পড়ন্ত বিকেলে ফুটবল খেলা দেখা||উত্তেজক কিছু মুহুর্ত

in hive-129948 •  2 years ago 

হ্যালো আমার বাংলা ব্লগবাসি।আশা করি ভাল আছেন সবাই।টিটোয়েন্টি বিশ্বকাপ চলছে।মানুষ কাপছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জ্বরে।

IMG_20221021_171206.jpg

কিন্তু ক্রিকেট খেলা যত উত্তেজক হোক না কেন,গ্রামে গঞ্জে কিন্তু এখনো ফুটবলের মত উত্তেজক আর কিছু হয়না।কোথাও প্রতিযোগীতামূলক ফুটবল খেলার কথা শুনলেই সবাই পিলপিল করে সেখানে জমা হতে থাকে।মানুষ উপচে পড়ে মাঠে।

আমার মনে হয় এর পেছনের প্রধান কারন প্রতিমূহুর্তের আক্রমণ প্রতিআক্রমণ,আর নির্দিষ্ট সময়ের মাঝেই ফুটবল খেলা শেষ হয়ে যায়।যাই হোক অনেক বকবক করলাম এখন চলে যাই আসল টপিকে।

কয়েকদিন আগে বিকেলে প্রকৃতির সান্নিধ্য পাবার জন্য মন ছটফট করছিল।তাই বন্ধুকে নিয়ে বেড়িয়ে পড়লাম হাটতে।হাটতে হাটতে চলে গেলাম ব্রিজের দিকে।সেখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ একটি মাইকের আওউয়াজ মনযোগ আকর্ষণ করল।একটু মনযোগ দিয়ে শুনতেই বুঝলাম কে যেন ফুটবল খেলার ধারাভাষ্য দিচ্ছে।

IMG_20221021_171127.jpg

আর যে ধারাভাষ্য দিচ্ছে সে বেশ মজার মানুষ।ধারাভাষ্য দিতে দিতে দর্শক দের মনোরঞ্জন করার জন্য মজার মজার কথা বলছেন।একসময় বললেন,"আমাদের সৌদি আরব থেকে আগত প্লেয়ার এর খেলা দেখে যান"।আমি একটু কৌতুহলী হলাম।ব্যাপার কি? সৌদি আরবের প্লেয়ার।যাই তো দেখে আসি।

বন্ধুকে রাজি করিয়ে চলে গেলাম সেই মাইকের আওয়াজ কে উদ্দেশ্য করে।গিয়ে দেখি কোথায় মাঠ কোথায় কি।পতিত জমির মাঝে চলছে ফুটবল খেলা।জমির আইল গুলোও আছে বহাল তবিয়তে।ফলে অনেক বলই আইলে ধাক্কা খেয়ে বিপথে চলে যাচ্ছে।কিন্তু প্লেয়ার রাও দ্বিগুণ উৎসাহে আবার বল কে সঠিক পথে ফিরিয়ে আনছে।

IMG_20221021_170956.jpg

যাই হোক ধারাভাষ্যকার মজা করে সৌদি আরবের প্লেয়ার কথা বললেও কিন্তু মিথ্যা বলে নি।কারন আসলেই সৌদির প্লেয়ার সেই মাঠে খেলছে।কি মাথায় ঢুকছে না? আরে আমাদের সৌদির প্রবাসী ভাইয়েরা ছুটিতে বাড়িতে ফিরে এসেছে ছুটিতে।আর তারাই আয়োজন করেছে এই খেলার।

খেলা হচ্ছে মূলত লীগ সিস্টেমে।চার দলের লীগ।এলাকারই চার দল। বেশি পয়েন্ট পাওয়া দুই দল যাবে সরাসরি ফাইনালে।তবে যেই জিতুক পুরষ্কার সবাই পাবে।মানে প্রধান পুরষ্কার হচ্ছে একটি খাসি।আর যেই জিতুক খাসি দিয়ে পিকনিক হবে আর তাতে সব দলই অংশ নেবে।দলে খালি প্রবাসীরাই নেই,এলাকার ছেলেরাও খেলছে।

IMG_20221021_170944.jpg

যাই হোক এখন খেলার কথায় ফিরে আসি।আমি যখন যাই খেলা তখন মাঝপথে।দুই দলই দুর্দান্ত খেলছিল।আর মাঠ ছোট হওয়াতে মুহুর্তেই আক্রমণ পরিণত হচ্ছিল প্রতিআক্রমণে।বেশ জমে উঠেছিল খেলা।কিন্তু হঠাৎ করেই একদলের প্রতিরক্ষা তে চিড় দেখা যায়।প্রতিপক্ষের কর্ণার থ্রো তে প্লেয়ার মার্ক করতে ভুল করে ফলে একজন হেড থেকে গোল করে ফেলে।

এরপর গোল হজম করা দলটি মরিয়া হয়ে ওঠে গোল শোধ করতে কিন্তু তারা ব্যার্থ হচ্ছিল। আমি ভাবছিলাম,যে দলই জয়ী হোক,আমার কিন্তু বিকেলটি দারুন কাটল।একে তো টান টান উত্তেজণা পূর্ণ খেলা।তারউপর ধারাভাষ্যকারের মজার কথা।বেশ লাগছিল।এরপর সন্ধ্যার আজানের সাথে সাথেই খেলা সাঙ্গ হল।একগোল দেওয়া দলটি জয়ী হয়। একটা জিনিস ভাল লাগল।ম্যাচ শেষে বিজয়উদাযাপনের আগে সবাই আগে নিজেদের মধ্যে হাতমেলাল।এবং বিজয়ী দল বিজিত দলকে শান্তনা দিল।এরপর তারা মাঠ থেকে যাওয়ার পর তারা বিজয় উদযাপন শুরু করল।

এরপর আমি আর বন্ধু বাড়ি ফিরে আসলাম।দারুন একটি বিকেল উপভোগ করলাম।আর ভাবলাম কোথায় লাগে এর কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আশা করি ব্লগটি ভাল লাগেছে।কষ্টকরে পড়ার জন্য ধন্যবাদ।কোন ভুল-ত্রুটি থাকলে তা অবশ্যই ধরিয়ে দেবেন।
ফটোগ্রাফারবৃত্ত
ডিভাইসপোকো এক্স২
লোকেশনপারগয়রা ব্রিজ

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ফুটবল খেলা দেখার মজাটাই আলাদা। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো মুহূর্ত কাটিয়েছেন বিকেল বেলায় ফুটবল খেলা দেখতে গিয়ে। সবাই যেভাবে বসে আছে দেখে তো মনে হচ্ছে বিশ্বকাপ খেলা চলতেছে। যখন এরকম সবাই মিলে একসাথে খেলা দেখা হয় অনেক মজাও হয় আবার ভালো মুহূর্ত কাটে।

হ্যা ভাইয়া আসলেই অনেক ভাল সময় কাটিয়েছি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

সত্যি ভাইয়া খুব সুন্দর একটি বিকেল উপভোগ করেছেন আপনি। ধারাভাষ্যকার বেশ মজার কথাই বলেছিল। আমিও প্রথমে ভেবেছি সৌদি আরবের কেউ খেলতে এসেছে হয়তো ।পরবর্তীতে জানতে পারলাম সৌদি প্রবাসী । বেশ ভালো ছিল। আর সবথেকে ভালো লেগেছে পুরস্কার হিসেবে থাকছে একটি খাসি এবং সবাই ভাগাভাগি করে পিকনিক করে সেটি খাবে । সত্যি বেশ মজার ফুটবল ম্যাচ ছিল ।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।অনেক উৎসাহ এমন সুন্দর মন্তব্য থেকে।

খেলার মধ্যে গ্রামে ফুটবল খেলার বেশি মজা হয়। পড়ন্ত বিকেলে ফুটবল খেলা দেখার মুহূর্ত দেখে ভীষণ ভালো লাগলো। ওদের খেলা দেখে তো আমার খেলতে ইচ্ছে করছে ভাই। চমৎকার একটি পোস্ট শেয়ার করার। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

পড়ন্ত বিকেলটাই তো ভাল লাগা একটা অনুভূতি তার মধ্যে যদি হয় খেলা তবে তো অনেকটাই ভাল লাগা একসাথে। ফুটবল খেলার পুরষ্কারটি বেশ মজার তো।😀অনেক ভাল সময় কাটিয়েছেন ভাইয়া, জেনে ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ গুছিয়ে এমন সুন্দর মন্তব্য করার জন্য।

এখন তো ঘরে ঘরে ফুটবল খেলার আমেজ চলছে।ফুটবল খেলার জন্য এখন মানুষ নতুন নতুন টিভি কিনছে🤣।আমি কখনও মাঠে খেলা দেখিনি।পোষ্ট পড়ে বেশ মজা পেয়েছি সৌদি আরবের খেলার কথাটা🤣🤣।পুরষ্কারটা বেশ ভালো হয়েছে, খাসি।সবাই মিলে পিকনিক ও হয়ে যাবে।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।

গ্রামের সব থেকে সুন্দর মুহূর্ত হলো এটি বিকেল বেলা খোলা মাঠে ছোট বড় সবাই মিলে খেলা করা আড্ডা দেওয়া এক রুও কথার জগতে হারিয়ে যাওয়া দারুন ফটোগ্রাফি করেছেন এবং উপস্থপনা করেছেন শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর ও মূল্যবান মতামতের জন্য।আপনার জন্যও শুভ কামনা রইল।