হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভাল আছি। পোস্টে ভিন্নতা আনা অনেক প্রয়োজন।আর সেজন্য আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম অসাধারণ একটি মুভি রিভিউ।
স্ক্রিনশট ফ্রম উইকিপিডিয়া
আজ যে মুভিটির রিভিউ দেব সেটির নাম কান্তারা।কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি একের পর এক দারুন মুভি উপহার দিয়ে যাচ্ছে।এই মুভিটির কথা আমি ইউটিউব থেকে জানতে পারি। গতকাল ছুটির দিন তাই ভাবলাম মুভিটি দেখেই নেওয়া যাক।
মুভির নাম | কান্তারা-দ্যা লেজেন্ড |
---|---|
মুভি ইন্ডাস্ট্রি | কন্নড় |
পরিচালক | ঋষভ শেঠি |
অভিনয়ে | ঋষভ শেঠি,অচ্যুত কুমার,প্রমোদ শেঠি,সপ্তমী গৌড়া |
মুক্তির তারিখ | ৩০/৯/২০২২ |
ইন্টারভালের পরের অংশঃ
এরপর অফিসার সবাইকে নিয়ে শিবাদের গ্রামে যায়। গিয়ে সবাইকে বুঝাতে থাকে।কিন্তু গ্রামের লোকজন না বুঝে মারামারি শুরু করে।আর অফিসার যার হাতে থেকে পটকার ব্যাগ নিয়েছিল সেই লোক এখানে এসে অফিসারের সাথে আবার তর্ক করে।এবং অফিসার তাকে চড় মারে৷ তখন শিবা সেখানে চলে আসে এবং পুলশের লোকদের সাথে মারামারি করতে থাকে।কিন্তু পুলিশের লোক সংখ্যা বেশি হওয়ায় শিবা তাদের সাথে জিততে পারে না।তখন পুলিশ অফিসার শিবার কানের পাশ দিয়ে একটি গুলি করে এবং সেই গুলির আঘাতে শিবার কান থেকে রক্ত বের হওয়া শুরু হয়। তখন পুলিশ অফিসার বলে যে গুলিটা মিস হয়নি আমি ইচ্ছে করেই নিশানা তোমার কানে লাগিয়েছি এরপর যদি তুমি আবার ঝামেলা করো তাইলে তোমার মাথায় গুলি করবো।
এরপর শিবা কে বেঁধে রাখা হয় এবং গ্রামের সীমানা নির্ধারণের কাজ চলতে থাকে। কিন্তু এতে লীলা কোনো বাধা না দেওয়া গ্রামের লোকজন ক্ষেপে যায় কারণ সে গ্রামের মেয়ে কিন্তু গ্রামের রক্ষায় কোন কাজই করতে পারছিল না। আবার অফিসার ও তার উপর রেগে যায় কারণ সে তার এলাকার লোকজন কে বুঝাতে পারছিল না। অফিসার বলে এজন্যই আমি সুপারিশ নিয়ে চাকরিতে আসা লোকজন কে পছন্দ করিনা।
এরপর শিবা জমিদারের কাছে যায় এবং বলে যে আপনি কি অফিসারকে এখান থেকে বদলি করাতে পারবেন না। কিন্তু জমিদার বলে যে,না এটা এত সহজ নয়। কিন্তু যদি এমন হয় যে অফিসার তার দায়িত্ব অবহেলা করছে এটা দেখাতে পারি তখন অফিসার কে কে বদলি করা সম্ভব হবে। তখন শিবা বলে আচ্ছা আমরা তো এটা বলতেই পারি যে অফিসার তার দায়িত্ব অবহেলা করছে আর সেটা দেখানোর জন্য বনের গাছপালা কাটা শুরু করতে পারি।
তখন শিবা অফিসার তার দায়িত্ব পালন করছে না এটা দেখানোর জন্য বনের গাছপালা কাটা এবং পশুপাখি শিকার শুরু করে।এবং অফিসারের উপর চাপ আশায় সে বনে পেট্রোল ডিউটি বাড়িয়ে দেয় এবং শিবার সাথে পুলিশদের এর ইদুর বিড়াল খেলা শুরু হয়
এদিকে জমিদার একটি উকিল ভাড়া করে আনেন। যে গ্রামবাসীদের বলে যে তোমাদের জমি রক্ষার জন্য আমি সব করব। তোমরা তোমাদের জমির কাগজপত্র আমাকে দাও আমি সেগুলো ঠিক করে নিয়ে কোর্টে তোমাদের হয়ে লড়াই করবো। তোমরা তোমাদের জমি আবার ফিরে পাবে। এই বলে সে তাদের থেকে সব জমির কাগজপত্র নেয় এবং নতুন কাগজে গ্রামবাসীর আঙ্গুলের ছাপ নেয়।।
এদিকে একদিন শিবা তার বন্ধুদের নিয়ে একটি বড় গাছ কাটছিল জঙ্গলে। তখনই সেদিকে অফিসার একটি জীপ নিয়ে চলে আসে এবং শিবা ও তার বন্ধুরা লুকিয়ে পড়ে কিন্তু তারা যে গাছটি কাটছিল সে গাছটি জীপের উপর ভেঙ্গে পড়ে।এতে অফিসার এবং তার সাথে পুলিশরা আহত হয় কিন্তু। শিবা ভাবে যে গাড়ি সবাই মারা গেছে সেজন্য তারা সবাই পালিয়ে যায় বাড়ি থেকে।
এবং জঙ্গলে গিয়ে বসবাস করা শুরু করে। একদিন তারা ঘুম থেকে উঠে শোনে নুপুরের শব্দ এবং তারা ভয় পেয়ে যায় তারপর তারা দেখে লীলা তাদের জন্য খাবার নিয়ে এসেছে। এবং সে তাদেরকে বুঝাতে থাকে যে তোমরা খুব অন্যায় করেছো কিন্তু কিছুদিন লুকিয়ে থাকো কারণ এখন তোমরা যদি ধরা পড়ো তাহলে যে অন্যায় তোমরা করো নি তার শাস্তিও পাবে।
কিন্তু এভাবে লুকিয়ে থাকতে থাকতে তারা একসময় বিরক্ত হয়ে যায় এবং তারা বাড়িতে ফিরে যায়। কিন্তু বাড়ি ফিরে গিয়ে দেখে গ্রাম পুলিশের ভরে গিয়েছে। তারা লুকিয়ে লুকিয়ে তাদের নিজেদের বাড়িতে যায় কিন্তু তারা কোনো না কোনোভাবে পুলিশের হাতে ধরা পড়ে।
এরপর তাদের জেলে নিয়ে যাওয়া হয় জেলে গিয়ে পালানোর প্ল্যান করে কিন্তু কোনভাবে পালাতে পারে না।
একের পর এক দিন জেলে শিবার মা একটি জিপের শব্দ শুনে ভাবে যে পুলিশ শিবা কে ছেড়ে দিয়েছে। কিন্তু বের হয়ে দেখে যে তার ছোট ছেলে গুরবা কে, কারা যেন খুন করে মন্দিরের সামনে ফেলে রেখে গেছে।
এর পরের দিন গ্রামবাসী গুরবার আর শেষকৃত্যের আয়োজন করে আর সেখানে জমিদার এসে হাজির হয়। সে তাদেরকে বলে যে গুরবা কে যারা খুন করেছে তারা কখনোই পালাতে পারবে না।তিনি নিজে উনাদের শাস্তি দেবেন।
গুরবা যেদিন খুন হয় সেদিন শিবা স্বপ্নে দেখেন যে একজন নর্তকের বেশে এসে তার জেলের দরজার সামনে কান্না করছে।শিবা এটি দেখে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে জেগে ওঠে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করে এবং বলে যে তুমি চিকিৎসা কেন করছ না।
এর কয়েকদিন পর শিবার মা এবং লীলা জেলে এসে তাকে জানায় যে গুরবা মারা গেছে।এরপর আমরা জমিদাররা আসল চেহারা দেখতে পারি। সে যে উকিল এনেছিল সে উকিল আসলে গ্রামবাসীর থেকে ছলনার মাধ্যমে তাদের জমি জমিদার এর নামে লিখে নিচ্ছিল।
এটা জানতে পেরে পুলিশ অফিসার রেগে যায় এবং বলে যে গ্রামবাসীর সাথে অন্যায় সে হতে দেবেনা সেবনের সম্পত্তিকে রিজার্ভ বন বানাবে।যাতে গ্রামবাসীরা পরে আবেদন করে পুনর্বাসিত হতে পারে।এখানে আমরা বুঝতে পারি অফিসার আসলে ভাল মানুষ।কিন্তু সে যখন এই প্ল্যান করছিল তখন একজন তার সাথে বেইমানি করে। এবং সে টেলিফোনের মাধ্যমে জমিদারকে সব প্লান আগে থেকে জানিয়ে দেয় তখন জমিদার বলে এখন শিবাকে জেল থেকে বের করতে হবে। এই বলে সে জেল থেকে বের করে এবং তার বাড়িতে বিশাল খাওয়া-দাওয়ার আয়োজন করে এবং খাওয়া-দাওয়ার পরে শিবাকে সে প্রচুর মদ খাওয়া। এবং তারপর সে শিবার ব্রেন ওয়াশ করে বলে যে আসলে পুলিশ অফিসারই মেরে ফেলেছে গুরবা কে।
এরপর শিবা রেগে যায় এবং সে তরোয়াল নিয়ে বেরিয়ে পড়ে পুলিশ অফিসারকে হত্যার জন্য এবং তার পিছে দিবাকর আর জমিদার এর ডানহাত লুকিয়ে লুকিয়ে যেতে থাকে।
এরপর শিবা একটি কামার এর দোকানে যায় তরবারি ধার করতে। তখন কামার নেশার ঘোরে বলে দেয় যে গুরবা যেদিন মারা যায় সেদিন সে গুরবা কে জমিদার এর জিপে চড়ে যেতে দেখেছিল।তারপর জমিদার যখন মন্দিরে যায় তখন তার সাথে গুরবা ছিল না।কিন্তু জমিদার মন্দির থেকে যাবার পরে সেখানে গুরবার লাশ পাওয়া যায়। আমি একথা কাউকে বলি নি।শুধু তোমাকে বলার জন্য অপেক্ষা করছিলাম।তখন শিবা সব বুঝতে পারে।আর কামার এর এই কথা গুলো জমিদার এর ডান হাত ও দিবাকর শুনতে পায়।এবং ডান হাত শিবার ওপর আক্রমন করতে চায়।কিন্তু দিবাকর নিষেধ করে।
কিন্তু জমিদার এর ডান হাত তারপরেও আক্রমণ করে।এবং এখানে আরেকটি জমজমাট ফাইট সিন দেখতে পাই।মারামারির এক পর্যায়ে জমিদার এর ডান হাতের মুখের গামছা শিবা খুলে ফেলে।ফলে সবাই পালিয়ে যায়।এবং জমিদার কে গিয়ে সব কথা জানায়।এরপর শিবাও জমিদার বাড়ি যায় এবং জমিদার কে হুমকি দেয়,আর বলে তার সময় শেষ।
এরপর শিবা তার বাড়ির দিকে যেতে থাকে। তখনই আবার সেই শুকরের সাথে তার দেখা হয়।কিন্তু এবার স্বপ্নে না।বাস্তবে।এবার শিবা শুকর টির দিকে এগিয়ে যায়।এবং শুকরটি পিছিয়ে যায়।একসময় শুকর টি বনে দৌড় দিলে শিবাও তার পিছে দৌড় দেয়।এবং সেখানে হাজির হয়,যেখান থেকে তার বাবা হারিয়ে গিয়েছিল।এবং দেখে সেখানে এখনো গোল হয়ে আগুনের ফুলকি জ্বলছে চারদিক থেকে।তখন দৈব বানী হয়।এবং শিবাকে কিছু বলা হয়।
এরপরের দৃশ্য দেখা যায় শিবা দের বাড়িতে পুলিশ অফিসার এসেছে।সে গ্রামবাসী কে বুঝাচ্ছে যদি বন কে রিজার্ভ ফরেস্ট বানানো যায় তখন জমিদার আর এই জমি পাবে না।কিন্তু আপনারা আদালত এর মাধ্যমে পুনর্বাসিত হতে পারবেন।এর মাঝে শিবা সেখানে চলে আসে।তখন গ্রামবাসী তাকে বলে জমিদার তাদের জমি কেড়ে নিয়েছে,তুমি তো তার কাজ করো।তাকে বলে জমি ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করো।তখন শিবা বলে শুধু জমি না,গুরবা কেও জমিদার আমাদের থেকে কেড়ে নিয়েছে।
এরপর সে পুলিশ অফিসারের কাছে গিয়ে বলে আপনার সাথে এতদিন আমি না বুঝেই খারাপ আচরণ করেছি,আপনি আমাকে ক্ষমা করে দিন।আর আমার কিছু হয়ে গেলে আপনি আমার গ্রাম বাসী কে দেখে রাখবেন।তখনই জমিদার দার দলবল ও অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হয়।এবং গ্রামবাসীদের উপর আক্রমণ চালায়।পুলিশ আর গ্রামবাসী মিলে জমিদার এর লোকদের সাথে লড়াই করতে থাকে।এবং এক পর্যায়ে শিবার প্রিয় বন্ধু মারা গেলে শিবা জমিদার কে আক্রমণ করে। কিন্ত জমিদার দূর থেকে বন্দুক দিয়ে গুলি করছিল।
শিবা তার দিকে এগোতেই শিবার পিছে হঠাৎ করে একজন চলে আসে।তখন জমিদার এর চামচা দিবাকর শিবা কে বাচায় ফলে জমিদার দিবাকর কে গুলি করে।এরপর শিবা যখন জমিদার এর কাছে চলে আসে তখন তার ডান হাত শিবাকে আটকায়।এবং মারামারির এক পর্যায়ে শিবা কে গলা টিপে মেরে ফেলে।তখন জমিদার গ্রাম বাসীদের বলে,আর লড়াই করে কি হবে শিবা মারা গেছে।তোমরা হয় এই জায়গা ছেড়ে চলে যাও,অথবা আমার হাতে মারা যাও।
এরপর আমরা দেখি নর্তক এর পোষাক পরা একজন শিবার মাথার কাছে মুখ নিয়ে চিৎকার দেয়।তখনই এক চিৎকার দিয়ে শিবা জেগে ওঠে। আর বলে আমি গুলিগা।আমি পাঞ্চুরলির সাথে থাকি।তুমি পাঞ্চুরলি কে দেওয়া তোমার পূর্ব পুরুষের কথা অমান্য করেছ।তুমি দানের জমি কেড়ে নিয়েছ।এই পাপের জন্য পাঞ্চুরলি তোমাকে ক্ষমা করে দিলেও আমি দেইনি।আজ তোমাকে মরতে হবে।এই বলে সে পাগলের মত আচরণ করে আর মারামারি করতে থাকে।এখানে শিবার অভিনয় দেখলে গায়ে কাটা দেবে।এরপর শিবা একে একে জমিদার এর ডানহাত ও জমিদার কে মেরে ফেলে।
এরপর আমরা দেখতে পাই গ্রামবাসী আবার ভূতা কোলা তে একত্রিত হয়েছে।এবার শিবা হয়েছে নর্তক।আমরা শিবার মা,পুলিশ অফিসার আর লীলা কেও দেখতে পাই।লীলা কে আমরা গর্ভবতী দেখি।এরপর শিবা নাচতে শুরু করে এবং একপর্যায়ে পুলিশ অফিসার কে ডেকে নিয়ে গ্রামবাসী কে তার হাতে তুলে দিয়ে ইশারায় বুঝায় এদের দেখা শুনা করতে।তখনই শিবা বনের মাঝে থেকে একটি ডাক শুনতে পায়।এবং তার বাবার মতই সে জঙ্গলে দৌড়ে যায়।সেখানে গিয়ে সে তার বাবার দেখা পায়।এবং দুজনেই অদৃশ্য হয়ে যায়।
এরপর আমরা দেখতে পাই পুরো মুভিটিই ছিল ফ্ল্যাশ ব্যাকে। শিবার ছেলেকে শিবার ব্যাপারে একজন লোক গল্প শুনাচ্ছে।এটি সেই লোকটি, অফিসার যার থেকে পটকা কেড়ে নিয়েছিল।মুভি এখানেই শেষ হয়।
আমার মতামতঃ
অনেক দিন পর একটি অসাধারণ মুভি দেখলাম।মুভির কাহিনী টি মনে গেথে যাবে আপনার। হাইফাই অভিনেতা,গ্রাফিক্স হয়ত নেই।কিন্তু শুধু গল্প আর অভিনয়ের জোরেই মুভিটি অসাধারণ হয়ে উঠেছে।আমি মুভিটি দেখতে সাজেস্ট করব।আর রেটিং দেব ১০ এ ১০।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit