মানুষের জীবনটা অনেকটা রোলার কোস্টার রাইডের মত। কখনো সাফল্যের সর্বোচ্চ চূড়ায় আবার কখনো ব্যার্থতার চরম অন্ধকারে নিমজ্জিত হয়। আমরা সফলতা কে খুব সহজে বরণ করে নিতে পারি, কিন্তু সমস্যা হয় ব্যর্থতার সময়। ব্যর্থতা মেনে নেওয়া যায় না। সারাক্ষণ মনের মাঝে খুচিয়ে চলে ব্যর্থতা।
ব্যর্থতা আমাদের জীবন কে করে তোলে বিষাদময়। আমাদের মানসিকতা কে একদম তলানিতে নিয়ে আসে। মন কে বেশি সেন্সিটিভ বানিয়ে ফেলে।তখন ছোট ছোট বিষয় গুলোও খারাপ লাগে।এই সময় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দের সাপোর্ট সব থেকে বেশি দরকার হয়।
কিন্তু বাস্তবে কি হয়? বাস্তব টা ভয়াবহ। দেখবেন আপনার পাশে সবাই দাড়িয়েছে। তবে সেটা সাপোর্ট দেওয়ার জন্য নয়।আপনাকে খোচানোর জন্য। অন্যের সাফল্যের কথা বলে তারা আপনাকে খুচিয়ে চলবে। বাবা মায়ের কান ভাঙানো শুরু করবে। আপনি কতটা নিষ্কর্মা সেটা প্রমান করার চেষ্টা করবে। আপনার যেটুকু মনোবল ছিল তাও নি:শেষ করে দেবে।
এমন পরিস্থিতি অনেক দেখেছি। নিজে ফেস করেছি অনেকবার। আমার এক দাদা ছিল। সে মেট্রিক মানে বর্তমান এসএসসি তে ফেল করে বসে। হয় মানুষের জীবনে এমন দুর্ঘটনা। এসময় তার পরিবারের উচিত ছিল তার পাশে দাঁড়ানো। কিন্তু তার নিজের মামা এই সামান্য ঘটনার জন্য তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
ফলাফল স্বরূপ পুরো পরিবার দাদাকে দোষারোপ করতে থাকে। আরো বেশি বেশি কথা শোনাতে থাকে। নেহাৎ দাদার কই মাছের প্রাণ তাই সব সহ্য করে গেছে। পরেরবার পরীক্ষা দিয়ে বেশ ভালভাবেই উত্তীর্ণ হয়। এবং এখন বেশ ভাল চাকুরী ও করছে।তবে সবার প্রাণ তো দাদার মত কড়া হয়না।অনেকেই ভুলভাল পদক্ষেপ ও নিয়ে ফেলে।
যাই হোক এই খারাপ সময় অনেক কঠিন৷ তবে আমি এর মাঝেও একটা ভাল দিক দেখি৷ এই খারাপ সময় খুব ভাল ফিল্টার হিসেবে কাজ করে। আপনাকে চিনতে সাহায্য করে কে আপনার আসল বন্ধু আর কে এতদিন শুধু সফলতার জন্যই পাশে ছিল।সোজা কথায় স্বার্থবাদী মানুষদের খুব সহজে চেনা যায় এই সময়ে। আমার বন্ধু ছাটাই হতে হতে এখন মাত্র ৫ জন।তবে আমি জানি এই পাচজন আমার প্রকৃত বন্ধু। কারন আমার লোয়েস্ট সময়ে এরা আমার পাশে ছিল। এদের আমার থেকে কোন দাবি দাওয়া কিছু নাই,শুধু আমার বন্ধুত্ব ছাড়া। জীবনে চলার পথে এমন বন্ধু পেলে আর কি লাগে।
তাই আপনার খারাপ সময়ে খেয়াল রাখুন কে আপনাকে প্রকৃতই চায়৷ আর কে আপনার সাফল্য,সম্পদের জন্য ছিল। বিষয়টা নোট করে রাখুন।সুদিন তো ফিরবে আজ হোক বা কাল হোক।তখন দেখবেন এই দুধের মাছিরা আবার ফিরে আসবে।কিন্তু এদের কাছে ঘেষতে দেবেন না। আর আপনার অসময়ে পাশে থাকা মানুষগুলোকে কখনো ভুলবেন না৷ এরা আপনার সুখের সময় কমই আপনার পাশে থাকতে চাইবে।