বইয়ের নামঃকনফেশন
লেখকঃমোহাম্মদ নাজিমউদ্দীন
জনরাঃক্রাইম,থ্রিলার
আগের বই গুলোর রিভিউঃকনট্রাক্ট,নেমেসিস,নেক্সাস
হ্যালো আমার বাংলা ব্লগবাসী আশা করি সবাই ভালো আছেন।আমিও ভাল আছি।আগেই বলেছিলাম বেগ-বাস্টার্ড সিরিজের বই গুলো চরম আসক্তিকর। এই বইটি বেগ বাস্টার্ড সিরিজের চতুর্থ বই।ব্যস্ত থাকার কারনে রিভিউ নিয়ে আসতে একটু দেরি হল।
কাহিনি সংক্ষেপঃ
"মানুষ নিয়তির দাস নয়,তবে প্রত্যেকের জন্য অনেকগুলি নিয়তি বরাদ্দ থাকে।কেউ জেনে বুঝে বেছে নেয়,কেউ বেছে নেয় না বুঝে"
এই বইকে দুটি অংশে ভাগ করা যায়।প্রথম অংশের শুরুতেই দেখা যায়, নির্জন রাস্তায় রাতের অন্ধকারে একটি কালো প্রাইভেট কার নিয়ে এগিয়ে চলেছে ঠান্ডা মাথার খুনি বাস্টার্ড।তার মনের মধ্যে জ্বলছে প্রতিশোধের আগুন।গাড়ির পেছনে হাতপা ও মুখ বাধা অবস্থায় পড়ে আছে মানুষরুপী এক দানব।যাকে আগুনে পুড়িয়ে ধ্বংস করার মধ্যে দিয়ে বাস্টার্ড তার নিজের মনের প্রতিশোধের আগুন নিভাতে চাচ্ছে।অথচ কয়দিন আগে সে কল্পনাও করতে পারেনি তাকে আবার বাস্টার্ড হিসেবে ফিরে আসতে হবে।সে তো তার পুরোনো জীবনকে মুছে ফেলে ফিরে আসতে চেয়েছিল নতুনরূপে। শুরু করতে চেয়েছিল স্বাভাবিক জীবন।বাকি জীবনটা উমার সাথে বাবলু হিসেবে কাটিয়ে দিতে চেয়েছিল।তাহলে কেন তাকে আবার বেছে নিতে হল পুরনো শিকারি-খুনি বাস্টার্ড এর জীবন?কোন প্রতিশোধের আগুন জ্বলছে তার মনে? উমাই বা এখন কোথায়?
কাকরাইল মোড়ে একটি গাড়ির ড্রাইভার খুন হয়েছে। গাড়িটি শহরের ধনী ব্যবসায়ী এহসান চৌধুরীর।সাধারণ ছিনতাই বা ডাকাতির কেস মনে করে সেখানে তদন্ত করতে হাজির হন বিখ্যাত গোয়েন্দা জেফরি বেগ এবং তার সহকারী জামান।কিন্তু ঘটনাস্থলে গিয়ে জানতে পারে এটি কোন ডাকাতির কেস না। এটি একটি ছোট বাচ্চার অপহরণের কেস। আর অপহৃত হয়েছে এহসান ও আনিকা চৌধুরির একমাত্র কন্যা দিহান।অপহরণকারীরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে। এক কোটি টাকা না দিলে তারা দিহান কে মেরে ফেলবে। কিভাবে চৌধুরী সাহেবের বাড়ির খবর আগে থেকেই পেয়ে যাচ্ছে অপহরণকারীরা?জেফরি কি পারবে দিহান কে উদ্ধার করতে?
এদিকে হঠাৎই অতীতের এক প্রিয় মানুষের কল পায় বাস্টার্ড। তার মেয়েকে কিডন্যাপার দের হাত থেকে বাচানোর আকুল অনুরোধ জানায় সে।বাস্টার্ড ও তাকে না বলতে পারেনা কারণ এই মানুষটি আর কেউ নয়, তার অতীতের প্রিয় মেঘলা।কে এই মেঘলা? বাস্টার্ড কি পারবে তার মেয়েকে উদ্ধার করে দিতে? এখানেই শেষ হয় প্রথম পর্ব।
দ্বিতীয় অংশের শুরুতেই দেখা যায় হোমিসাইড ডিপার্টমেন্টের ইন্টারোগেশন রুমে বসে আছে চিফ ডিটেকটিভ জেফরি এবং পেশাদার খুনি বাস্টার্ড।এক পর্যায়ে জেফরি বাস্টার্ডের অতীত জীবন সম্পর্কে জানতে চায় এবং বাস্টার্ড ও তার অতীত জীবন সম্পর্কে বলা শুরু করে। শুরু হয় তার কনফেশন। কিভাবে অতীতের এক ভয়ঙ্কর ঘটনার মাধ্যমে তার খুনের হাতেখড়ি হয় এবং কিভাবে এক শান্ত ছেলে বাবলু আস্তে আস্তে ঠান্ডা মাথার খুনি তে পরিণত হয়?কেনই বা লোকে তাকে বাস্টার্ড ডাকে? এসব শুনতে শুনতে একপর্যায়ে জেফরি তাকে রেখে একটি জরুরী দরকারে বাইরে যায়।কিন্তু ফিরে এসে দেখে বাস্টার্ড উধাও। এটি কিভাবে সম্ভব?এত কঠোর নিরাপত্তায় মাঝেও কিভাবে বাস্টার্ড হাওয়া হয়ে যেতে পারে? তবে কি জেফরি এবারেও ব্যর্থ? তাদের ইদুর-বিড়াল খেলা কি এবারো শেষ হল না?
এই কঠোর নিরাপত্তার মধ্যে থেকেও বাস্টার্ড কিভাবে পালালো? সে কি পারবে মেঘলার মেয়েকে উদ্ধার করতে?আনিকা চৌধুরির সাথেই বা মেঘলার সম্পর্ক কি? আবার মেঘলার সাথেই বা বাস্টার্ড এর সম্পর্ক কি?
জানতে হলে পড়ে ফেলুন দুর্দান্ত এই ক্রাইম থ্রিলার টি।
ব্যক্তিগত অভিমতঃ
সিরিজ যত এগিয়েছে লেখকের লেখনী ততো পোক্ত হয়েছে।বইটি টুইস্টের পর টুইস্টে ভরপুর।বিশেষ করে শেষের টুইস্ট টির জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।বইটি অনেকটা শেষ হইয়াও হইল না শেষ।শেষ হওয়ার পর ও অনেক কিছু আপনার মাথায় ঘুরবে যা জানতে পারবেন আগামী বইয়ে।বইটিকে আমি ১০এ ৮.৫ দেব।