ফুলের র‍্যান্ডম ফটোগ্রাফি||ফনোগ্রাফি

in hive-129948 •  2 years ago 

হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি ভাল আছেন সবাই।আমার মনের অনুভূতি হল,দীর্ঘদিন স্কুল বন্ধথাকার পর কোন বাচ্চাকে যদি বলা হয় কাল থেকে স্কুল খোলা তবে সেই বাচ্চার যে অনুভূতি হবে,আমার অনুভূতিও ঠিক একই।

যাই হোক পুজা গেল,পুজার ছুটিকে পুশ করে শুক্রবার পর্যন্ত টিউশন অফ রেখেছিলাম।কিন্তু আজ যেতেই হল।সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল।মন টানতেছিল না।কিন্তু তারপরেও গেলাম।পড়ানো শেষে বের হতেই স্টুডেন্ট এর বাগানে দেখলাম খুব সুন্দর কিছু ফুল ফুটে রয়েছে।ফুল গুলো দেখে লোভ সামলাতে পারলাম না।

ফটোগ্রাফ-১

IMG_20220903_092643.jpg

ফটোগ্রাফ-২

IMG_20220903_092637.jpg

এই ফুলগুলো কে বলা হয় গোলাপী ঘাস ফুল।এগুলো বর্ষাকালে ফোটে।নাম থেকে বোঝাই যাচ্ছে এরা সাধারণত গোলাপী রংয়ের হয়।তবে এর একটি বিশেষধরনের প্রজাতি আছে যা সাদা রংয়ের।

ফটোগ্রাফ-৩

IMG_20220903_092732.jpg

এই ফুলটি খুব পরিচিত একটি ফুল।যদিও অনেকে এটিকে শুধু ঘাসফুল নামে চেনে।কিন্তু এর খুব সুন্দর একটি নাম রয়েছে,যা অনেকেই জানেনা।এই ফুলটির নাম পর্তুলিকা।আবার ইংরেজী নাম টাও দারুন মস রোজ

ফটোগ্রাফ-৪

IMG_20220903_092745.jpg

ফটোগ্রাফ-৫

IMG_20220903_092741.jpg
আশা করি এই ফুলগুলো কারো অপরিচিত নয়।এগুলোর নাম যে নয়নতারা তা আশা করি কাউকে নতুন করে বলে দিতে হবে না।নয়নতার ফুলের রঙ টা আমার ভীষণ প্রিয়।তবে নয়নতারা গাছের কিন্তু কিছু ভেষজ উপকারিতা আছে।এই গাছের রস অনেক তেতো তাই কৃমি হলে অনেকে এর পাতার রস খেয়ে থাকে,আবার এর রসে ক্ষার থাকে তাই মৌমাছি বা এই জাতীয় কিছু কামড়ালে এর রস লাগালে উপকার পাওয়া যায়।

ফটোগ্রাফ-৬

IMG_20220903_092759.jpg
এটাও আমাদের একটি অতিপরিচিত গাছের ফুল।এটি তুলসী গাছের ফুল।এটাকে সাধারণত মঞ্জুরি বলা হয় আমাদের আঞ্চলিক ভাষা তে।এটা শুকিয়ে আশেপাশে ছড়িয়ে পড়ে।তখন সেখান থেকে নতুন গাছ হয়।

ফটোগ্রাফ-৭

IMG_20220827_124828.jpg
এগুলো হল রঙ্গন।আমরা সচরাচর লাল রংয়ের রঙ্গন দেখে থাকি।তবে এটি ছিল গোলাপী রংয়ের।রঙ্গনফুল যখন থোকায় থোকায় ফুটে থাকে দেখতে বেশ লাগে।আমি যে গাছটি ফটো তুলেছিলাম গাছটি অনেক ছোট।গাছে পাতার থেকে ফুলের পরিমানই বেশি ছিল।

ফটোগ্রাফারবৃত্ত
ডিভাইসPoco X2
লোকেশনঝিলপাড়া,গোবিন্দগঞ্জ

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ছুটি কাটিয়ে টিউশনিতে গিয়েছেন দারুন লাগলো শুনে।ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল উপস্থপনাও অনেক দারুন হয়েছে শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যেও শুভ কামনা রইল।

image.png

ভাই টিউশন মাঝে মাঝে মনের ইচ্ছার বিরুদ্ধে করাতে হয় কিছু করার নাই, যাইহোক আপনার ফটোগ্রাফি পোস্ট দেখে বেশ ভাল লাগল, বিশেষ করে আমার কাছে রঙ্গন ফুলের ফটোগ্রাফিটা বেশ ভালো লেগেছে।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

আপনার র‍্যান্ডম ফুলের ফটোগ্রাফিগুলো দেখতে খুব সুন্দর লাগছে।যদিও স্টুডেন্ট এর বাড়ির বাগান থেকে ফুলের ফটোগ্রাফিগুলো তোলা।নয়নতারা ফুল ও গাছ শুধু ক্রিমি নয় বিভিন্ন রোগের জন্যও খুব উপকারী,যেমন- মেধাবৃদ্ধিতে,বোলতা প্রভৃতির হুলের জ্বালায়/কীট দংশনে দ্রুত উপশম পেতে নয়নতারা ফুল বা পাতার রস ব্যবহারের প্রচলন লক্ষ্য করা যায়।সর্দি, কাশি, ঠাণ্ডা লাগা ইত্যাদি নানা সমস্যায় তুলসী ব্যবহৃত হয়ে আসছে। ঠাণ্ডা ও সর্দিজনিত যেকোনো সমস্যায় তুলসী রস ও মধু একত্রে খেলে ভালো ফল পাওয়া যায়।অবশ্য এই দুটো ফুল ও গাছের উপকারিতা একটু জানি তাই লিখলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর ও চমৎকার র‍্যান্ডম ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

কোন একটা কাজে গ্যাপ পড়ে গেলে সেই কাজটা শুরু করতে একটু আলসেমি লাগে। তারপরও আপনি আলসেমিকে ঝেড়ে ফেলে দিয়ে ঠিক কি টিউশনিতে গিয়েছেন দেখে ভালো লাগলো। আর পর্তুলিকা ফুলকে আমরা ছোটবেলায় ঘাসফুল নামেই চিনতাম। এখন না হয় এর নাম জেনেছি পর্তুলিকা । সবগুলো ফুলের ফটো খুব সুন্দর হয়েছে । রঙ্গন ফুলগুলো বেশি ভালো লেগেছে।

মানুষের জীবনের ব্যস্ত সময় পার করা হয়ে থাকে কর্মের মাধ্যমে। লেখাপড়ার পাশাপাশি টিউশনি করানো যেটা নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা দুটোই বাড়িয়ে তোলে। স্টুডেন্টদের ফুলের বাগানের দারুন ফটোগ্রাফি করেছেন প্রত্যেকটা ফুল দেখতে খুবই সুন্দর।

উপরের ফুলটাকে রেইন লিলি বলা হয়ে থাকে।আর পর্তুলিকা ফুলের কালারটা বেশ সুন্দর। তাছাড়া তুলসী গাছের মন্জুরী কে না চেনে,সবাই মোটামুটি চিনে।আর রঙ্গনের লাল কালারটা বেশ সুন্দর। ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ আপু।

হায় হায় বলেন কি, স্টুডেন্টের বাড়ির বাগান থেকে ফটো তুলে পোস্ট করতে হচ্ছে। তবে প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল।

নয়নতারা গাছের উপকারিতা সম্পর্কে আমার আগে জানা ছিল না। বেশ ভালো লাগলো এবং অনেকটা উপকার হলো। যদিও আমার কৃমিতে বিশেষ কোনো ক্ষতি করেনা। তার আগেই ওষুধ খেয়ে নেই।

হুম,,স্টুডেন্টের বাড়িও বাদ রাখলো না🤪🤪

প্রতিভা আর চুলকানি লুকিয়ে রাখা যায় না। যে করেই হোক সামনে বেরিয়ে আসবেই। আমাদের শ্যামসুন্দর ভাইয়ের প্রতিভা অনেক। সামান্য জায়গা থেকেও সুন্দর কনটেন্ট তৈরি করতে পারে। 😁😁

কি সাংঘাতিক, প্রতিভার সাথে চুলকানি🤪🤪।আপনি পারেন বটে।হা হা

অনেক দিন ছুটি থাকার পর আবার কোনো কিছু নতুন করে শুরু করতে আলসেমি লাগে।আপনি আপনার স্টুডেন্ট এর বাগান থেকে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ।আপনি যাকে গোলাপী ঘাস ফুল বলছেন আমরা এটিকে পেঁয়াজ ফুল বলি।রঙ্গন ফুলগুলো ও বেশ আকর্ষণীয় লাগছে দেখতে, ধন্যবাদ আপনাকে।

নতুন আরেকটি নাম জানলাম "পেয়াঁজ ফুল"। ধন্যবাদ দিদি।

আপমার তৈরি ফটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে রঙ্গন ফুলের ছবিটি আমার কাছে বেশ ভাল লেগেছে। ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু,সুন্দর মন্তব্যের জন্য।

ফুলের ফটোগ্রাফি গুলো বরাবরই ভালো লাগে। আর ফুল বালো ভালোবাসা না এরকম মানুষ আছে ও বলে মনে হয় না। ফুল ভালোবাসার প্রতীক এবং সম্মানীয় মর্যাদার একটি প্রতিচ্ছবি। আমাদের মাঝে এত সুন্দর একটা ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া,সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

নয়ন তারা ফুলের রঙ আমারও খুবই প্রিয়। রঙ্গন ফুল আমার অনেক পছন্দের। কিন্তু আমি আগে কখনো গোলাপি রঙ্গন দেখিনি। আমাদের বাসায় লাল রঙ্গন ফুল আছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্যের জন্য।আপনার জন্যও শুভ কামনা রইল।

আসলে ঠিক বলেছেন ঈদের মধ্যে বাড়িতে গেলে ছুটি শেষ হয়ে গেলেও একদম আসতে মন চায় না।মন চায় আরো কিছুদিন থেকে যায়। কিন্তু চাকরি তো, সব কষ্ট কে ফেলিয়ে দিয়ে পেটের দায়ে চলে আসতে হয়। আপনি সব আলসেমি কে ঝেড়ে ফেলে দিয়ে আবারো টিউশনি তে গেছেন। সেটা দেখে খুবই ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি আমার কাছ এমনিতেই অনেক ভালো লাগে।পর্তুলিকা ফুল কে তো আমি ছোট বেলা থেকেই ঘাস ফুল বলে চিনে থাকি।রঙন ফুলের ফটোগ্রাফি টা চমৎকার লাগছে। সবমিলিয়ে সবগুলো ছবি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনার মন্তব্য অনেক উৎসাহিত করল ভাই।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। আমার কাছে প্রথম ফটোগ্রাফি টি অর্থাৎ গোলাপি ঘাসফুল টি বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ যোগানোর জন্য ধন্যবাদ।

ভাইয়া আপনার ফটোগ্রাফি সবগুলো বেশ চমৎকার হয়েছে। অনেক ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য। 😊

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।অনেক শুভ কামনা রইল আপনার জন্যও।