র‍্যান্ডম ফটোগ্রাফি||মোবাইল ফটোগ্রাফি

in hive-129948 •  2 years ago  (edited)
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই সুস্থ আছেন।চারদিকে যেভাবে জ্বর আর চোখ ওঠা ছড়িয়ে পড়ছে তাতে ভয়ই পাচ্ছি।সবাই একটু সাবধানে থাকবেন।

IMG_20220918_212838.png

যাই হোক আমি জেনারেল পোস্ট অনেক বেশি লেখি।যা পাঠক দের মাঝে একঘেয়েমি সৃষ্টি করে তাই ভাবলাম আজ একটু স্বাদ বদল করা যাক। তাই আপনাদের মাঝে কিছু মোবাইল ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।

সেই নবম শ্রেণি থেকে সকাল হাটতে বের হওয়া আমার একটি নিয়মিত অভ্যাস বলা যেতে পারে।সকাল বেলা ৩০-৪০ মিনিট হাটাহাটি করলে শরীর মন দুটোই ভালো থাকে।তো কিছুদিন হল পরীক্ষা আর বৃষ্টির কারনে বের হওয়া হয়নি।কিন্তু ২দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না।তাই আজ সকালে সকল অলসতা ত্যাগ করে বেড়িয়ে পড়লাম।

আমি বেড়িয়েছি ৫.৩০ এ তখন সূর্যি মামাও আমার মত সকল অলসতা ত্যাগ করে লজ্জালজ্জা মুখ করে পূর্ব আকাশে উকি দিচ্ছেন।মামার লজ্জা লজ্জা মুখের কয়েকটি ছবি তুলে রাখলাম।প্রতিদিন সকাল এমন দৃশ্য দিয়ে শুরু করলে সারাদিন কেমন যাবে তা অবশ্যই কল্পনা করতে পারছেন।

ফটোগ্রাফ ১

IMG_20201012_062657.jpg

ফটোগ্রাফ ২

IMG_20201012_062619.jpg

এরপর হাটাহাটি করে বাড়ি ফিরে এলাম।এসে দেখি আমার শিউলি ফুলের গাছের নিচে সাদা খইয়ের মত শিউলি ফুল পড়ে রয়েছে।আর শিউলি ফুলের সুগন্ধে সারা বাড়ি মেতে উঠেছে।এটি দেখে আমার মনে খুশি আর বাধ মানছিল না।আপনারা যদি কখনো ভোর বেলা শিউলি ফুল গাছের নিচে না গিয়ে থাকেন তবে দৃশ্য টি কল্পনা করতে পারবেন না আর আমার খুশির কারন টিও বুঝতে পারবেন না।সাথে সাথে ফোন বের করে ছবি তুলতে শুরু করলাম।

ফটোগ্রাফ৩

IMG_20201012_061732.jpg

ফটোগ্রাফঃ৪

IMG_20201012_061740.jpg

ফটোগ্রাফঃ৫

IMG_20201012_061820.jpg

ফটোগ্রাফঃ৬

IMG_20201012_061802.jpg

শিউলি ফুল দেখেই মনে আসল তাইলে তো শরৎকাল চলে এসেছে।আর শরৎমানেই মা দুর্গার আগমণ। আরেকটি খুশিতে ভরে উঠল মন।শিউলি ফুলের ঘ্রাণ মানেই পুজোর ঘ্রাণ।

ফটোগ্রাফ:৭

IMG_20220913_071306.jpg

এত কিছুর পরেও কিন্ত অবাক হওয়া বাকি ছিল।গোলাপ গাছের কাছে গিয়ে দেখি সেখানে একটি গোলাপ ফুটে আছে।অথচ বৃষ্টি তে গাছ টি প্রায় মরে যাওয়ার মত অবস্থা হয়েছিল।আজ সকাল সকাল এত সারপ্রাইজ।মন তো আহ্লাদে আটখানা। আর আনন্দ শেয়ার করলে বাড়ে।তাই আপনাদের সাথেও শেয়ার করলা।ফটোগ্রাফ গুলো কেমন হয়েছে জানাবেন।

ফটোগ্রাফারবৃত্ত
ডিভাইসpoco x2
লোকেশনগোবিন্দগঞ্জ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যও শুভ কামনা রইল।

image.png

ভাইয়া আপনার সূর্যি মামার বেশ লজ্জা লজ্জা মুখের ছবিটি আমার কাছে বেশ ভালো লেগেছে ।ঠিকই বলেছেন প্রতিদিন সকাল বেলায় হাঁটলে শরীর মন দুটোই ভালো থাকে। সকালবেলায় শিউলি ফুল কুড়ানোর আনন্দই অন্যরকম। গোলাপ টি সত্যিই চমৎকার লাগছিল দেখতে, বেশ ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো।

অনেক ধন্যবাদ আপু।সুন্দর মন্তব্য করে উৎসাহ বাড়ানোর জন্য।

আপনি ঠিকই বলেছেন সকালবেলা 30 থেকে 40 মিনিট হাটাহাটি করলে শরীর মন দুটোই ভালো থাকে। আপনি তো দেখছি সূর্য আমার লজ্জা লজ্জা মুখের খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং শিউলি ফুলের ফটোগ্রাফি ও বেশ দারুন ছিল।

অনেক ধন্যবাদ ভাই।আপনার মন্তব্য থেকে অনেক উৎসাহিত হলাম।

সকাল সকাল সবজি মামার সাথে ঘুম থেকে উঠতে পারার মতো অভ্যাস যে করেছে গড়েছে আমি মনে করি সেই সফল। এ সময় থাকলে সারাটা দিন খুবই ভালো কাটে শরীর মন দুটোই থাকে। হেটে এসে শিউলি ফুলগুলোর ছবি তুলেছেন দারুন হয়েছে। মৃতপ্রায় গোলাপ ফুলটি ও আপনার মনকে আনন্দিত করেছে।

আপু গোলাপ টি মৃতপ্রায় নয়।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আপনি সবগুলো ফটোগ্রাফি ভালো করেছেন।আমার ভালো লেগেছে গোলাপ ফুলটি। গোলাপ ফুল টি পাতা কিছুতা পানি দেখা যাচ্ছে পানি টা চিকিচিক করেছে। ধন্যবাদ দাদা সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করাব জন্য।

আপনাকেও ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্যের জন্য।

আসলেই তাই চারদিকে সবাই খুব অসুস্থ হয়ে পড়ছে ভয় লাগারই কথা।সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া এটা খুবই ভালো অভ্যাস যা শরীর ও মন উভয়ের জন্যই খুব উপকারী। ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

আপনাকেও ধন্যবাদ কাকিমা।আপনার মন্তব্য থেকে অনেক অনুপ্রেরণা পেলাম।

ভাইয়া আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে শিউলি ফুলের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে। গোলাপ গাছের উপরে বৃষ্টির ফোঁটা অসাধারণ রূপ ধারণ করেছে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

আমার তো রাতে ঘুমই হচ্ছে না আজকাল। কাল মনে হয় ৫ পর ঘুমাতে গেছি আমি, আপনি যখন সকালে হাঁটতে বেরিয়েছেন। ফটোগ্রাফি গুলো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে। এই শিউলি ফুল নিয়ে আমার একটা গল্প আছে। কোন একটা পোস্টে শেয়ার করব। আপনি ঠিকই বলেছেন শিউলি ফুলের গন্ধ তেই বোঝা যায় পুজোর আগমনী। সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে পোস্টটি।

অনেক ধন্যবাদ দাদা।

জি দাদা চারদিকে জ্বর সর্দি ছড়িয়ে পড়েছে ৷বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের জন্য ৷
যাই হোক আপনি নাইনে থাকতে রোজ সকালে ওঠেন বিষয়টি ভালো লাগলো ৷
আর ফটোগ্রাফি গুলো ও বেশ ভালোই ছিল

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

আমার কাছে ফটোগ্রাফি দেখলেই অনেক ভালো লাগে কারণ আমি ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। প্রতি সপ্তাহে একটি পোস্ট ফটোগ্রাফি থেকেই যায় অনেক সুন্দর ছিল আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

দারুণ এসেছে ফটোগুলো। আমারও এই শখ আছে। অ্যাট র‍্যান্ডম ফটো তুলি পথেঘাটে. ভালো লাগে তুলতে।

অসাধারণ ফটোগ্রাফি করেছেন দাদা। সূর্যি মামার চমৎকার দৃশ্য। শিউলি ফুলের সুগন্ধি মানে মা দুর্গার আবির্ভাব। টকবগে গোলাপের অবিরাম সুন্দর্য। হৃদয় মন ছুয়ে গেল। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ দাদা।আপনার জন্যও শুভ কামনা রইল।

কিছুদিন আগে আমাদের স্কুলের শিউলি ফুল লাগানোর কথা বলা হয়েছিল। তবে তারপরে আজ পর্যন্ত নার্সারিতে যাওয়া হয়নি যার জন্য গাছ লাগাতে পারি নাই। আপনার ফটোগ্রাফি দেখার পর আমার আরো বেশি উৎসাহ লেগে গেল। অবশ্যই নার্সারিতে গেলে শিউলি ফুলের চারা নিয়ে এসে স্কুলে লাগাবো।

অবশ্যই ভাই। আমার অনেক ভাল লাগে। আশা করি আপনাদেরও ভাল লাগবে।

ভাইয়া সকাল বেলা হাঁটাহাঁটি করলে মন ও শরীর দুটোই ভালো থাকে।সকালের সূর্য ওঠার দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগছে। তারচেয়েও বেশি সুন্দর শিউলি ফুলগুলো। আপনার শিউলি ফুলগুলো দেখে ইচ্ছে করছে গিয়ে নিয়ে আসি।মরে যাওয়া গাছে এত সুন্দর গোলাপ দেখে খুব ভালো লাগছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।