কবিতা অনেক সাধনার বস্তু।যতই চেষ্টা করেন কবিতার যখন মন চাইবে তখন ধরা দেবে। বেশ কিছুদিন থেকে মানসিক চাপে আছি পরীক্ষা নিয়ে।যতই পরীক্ষা দেই,স্যার ম্যাডামদের যেন মন ই ভরে না।একটার পর একটা ভুল বের করছে আবার পুনরায় পরীক্ষা নিচ্ছে।খুব চাপে আছি,ফলে কবিতার সাধনা করা হচ্ছে না। ফলাফল ছন্দও আমার কাছে ধরা দিচ্ছে না।
আজ পরীক্ষার চাপ থেকে সাময়িক মুক্তি পেলাম। তাই প্রথমেই কবিতা লেখায় মনোনিবেশ করলাম।এবং অবশেষে দীর্ঘবিরতির পর একটি কবিতা লিখতে পারলাম।আজ সেই কবিতাটিই শেয়ার করব আপনাদের সাথে।
অনিয়ম
অনিয়ম গুলোই এখন যেন
হয়েছে দেশের আইন
ভাল কাজেই অনেক বাধা
জেল, জরিমানা আর ফাইন।
মিথ্যে গুলোই সত্য যেন
স্বপ্ন গুলোই সত্যি,
দুর্নিতীবাজ আর ঘুষখোরে
অফিস গুলো ভর্তি।
ফাইল দেব পারকরে
পয়সা দেবেন শুধু,
যেখানেই যাও হাত পেতে আছে
রাম, শ্যাম, যদু, মধু।
পয়সা দিলে এদেশে নাকি
বাঘের দুধও মেলে,
পয়সা না দিলেই পড়ে যাবেন
অথৈ সাগর জলে।
চা-নাস্তা,বখশিশ আর
হাজার রকম বখরা,
না দিলেই লাগিয়ে দেবে
নানা রকম ফ্যাকড়া।
একা একা কিভাবে আর
করব প্রতিবাদ
প্রতিবাদ করতে গেলেই
চোরের মায়ের বড় গলা
ভুলিয়ে দেবে জাত।
কিছুকথাঃ
দিন দিন অসততা আমাদের মাঝে এমন ভাবে জায়গা করে নিচ্ছে যে আমরা ভুলেই যাচ্ছি কোনটা ঠিক আর কোনটা ভুল।হিটলার এর প্রোপাগান্ডা মেশিন গোয়েবলেস একটি মূল্যবান কথা বলেছিল,"একটি মিথ্যা কথাকে যদি ১০বার বলা যায় তবে সেই মিথ্যাটিই সত্য হয়ে যায়"।ঠিক তেমনি আমাদের চারদিকে অনিয়ম আর দুর্নীতি এত এত ছড়িয়ে পড়ছে যে বর্তমান প্রজন্ম সেগুলোকেই ঠিক ভেবে নিচ্ছে।পিয়নের চাকুরি করেও মানুষ পাচ ছয়টি বাড়ি ৩-৪শ কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে।আজ কলেজে গিয়েছিলাম ফর্ম ফিলাপ করতে।ফর্মফিলাপ শেষ পিয়ন বকশিশ চাইল।যদিও চাওয়ার অধিকার তার নেই,তারপরেও দিলাম কারন কলেজ থেকে যে বেতন তাকে দেওয়া হয় তা বেশ কম।কিন্তু সে এমন ব্যবহার করল যে এটা তার অধিকার, আর আমি সেটা থেকে তাকে বঞ্চিত করেছি।এরকম সব ক্ষেত্রেই ক্যান্সার এর মত ছড়িয়ে পড়ছে অনিয়ম দুর্নিতী।আজ কলেজের এই ঘটনা থেকেই এই কবিতা লেখা।
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা এ হলো টাকার দুনিয়া৷ টাকা আছে সব আছে ৷ যা হোক পরীক্ষার টেনশন থেকে মুক্ত তাহলে জেনে ভালো লাগলো ৷ ঠিক বলেছেন ভাই কবিতা এমন বস্তু যা চাইলেও ধরা দিবে না ৷
আর অনিয়ম কে বলছেন ৷ এটা অনিয়ম নয় এটাই নিয়ম ৷ যেখানে এখন টাকা ছাড়া হয় না সেখানে আজ অনিয়ম গুলো নিয়ম ৷
আসলে কিছু করার নেই ৷ দিনশেষে দেখা ছাড়া কোনো কিছু করা সম্ভব না ৷ কারন তাদের তো মামা খালা চাচা বড় বড় ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন ভুল বের করার ইচ্ছে হয় তখন হাজারো ভুল বের করা যায় আর যদি ইচ্ছে না হয় তাহলে ভুল পাওয়াই যায় না।যাই হোক আপনার তো সাধনার পরও কবিতার লাইন ধরা দেয় আমার তো বোম ফুটলে এক লাইন বের হয় না।মাথা ভর্তি গোবর হলে যা হয়😉,তাই কবিতার লাইন বের হয় না।যাই হোক এটা ঠিক কোন মিথ্যা কথা যদি ১০ বার বলা হয় তা সত্যি হয়ে যায় এক পর্যায়ে। দুর্নীতি জিনিস টা এমন ভাবে আমাদের মাঝে এমন ভাবে ছড়িয়ে গিয়েছে এখন এটা তেমন কিছুই মনে হয় না।দৈনিন্দ জীবন স্বাভাবিক একটা অধ্যায় হয়ে গিয়েছে। ভালো ছিলো কবিতাটা।চালিয়ে যান।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন তো আপনি। অনিয়ম এই কবিতাটি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার মাধ্যমে নিজের দক্ষতার প্রকাশ ঘটে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে এভাবে কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কবিতা পড়তে এবং কবিতা আবৃত্তি শুনতেও ভীষণ পছন্দ করি। ভালোই লিখেছেন আপনি বলতে হয়। টপিকটাও কিন্তু খুবই ভালো ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।অনেক উৎসাহ বোধ করছি আপনার মন্তব্য থেকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হায় হায় করেছেনটা কি.... কোন দুর্নীতিবাজের চোখে যদি আপনার এই কবিতা পড়ে যায় তাহলে তো রীতিমতো বিপদে পড়ে যাবেন। হা হা হা 🤣
তবে কবিতা যে নিঃসন্দেহে খুব সুন্দর হয়েছে, এই কথা বলার অপেক্ষা রাখে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ডিপার্মেন্ট হেড এর দেখা দরকার ছিল দাদা।অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর মন্তব্য গুলো অনেক উৎসাহিত করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার স্বরচিত কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।বাস্তবমুখী একটি কবিতা শেয়ার করেছেন একদম।প্রতিটি লাইনের সাথে আমরা পরিচিত এখনকার সময়ে।অনিয়ম যেন সর্বস্থানে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু৷ অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্য থেকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপনি ঠিকই বলেছেন এরকম সব ক্ষেত্রেই ক্যান্সার এর মত ছড়িয়ে পড়ছে অনিয়ম দুর্নিতী। এখন আপনি মানসিক চাপ থেকে মুক্তি পেয়েছেন এটা জেনেই ভালো লাগল। এরকম বিষয়গুলো তো এখন অহরহ দেখা যাচ্ছে। আপনার কবিতাটি পড়ে কিন্তু বেশ ভালই লেগেছে। আসলে কবিতা এবং গল্পের মাধ্যমে অনেক বিষয়ে ধারণা এবং অনেক কিছুই জানা যায়। আপনার অনিয়ম কবিতাটি কিন্তু বেশ ভালই ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit