ছোট বেলায় আমরা সবাই ছোট তে একটি ভাব-সম্প্রসারন পড়েছি "মানুষের জীবন যেন পদ্ম পত্রে নীর"। অনেকেই শুধুমাত্র পরীক্ষা পাশ করার জন্য মুখস্ত করেছি,আবার অনেকে কথাটির নিগূঢ় অর্থ বুঝতে পেরেছি।আসলেই আমাদের মানুষের জীবনের কোন গ্যারান্টি নেই।।দুই মিনিট পর কি হবে আমরা জানিনা।
জন্ম যখন নিয়েছি তখন একদিন না একদিন আমাদের মারা যেতেই হবে।কিন্তু এই মারা যাওয়ারও একটা সময় আছে,সেই সময়ের আগে যদি কেউ যায় তবে তাকে নেহাৎ দুর্ঘটনাই বলা চলে। আমাদের জীবনে হরহামেশাই নানা রকম দুর্ঘটনা ঘটেই চলেছে।এইতো গতকালই টিভিতে দেখলাম রেললাইনের উপর হঠাৎ আটকে পড়ে একটি পুলিশের গাড়ি,তাতেই ট্রেনের সাথে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
যাই হোক আমি আজ যে দুর্ঘটনা প্রত্যক্ষ করেছি তা সৃষ্টিকর্তার ইচ্ছায় অতটা মারাত্মক হয়নি,তবে হতে পারত।আচ্ছা হেয়ালি না করে আসল বর্ণনায় আসি। আজ দুপুর বেলা আমি গিয়েছিলাম বিকাশ থেকে ক্যাশ আউট করতে। ক্যাশ আউট করে ফেরার সময় কাকার দোকানের সামনে দিয়ে আসছি,তখন কাকা ডেকে বলল ঠাকুমার জন্য মিষ্টি
কিনে নিয়ে যেতে। আমি কাকার থেকে মিষ্টি কেনার টাকা নিয়ে মিষ্টি কিনে ফিরে আসছিলাম।
হঠাৎ চিৎকারে পাশে তাকাই।তখন দেখতে পাই,একটা রিকশা উলটে যাচ্ছে আরেকটা রিকশা আটকে আছে।গাড়ি গুলো হার্ড ব্রেক করছে।উলটে যাইতে নেওয়া রিক্সাটি থেকে একটি মেয়ে পড়ে গেল,আর রিক্সাটি সেই মেয়ের গায়ের উপরেই পড়তে নিয়েছিল। আমি মিষ্টি ফেলে রিক্সাটা যাতে উলটে না যায় সেজন্য দুইহাত দিয়ে উপরের দিকে ঠেলা দিয়ে সোজা করে দিলাম,ততক্ষণে আরেকজন এসে মেয়েটিকে সেখানে থেকে পাশে সরিয়ে নিয়ে গেল।
ততক্ষণে মেয়েটির বান্ধবী মেয়েটিকে পাশে নিয়ে গিয়ে তার ময়লা ঝেড়ে দিল আর সবাই মিলে তাকে পাশের একটি দোকানে বসিয়ে দিল। মেয়েটি জানাল সে গুরুতর আঘাত পায়নি। পড়ে যাওয়ার আঘাতটি ব্যাগের উপরে দিয়ে গেছে।এদিকে দুই রিক্সাওয়ালা ততক্ষণে মারা মারি লেগে গেছে।তখন আবার সবাই মিলে তাদের থামাতে গেল। যদিও তারা সহজে থামার পাত্র নয়। সবাই অনেক কষ্টে তাদের ছাড়িয়ে দিল।
আসলে ঘটনা ঘটেছে কি,আপনারা তো জানেনই বর্তমানের অটোরিক্সাগুলো কতটা বেপরোয়া। প্রচন্ড বেগে চলে,আপনি ধাক্কা খেলেন নাকি ছিটকে গেলেন তা তাদের দেখার বিষয় না।আজও দুইদিক থেকে দুইটি রিক্সা প্রচন্ড বেগে আসছিল। হঠাৎ একপাশে একটি গর্ত থাকায় একটা রিক্সা একটু চেপে আসলে অপর রিক্সাটি ফুটপাতে চলে আসে। এখন ফুটপাত টি একটু উচু হওয়ায় রিক্সাটির এক চাকা যখন ফুটপাতে উঠে যায় তখন রিক্সাটি উলটে যায়। এখানে দোষ দুজনেরই আবার কারোই নয়।
যাই হোক সৃষ্টিকর্তার কৃপায় তখন রাস্তায় বড় গাড়ি ছিল না,তাই বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আবার আমি মিষ্টির প্যাকেট ফেলে দিয়েছিলাম সেগুলোও দেখলাম অক্ষত অবস্থায় আছে।একজন সেগুলো তুলে নিয়েছিল যাতে ভিড়ের মাঝে নষ্ট না হয়৷ আমি তাকে ধন্যবাদ দিয়ে মিষ্টি গুলো নিয়ে ফিরে আসলাম।আর মেয়েটিকে তার বান্ধবীর সাথে বাড়ি পাঠিয়ে দেওয়া হল।
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কখন যে কার জীবনে দুর্ঘটনা ঘটে যাবে তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। তাই রাস্তাঘাটে চলাচলের সময় অবশ্যই সতর্কতার সাথে চলাচল করা উচিত। তবে ইদানিং অটোরিকশাওয়ালা গুলো বেপরোয়া হয়ে গিয়েছে। যার কারনে প্রতিনিয়ত এইরকম দুর্ঘটনা ঘটে চলেছে। যাক ওই মেয়েটির যেহেতু তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি শুনে ভালো লাগলো। তার চাইতে বেশি ভালো লাগলো আপনার সহানুভূতি দেখে। কেননা আপনি মিষ্টির প্যাকেট ফেলে দিয়ে রিক্সাটাকে ঠেলে ধরে ছিলেন। আমাদের সকলের এরকমই মন মানসিকতা হওয়া উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ মানুষের জন্যই। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাগ্য ভালো বড়ো ধরনের কোন দূর্ঘটনা হয়নি।সত্যি রাস্তায় বের হলে কখন কে কোন দূর্ঘটনার সম্মুখীন হবে তা কেউ জানে না।আর বিপদে তুমি এগিয়ে গেছো জেনে ভালো লাগছে। আসলেই তো মানুষ মানুষের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি যখন বললেন মিষ্টির প্যাকেট ফেলে দিয়ে রিকশা ধরেছেন। তখন আমি চিন্তা করলাম মিষ্টি গুলোর কি হবে। পরে জানতে পারলাম মিষ্টি এবং মেয়েটি অক্ষতই আছে। আপনাকে নায়ক নায়ক মনে হচ্ছে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা। আমারো ওমন ফিলিংস ই হচ্ছিল তখন।ধন্যবাদ ভাইয়া মজার মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে রাস্তা ঘাটে চলাচল করার সময় আমাদেরকে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। অথবা আমরা অনেক দুর্ঘটনা দেখে থাকি। আর আমরা যদি সেই সময় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় তাহলে তাদেরও সাহায্য হয়। মেয়েটি তাহলে সুরক্ষিত ছিল এবং কি তার কোন ক্ষয় ক্ষতি হয়নি। আর আপনার মিষ্টি ও অক্ষত ছিল। এরকম ভাবেই মানুষের পাশে দাঁড়ানো আমাদের অনেক জরুরী। আপনার বিষয়টা অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই মানুষের পাশে মানুষ না দাড়ালে আর কে দাঁড়াবে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit