হ্যালো আমার বাংলা ব্লগ বাসী।আশা করি সবাই ভাল আছেন।শুক্রবার মানেই ছুটির দিন।নিরবিচ্ছিন্ন অবসর।তাই সকাল সকাল মুভি দেখতে বসে গেলাম।
মুভির নাম | মিনিয়নস-দ্যা রাইজ অব গ্রু |
---|---|
জনরা | অ্যানিমেশন |
ট্রেইলার লিংক | মিনিয়নস |
প্রোডাকশন হাউস | ইলুমিনেশন |
ব্যক্তিগত রেটিং | ৯/১০ |
মিনিয়ন-দ্যা রাইজ অব গ্রু মুভিটি মূলত একটি অ্যানিমেশন মুভি।অনেকেই অ্যানিমেশন এবং কার্টুন কে একসাথে গুলিয়ে ফেলেন।কার্টুনের নির্দিষ্ট কাহিনী বা প্লট থাকেনা।কিন্তু অ্যানিমেশন এর নির্দিষ্ট কাহিনী বা প্লট থাকে।
এই মুভিটি মূলত ডিসপিকেবল মি ফ্র্যাঞ্জাইজির প্রিকুয়েল।
গল্প সংক্ষেপঃ
মিনিয়নঃদ্যা রাইজ অব গ্রু মুভিটি মূলত গ্রু নামের একটি বাচ্চার।যার ছোট থেকে স্বপ্ন সে একদিন দুনিয়ার সব থেকে বড় ভিলেন হবে।এজন্য সে বিভিন্ন ভিলেন সংস্থায় নিজের জীবন বৃত্তান্ত দিয়ে রেখেছে।
এরপর আসি মিনিয়নস দের কথায়।মিনিয়নস রা একধরনের এলিয়েন।এরা একজন মাস্টার বা মালিক এর অধীনে থাকতে পছন্দ করে।একজন মাস্টার মারা গেলে এরা আনার নতুন মাস্টার বা মালিকের খোজে বেরিয়ে পড়ে।তবে এদের মাস্টার বা মালিক হবার পূর্ব শর্ত হল তাকে ইভিল বা খারাপ মানুষ হতে হবে।এভাবে একজন মাস্টার মারা যাবার পর তারা যখন নতুন মাস্টার এর খোজে বের হয় তখন তারা গ্রু এর দেখা পায়।যেহেতু গ্রু ভিলেন হতে চায় তাই এরা গ্রু কেই নতুন মাস্টার হিসেবে বেছে নেয়।এবং গ্রু এর অধীনে কাজ করতে থাকে।
আগেই বলেছি গ্রু বিভিন্ন ভিলেন সংস্থায় তার জীবন বৃত্তান্ত দিয়ে রেখেছে, একদিন এরকম একটি ভিলেন সংস্থা ভিসিয়াস সিক্স এর থেকে ডাক পায়।এরা গ্রু এর রিয়েল লাইফ আইডল।তো গ্রু সেখানে ইন্টারভিউ দিতে যায়।কিন্তু গ্রু ছোট দেখে তারা তাকে উপহাস করে তাড়িয়ে দেয়।কিন্তু গ্রু।সেখান থেকে যাওয়ার সময় তাদের থেকে একটি মূল্যবান পাথর জোডিয়াক স্টোনচুরি করে।
এই পাথরের মাঝে অনেক গুলো পশুর ক্ষমতা জমা আছে। পাথর যার কাছে থাকবে তার ও তার দলবলের মধ্যে সেই পাওয়ার গুলো চলে আসে।তো গ্রু এই পাথর নিয়ে পালানোর সময় পাথর টি মিনিয়নের হাতে দিয়ে তার বাড়িতে নিয়ে যেতে বলে এবং সে ভিসিয়াস সিক্স কে অন্যপথে নিয়ে গিয়ে বোকা বানায়।এবং বাড়িতে ফিরে জানতে পারে যে মিনিয়ন পাথর টি রাস্তায় হারিয়ে ফেলেছে।এবং সে তাদের উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়।এদিকে পথে তাকে কিডন্যাপ করে ক্রেজি নাকল নামের একভিলেন।সেও জোডিয়াক স্টোন পেতে চায়।
ক্রেজি নাকল ছিল ভিসিয়াস সিক্স এর লিডার।কিন্তু জোডিয়াক স্টোন চুরি করার সময় তার দল তার সাথে বেইমানি করে এবং তাকে হত্যার চেষ্টা করে।তো গ্রুর কাছে জোডিয়াক স্টোন না পেয়ে ক্রেজি নাকল মিনিয়নস দের কাছে ফোন দেয় এবং ২দিনের মধ্যে জোডিয়াক স্টোন খুজে আনতে বলে।না আনলে সে গ্রু কে হত্যা করবে আবার এদিকে ভিসিয়াস সিক্স ও গ্র কে খুজছে হত্যা করার জন্য। এখন গ্রু কে বাচানো এবং জোডিয়াক স্টোন খোজার দায়িত্ব মিনিয়নস দের।তারা কি পারবে পাথরটি খুজে বের করতে এবং গ্রু কে বাচাতে?
জানতে হলে দেখে ফেলুন মুভিটি।
ব্যক্তিগত মতামতঃ
অনেকেই ভাবতে পারেন এটি তো বাচ্চাদের দেখার জিনিস।তাদের বলব ভাই আগে দেখেন তারপর জাজ করেন।মুভি টি প্রচুর ফানি।মিনিয়ন দের কর্মকান্ড দেখে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে।যদি মন খারাপ থাকে তবে তো মাস্ট ওয়াচ।মন ভাল করার অব্যার্থ দাওয়াই।
এরকম অ্যানিমেশন ছবি অসম্ভব সুন্দর হয় মিনিয়ন দ্যা রাইজ মুভিটি অনেক সুন্দর ,আপনার এই রিভিউ দেখে ছবিটি দেখার ইচ্ছা প্রসন হল ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখে ফেলুন ভাইয়া অনেক মজার মুভি।ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যস্ততার কারণে খুব একটা মুভি দেখা হয় না। আগে মুভিগুলো অনেক দেখতাম আমার কাছে বেশ ভালো লাগে। আপনার মুভিটি পড়ে মনে হচ্ছে দেখতে বেশ মজার। আমি অবশ্যই এই মুভিটি দেখে নেব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখে নিয়েন আপু।আমি এর আগের পর্ব গুলোর রিভিউ ও দিয়ে দিব।তবে এটা থেকে দেখা শুরু করলে ভাল বুঝতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit