ভি ফর ভেনডেট্টা||মুভি রিভিউ পার্ট-১

in hive-129948 •  2 years ago 
হ্যলো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।প্রথমেই আমার পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই।সবাইকেই পুজার নিমন্ত্রণ রইল।

Screenshot_2022-09-30-16-16-59-790_org.videolan.vlc.jpg
সোর্সঃস্ক্রিনশট
আজ অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মুভির রিভিউ নিয়ে। মুভিটি মনে দাগ কাটার মত একটি মুভি।আশা করি কখনো সময় পেলে একবার দেখে নেবেন সবাই।

মুভির নামভি ফর ভেনডেট্টা
জনরাঅ্যাকশন থ্রিলার
নির্মাতাজেমস ম্যাকটিগ
অভিনয়েনাটালি পোর্টম্যান,হুগো ওয়েভিং,স্টিফেন রে
পার্সোনাল রেটিং১০/১০

কাহিনী সংক্ষেপঃ

মুভির প্রথমেই দেখি একজন লোক কয়েকটি ব্যারেল নিয়ে একটি আন্ডারগ্রাউন্ড জায়গায় ঢুকছে।এবং হঠাৎ কিছু লোক এসে তাকে আটকায়।এবং গ্রেফতার করে।পরে আমরা জানতে পারি যে লোকটি কে আটক করা হয়েছে তার নাম গাই ফক্স।আর সে ব্রিটেনের পার্লামেন্ট হাউজ বারুদ ভর্তি ব্যারেলগুলো দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিল।এরপর গাইফক্স কে ফাসি দেওয়া হয়।

Screenshot_2022-09-30-16-16-33-003_org.videolan.vlc.jpg

এরপরের দৃশ্যে আমরা ভবিষ্যতের ইংল্যান্ড কে দেখতে পাই।যেখানে রাতের বেল কারফিউ চলছে।কিন্তু আমরা দুইজন কে দুইটি আলাদা জায়গায় দুজন মানুষকে বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে দেখি।একজন হল আমাদের মুভির নাইকা ইভি।আরেকজন হল মুখোশধারী।মুখোশধারী যে মুখোশ টি পড়ে সেটির নাম গাই ফক্স মাস্ক।এটি সেই গাইফক্সের নামে যে ব্রিটিশ পার্লামেন্ট উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল।

Screenshot_2022-09-30-16-21-31-771_org.videolan.vlc.jpg

এরপর নাইকা যখন বাইরে বের হয় তখন কয়েকজন ব্যক্তি নাইকা কি ঘিরে ফেলে।এবং তারা নাইকার সাথে জোর জবরদস্তি করতে থাকে।এবং একপর্যায়ে দেখা যায় সেই ব্যক্তিরা বর্তমান শাসকের নিরাপত্তা বাহিনীর লোকজন। যাদের কে ফিঙ্গার ম্যানবলা হয়।ঠিক তখনই আমাদের আগে দেখা মুখোশধারী দৃশ্যে অবতীর্ণ হয় এবং নায়িকা কে উদ্ধার করেন।এরপর নায়িকা জানতে চায় আপনি কে? তখন সেই মুখোশধারী হেসে বলে,"একজন মুখোশধারীর কাছে তার পরিচয় জানতে চাওয়া কি প্রহসন নয়?"তবে তুমি আমাকে "v" বলে ডাকতে পার।

Screenshot_2022-09-30-16-19-30-143_org.videolan.vlc.jpg

এরপর ভি,ইভি কে একটি কনসার্ট দেখার প্রস্তাব দেয়, এবং ইভি রাজি হয়।এরপর ভি ইভ কে একটি বিল্ডিং এর ছাদে নিয়ে যায়। যার সামনে একটি মূর্তি দেখতে পাই।এই মূর্তিটির সাধারণত সত্যের প্রতীক হিসেবে দেখা হয়।যাকে আমরা আদালতে চোখ বাধা,হাতে দাড়িপাল্লা নেওয়া অবস্থায় দেখতে পাই।তখন ইভি জিজ্ঞেস করে কনসার্ট এর বাদ্যযন্ত্র কোথায়? তখন ভি বলে অপেক্ষা করো এখনই শুরু হবে।ঠিক তখনই হাজার হাজার মাইকে একটি মিউজিক বেজে ওঠে।এই মাইক গুলো দিয়ে কার্ফিউ এর ঘোষণা দেওয়া হত। এবং মিউজিক শুরুর একটু পর সেই মুর্তি টি বিস্ফোরিত হয়।

Screenshot_2022-09-30-16-24-01-186_org.videolan.vlc.jpg

এরপরের দৃশ্যে আমরা অন্ধকার রুমে একটি বিশাল স্ক্রিনের সামনে বসা কয়েকজন মানুষ কে দেখতে পাই।এরা উচ্চ পর্যায়ের অফিসার।আর স্ক্রিনে দেখতে পাই একজন মানুষ তাদের কৈফিয়ত নিচ্ছে।ইনি হচ্ছেন হাই চ্যান্সেলর সেটলার।এখন ছবির সমসাময়িক অবস্থা নিয়ে কিছু বলি।

ছবি টিতে ভবিষ্যত যুক্তরাজ্য কে দেখানো হয়েছে।যেখানে চলছে স্বৈরশাসন।এখন যুক্তরাজ্য পৃথবীর একনাম্বার দেশ।কিন্তু এই এক নাম্বার বানাতে গিয়ে নাগরিক দের সব অধিকার কেড়ে নেওয়া হয়।দেশের অর্থনৈতিক অবস্থা ভেংগে পড়ে।এখন মুভির কাহিনী তে ফিরে যাই।

Screenshot_2022-09-30-16-27-48-816_org.videolan.vlc.jpg

হাই চ্যান্সেলর গোয়েন্দা বাহিনীর প্রধান ইন্সপেক্টর এর থেকে জানতে চান সেই মুখোশধারী কে সেটা জানা গেছে নাকি? তখন ইন্সপেক্টর জানায় মুখোশধারীর কোন পরিচয় পাওয়া যায় নি। কিন্তু তার সাথে একটি মেয়ে ছিল তারপরিচয় জানা গেছে।আর আমরা আরো তদন্ত করছি।তখন চ্যান্সেলর মিডিয়ার মাধ্যমে ভুয়া খবর ছড়াতে বলেন।যে চ্যানেলের মাধ্যমে ভুয়া খবর ছড়ানো হয় তার নাম বিটিএন।আর যে এই ভুয়া নিউজ গুলো ছড়ায় তার নাম ভয়েস অব লন্ডন।সেখানে থেকে জনগণ কে জানানো হয় যে বিল্ডিং অনেক পুরোনো হয়ে গেছে তাই সরকার নিজেই বিল্ডিং ভেঙ্গে ফেলেছে।

Screenshot_2022-09-30-16-34-14-856_org.videolan.vlc.jpg

এরপরের দিন নাইকা কে দেখা যায় সেই বিটিএন টেলিভিশন চ্যানেলে কাজ করতে।এবং "ভি" কেও দেখা যায় সেই টেলিভিশন চ্যানেল এ জোর করে প্রবেশ করতে।সে সেখানে বোমা দেখিয়ে সবাইকে জিম্মি করে এবং নিজের রেকর্ড করা একটি সিডি প্লে করে।যেখানে সে বর্তমান সরকারের সব দুর্নীতি ফাস করে এবং বলে আজ থেকে ১বছর পর আজকের এই দিনে দেশের সব জনগণ কে পার্লামেন্ট হাউজের সামনে হাজির হতে।সে পার্লামেন্ট ভবন উড়িয়ে দেবে।

Screenshot_2022-09-30-16-36-18-165_org.videolan.vlc.jpg

এর মাঝেই সেখানে পুলিশ চলে আসে কিন্তু ভি সবাইকে ফাকি দিয়ে সেখান থেকে বেড়িয়ে আসে।কিন্তু যখন সে গেটে তখন একজন তরুণ পুলিশ অফিসার তাকে গ্রেফতার করতে নেয়।কিন্তু ইভি পেছন থেকে তাকে আঘাত করে অজ্ঞান করে,আবার অফিসার পড়ে যাওয়ার সময় তার হাতের আঘাতে ইভি অজ্ঞান হয়ে যায়।এবং ভি বেরিয়ে যাওয়ার সময় ইভিকেও সাথে করে নিয়ে যায়।

Screenshot_2022-09-30-16-40-10-788_org.videolan.vlc.jpg

এরপরের দৃশ্যে আমরা আবার সেই মিটিংরুম দেখতে পাই।যেখানে হাইচ্যান্সেলর সবাইকে বকাবকি করছে।আর আবার মিডিয়ায় ভুয়া সংবাদ ছড়াতে বলছেন।এবার মিডিয়ায় ছড়ানো হয় যে ভি একজন জঙ্গি আর পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সে মারা গেছে।আর ভয়েস অফ লন্ডন সেই খবর প্রচার করে আর ভি কে আরো গালমন্দ করছে।

এরপর এর দৃশ্যে আমরা দেখি ভয়েস অফ লন্ডন নিজের বাড়িতে গোসল করেছে এবং ভি কে দেওয়া তার নিজের বক্তব্যই আবার রিপিট করছে।তখনই সেখানে ভি চলে আসে।এবং ভি ভয়েস অফ লন্ডন কে কমান্ডার বলে এবং বলে তোমার শাস্তি দিতেই আমি ফিরে এসেছি।এই বলে তাকে হত্যা করে এবং তার লাশের পাশে একটি লাল গোলাপ রেখে যায়।

Screenshot_2022-09-30-16-44-00-046_org.videolan.vlc.jpg

এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ইভি একটি পুরোনো ঘরে জেগে উঠেছে ঘরটি সম্পূর্ণ বই দ্বারা ভরা।এরপর ইভি সেখান থেকে পরের ঘরে যায়।গিয়ে দেখে ভি রান্না করছে।আর ভি এর দুই হাত একদম পোড়া।তখন ইভি কিভাবে পুড়েছে জিজ্ঞেস করলে ভি বলে,পুরোনো একটি দুর্ঘটনায় তার সারা শরীর পুড়েযায়।এরপর খেতে খেতে ভি কে ইভি জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই পার্লামেন্ট বিল্ডিং উড়িয়ে দেবে?

তখন ভি বলে পার্লামেন্ট বিল্ডিং একটি প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই আমি দেশের সব জনগণ কে জাগ্রত করব।সবাই একত্রিত হলেই দেশের জনগণ আবার সব অধিকার ফিরে পাবে।তখন ইভি বলে আমিও তোমাকে সাহায্য করতে চাই।তখন ভি বলে তুমি আমাকে সাহায্য করতে পার।তবে সে জন্য তোমাকে অভিনয় করতে হবে।

পরিশেষেঃ

যেহেতু রিভিউটি এখনো প্রায় অর্ধেক বাকি আর ইতোমধ্যে অনেক বড় হয়েগেছে তাই বাকি অংশ পরের পোস্টে শেয়ার করব।এত বড় রিভিউ পড়ার জন্য ধন্যবাদ।

ট্রেইলার

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

সুন্দর একটা মুভির রিভিউ পোস্ট করছেন। তবে এই ধরনের মুভি কম দেখা হয়।তবে অনেক সুন্দর করে রিভিউ দেওয়া মুভিটি দেখা আগ্রহ হল।ধন্যবাদ দাদা মুভিটি রিভিউ দেয়ার জন্য।

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

image.png

অনেক সুন্দর একটি মুভির রিভিউ পোস্ট করেছেন।আসলে মুভিও এখন দেখি না বলেই চলে। তবে আপনার পোস্ট পড়ে ভি ফর ভেনডেট্টা মুভিটি দেখার ইচ্ছে জাগল।যাইহোক অবশেষে ইতি ভিকে সাহায্য করতে চাইল,এটাই অনেক। আপনাকে অনেক ধন্যবাদ রিভিউ দেওয়ার জন্য

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।গল্প এখনো বাকি আছে।আশা করি পরের পর্ব পড়বেন।