কিন্তু তারপরেও সুখ গুলোও ভাগ করে নিন এদের সাথে। আর কাছের মানুষদের খারাপ সময়ে পাশে থাকার চেষ্টা করুন। আপনার সাপোর্ট তাদের মনোবল কে কয়েকগুণ বাড়িয়ে দেবে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টুইটার লিংক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের জীবনে খারাপ সময় আসতেই পারে তবে সেই সময়গুলোতে যদি আপন মানুষগুলো পাশে থাকে সেক্ষেত্রে পুনরায় সফলতার দেখা পাওয়া সম্ভব। আপনার সেই দাদাকে দিয়ে ভালো একটা উদাহরণ দিয়েছেন তবে সবাই তো আর একরকম হয় না অনেকেই ভুল পথ অবলম্বন করে কিন্তু আপনার দাদা তো বেশ সফলতা অর্জন করেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা দাদা এখন বেশ সফল।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খারাপ সময় আপনজন পাশে না দাঁড়ালে আসলেই মানুষ অনেক ভেঙ্গে পড়ে আপনার দাদা ম্যাট্রিকে ফেল করেছিল কিন্তু তার পাশে না দাঁড়িয়ে তাকে আরও খোচানি দেয়। আসলেই বিষয়টা অনেক খারাপ ধন্যবাদ আপনাকে এত সুন্দর গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খারাপ সময়গুলোতে সত্যিকারের বন্ধুদের আসলে চেনা যায়। আমিও সেই সময় গুলোতে আসলে মানুষ চিনে নিতে পেরেছি।আর তাইতো এমন দুধের মাছিদের আমার ধারে কাছে ও ঘেষতে দেই না।আপনাদের এই পাঁচ জনের বন্ধুত্ব অটুট থাকুক এই কামনাই করি।ধন্যবাদ ভাইয়া চমৎকার অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ঠিক বলেছেন আমাদের জীবনটা রোলার কোস্টার এর মত। এখানে উত্থান পতন থাকবেই। তবে ব্যর্থতার সময় গুলো আমরা হতাশার মধ্যে কাটাই। আমাদের ব্যর্থ সময়গুলোতে সবাই আমাদের পাশে থাকে খোঁচা মেরে কথা বলার জন্যই। বাস্তব কিছু কথা লিখেছেন পোস্টে। আপনার দাদার কথাটা জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুসময়ে তো বন্ধু শুভাকাঙ্খি এর অভাব হয় না। কিন্তু খারাপ সময় আসলে তাদের আসল রুপ টা দেখা যায়। আপনার দাদার ঐ জায়গা যদি আমি নিজে থাকতাম হয়তো কোন খারাপ পদক্ষেপ নিয়েও নিতাম। আমাদের নিকটবর্তী কিছু মানুষই এমন আছে। কোথায় তারা আমাদের বিপদে ভরসা দেবে তা না করে আমাদের কথা শোনায়। একটা পরিস্থিতি সৃষ্টি করে বসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো তাহলে অনেক লাকি ভাই কারণ আপনি জীবনে অন্তত এমন পাঁচ জন বন্ধু পেয়েছেন যারা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে এবং আপনার পাশে থাকে । তবে এই কথা সত্যি যে, খারাপ সময়ে বোঝা যায় কে আপন আর কে পর । বিশেষ করে মানুষ যখন ভেঙে পড়ে তখন তার আশেপাশের আত্মীয়-স্বজনরাও আরো বেশি করে ভেঙে দিয়ে যায় তাকে, এমনটা অনেক দেখেছি আমি লাইফে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit