দ্যা ক্যারাটে কিড||মুভি রিভিউ

in hive-129948 •  2 years ago 
হ্যালো আমার বাংলা ব্লগবাসি।আশা করি সবাই ভাল আছেন। আজ থেকে পরীক্ষা শেষ।মানে যেকোন ছাত্রের জন্য ঈদের দিন।আরে ঈদের দিনে কি মুভি ছাড়া চলে? তাই দেখে ফেললাম একটি মুভি।

IMG_20220911_182340.jpg

মুভিটির নাম দ্যা ক্যারাটে কিড।মুভি টি কিন্তু বেশ পুরাতন।১৯৮৪ সালের।এর অবশ্য একটি একই নামে রিমেক ও আছে।যেটার নায়ক জ্যাকি চ্যান।কাহিনী ৯৫% সেম।

এই রিভিউ টি দেওয়ার উদ্দেশ্য হল এই মুভির উপর ভিত্তি করে সম্পূর্ণ ৫সিজনের একটি ওয়েব সিরিজ আছে।খুব শীঘ্রই সে ওয়েব সিরিজের রিভিউ নিয়ে হাজির হব।এই মুভিটি না দেখলে ওয়েবসিরিজ টি বুঝ্তে অসুবিধা হবে।আর ওয়েব সিরিজ বুঝতে আপনাকে পুরোনো মুভিটাই দেখতে হবে।

মুভির নামদ্যা ক্যারাটে কিড
ভাষাইংরেজী
অভিনয়ের‍্যালফ ম্যাচিও,এলিজাবেথ শু,মার্টিন কোব,র‍্যান্ডি হিলার
জনরাস্পোর্টস ড্রামা
ব্যক্তিগত রেটিং৯/১০

কাহিনী সংক্ষেপঃ

এই কাহিনীর শুরু হয় ড্যানিয়েল লারুসো ও তার সিংগেল মাদার কে নিয়ে।ড্যানিয়েলের মা ক্যালিফোর্নিয়া তে একটি জব অফার পায়।তাই তারা তাদের আগের বাড়ি ছেড়ে ক্যালিফোর্নিয়া তে পাড়ি জমায়।

এরপর তারা যখন তাদের নতুন অ্যাপার্টমেন্টে এ ঢুকতে যাবে তখন জনি দরজায় লাথি দেয় এবং সেই দরজার ধাক্কায় একটি ছেলে মাটিতে পড়ে যায়।ড্যানিয়েল তাকে সরি বলে এবং তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়।তখন সেই ছেলেটি মালপত্র গাড়ি থেকে আনতে তাকে সাহায্য করে।এবং তাকে জানায়,"আগামীকাল রাতে একটি বিচ পার্টি আছে।সে চাইলে আসতে পারে।ড্যানিয়েল তার এই আমন্ত্রণ গ্রহণ করে।এবং তার থেকে বিদায় নিয়ে নিজের অ্যাপার্টমেন্টে চলে যায়।সেখানে গিয়ে দেখে তাদের জলের কল নষ্ট।তখন সে প্লাম্বার খুজতে যায়।এবং সেখানেই তার সাথে পরিচয় হয় মি.মিয়াগির।ইনি এই গল্পের অন্যতম প্রধান একটি চরিত্র।

IMG_20220911_182712.jpg

এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ড্যানিয়েল সেই বিচ পার্টি তে গিয়েছে।সেখানে তার একটি মেয়েকে ভাল পছন্দ হয়।মেয়েটিও তার সাথে পরিচিত হতে চায়।এবং এক পর্যায়ে সেখানে হাজির হয় জনি।জনি সেই মেয়েটির সাবেক বয়ফ্রেন্ড। সে সেখানে এসে মেয়েটির সাথে ঝগড়া শুরু করে এবং মেয়েটির রেডিও কেড়ে নেয়।কিন্তু তখন ড্যানিয়েল তাকে বাধা দেয়।এরফলে ড্যানিয়েল ও জনির মারামারি লাগে।ড্যানিয়েল জানত না জনি ক্যারাটে জানে।ফলে ড্যানিয়েল একতরফা ভাবে মার খেতে থাকে।এবং এখান থেকেই জনি আর ড্যানির শত্রুতা শুরু হয়।তবে এতে ড্যানিয়েল এর একটি সুবিধা হয় মেয়েটি তাকে পছন্দ করতে শুরু করে।

IMG_20220911_182828.jpg

তবে জনি এখন ড্যানি কে যেখানেই দেখে সেখানেই তাকে মারতে থাকে।ড্যানির জীবন অতিষ্ট হয়ে ওঠে।সে একদিন বাইরে থেকে আসার সময় জনিরা তাকে ধরে ফেলে এবং তাকে সাইকেল সহ ফেলে দেয়।ফলে ড্যানির সহ্যক্ষমতার শেষ পর্যায়ে চলে যায়। সে তার সাইকেল ভেঙ্গে ফেলে এবং মাকে বলতে থাকে চল আমরা এখানে থেকে চলে যাই। আর তাকে সব বলতে থাকে।তখন মি.মিয়াগি সব শুনে ফেলে।

পরদিন ড্যানিয়েল দেখে তার সাইকেল কে যেন ঠিক করে রেখেছে।ড্যানিয়েল বুঝতে পারে এটা মিয়াগি করেছে।তখন সে তাকে ধন্যবাদ দিতে যায়।এবং গিয়ে দেখে মিয়াগি বনসাই নিয়ে কাজ করছে।ড্যানিয়েল কৌতুহলী হয় এবং মিয়াগির কাছে এই সম্পর্কে জানতে চায়।মিয়াগি তাকে বনসাই এবং নিজের সম্পর্কে বলতে থাকে।এভাবেই মি.মিয়াগি আর ড্যানিয়েল এর মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে।

এরপর একদিন ড্যানিয়েল একটি হ্যালুইন পার্টি তে যায়। জনিও সেখানে যায়।ড্যানিয়েল জনির গায়ে জল ঢেলে দিয়ে পালিয়ে যায়।আর জনিও তার বন্ধুদের নিয়ে ড্যানিয়েল এর পিছে ধাওয়া করে।এবং এক পর্যায়ে তাকে ধরে ফেলে এবং প্রচন্ড মারতে থাকে।এই সময় সেখানে মিয়াগি চলে আসেন এবং ড্যানিয়েল কে বাচান।ড্যানিয়েল কে বাচাতে গিয়ে জনির সাথে তার মারামারি হয়।

IMG_20220911_183021.jpg

তিনি ড্যানিয়েল কে নিজের বাড়ি নিয়ে যান।সেখানে তার চিকিৎসা করতে থাকেন।ড্যানিয়েল এর জ্ঞান ফিরে আসলে ড্যানিয়েল তাকে ক্যারাটে শিখাতে বলে।কিন্তু মি.মিয়াগি তাকে বলে উনি ক্যারাটে শেখান না।আর মারামারি সমস্যার সমাধান নয়।জনির ক্যারাটে শিক্ষক তাকে ভুল শিক্ষা দিচ্ছে।তাই ড্যানিয়েল এর উচিৎ জনির ক্যারাটে শিক্ষক এর সাথে কথা বলা।কিন্তু ড্যানিয়েল সেখানে একা যেতে ভয় পায় এবং মি.মিয়াগি কেও তার সাথে যাওয়ার অনুরোধ জানায়।মি.মিয়াগি প্রথমে যেতে না চাইলেও পরে রাজি হন।

IMG_20220911_182731.jpg

পরের দিন তারা জনির ক্যারাটে স্কুলে যায়।এবং জনির শিক্ষকের সাথে দেখা করে।কিন্তু দেখা যায় জনির শিক্ষক আসলেই অনেক খারাপ।তিনি মি.মিয়াগির সাথে প্রতিযোগীতা করতে চান।কিন্তু মি.মিয়াগি তাকে বলে সামনের ক্যারাটে টুর্নামেন্ট এ ড্যানিয়েল ও জনি অংশগ্রহণ করবে সেখানেই সব মিমাংসা হবে।আর এর মাঝে উনি ড্যানিয়েল কে ট্রেনিং দেবেন। আর শর্ত রাখেন টুর্নামেন্ট এর আগে জনিরা ড্যানিয়েল এর সাথে কোন ঝামেলায় জড়াতে পারবে না।

IMG_20220911_182032.jpg

এরপর মি.মিয়াগি ড্যানিয়েল এর ট্রেনিং শুরু করেন।তার ট্রেনিং এর পদ্ধতি অনেক আলাদা।এদিকে ট্রেনিং এর পাশাপাশি তার সেই মেয়েটির সাথে ঘনিষ্ঠতা বাড়তে থাকে।এভাবে আস্তে আস্তে প্রতিযোগীতার দিন চলে আসে।

IMG_20220911_182447.jpg

প্রতিযোগীতার দিন ড্যানিয়েল প্রথমে ভয় পেলেও আস্তে আস্তে তার বিপক্ষ কে হারাতে শুরু করে।জনিও আস্তে আস্তে ফাইনাল এর দিক যেতে থাকে।এবং এক পর্যায়ে জনি তার ক্যারাটে স্কুলের এক সহপাঠি,ড্যানিয়েল আর অন্য একটি ছেলে সেমিফাইনালে ওঠে।তখন জনির সাথে সেই অন্য ছেলের আর জনির সহপাঠীর সাথে।তখন জনির শিক্ষক জনির সহপাঠী কে ড্যানিয়েল এর পা ভেঙ্গে দিতে বলে এবং সেই ছেলেটি ড্যানিয়েল এর পা ভেঙ্গে দেয় এবং ডিস্কোয়ালিফাইড হয়ে যায়।এখন ফাইনালে জনি আর ড্যানিয়েল। যদি ড্যানিয়েল খেলতে না পারে তবে জনি প্রথম হয়ে যাবে।

IMG_20220911_182303.jpg

ড্যানিয়েল পায়ে আঘাত পাওয়ায় টুর্নামেন্ট কমিটি তাকে ১৫মিনিট এর সময় দেয়।এর মাঝে সে মাঠে না নামলে জনি জয়ী হবে। ড্যানিয়েল কি পারবে ফিরে আসতে? ভাঙ্গা পা নিয়ে লড়াই করতে? কে হবে বিজয়ী?
জানতে হলে দেখে ফেলুন সুন্দর মুভিটি।

ব্যক্তিগত মতামতঃ

মুভিটি ছোটদের মনে হলেও মুভিটি কিন্তু সব বয়সী দর্শক দের দেখা উচিত।২-১টা কিসিং সিন ছাড়া ১৮+ কিছু নেই।মুভিটি আপনাকে মোটিভেট করবে। জীবনে বারবার ধাক্কা খেয়েও কিভাবে উঠে দাড়াতে হয় তা শিখতে পারবেন।কিভাবে ভয়ের মোকাবিলা করতে হয় তা সুন্দর ভাবে দেখানো হয়েছে এই মুভিতে।

ট্রেইলার লিংকঃ

সোর্সঃইউটিউব

হ্যাপি ওয়াচিং

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

জীবনে সফল হতে হলে অনেক বাধার সম্মুখিন হতে হবে তাই বলে থেমে থাকা যাবে নাহ চেষ্টা অব্যাহত রাখতে হবে তাহলেই কাংক্ষিত সফলতা আসবে

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

আমিও দেখেছি ।আসলেই অনেক সুন্দর এবং মোটিভেশনাল মুভি।

হ্যা আসলেই।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আসলে ভয় কে জয় করাটাই হচ্ছে মানুষের মূল লক্ষ্য। কিন্তু মানুষ অনেক সময় পরিস্থিতির কারণে ভেঙে পড়ে আর তখন অনুপ্রেরণামূলক কিছু চোখের সামনে পড়লেই তখন মানুষ আবার ঘুরে দাঁড়ানোর প্রেরণা পায়। তেমনি একটি মুভি আজকে আপনি শেয়ার করেছেন অনেক ভালো লাগলো কাহিনীটি পড়ে ।আসলে মাঝে মাঝে এরকম মুভি দেখা দরকার।

সময় পাইলে দেখে ফেলুন আপু মুভিটি।অনেক ধন্যবাদ সুন্দর অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য।

ভাইয়া আমি এই মুভি গুলো খুব কম দেখি। কারণ আমি বুঝিনা মুভিগুলো। কিন্তু আপনার রিভিউটি পুরোপুরি পুড়ে অনেকটাই বুঝতে পেরেছি। তাই আমি মুভিটি দেখে নেব

আপু বুঝতে পারবেন। অনেক সিম্পল প্লট।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

পুরো পোস্টটা পড়লাম। আপনি অনেক সুন্দর করে লিখেছেন রিভিউ। তবে সত্যি কথা বলতে আমি তেমন কিছু বুঝিনি। এজন্য কি কমেন্ট করবো বুঝতে পারছিনা। তবে মনে হল এটা একটা মোটিভেশনাল মুভি।

দাদা মুভিটি দেখুন। প্লট পড়ে কি মুভি বোঝা যায়। আর রিভিউ পড়ে আপনি বুঝতে না পারলে অবশ্যই আমার লেখায় ভুল আছে।এরপরের বার ঠিক করার চেষ্টা করব।ধন্যবাদ গঠণমূলক মন্তব্যের জন্য।

আরে কি বলেন ভাই... হা হা হা.. আপনার লেখা বেশ ভালো। আমি পেঁচানো মুভি গুলো একটু কম বুঝি। আপনার বোঝানোর কোন কমতি নেই। আপনার উপস্থাপনা সত্যিই খুব সুন্দর।

দ্যা ক্যারাটে কিডের বোধহয় একটা নতুন ভার্সনও আছে। সেটা দেখেছিলাম। এটা দেখা হয় নি। তবে ভাই তোমার লেখা বিবরণ পড়ে মনে হচ্ছে একবার দেখব। রেটিং টাও বেশ ভালোই দিয়েছো তুমি।

দিদি ওটা দেখলে এটা দেখতে হবে না।কাহিনী ৯৫% সেম। খালি অভিনেতা আলাদা। সামনে এটার উপরে বানানো একটা সিরিজের রিভিউ আনব৷ তাই এটা নিয়ে লিখলাম।

আচ্ছা। ঠিক আছে। 😊