নমষ্কার/আদাব আমার বাংলা ব্লগবাসী।সবাই আশা করি ভাল আছেন। আমি গরমে মোটামুটি সিদ্ধ হয়ে গেছি।এভাবে আর কয়দিন চলতে থাকলে বার-বি-কিউ হয়ে যাব।এবার আসল কথায় আসা যাক।
সম্প্রতি নাসা একটি ছবি প্রকাশ করেছে। যেটাকে তারা ১৩০০কোটি বছর আগের বলে দাবি করছে।যা পৃথিবী সৃষ্টির ও অনেক অনেক আগের। এখন অনেকের মনে ধারনা আসতে পারে এটা নেহাৎ বুজরুকি আমাদের বোকা বানানো হচ্ছে।অতীতের ছবি কিভাবে তোলা সম্ভব।আজ আমি সেটাই আপনাদের সহজ ভাষায় বুঝাবো।
প্রথমে আমাদের যেটা বুঝতে হবে যে আমরা কোন বস্তু কে কিভাবে দেখি? আমাদের দেখার প্রক্রিয়াটা বেশ সহজ, কোন বস্তু থেকে যখন কোন আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পরে তখন আমরা সেই বস্তু টিকে দেখতে পাই।ক্যামেরাও একই ভাবে কাজ করে।স্যাটেলাইট এর ক্যামেরার ও ব্যাসিক নিয়ম এটাই।এখন বস্তু থেকে আমাদের দূরত্ব অনেক কম হওয়ায় এবং আলোর বেগ অত্যন্ত বেশি হওয়ায় বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসতে বেশি সময় লাগে না।তাই আমরা মনে করি আমরা বর্তমানেই দেখছি।
কিন্তু যদি আমরা দূরত্বটা অনেক অনেক বৃদ্ধি করি তখনই আমরা এই বিষয় টা বুঝতে পারব।যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫কোটি কিলোমিটার।আলো প্রতিসেকেন্ডে প্রায় ৩লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে।তাও সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় ৮মিনিট সময় লাগে। আবার চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় প্রায় ১.৩ সেকেন্ড। অর্থাৎ আমরা বর্তমানে পৃথিবীতে চাঁদ বা সূর্যের যে আলো দেখছি তা সূর্যের সাপেক্ষে ৮মিনিট আগের এবং চাঁদের সাপেক্ষে প্রায় ১.৩ সেকেন্ড আগের।অর্থাৎ পৃথিবীতে সেই আলো বর্তমানের হলেও তা সূর্যের দিক থেকে কল্পনা করলে প্রায় ৮মিনিট আগের।আরো সহজ ভাষায় বলতে গেলে সূর্য যদি কোন দিন পুরোপুরি অন্ধকার হয়ে যায় তবে আমরা প্রায় ৮মিনিট পর্যন্ত জানতেই পারব না সূর্য নিভে গেছে।কারন আমরা ৮মিনিট আগের আলো দেখছি,এবার ৮মিনিট পর যখন আর নতুন আলো আসবে না আমরা তখনই বুঝতে পারব সূর্য আর নেই।
আমরা আগেই জেনেছি আলো ১সেকেন্ডে প্রায় ৩লক্ষ কিলোমিটার অতিক্রম করে। এভাবে আলো একবছরে যতদূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় এক আলোকবর্ষ। এই গ্যালাক্সি ক্লাস্টার বা গ্যালাক্সির গুচ্ছ আমাদের থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে।তাই সেখান থেকে আলো আমাদের পৃথিবীতে পৌছাতে এত সময় লেগেছে।যেহেতু এই আলো ১৩০০ কোটি বছর আগের তাই আমরা ঐ গ্যালাক্সি ক্লাস্টার এর ১৩০০ কোটি বছর আগের চিত্র দেখতে পাচ্ছি। যা আমাদের সাপেক্ষে বর্তমান হলেও ঐ গ্যালাক্সি ক্লাটার এর সাপেক্ষে ১৩০০ কোটি বছরের পুরোনো।ঐ গ্যালাক্সি ক্লাস্টার এর বর্তমানের আলো পৃথিবীতে আসতে ১৩০০ কোটি বছর সময় নিবে তাই আমরা আরো ১৩০০ কোটি বছর পর সেই আলো দেখতে পাবো।
এভাবে পৃথিবী থেকে নির্দিষ্ট আলোকবর্ষ দূর থেকে পৃথিবীর দিকে তাকালে সেখান থেকে এখনো ডায়নোসর দের দেখা যাবে।কারন ডায়নোসর দের যুগের আলো এখন মাত্র সেখানে পৌছেছে।
আশা করি সবাই বুঝতে পেরেছেন।বুঝতে না পারলে অবশ্যই জানাবেন।
সব মাথার উপর দিয়ে গেলো😉😉।যাই হোক বেশ ভালো ব্যখা দিয়েছেন।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit