সি-হাল্ক-ওয়েব সিরিজ পর্ব-১ রিভিউ||সুপার হিরো ওয়েব সিরিজ

in hive-129948 •  2 years ago  (edited)

হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।গতকাল শুক্রবার ছুটির দিন ছিল।তাই সময় কাটাতে মুভি দেখার সিদ্ধান্ত নিলাম।ডিজনি+ এ গিয়ে দেখি তারা নতুন একটি ওয়েব সিরিজ রিলিজ করেছে যার নাম সি হাল্ক

যারা টুকটাক সুপার হিরো মুভি দেখেন তারা অবশ্যই মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স বা এমসিইউএর সাথে পরিচিত আছেন।যারা আয়রন ম্যান,ক্যাপ্টেন আমেরিকা,হাল্ক এর মত সুপার হিরো এবং অ্যাভেঞ্জার-ইনফিনিটি ওয়ার,অ্যাভেঞ্জার-এন্ড গেম এর মত মুভি উপহার দিয়েছে।এই মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স এর নতুন সৃষ্টি সি হাল্ক-অ্যাটর্নি অ্যাট ল।যেহেতু প্রতি বৃহস্পতিবার করে নতুন পর্ব রিলিজ করা হবে তাই প্রতি শুক্রবার করে নতুন পর্বের রিভিউ নিয়ে হাজির হব।

সিরিজের নামসি হাল্ক-অ্যাটর্নি অ্যাট ল
জনরাঅ্যাকশন,অ্যাডভেঞ্চার,সুপার হিরো
নির্মাতাজেসিকা গাও
অভিনেতা,অভিনেত্রীমার্ক রাফেলো,তাতিয়ানা মাসলানি,জমিলা জমিল,বেনেডিক্ট ওয়ং
স্ট্রিমিং প্লাটফর্মডিজনি+
পার্সোনাল রেটিং৮/১০

Screenshot_2022-08-18-15-39-26-634_org.videolan.vlc.jpg

কাহিনী সংক্ষেপঃ

শুরুতেই দেখতে পাই একজন উকিল জেনিফার ওয়াল্টার তার একটি কেস এর শুনানির ক্লোসিং মুখস্ত করছে এবং তার দুইজন সহকর্মী এই কাজে তাকে সাহায্য করছে।এরপর সেই দুই সহকর্মী ওয়াল্টার এর প্রশংসা করে চলে যায় এবং জেনিফার থার্ড ওয়াল ব্রেক করে আমাদের জানায় যে সে ই সি হাল্ক।যারা থার্ড ওয়াল ব্রেক করা বোঝেন না তাদের একটু ব্যপার টি বুঝিয়ে দেই "মুভির ক্যারেক্টার যখন সরাসরি দর্শকদের উদ্দেশ্যে কথা বলে তখন সেটাকে বলা হয় থার্ড ওয়াল ব্রেক করা।"

এরপর জেনিফার আমাদের বর্ণনা করতে থাকে সে কিভাবে সি হাল্ক হল।

Screenshot_2022-08-18-15-22-37-635_org.videolan.vlc.jpg

এরপরের দৃশ্য পরিবর্তন হয়।আমরা দেখতে পাই আমাদের হাল্ক অর্থাৎ ব্রুস ব্যানার ও জেনিফার ওয়াল্টার একটি গাড়িতে যাচ্ছিল।এখান থেকেই আমরা জানতে পারি জেনিফার ওয়াল্টার আমাদের হাল্ক এর কাজিন।হাল্ক তার ও তার সহকর্মী অর্থাৎ অ্যাভেঞ্জার দের বিষয়ে জেনিফার এর সাথে গল্প করছিল।এবং সে কিভাবে তার নিজের ওয়াল্টার ইগো অর্থাৎ দ্বৈত স্বত্বা হাল্ক কে নিজের নিয়ন্ত্রনে আনে সেটাও বলছিল।তখনই হঠাৎ একটি স্পেস শিপ তাদের গাড়ির সামনে চলে আসে এবং গাড়ি টি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।এবং জেনিফার কোন মতে গাড়ি থেকে বের হতে পারলেও ব্রুস ব্যানার গাড়িতে আটকে যায়।তখন ব্যানার জেনিফার কে পালিয়ে যেতে বলে।কিন্তু জেনিফার পালিয়ে না গিয়ে ব্রুস কে উদ্ধার করে।

Screenshot_2022-08-18-15-25-23-709_org.videolan.vlc.jpg

কিন্তু এই সময়ে ব্রুসের রক্ত জেনিফার এর ক্ষত স্থান দিয়ে রক্তের সাথে মিশে যায় এবং জেনিফার ও হাল্কে পরিণত হয়।এরপর জেনিফার অজ্ঞান হয়ে যায়।এবং জ্ঞান ফিরলে সেখান থেকে একটি হোটেলে যায় এবং হোটেলের কিছু মহিলা তার দুরবস্থা দেখে তাকে সাহায্য করে। কিন্তু কয়েকটি ছেলে তখন তাকে উত্যক্ত করা শুরু করে এবং জেনিফার প্রচন্ড রেগে যায় এবং হাল্কে পরিণত হয় এবং ওই ছেলেদের মারতে যাবে এমন সময় ব্রুস ব্যানার এসে তাকে অজ্ঞান করে নিয়ে যায়।

Screenshot_2022-08-18-15-39-23-026_org.videolan.vlc.jpg

জেনিফার এর ঘুম ভাঙ্গে একটি ঘরে এবং সে ব্রুস কে খুজতে থাকে।এরপর সেই বাড়ির বেসমেন্ট এ ব্রুস কে খুজে পায়।ব্রুস তখন তাকে জানায় যে যেহেতু ব্রুস এর রক্ত জেনিফার এর শরীরে মিশে গেছে তাই জেনিফার ও এখন হাল্ক এর শক্তি পেয়েছে। যেহেতু এই জীবন জেনিফার এর কাছে নতুন কিন্তু ব্রুস এর সারাজীবনই হাল্ক হয়ে কাটানোর অভিজ্ঞতা আছে তাই ব্রুস তার অভিজ্ঞতা অনুযায়ী জেনিফার কে শেখাতে থাকে কিভাবে হাল্ক কে নিয়ন্ত্রণ করতে হয়।এই অংশ টুকু প্রচুর মজার।কিভাবে শেখাতে থাকে? তা জানতে হলে দেখে ফেলুন সি হাল্ক-অ্যাটর্নি অ্যাট ল প্রথম পর্ব।শেষে বেশ একটি কোর্টরুম ড্রামাও দেখতে পাবেন।

ব্যক্তিগত মতামতঃ

সুপার হিরো জনরার তাই বুঝতেই পারছেন সুপার হিরো ও ভিলেনের মধ্যে মারপিট হবেই।কিন্তু মারপিটের মাঝখানেও দুই কাজিনের খুনশুটি ব্যপক বিনোদন দেয়।মারপিট ও কমেডির বেশ ভাল কম্বিনেশন এই পর্বটি।আমি সব মিলিয়ে ১০ এ ৮ দেব।

ট্রেইলার লিংক

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ভালোলাগলো আপনার পোষ্টি পড়ে।
হাল্কা আমরো ভালো লাগে। মূলত মারভেলের সুপার হিরোদের সবাইকে ভালো লাগে

ধন্যবাদ সুন্দর কমেন্ট করে উৎসাহ যোগানোর জন্য।

মুভিটির কনসেপ্ট খুব ভালো লাগলো এবং এটি দেখার খুব বেশি ইচ্ছা জাগলো। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি মুভির রিভিউ আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

ধন্যবাদ ভাইয়া।সুযোগ পেলে দেখে নিয়েন।

এ ধরনের মুভি আমার অনেক প্রিয় খুব শীঘ্রই দেখে নেব ধন্যবাদ আপনাকে

আপনার বক্তব্যর আলোকে ছবিটির মূলভাব জেনে ভালোই লাগলো। পাশাপাশি ছবিটির সুন্দর ট্রেইলার ও কলা কৌশল সম্পর্কে জানতে পেরে মনের মধ্যে দেখার আগ্রহ জন্মালো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।