ফুল এক পবিত্র বস্তু।ফুলের মত নির্মল পবিত্র বস্তু পৃথিবীতে খুবই কম আছে।সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল দেখলে মন ভরে ওঠে।যাদের বাসায় বাগান আছে তারাই বিষয়টি বুঝতে পারবে। আর আমাদের ৪২ তম প্রতিযোগীতার বিষয়ও হচ্ছে ফুল তবে কিনা কাগজের ফুল। প্রথমেই আমাদের সম্মানীত মডারেটর দের ধন্যবাদ জানাই অসাধারণ প্রতিযোগীতার আয়োজন করার জন্য। তারপর ধন্যবাদ জানাই আমাদের সবার সম্মানীত ফাউন্ডার rme দাদা কে এই অসাধারণ প্রতিযোগীতার পৃষ্ঠপোষকতা করার জন্য। আমি হস্তশীল্প তে খুব একটা দক্ষ নই।আমার এই শীল্পের হাতেখড়ি "কার্ডবোর্ড এর ডাই পোস্ট" থেকে। এবার আমার দ্বিতীয় চেষ্টা। জানিনা কেমন হয়েছে,তবে অংশগ্রহণ করতে পেরেছি এতেই আমি খুশি। তো চলুন শুরু করা যাক.....
প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ(পাতলা) |
---|
লোহার তার(গুনা) |
স্কচটেপ |
প্রথমে রঙিন কাগজ গুলোকে ছোট ছোট টুকরা করে নেই। টুকরা গুলোকে অবশ্যই আয়তাকার হতে হবে।
এরপর আয়তাকারে কাটা কাগজ গুলোকে ছবির মত করে কেটে নেই। কাটার সময় একটু সাবধান হতে হবে যেন মাঝখান টা চিকন থাকে।
এরপর কেটে নেওয়া কাগজ গুলোর মাঝখানে প্যাচ দিয়ে নেই। এগুলোই ফুলের পাপড়ি।
দুই রঙের কাগজ দিয়ে এভাবে অনেক গুলো পাপড়ি তৈরি করি।
এরপর লোহার তারকে ছোট ছোট টুকরা করে নিই।তবে সব গুলো একমাপের না করে কয়েকটি বড় কয়েকটি ছোট এভাবে করে নেবেন।
এরপর পাপড়ি গুলো একটি আরেকটির উপর আড়াআড়ি ভাবে রেখে লোহার তার পেচিয়ে দেই মাঝখানে।এই তার পাপড়ি গুলোকে একত্রে আটকে রাখবে।
তার দিয়ে জোড়া লাগানোর পর ফুলগুলো অনেকটা এরকম হবে দেখতে। সব গুলো পাপড়িই এভাবে জোড়া লাগিয়ে নিই।
এরপর তার গুলো একসাথে পেচিয়ে লাগিয়ে দেই।ছোট তার গুলো উপরের দিকে আর বড় তার গুলো নিচের দিকে।যেন দেখে একটি গুচ্ছ মনে হয়ে।এরপর নিচের লোহার কাটাগুলো ঢাকতে স্কচটেপ লাগিয়ে দিতে পারেন।
ফাইনাল লুক
OR
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে দেখছি আপনি খুবই সুন্দর কিছু নয়ন তারা ফুল তৈরি করেছেন ভাইয়া। ফুলগুলো একদম নয়ন তারা ফুলের মতই হয়েছে। গাছের সাথে ফুলগুলো রেখে ফটোগ্রাফি ধারণ করার জন্য এটা আরো বেশি সুন্দর লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম ঠিক বলছেন আসলে ফুল বাগান যার আছে তারাই বুঝতে পারে। ফুলের বাগান থাকলে অনুভূতিটা অন্যরকম হয়। যখন আমি গ্রামের বাড়িতে থাকতাম তখন আমার ফুলের বাগান ছিল। সকালে উঠে আমি আগে দৌঁড়ে বাগানে যেতাম। ফুল গাছের মধ্যে কোন ফুল ফুটেছে কিনা। খুব সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন। অনেক ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতা গ্রহণ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে বাহ্ অনেক সুন্দর করে কাগজের ফুল তৈরি করলেন তো। আপনি প্রতিযোগিতায় খুব সুন্দর ফুল তৈরি নিয়ে অংশগ্রহণ করেছেন। গাছের উপরে রেখে যেভাবে ফটোগ্রাফি করেছেন আমি তো ভেবেছিলাম এটা হয়তো সত্যিকারের ফুল। ধাপে ধাপে অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন দেখে খুব ভালো লেগেছে। সব মিলিয়ে সম্পূর্ণটা অসম্ভব সুন্দর ছিল এটা বলতে হচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই অভিনন্দন রইলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য.. আমি যতটুকু জানি, এমন পাতলা কাগজগুলো দিয়ে কাজ করা খুবই মুশকিল। কারণ এই কাগজ গুলো খুব সহজেই ছিড়ে যায়। এই কাগজ গুলো দিয়ে এমনভাবে প্যাঁচায় কাজ করতে মনে হচ্ছে বেশ কষ্ট হয়েছে। প্রতিযোগিতার জন্য শুভকাকনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করা খুবি কঠিন কাজ। সবাই এই কাজ পারে না। তারপর আপনি সেটা তৈরি করতে সক্ষম হয়েছেন। দোয়া করি আপনি আপনার কাজে সফলতা পাবেন। জেনে ভালো লাগলো আপনি কনটেস্ট অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কনটেস্টে আপনার অংশগ্রহণ দেখে অনেক ভালো লেগেছে ভাই। যেভাবে আপনি গাছের মধ্যে রেখেছেন দেখতে একেবারে বাস্তবিক ফুল মনে হচ্ছে। এরকম ভাবে ফুল তৈরি করে গাছের মধ্যে রাখলে এমনিতেই বাস্তবিক মনে হয়। এই কাজের প্রতি দক্ষ না থাকলেও অনেক সুন্দর করে এটা তৈরি করলেন আপনি। এই রঙিন কাগজ গুলো কিন্তু একেবারে ভিন্ন রকমের। যার কারণে ফুল তৈরি করার পর অনেক ভালো লাগছে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই ঠিক বলেছেন ভাইয়া ফুল দেখলে খুবই মন ভালো হয়ে যায়। রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপনি।নীল আর বেগুনি রং দিয়ে ফুলটি তৈরি করায় দেখতে অনেক বেশি রঙিন লাগছে আর অনেক সুন্দর লাগছে। রঙিন কাগজের এই ফুল তৈরি করার প্রতিটি ধাপ ও খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে অসাধারণ ভাবে ফুল তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন দেখে বেশ ভালো লেগেছে। আসলে কাগজ দিয়ে যেকোনো ধরনের ফুল তৈরি করতে হলে অনেক সময় ব্যয় করতে হয়। আপনি বেশ ধৈর্য সহকারে ফুল তৈরি করে প্রতিটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit