আপনাদের আগেই বলেছি প্রতি রমজানে আমাদের হাইস্কুলের সাবেক ছাত্রদের জন্য দুইটি লীগ ছাড়া হয়।একটি ক্রিকেট লীগ অপরটি ফুটবল লীগ। আমরা দুইটি লীগেই খেলে থাকি।তবে আমাদের স্ট্রং পয়েন্ট হল ক্রিকেট। ফুটবল আমাদের উইকেস্ট পয়েন্ট।কারন অনেকদিন পর খেলা,আর ফুটবল খেলা হল দমের খেলা। তাই ফিটনেস না থাকলে খেলা সম্ভব না। আর আমাদের ফিটনেস নাই বললেই চলে।
যাই হোক আমরা যদিও জানি আমাদের দ্বারা জেতা কঠিন তারপরেও আমরা প্রতিবারই ফুটবল লীগে এন্ট্রি নেই। এবারো তার ব্যতিক্রম হয়নি। গত তিন তারিখ আমাদের প্রথম ম্যাচ ছিল ফুটবলে।আবার আমাদের ম্যাচ দিয়েই লীগ শুরু।তাই আলাদা একটা চাপ ছিল। যাই হোক,খেলা শুরু হবার সময় দেওয়া হয়েছিল,৩টা।
তবে ক্রিকেট এর উদ্বোধনী অনুষ্ঠানের কথা মনে পড়ল।তাই এবার আর সময় মত না গিয়ে ভাবলাম ৩০মিনিট পরে যাব। এই সময়টা একটু ঘুমিয়ে নেই। মা কে বললাম ২০মিনিট পর ডেকে দিও।এরপর গভীর ঘুমে তলিয়ে গেলাম, তারপর ঘুম থেকে উঠে দেখি ৪.৩০ বাজে। মা আমাকে জাগাবে কি,নিজেই ঘুম। তারতারি হাত মুখ ধুয়ে মাঠের দিকে রওনা দিলাম। মনে মনে ভাবলাম খেলা তো মিস করলাম। এখন গিয়ে কত কথা শুনতে হবে।
কিন্তু ভুলেই গেছিলাম এটা বাংলাদেশ। দশজন মিলে করা হচ্ছে এমন কোন কাজ কখনো সময়ে হওয়া সম্ভব নয়৷ গিয়ে দেখি মাত্র মেয়র সাহেব দুইদলের মাঝখানে দাঁড়িয়ে ভাসন শুরু করছেন। মনে মনে ভাবলাম ভগবান বাচাইছে, ২.৩০এ আসি নি। বাকিরা তো বলতেছিল ভাই এত পারফেক্ট টাইমিং কিভাবে করলি।
মেয়র সাহেব খেলাধুলার প্রয়োজনীয়তা বুঝাচ্ছিলেন,আমি মাঝখানে বললাম মেয়র সাহেব খেলব কোথায়? মাঠ গুলো বাচানোর ব্যবস্থা করুন৷ উনি হয়ত মনে মনে একটু রাগ হলেন,তারপর বললেন উনি যথাযথ ব্যবস্থা নেবেন। এরপর রেফারি দুই দলের খেলোয়াড়দের নিয়ম মেনে খেলার উপদেশ দিয়ে খেলা শুরুর জন্য টস করলেন। আমরা টসে হেরে গেলাম।বলে রাখা ভাল খেলা হবে ১৫+১৫ ত্রিশ মিনিটের।
ফলে বিপক্ষদল কিক অফের মাধ্যমে খেলা স্টার্ট করল। প্রথম থেকে আমরা ভালই খেলছিলাম।কিন্তু সময় যাওয়ার সাথে সাথে প্লেয়ার রা হাপিয়ে পড়ছিল। একে তো ফিটনেস খারাপ,তারউপর সবাই রোজা। ফলে আস্তে আস্তে আমাদের আক্রমন এর ধার কমতে থাকল। বিপক্ষদল ২০২২ এর। তাদের ফিটনেস যথেস্ট ভাল। এবার তারা আক্রমন শুরু করল। আমরা ডিফেন্স করে যাচ্ছিলাম কিন্তু মুর্হ মুর্হ আক্রমনে ঠেকাতে গিয়ে ডিফেন্ডার রা কিছুটা দিশেহারা হয়ে পড়েছিল।ভাল কথা আমি কিন্তু খেলি নি।বাইরে থেকে উৎসাহ দিচ্ছিলাম।
ফলে ১২মিনিটের মাথায় আমরা গোল খেয়ে যায়৷ তবে বাইরে থেকে আমরা উৎসাহ দেওয়া থামাই নি। আমাদের উৎসাহের আতিশয্যেই হোক আর ভাগ্য গুণেই হোক আমরা ১৫মিনিটের মাথায় গোল পরিশোধ করি।এরপর হাফটাইম। হাফটাইমের পর থেকে আমাদের প্লেয়ার রা বেশ ভাল খেলতে থাকে। কয়েকজন কে চেঞ্জ করে নেওয়া হয়েছিল।
তবে এবার বিধি বাম। হাফটাইমের পর ৮মিনিটের মাথায় ভুলবশত আবার একটা গোল হজম করি আমরা। আমাদের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে ভুলে বিপক্ষদলের স্ট্রাইকার এর পায়ে বল দিয়ে ফেলে। ফলে যা হবার তাই হয়,বিপক্ষদলের স্ট্রাইকার সুযোগ ছাড়ে নি। ফলে গোল হজম করতে হয়। এরপর বিপক্ষদল পুরো ডিফেন্সিভ খেলতে শুরু করে,যাতে আমরা গোল শোধ দিতে না পারি। আর তারা সফল হয়,শেষ পর্যন্ত আমরা ২-১ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়ি।
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা সত্যি বলতে আমিও ফুটবলের প্রতি খুব একটা ভালো লাগা কাজ করে না ৷ তবে ক্রিকেট টাকে অনেক ভালোবাসি আর খেলিও ৷ যা হোক আপনার কলেজে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে তারই কিছু ফটোগ্রাফ সাথে অনুভুতি শেয়ার করেছেন যেটা অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ দাদা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার দেখতে ভাল লাগে ভাই।কিন্তু খেলতে পারি না। ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাই টাইমিং টা করলেন কীভাবে। ভাগ্যিস ঘুমটা ভাঙেনি সঠিক সময়ে। এটা সত্যি বলেছেন বাংলাদেশে দশজন মিলে করা কাজ কখনো সঠিক সময়ে হতেই পারে না। মেয়রের কথার মাঝে আপনার কথাটা ঠিক ছিল যে খেলব কথায়। খারাপ কিছু বলেন নাই। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে ম্যাচটা হেরে গেলেন। ব্যাপার না খেলায় জয় পরাজয় থাকবেই। আর ফুটবলে এমনেও আপানারা ফেভারিট ছিলেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অযান্তেই হয়ে গেছে টাইমিং। হ্যা পরের বছর আশা করি জিতব।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হা হা হা... এটা কি ছিল ভাই! পোষ্টের প্রথম থেকে এত উৎসাহ দেখছিলাম আপনার, আমার তো মনে হচ্ছিলো আপনিই প্রথম মাঠে নেমেছেন ফুটবল খেলার জন্য।
এটা বেশ দারুন বলেছিলেন আপনি। যাইহোক, শেষ পর্যন্ত আপনার এত উৎসাহ দেওয়ার পরেও যে আপনার দল হেরে গেল, এটা তো দুঃখের বিষয়! 😥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাহ ভাই ফুটবল খেলা আমার দ্বারা পসিবল না।অত দৌড়াদৌড়ি পোষায় না।কি আর করা যাবে, হারজিত খেলার অংশ। পরের বছর জিতে যাব। ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাক, পরের বছরেরও চিন্তা করে রেখেছেন, জেনে ভালো লাগলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit