হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আজ আপনাদের মাঝে গোয়েন্দা কর্ণেল এর নতুন একটি রহস্য গল্পের রিভিউ নিয়ে হাজির হয়েছি।
গল্পের নাম | খোকা গেল মাছ ধরতে |
---|---|
লেখক | সৈয়দ মুস্তাফা সিরাজ |
জনরা | গোয়েন্দা,রহস্য রোমাঞ্চ |
পার্সোনাল রেটিং | ৭/১০ |
গল্পের সারসংক্ষেপঃ
জয়ন্ত একদিন কর্ণেল এর বাসায় গিয়ে দেখল কর্ণেল একজন ভদ্রলোকের সাথে কথা বলছেন।কর্ণেল জয়ন্তের সাথে ভদ্রলোকের পরিচয় করিয়ে দেন।তখন জয়ন্ত জানতে পারেন এই ভদ্রলোক কর্ণেল এর সামরিক জীবনের বন্ধু।নাম মেজর ইন্দ্রনাথ রায়।
মেজর ইন্দ্রনাথ রায় রাজপরিবারের ছেলে।এবং একসময়ে খনির মালিক ছিল তার পরিবার।এই খনি নিয়েই তার পরিবারে এক অলৌকিক রহস্য আছে।আজ থেকে ৫-৬বছর আগে এক রাতে তার কাকা পরিত্যাক্ত খনির ভেতর মারা যান।পোস্টমর্টেম এ জানা যায় তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।কিন্তু সবাই ধারণা করতে থাকে খনির ভেতরে বাস করা এক অদৃশ্য সাধুর অভিশাপে তিনি মারা গেছেন।এরপর খনি বন্ধ করে দিতে চাইলে ইন্দ্রবাবুর কাকিমা নিষেধ করেন।বলেন যে সেই সাধুবাবা তাকে নিষেধ করেছেন খনির মুখ বন্ধ করতে।
আজ ইন্দ্রনাথ বাবু কিন্তু তাদের সেই রহস্য সমাধানের জন্য আসেন নি।তিনি জানেনে কর্ণেল প্রকৃতি কে ভালবাসে তাই তাদের সেই খনি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এবং খনির পাশের হ্রদে মাছ ধরতে।
এরপর কর্ণেল রা একদিন সেই খনি এলাকায় গিয়ে পৌছান। তারা পৌছানোর একটু পরেই ইন্দ্রনাথ বাবুর ছোট ভাই সৌমেন্দ্রনাথ বাবু ও তার কাকিমা এবং একজন খনির ইঞ্জিনিয়ার হাজির হন সেখানে।তার কাকিমা নাকি স্বপ্নে দেখেছেন সেই সাধুবাবা তাকে খনি বন্ধ করে দিতে বলেছেন।
ভাইয়ের সাথে ইন্দ্রনাথ বাবুর সম্পর্ক ভাল নয়।ইন্দ্রনাথ বাবুর ভাই কথায় কথায় জয়ন্ত কে জানায় খনির কোথাও গুপ্তধন লুকানো আছে।আর সেটি খুজতেই তার দাদা ইন্দ্রনাথ বাবু এখানে এসেছেন।
সেদিন বিকেলে ইন্দ্রনাথ বাবু, জয়ন্ত এবং সৌমেন্দ্রনাথ বাবু মাছ ধরতে বসেন।একসময় জয়ন্তের বড়শি তে বড় একটি মাছ আটকালে সে একটু দূরে মাছ ধরতে থাকা ইন্দ্রনাথ বাবু কে ডাক দেয় কিন্তু ইন্দ্রনাথ বাবু তার ডাকে সারা দেয় না।এরপর সন্ধ্যায় ইন্দ্রনাথ বাবু আর জয়ন্ত মাছ ধরে ফিরে আসলেও সৌমেন্দ্রনাথ ফিরে না আসলে সবাই তাকে খুজতে বের হন এবং দেখা যায় কেউ চাকু দিয়ে সৌমেন্দ্র কে খুন করেছে।এরপর তদন্ত করতে গিয়ে জয়ন্ত ইন্দ্রনাথ বাবুর ঘর থেকে c2লেখা আবিষ্কার করে।
তবে কি এটিই সেই গুপ্তধনের নকশা? গুপ্তধনের লোভে ইন্দ্রনাথ বাবু তার ছোট ভাই কে খুন করেছেন? নাকি এলাকার কেউ চায় না পরিত্যক্ত খনি বন্ধ করা হোক।তাই খুন হলেন সৌমেন্দ্র? এই c2এর রহস্যই বা কি?
ব্যক্তিগত মতামতঃ
বইটিতে একটি বিষয় সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন "যা দেখা যায় অনেক সময় সেটিই সত্য নয়।পাঠক অনেক উপভোগ করবে গল্পটি।