সংক্ষিপ্ত বর্ণনাঃ
সিরিজের নাম | জ্যাক রায়ান |
---|---|
জনরা | স্পাই,অ্যাকশন |
অভিনয়ে | জন ক্রাসিনস্কি,দিনা শিলাহিবি,ওয়েনডেল পিয়েরস প্রমুখ |
ভাষা | ইংরেজী |
রিলিজ ডেট | ৩১আগস্ট২০১৮ |
মুভির প্লটঃ(হেভি স্পয়লার)
পর্বের প্রথমেই দেখি দুইভাই খেলছে বাড়ির বাইরে।তাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে।সেখানে সব আত্মীয়স্বজন একত্রিত হয়েছে।সেখানে হঠাৎ আমেরিকান বাহিনী বিমান থেকে বোমা ফেলে।আর সেই ভাইদের বাড়িতেই পড়ে বোমা।
এরপর দৃশ্যে আমরা দেখতে পাই জ্যাক রায়ান নামের একজন কে।ইনিই এই সিরিজের মূল চরিত্র।জ্যাক সিআইএর একজন এনালিস্ট।আর্থাৎ তার কাজ অফিসে বসে থেকে ফিল্ড লেভেল থেকে আসা তথ্য বিশ্লেষণ করা।
জ্যাক সিআইএ তে আসার আগে মেরিন ফোর্সের একজন সৈনিক ছিল।তার হেলিকপ্টার ক্রাশ করার পর সে ট্রমা তে চলে যায়। তারপর সে মেরিন থেকে সিআইএ তে জয়েন করে।
এখানে সে গত কয়েকমাস থেকে একটি ব্যাংক আকাউন্ট এর উপর নজরদারি করছে।যার মালিক সুলাইমান। এই অক্যাউন্ট থেকে সন্দেহজনক লেনদেন হচ্ছে।জ্যাক এই নিউজ তার বস কে দেয়।সে তার বস কে বলে একাউন্ট ফ্রিজ করতে।কিন্তু তার বস তার আশংকা উড়িয়ে দেয়।তার বস সিদ্ধান্ত নিতে একটু ভয় পাচ্ছিল।কারন এমন একটি ডিশিসন এর জন্যই তাকে ডিমোশন দেওয়া হয়েছে,তাকে একটি ডিভিশনের প্রধান থেকে একটি গ্রুপের প্রধান বানানো হয়েছে।
কিন্তু রায়ান পাকনামি করে। ফলে অ্যাকাউন্ট এর মালিক সতর্ক হয়ে যায়।এতে রায়ানের বস রেগে গিয়ে তাকে ঝাড়ি দেয় আর জানায় তোমার জন্যই মালিক সতর্ক হয়ে গেছে।এখন ওরা আর অ্যাকাউন্ট ব্যবহার না করলে তুমি খুজে পাবে কিভাবে।তুমি অনেক ভাল কাজ করো,কিন্তু এগুলো অভিজ্ঞতা তোমার কম।তাই পরের বার থেকে সতর্ক থাকবে।আর আমি ব্যাংকের বাইরে লোকজন লাগিয়েছি।কেউ সেই অ্যাকাউন্ট এর খোজ নিতে আসলে তাদের গ্রেফতার করবে।
এরপর আমরা দেখি কয়েকজন সেই ব্যাংকের বাইরে নজরদারি করছে।তখন ম্যানেজার ব্যাংক থেকে বের হয়ে দুজন ব্যক্তির সাথে দেখা করে।এরপর তাদের মিটিং যখন শেষ হয় তখন সেই নজরদারি করা লোক গুলো সেই দুইজন কে গ্রেফতার করে একটি সেনা নিবাসে নিয়ে যায়।সেখানে রায়ানের বস রায়ান কে নিয়ে যাই সেই দুজন কে জিজ্ঞাসাবাদ করতে।
দুইজন কে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা শুরু করা হয়।তখন তাদের থেকে বার বার সেই অ্যাকাউন্ট সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তখন রায়ান হঠাৎ সুলেইমান এর কথা জিজ্ঞেস করে।নাম শুনে একজন চমকে ওঠে।তখন রায়ান তাকে আলাদা করে নিয়ে যায় এবং তার সাথে খেতে বসে গল্পের ছলে জিজ্ঞাসাবাদ শুরু করে।
এই দুইজন কে? রায়ান কি পারবে সুলেইমান কে খুজে বের করতে? জানতে দেখে ফেলুন জ্যাক রায়ান।
ব্যক্তিগত মতামতঃ
সব সিরিজের প্রথম পর্বই একটু স্লো হয়।এটাও প্রথম দিকে স্লো থাকে।কিন্তু ক্যারেক্টার গুলো ভালভাবে স্ট্যাবলিশ হলে গল্প গতি পায়।তখন একের পর এক টুইস্ট। এক পর্বেই এত টুইস্ট পাবেন যে মনে হবে পুরো সিরিজ এ কত রহস্য। সময় করে দেখে ফেলুন।রেটিং দেব ৭/১০।
ট্রেইলার
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit