হ্যালো আমার বাংলা ব্লগ বাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও বেশ ভাল আছি।আজ আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের লেখা একটি কবিতা। |
---|
কবিতা হল মনের ভাব প্রকাশের উৎকৃষ্ট একটি মাধ্যম।অনেকেই থাকেন স্বভাব কবি ইনারা খুব সহজেই দেখবেন মুহুর্তেই ছন্দ বানিয়ে ফেলেন।কবিতা লেখা ইনাদের কাছে কোন বিষয়ই না আমি এদের মত নই।আমি ইন্ট্রোভার্ট দের কাছাকাছি আত্মিয়।যে কথাই ঠিকমত বলতে পারেনা।কবিতা তো অনেক দুরের কথা।প্রতিদিনই ভাবি আজ একটি কবিতা লিখি,কিন্তু কবিতা অনেকটা ঘুম বা প্রেমের মত। নিজে থেকে ধরা না দিলে আপনি যতই চেষ্টা করুন কিছুতেই আয়ত্বে আনতে পারবেন না। আবার দেখবেন এমন সময় এসে ধরা দেবে যে সময় আপনি অন্য কিছু নিয়ে ব্যস্ত।এই কবিতা টি আমার মাথায় আসে ম্যাথ পরীক্ষার হলে।আজ দুই বর্ষ ধরে চেষ্টা করেও ম্যাথটা কে ঠিক কাবু করতে পারছি না।এবারো প্রশ্ন দেখে মনে হচ্ছিল,"আসছে বছর আবার হবে"।স্যার কে খাতা জমা দেব,কিন্তু দুই ঘন্টার আগে উনারা কিছুতেই খাতা জমা নেবেন না।তাই নিজের জীবন নিয়ে ভাবছিলাম।তখন নিজের মন বলে উঠল,"বাপু তোমার জীবন সমান ব্যার্থতা"।তখনই কবিতাটি মাথায় আসে।" তো চলুন শুরু করা যাক আজকের কবিতা।
ব্যার্থতা
নেই গ্লানি
ব্যার্থতাই সফলতার চাবি
মন্ত্র এই জানি
জীবনে চলার পথ
সমান কভু নয়
কোথাও উচু কোথাও নিচু
বার বার হোচট খেতে হয়
পড়ে গেলে লজ্জা নেই
উঠতে যদি পারো
আগের চেয়ে দৃঢ় পদক্ষেপে
সামনে যদি বাড়ো
হয়ত কেউ হাসবে দেখে
হয়ত কেউ দেব দুয়ো
এরই মাঝে কেউ দেবে হাত বাড়িয়ে
শক্ত করে ধরো
বের করো সেই দুর্বলতা
যা আটকাচ্ছে সফলতা
চেষ্টা করে সেই দুর্বলতা
দূর করে ফেলো
ব্যার্থরতার অন্ধকারেই লুকায়
সফলতার আলো।
তাই ব্যার্থতায় না পেয়ে ভয়
চেষ্টায় সব করো জয়
নিজের কথাঃ
জন্মের পরে থেকেই কেউ আমরা সফল নই।এক হাটা শেখার জন্যই আমাদের হাজারবার হোচট খেতে হয়েছে।প্রতিটি হোচট আমাদের শক্ত করেছে,আমাদের উঠে দাড়ানোর আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এভাবে আমরা আস্তে আস্তে হাটা শিখি।তারপর দৌড়ানো।এভাবে প্রতিদিনের অল্প অল্প ব্যার্থতার মাঝে দিয়ে আমরা সফলতার দিকে এগিয়ে যাই।সফলতার দিকের এই যাত্রায় অনেক সময় আমাদের একা চলতে হয়,অনেক সময় অনেকেই কাটাবিছিয়ে সেই পথটাকে আরো কঠিন করে তোলে ফলে যাত্রা হয়ে ওঠে কষ্টকর। কিন্তু আমাদের থেমে গেলে চলবে না।যাত্রা চালিয়ে যেতে হবে।আবার যাত্রাপথে এমন মানুষও আমাদের জীবনে আসবে যারা বোঝা হালকা করে পথের ক্লান্তি দূর করবে,সহযাত্রী হবে,উৎসাহ যোগাবে।তাই ব্যার্থতায় ভয় না পেয়ে আমাদের এগিয়ে যেতে হবে।তবেই আমরা সফলতার দেখা পাব।
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
এটা একদম ঠিক বলেছেন ভাইয়া যদি মন থেকে কবিতা কিংবা গল্প লিখা না যায় তাহলে কখনোই সুন্দর ভাবে উপস্থাপন করা যায় না। আসলে নিজে থেকে যদি কবিতার ভাষাগুলো এসে ধরা না দেয় তাহলে কখনোই কবিতার লাইন তৈরি হয় না। কয়েকদিন আগে গল্প লিখতে গিয়ে আমার এমনটা হয়েছিল। কিছুতেই গল্প মেলাতে পারছিলাম না। যদিও এর আগে কখনো এমনটা হয়নি। আসলে কয়েকদিন ভীষণ মন খারাপ ছিল তাই তো কাজ করতে পারছিলাম না। যাই হোক ব্যর্থতা থেকেই হয়তো সফলতার পথ শুরু হয়। ব্যর্থতা জীবনে আছে বলেই সফলতার এত মূল্য। দারুন লিখেছেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা কথা প্রচলিত আছে,কালি,কলম,মন লেখে তিনজন।এই তিনটির মাঝ কালি কলমে তো আর আমরা লিখছি না তাই ওরা বাদ।থাকে শুধু মন।এখন মন খারাপ থাকল লেখা আসবে কিভাবে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা লিখতে পড়তে এবং আবৃত্তি করতে প্রতিনিয়তই আমার অনেক ভালো লাগে আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।। মাঝে মাঝে এমন সুন্দর কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেন আপনার কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে।। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ভাল লাগাতেই আমার লেখার স্বার্থকতা।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ যোগানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া, আসলে কবিতার ছন্দ গুলো মন থেকে না এলে কবিতা লেখা সম্ভব নয়। আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া। আমরা ব্যর্থ হতে হতে আস্তে আস্তে সফল হব। ছোটবেলায় হাঁটা শিখার বিষয়টা থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত যে ব্যর্থতার পর চেষ্টা করলে সফলতা আসবেই। ভালো লাগলো আপনার কবিতাটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এমন উৎসাহমূলক মন্তব্য করার জন্য। অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতার প্রথম অংশের লাইনগুলো অনেক অর্থ বহন করে। আসলে বলা হয় যে শেষ ভালো যার সব ভালো তার। যে কোনো কাজের প্রথমে ব্যর্থ হওয়া স্বাভাবিক ব্যর্থতা পেছনে সফলতার গল্প লুকিয়ে থাকে। একবার ব্যর্থ হলে নিজেকে দুর্ভাগা ভাবলে চলবে না। লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বার বার চেষ্টা চালিয়ে যেতে হবে । আপনার কবিতা পড়ে সত্যি খুব ভালো লাগলো। চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্য থেকে অনেক উৎসাহ পেলাম ভাইয়া।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ অনেক সুন্দর একটি কবিতা তো। আসলে সত্যিই তো ব্যর্থতায় কোন ভয় বা গ্লানি থাকা উচিত নয়। একদিন এই ব্যর্থতায় আমাদের কে সফলতার দিকে নিয়ে যাবে। কবি তো বলেছেন- একবার না পারিলে দেখ শতবার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা আপু ঠিক একবার না পারলে বার বার দেখতে হবে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া মানুষ জন্ম গতভাবে কোন কিছু শিখে আসতে পারে না। সবকিছু বিপদে পড়লে, ভুল হলে তখন শিখে। জীবনের প্রতিটি পদে আসে ব্যর্থতা। কিন্তু তাই বলে ভেঙ্গে পড়লে হবে না, বরং কষ্ট করে উঠে দাঁড়াতে হবে এবং সাফল্যের দিকে ছুটতে হবে। কবিতাটি বেশ ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ সুন্দর এই কবিতার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই মানুষ প্রতি পদক্ষেপে ঠেকে ঠেকেই শেখে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি যতক্ষন পর্যন্ত একটা বিষয় নিজে অনুভব করতে পারবেন না ততখন পর্যন্ত সেই বিষয়ে কবিতা লেখা সম্ভব না।আর কবিতা লেখাটা খুব সহজ না,জার ভাবনার গভীরতা যত তার কাছে কবিতা লেখাটা খুব সোজা।যাইহোক কবিতাটা বড্ডো ভালো লিখেছেন।
আপনার কবিতা পরে আর দু লাইন বলতে চাই
ব্যর্থতাই একমাত্র সফলতা।এই জন্য হয়তো বড়ো বড় মনীষীরা বলে যদি সফল হতে চাও তবে আগে ব্যর্থ হও।😅🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধৈর্য ধরুন ভাই। সফলতা একদিন আপনারই হবে।খুবই ভাল লাগল আপনার মন্তব্যটি একদম মন ছুয়ে গেল।অনেক ধন্যবাদ এমন সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবি যারা হয়েছেন তারা তো জন্মগতভাবে কবি না চেষ্টা করতে করতে কবি হয়ে গেছে।তবে আপনার কবিতাগুলো বেশ সুন্দর হয় আপনিও চাইলে পারবেন।আপনি ব্যর্থতা নিয়ে বেশ সুন্দর করে কবিতা লিখেছেন পড়তে আমার ভীষণ ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ আপু এমন সুন্দর মন্তব্য করার মাধ্যে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ঠিকই বলেছেন কবিতা লেখাটা অনেকটা ঘুম বা প্রেমের মতোই ধরা না দিলে হয়না । যেমন দেখুন আপনি তাও লিখবো লিখবো ভেবে লিখে ফেললেন।কিন্তু আমি রোজ ভাবছি কবিতা লিখবো আপনার ম্যাথ পরীক্ষার সময় মনে পড়েছে কবিতা আর আমার পড়তে বসলেই মনে পড়ে একটা দুটো ছন্দ মনে হয় আজই লিখে ফেলব কিন্তু পড়া থেকে উঠলে আর একটা লাইনও মনে পড়ে না তাই আজও লেখা হয়ে উঠলো না। আপনার কবিতাটা খুবই ভালো লাগলো আমার। অনেক সাহস এবং ভরসা দিল। একবার ব্যর্থ হলেই ভেঙে পড়া উচিত না তা বুঝিয়ে দিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন মনে পড়বে তখনই খাতায় অথবা ফোনের নোট প্যাডে লিখে ফেলবেন।আমি এরকমই করি।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ আপনি খুব ভালো একটা উপায় বললেন তো অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit