হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই অনেক ভালো আছেন।আজ শুক্রবার মানেই কোনো কাজ কর্ম নেই। শুধু শুয়ে বসে থাকা।কিন্তু এটা আমি বাদে সবার জন্য প্রযোজ্য।আমার শুক্রবারে আরো বেশি দৌড়াতে হয়।
যাই হোক এই দৌড়াদৌড়ির ফাকে একটি মুভি দেখে ফেললাম।আর অনেকদিন পর একটি ভালো বলিউড মুভি দেখলাম।মুভিটির নাম মনিকা..ও মাই ডার্লিং।
এই নামে কিন্তু একটি হিন্দি গান আছে।চিন্তা করবেন না মুভি রিভিউ হবে টোটালি স্পয়লার ফ্রি।
সংক্ষিপ্ত বর্ণনাঃ
মুভির নাম | মনিকা ও মাই ডার্লিং |
---|---|
জনরা | ডার্ক কমেডি,ক্রাইম-থ্রিলার |
পরিচালক | ভাসান বালা |
অভিনয়ে | রাজকুমার রাও,রাধিকা আপ্টে,হুমা কুরায়েশী |
রিলিজ ডেট | ১১/১১/২০২২ |
রেটিং | ৯/১০ |
মুভির প্লটঃ
মুভিটি একটি রোবোটিক্স ফার্ম এবং তার কর্মীদের ঘিরে আবর্তিত হয়।রোবোটিক্স ফার্মটির নাম ইউনিকর্ণ।মুভির প্রথমেই দেখা যায় একটি রোবোটের দ্বারা একজন কর্মী মারা যায়।এখন এখান থেকেই রহস্যের শুরু।কে হত্যা করল এই কর্মী কে? নাকি এটি নিছকই দুর্ঘটনা?
মালিক এই দুর্ঘটনা কে ধামাচাপা দেয় এবং এরপর চলে আসে কোম্পানির পার্টনার ঘোষণার দিন।এখানে রাজকুমার রাও কে কোম্পানির পার্টনার করা হয়।এতে মালিকের ছেলে,সিকিউরিটি ইনচার্জ ও অ্যাকাউন্টিং এর প্রধানের রাগ হয়।এবং তখনই জানতে পারে কোম্পানির মালিকের মেয়ের সাথে রাজ কুমার রাও এর সম্পর্ক আছে।
কিন্তু রাজকুমার রাও আবার কোম্পানির আরেক কর্মচারী মনিকার সাথে পরকিয়ায় জড়িত।আর এই মনিকা কেই ঘিরে মুভির রহস্য জমে ওঠে।কারন মনিকা একসময় রাজকুমার রাও কে জানায় সে প্রেগন্যান্ট। আর এটা নিয়ে সে তাকে ব্ল্যাকমেইলিং করতে থাকে।এটা তে তার মাথায় আকাশ ভেংগে পড়ে।কারন মনিকা কোম্পানির মালিক কে তাদের এসব কথা বলে দিলে তার ক্যারিয়ার শেষ।
এরপর সে যখন অফিসে আসে তখন দেখতে পায় কে যেন তার ও মনিকার ছবি তুলেছে এবং তাকে পাঠিয়েছে এবং তাকে একটি হোটেলের রুমে ডাকে।সেখানে গিয়ে দেখে মালিকের ছেলে এবং সেই অ্যাকান্টিং এর প্রধান কে।তখন মালিকের ছেলে তাদের কে জানায়,সে কাউকে ব্ল্যাকমেইল করছে না।আসলে মনিকা তাদের তিনজন কেই একই কথা বলে ব্ল্যাকমেইল করছে।
এখন যদি তারা মনিকার কথা মতো টাকা দেয় তবে আস্তে আস্তে মনিকার চাহিদা বাড়তেই থাকবে।আর এক পর্যায়ে তারা সব হারাবে।কিন্তু তারা যদি মনিকা কে মেরে ফলে তবে সব সমস্যার সমাধান হবে।এতে সবাই রাজি হয় এবং হত্যা করা,লাশ পরিবহণ আর লাশ গুম করার বিষয়টি তিনজন ভাগ করে নেয় এবং কাজ সুন্দরভাবে শেষ হয়।তারা লাশ টি গুম করতে যায় কিন্ত সেখানে বাঘ চলে আসায় তারা কাজটি কমপ্লিট করতে পারে না।লাশটি ফেলে চলে আসে।
এরপর পরেরদিন দেখা যায় মনিকা জিবীত।তাইলে লাশটি কার? আবার কোম্পানীতে একের পর এক খুন হচ্ছে তাইলে খুন গুলো করছে কে?মনিকার বাচ্চার বাবা কে?
ব্যক্তিগত মতামত
অনেকদিন পর একটি দারুন মুভি দেখলাম।মুভিটিতে যেমন সাসপেন্স আছে,তেমনি আছে প্রচুর ডার্ক হিউমর।মুভিটি আপনার ব্রেন কে নিয়ে খেলবে।আপনাকে খুনি কে সেটা ভাবতে বাধ্য করবে এবং দেখবেন বরাবরই আপনি ব্যার্থ হচ্ছেন।আর ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো হাসানোর জায়গায় হাসাবে,সাসপেন্স এর জায়গায় হৃদস্পন্দন বাড়িয়ে দেবে।রাধিকা আপ্টের কিছু জায়গা ছাড়া সবার অভিনয় খুব ভালো ছিল।আর হ্যা ফ্যামিলি নিয়ে দেখতে বসবেন না।বেশ কিছু ১৮+ সংলাপ ও দৃশ্য আছে।আমি রেকোমেন্ড করবো মুভিটি দেখার।রেটিং ১০ এ ৯ দেব।
হ্যাপি ওয়াচিং😎
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরো কাহিনিটা সাধারণ হলেও শেষের অংশে বাঘ আসা এবং মনিকার জীবিত থাকাটা একটা থ্রিলার ফিলিং দিলো।এটার কি সেকেন্ড পার্ট আসবে?শেষে তো রহস্যই থেকে গেল আমার কাছে।
ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আমি যাস্ট বিগিনিং টা বলেছি।এখান থেকে কাহিনী শুরু। দেখে নিয়েন মুভিটি।খুবই ভাল লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সিনেমাটা দেখা হয়নি। আপনার রিভিউ পরে দেখার আগ্রহ বাড়লো। রহস্য ঘেরা সিনেমা দেখতে ভালই লাগে আমার। সময় করে দেখে নিতে হবে একদিন। শুভ কামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।আপনার জন্যও রইল অনেক শুভ কামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনিকা ও মাই ডারলিং মুভিটি আমার এখনো দেখা হয়নি। আজি আপনার পোস্টের মাধ্যমে মুভিটির বিষয়ে জানতে পারলাম। মুভির রিভিউ দেখে, মুভিটা দেখার আগ্রহ হচ্ছে। শেষের দিকে মনিকা মৃত্যুবরণ করলে, তাকে শেষ সমাধি দিতে গিয়ে বাঘের পাল্লায় পড়ে তারা আর কাজটি সমাপ্ত করতে পারেনি। পরে দেখা যাচ্ছে মনিকা, জীবিত রয়েছে। ব্যাপারটি খুবই রহস্যময়। সত্যি বলেছেন, মুভিটি মানুষের ব্রেনকে নিয়ে খেলা করবে। তাই যত দ্রুত সম্ভব মুভিটি আমি দেখার চেষ্টা করব। চমৎকার একটি মুভি রিভিউ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।অবশ্যই দেখে নিয়েন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে মুভিটি দেখা হয়নি, তবে আপনার রিভিউ দেখে মনে হচ্ছে একবার হলেও মুভিটা দেখা উচিত। আর বিশেষ করে সতর্কবার্তা দিয়েছেন সেটা অনেক ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া অবশ্যই দেখে নিয়েন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরণের ওয়ান টাইম ওয়াচ মুভিগুলো সত্যিই ভালো লাগে। সাসপেন্সের মুভিগুলো একবারের বদলে দুবার দেখতে মন করেনা। আর রাজ কুমার রাও আমার খুব প্রিয় একজন অভিনেতা।সেই কারণে আমি তার অভিনীত যে কোন সিনেমা দেখার চেষ্টা করি। কাল ই নেটফ্লিক্সে অ্যিড দেখলাম। ভাবলাম দেখব, গল্প শুনে মনে হচ্ছে দেখতেই হবে।খুব ভালো লাগলো রিভিউ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি অনেক উৎসাহিত হলাম তোমার মন্তব্য থেকে।দেখে নিও।অনেক ভাল লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছবি আসলে এখন আর তেমন দেখা হয় না। তবে আপনার রিভিউ পড়ে দেখার ইচ্ছে জেগে উঠল।দেখি সময় করে দেখা যায় কিনা। এমন মুভি সত্যি অনেক ভাল লাগে।খুনী কে তা ভাবাবে 😅 অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। শুভেচ্ছা আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit