ভূতটা তখন বলল গোবর প্রাশন করে আমার নাম রাখা হয় "পুটিরাম"
আমি বললাম গোবর প্রাশন টা আবার কি জিনিস?
-ভূত তখন বলল,"আরে এটাও জানো না? তোমার মাথায় বেরেন আছে নাকি আস্ত খাজা কাটাল বসানো?গোবর প্রাশন ঐ যাকে বলে ভূতেদের অন্নপ্রাশন। ভূতেরা ভাত এর বদলে গোবর খায় কিনা,তাই এর নাম গোবর প্রাশন।
আমি বললুম আপনারা গোবর খান? ছ্যা ছ্যা মশায় ও একটা খাবার হল?
এই শুনে ভূত তো মহাখাপ্পা।আমাকে তো প্রায় একটা চড় বসিয়ে দিতেই যাচ্ছিল।পরে কি যেন ভেবে সামলে নিল আর বলল
-দেখুন মশায় যার খাবার যা।আমি কি আপনাকে বলেছি ছ্যা ছ্যা মশায় আপনারা ভাত খান?আপনারা মানুষরা না কখনোই অন্যের পছন্দ কে ছেদ্দা করতে জানেন না।যখন তখন লেগে যান মানুষের পছন্দ কে বিচার করার কাজে।কেন মশায় কে চেয়েছে আপনার মতামত? এই জন্যই তো আপনাদের উন্নতি হচ্ছে না।
আমি ভেবে দেখলুম হক কথা।আমরা মানুষরা বড়ই জাজমেন্টাল।তাই ভূতের রাগ ভাঙ্গানোর জন্য তাকে তোয়াজ করে বললুম
-আরে দাদা রেগে যাচ্ছেন কেন?আমার ভুল হয়েছে।সরি। এই নিন একটা বিড়ি ধরান।দেখবেন মাথা টা ঠান্ডা হবে।
দেখলুম ভূত টা একটা বিড়ি তুলে নিল,আর বলল "মশায় এরপর থেকে কথাবার্তা সামলে বলবেন।ভূত হলেও কিন্তু আমাদের সম্মান আছে।"
আমি বললুম ঠিক আছে দাদা তাই হবে।তবে আমি কিন্তু আপনাকে ভূতদা বলে ডাকব।আপনি আমার বড় ভাইয়ের মত।
এই শুনে ভুতটা বেশ খুশি হল।তারপর বলল,"গোবর হচ্ছে আমাদের কাছে বিরিয়ানীর মত।মানুষরা যেমন বিরিয়ানীর অপমান সহ্য করতে পারে না, তেমনি ভূতেরাও গোবরের অপমান সহ্য করতে পারে না।"
আমি বললুম,"আপনারা আর কি কি খান?"
-মাছের কাটা,মানুষের ফেলা হাড়-হাড্ডি,টিকটিকির লেজ,ব্যাংয়ের ঠ্যাং, সাপের লেজ।মানে মানুষের যা অখাদ্য আমাদের তাই খাদ্য।
একবার ছি বলতে নিচ্ছিলুম,কিন্তু গতবারের কথা মনে করে চেপে গেলুম।এবার প্রশ্ন করলাম,"আচ্ছা,আপনারা মানুষদের ভয় দেখান কেন?"
ভূত বলল,"নেহাৎ,পেটের দায়ে ভাই।তোমরা তো ব্যবসা চাকুরি করে টাকা ইনকাম করো।কিন্তু আমাদের তো সে উপায় নেই।তাই ভয় দেখাতে হয়।আর যেহেতু বড়দা বলেছ তাই তোমাকে তুমি করেই বলছি।"
আমি বিষয় টা বুঝতে পারলুম না।তাই ভ্যাবলার মত তাকিয়ে থাকলাম।তখন ভূতটাই আমাকে সেই অবস্থা থেকে মুক্তি দিল।বলল
-আরে তুমি দেখি কিছুই বোঝ না।তোমরা কাজ করে টাকা পাও।আমরা পাই ভয় দেখিয়ে।তবে আমাদের টা ঠিক টাকা নয়। ব্যাপার টাকে "অনলাইন মানির"সাথে তুলনা করতে পার।তোমাকে ভয় দেখাতে পারলেই ওখানে আমার অ্যাকাউন্টে টাকার মত ক্রেডিট যোগ হবে।ওই দিয়েই তো আমাদের সব কেনাকাটা করতে হয়।
আমি এবার ব্যাপার টা বুঝতে পারলুম।আর বললুম আপনারা তাও বেশ এগিয়ে গেছেন।তখন ভূত বলল
-এগিয়ে তো যাবই।আমরা তোমাদের মত অত জাজমেন্টাল নই।কেউ কোন কাজ করলে তাদের উৎসাহ দেই,তোমাদের মত তার সমালোচনা করি নে।
এবারো আমি তার সাথে সহমত হলুম আর বললুম,"হক কথা বলেছেন ভূতদা।আমারা মানুষরা অন্যের ভাল মোটেই দেখতে পাইনা।কেউ উন্নতি করলেই তার পেছনে কাঠি করা শুরু করি।তা মানুষের সমাজের সাথে আপনাদের সমাজ এর আর কি কি আমিল রয়েছে দাদা?"
বাকি অংশ পরের পর্বে
আমি সাধারণত গল্প লিখতে পারি না।আমার মস্তিস্ক মোটেই শান্ত থাকতে চায়না। তাও একটা লেখার চেষ্টা করছি।কেমন হচ্ছে অবশ্যই জানাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পড়তে শুরু করার পর বুজলাম এর আগেও কিছু পর্ব ছিলো। তাই পুরো লেখাটি পড়িনি। কারন এখন কাহিনি বুঝতে পারবোনা। ভুতের মুভি বা কাহিনীর উপর অনেক বেশ ইন্টারেস্ট আছে । তাই আমি অবশ্যই আপনার আগের পর্বগুলো পড়ে নিব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু পোস্ট এডিট করে আগের পর্ব গুলো দিয়ে দিচ্ছি।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ভূতের আগের গল্প গুলো পড়া হয়নি। তবে আজকের গল্প পড়ে যা বুঝলাম ভূতেরা ভাত এর বদলে গোবর খায় কিনা,তাই এর নাম গোবর প্রাশন।সত্যি বলেছেন মানুষরা যেমন বিরিয়ানীর অপমান সহ্য করতে পারে না, তেমনি ভূতেরাও গোবরের অপমান সহ্য করতে পারে না।অমরা মানুষেররা অন্যের ভালো দেখতে পায়না। আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল ।
্
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।আপনার জন্যও অনেক শুভ কামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাই বলে গোবর। হা হা হা... হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে।
ও তাহলে ভূতের ভয় দেখানোর এটাই প্রধান রহস্য। এরপর থেকে আর ভূতের ভয় পাওয়া যাবে না। ওদিকে ভূতে ভয় দেখিয়ে কোটিপতি হয়ে যাচ্ছে আর আমরা দিন দিন ভয় পেয়ে ভিখারি হয়ে যাচ্ছি। অসাধারণ ছিল ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক ঠিক।ভয় পাওয়ার জন্য কমিশন নিতে হবে ভূতের থেকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি আর আপনার গল্প করবো, পোষ্টের প্রথম ছবি দেখেই তো অনেক ভয় পেয়ে গেলাম। আজ রাতে আমার আর ঘুম হবে না। আমার হার্ট খুবই দুর্বল ভাই। এজন্য আজ আপনার পোস্টটি আমি পড়লাম না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit