ছোট ভাই জিজ্ঞেস করিল,ভ্রাতাশ্রী কখন বুঝিব একটা সম্পর্কের ইতি হইতে চলিয়াছে? প্রশ্নটা অনেকটা কাকের কাছে বেল এর স্বাদ জানতে চাহিবার মত। তাই বলিলাম,"ওহে ভ্রাতা,তোমার জ্যেষ্ঠ ভ্রাতার এ বিষয়ে অভিজ্ঞতা একদম শূণ্য। অন্যকাহারো থেকে শ্রবণ করো।কিন্তু ভ্রাতা নাছোড় বান্দা,তার জানিতেই হইবে।তাই আমার মিত্র ও গুরুদেবদের থেকে প্রাপ্ত জ্ঞান তাকে দেবার মনস্থির করিলাম।
বলিলাম"শুনহ বালক,ইহা ঘোর কলিকাল।সম্পর্ক এখানে ভাঙ্গাগড়া অতি সক্রিয়া পরমাণুর বন্ধণ গঠণ বা ভাঙ্গা অপেক্ষাও সহজ।তার থেকেও সহজ একসাথে দুই তিন প্রকারের মৌলের সাথে বন্ধন গঠণ করা। তবে একদম শক্ত বন্ধন বিশিষ্ট যৌগ যে খুজিয়া পাওয়া যায়না বিষয়টা তেমন নহে।ইহারা দুর্লভ কিন্তু,অবাস্তব নহে।
তাই এখন আলোচনা করিব ইহাদের বন্ধন কিভাবে ভাজ্ঞে।সব সম্পর্কই সাধারণত ভাঙ্গে তৃতীয় কাহারো আগমনে।এই তৃতীয় পক্ষ তোমা অপেক্ষা বেশি সক্রিয়,তাই তোমার তুলনায় তার আকর্ষণ যখন বেশি হয়,তোমার সাথে বন্ধণ গঠণকারী মৌল তার ইলেকট্রন (মন) সহিত সেদিকে ধাবমান হয়।এখন কিভাবে বুঝিবে নতুন সক্রিয় মৌলের আগমণ ঘটিয়াছে? যদিও আমার ব্যবহারিক অভিজ্ঞতা নাই,তবুও পর্যবেক্ষণ করত: কিছু লক্ষণ জানিতে পারিয়াছি উহা শ্রবণ করো।
প্রথম লক্ষণ তোমাকে এড়িয়ে চলিবে,আগে যেখানে মূত্র বিসর্জন দিতে গেলেও তোমাকে জানানো হইত,এক্ষণে তোমাকে সম্পূর্ণ এড়িয়ে চলা হবে।তুমি হেতু জিজ্ঞেস করিলে বলিবে,আমি তো চেষ্টা করতেছিই।তুমি আমা হইতে বেটার ডিজার্ভ করো।আমি খারাপ,আমার থেকে দুরে থাকো ইত্যাদি ইত্যাদি। সেই সাথে যোগ হবে প্রচন্ড ব্যস্ততা। পরের ধাপে আসিবে অভিভাবক কর্তৃক মানিয়া লইতেছে না,আমি বাবা মায়ের অমতে কিছু করিতে পারিব না।
তাই ভ্রাতা কখনো যদি তোমার বন্ধন মৌলের মাঝে উক্ত লক্ষণ গুলি খুজিয়া পাও তাহলে বুঝিবে তোমার কপাল পুড়িয়াছে।নতুন সক্রিয় মৌলের আগমণ ঘটিয়াছে।এখন তোমার মানে মানে কেটে পড়া দরকার। আর হ্যা জ্যেষ্ঠ ভ্রাতার কিছু উপদেশ শ্রবণ করো,যখনই উপরোক্ত লক্ষণ দেখা দিবে,তখনই প্রণিপাত জানিয়ে বিদায় লইবে।কষ্ট হবে বিলক্ষণ কিন্তু মান সম্মান বজায় থাকিবে।কখনো তাহার কাছে প্রেম ভিক্ষা চাইবে না।কারন সে আর তোমার নাই,তাই এসব বৃথা।যাও এতটুকু শুনিয়া ধন্য হও।
এই শুনিয়া ভ্রাতা প্রণিপাত করিয়া ছলছল চক্ষু লহিয়া বাহির হইয়া গেল।কে জানে আমার কোন কথায় তাহার কষ্টের উদ্রেক হইল? যা হউক ভগবান উহার মঙ্গল করুন,ওর বন্ধনের ইলেকট্রণ অটুট থাকুক।সকলে আমার প্রণাম লইবেন।
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
twitter link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit