আজ আমার জন্মদিন -২

in hive-129948 •  2 years ago 

সকাল টা তো শুরু হল মায়ের দুর্দান্ত রান্নার সাথে।কিন্তু মন টা মানছিল না।আনন্দ উৎসব কি একা করলে আনন্দ হয়?কথায় বলে না"একা না বোকা?"তাই ঠিক করলাম সবাইকে নিয়েই আজকের দিনে টা উপভোগ করব।
IMG_20220705_192554.jpg


প্রথমে নিমন্ত্রন করলাম আমার ছাত্রছাত্রীদের।তারপর পাড়া প্রতিবেশী দের।
নিমন্ত্রন এর পালা শেষ হলে মায়ের সাথে আলোচনায় বসলাম। প্রথমেই ঠিক করতে হবে মেনু।মা কে জিজ্ঞাসা করলাম কি করা যায়।মা বলল লুচি,আলুর দম তো তোর প্রিয়,সেই সাথে সব্জী আর পায়েশ।
IMG_20220705_193054.jpg

এরপর বাজার এর পালা।বাজার করে নিয়ে এলাম, এরপর মা দুপুরের আগেএকাহাতে আস্তে আস্তে সব রান্না শুরু করল।রান্না শেষ হল সন্ধ্যা নাগাদ।
সন্ধ্যা থেকে নিমন্ত্রিত রা আসা শুরু করল।সবাইকে একসাথে দেখে মন টা আনন্দে ভরে উঠল।তবে মজার ব্যপার হল, এসব কিছুর ফাকে কেক এর কথা টাই ভুলে গেছি।সবাই আসার পর মনে হল।কিন্তু ততক্ষনে আর উপায় নেই।তাই কেক ছাড়া অদ্ভূত জন্মদিন শুরু হল।
IMG_20220705_201729.jpg

প্রথমে ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম।তারপর পাড়া প্রতিবেশিদের।সবাই মিলে অনেক মজা করলাম। জ্ঞানীব্যক্তিরা ঠিকই বলেছেন"সুখ আনন্দ ভাগ করে নিলে বাড়ে"।আজকে আমার জীবনের অন্যতম আনন্দের দিন।
আসলেই একদিন মারা যাব এই চিন্তা করে সারাজীবন শোক পালন করা উচিৎ নয়।আমাদের উচিৎ জীবন টাকে এমন ভাবে উপভোগ করা যেন প্রত্যেকটি দিন আমাদের জীবনের শেষ দিন।
আমি আমার জীবনে এই সাধারন দর্শন অনুসরন করি।অতীত নিয়ে, পিছুটান নিয়ে প্রতিদিন মরার চেয়ে একদিন মরা অনেক ভাল। তাতে কোন আফসোস থাকবে না।
IMG_20220705_210420.jpg

আজকের দিন টা কে এত সুন্দর করার জন্য বিশেষ ধন্যবাদ মা কে।মা এই গরমের ভেতর একা এত রান্না করেছেন।ঈশ্বর মা কে দীর্ঘজীবী করুন।আর সবাইকে ধন্যবাদ উপস্থিত হয়ে দিন টা কে অনন্দময় করার জন্য।সবাই আমার জন্য দোয়া করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা রইল। আপনার এই পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আশা করি আমাদের এই কমিউনিটির নিয়ম মেনে সামনে আরো এগিয়ে যাবেন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু। দোয়া করবেন।

ভাইয়া প্রথমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আপনার জন্মদিনে অনেক সুন্দর ভাবে কাটিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। সেই মুহূর্তটি সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া। ঈশ্বর আপনার মংগল করুন।

আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা খুব সুন্দর ভাবে আপনার জন্মদিনের সে আনন্দ মুহূর্ত আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আগামী দিনগুলো অনেক ভালো কাটুক এই দোয়া রইলো। ভালো থাকবেন সব সময়।

ভাইয়া প্রথমে আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন। ভালো কাটুক আপনার আগামীর পথ চলা। আপনি ঠিকই বলেছেন ভাগাভাগির মধ্যে রয়েছে আনন্দ। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া আপনাকে ধন্যবাদ এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

শুভ জন্মদিন। অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ।আশীর্বাদ করবেন।

আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো। এবং সামনে দিনগুলো আরো সুন্দর হোক এই কামনা করি। সবার মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।