থেকেই সে নিখোজ।এবং খুনের দিন বাস্কেটবলের কোচ পরিচয় দিয়ে দুই ব্যক্তি ঐ স্কুলে প্রবেশ করে এবং কিডন্যাপ করে মন্ত্রীর ছেলে কে।তবে এক্ষেত্রে একটি প্রশ্ন থেকে যায় খুন করল কে?কারা এই দুই ব্যক্তি?
মন্ত্রীর নিখোজ ছেলে কে খুজতে গিয়ে জেফরি জানতে পারে মন্ত্রীকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এবং এর পেছনে রয়েছে ব্ল্যাকরঞ্জুর দল।তাদের দাবি দুইটি ১.ব্ল্যাক রঞ্জু কে মুক্তি দিতে হবে কারাগার থেকে ২.বাস্টার্ড কে তুলে দিতে হবে রঞ্জুর হাতে।
মন্ত্রী তার ব্যক্তিগত সহকারীর প্ররোচনা এবং ছেলেকে হারানোর ভয়ে তাদের দুটি দাবিই কি মেনে নেবেন।এবং রঞ্জু কে মুক্ত করবেন কারাগার থেকে?
যদি মন্ত্রী দাবি মেনে নেয় তবে এখন জেফেরি বেগের উপর ২টি দায়িত্ব এসে পড়বে।১.মন্ত্রীর ছেলে কে উদ্ধার ২.বাস্টার্ড কে বাচানো।
সে কি বাস্টার্ড কে সতর্ক করে দিতে পারবে?বাস্টার্ড কি বিশ্বাস করবে তার কথা? সে কি পারবে নিজেকে বাচাতে? মন্ত্রীর ছেলেই বা কোথায় আছে? মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কেন মন্ত্রী কে প্ররোচিত করছিল রঞ্জুকে মুক্তি দিতে? কেন খুন করা হল কেরানি কে?খুনটাই বা করল কে? এক অপরাধীর কাছে কি নিদারুন ভাবে হারতে হবে জেফরি কে?
কি আপনার মনেও কি এগুলো প্রশ্নের উদয় হয়েছে?উত্তর গুলো জানতে পড়ে ফেলুন দুর্দান্ত সাসপেন্স ও থ্রিলার বইটি।
ব্যক্তিগত মতামতঃ
বইটিতে রয়েছে টুইস্ট এর পর টুইস্ট। পাঠক একটুও বোর হবেন না। তবে বইটিকে হাতে সময় নিয়ে পড়তে শুরু করতে হবে।কারন একবার পড়া শুরু করলে, অন্যকাজে মন বসবে না।সারাক্ষণ মাথার ভেতর প্রশ্ন ঘুরঘুর করবে।তাই হাতে সময় নিয়ে পড়া শুরু করে দিন।
আপনাকে দেখে আমার ঈর্ষা হচ্ছে। কি চমৎকার সব বই পড়ে চলেছেন একটার পর একটা। খুবই আফসোসের বিষয় আমার বই পড়ার অভ্যাসটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। একটা সময় প্রচুর গল্পের বই পড়েছি। কিন্তু এখন কেন জানি পড়তে পারি না। জমজমাট একটি থ্রিলার এটি। আপনার রিভিউ পড়ে বইটি পড়তে ইচ্ছা করছে। তবে আপনার কাছে আমার প্রশ্ন এই বইটি কি কোন ইংরেজি বইয়ের অনুবাদ বা কোন ইংরেজি গল্পের ছায়া অবলম্বনে লেখা?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না দাদা এটি লেখকের মৌলিক লেখা।কোন ইংরেজি বইয়ের অনুবাদ নয়।ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কমেন্ট করে আমার উৎসাহ ১০০ গুণ বাড়িয়ে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit