আমাদের দ্বিতীয় ক্রিকেট ম্যাচ

in hive-129948 •  8 months ago 
হ্যালো আমার বাংলাব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের দ্বিতীয় ক্রিকেট ম্যাচের ম্যাচ সামারি।

আমি আপনাদের সাথে আমাদের প্রথম ক্রিকেট ম্যাচ ও ফুটবল ম্যাচের সামারি শেয়ার করেছিলাম।আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের দ্বিতীয় ক্রিকেট ম্যাচের ম্যাচ সামারি।প্রথমেই বলে নেই, এই ম্যাচ হয়ে গেছে গত পড়শু। আমাদের ২০১৬ ব্যাচের সাথে ২০১৮ ব্যাচের মধ্যে খেলা হয়েছে।

২০১৮ব্যাচ বেশ শক্ত প্রতিদ্বন্দী। ওদের কয়েকজন খেলোয়াড় জেলা পর্যায়ে লীগ খেলে। তাই আমরা প্রথম থেকেই বেশ সতর্ক প্ল্যানিং করি।তবে একটা বিষয়, আপনি যতই প্ল্যানিং করেন না কেন, আপনার ভাগ্য যদি আপনাকে সহায়তা না করে তবে আপনি কোন ভাবেই আগাতে পারবেন না।

আমাদের সাথেও যেন এমন হচ্ছিল। প্রথম সমস্যা দেখা দেয় আমাদের চতুর্থ বোলার নিয়ে৷ আমাদের চতুর্থ স্পেলের বোলার হচ্ছে তানভীর। তানভীর এর সেদিন একটি ইম্পর্ট্যান্ট কাগজ আসার কথা। সে কাগজ আনতে গেল বগুড়া। তবে সরকারি অফিস তো বোঝেনই,ওর কাগজ নিয়ে ১১টার মাঝে ফিরে আসার কথা,আমাদের খেলা ১২টায়।তাই আমরা নিশ্চিন্তে ছিলাম,কিন্তু সরকারি অফিসের কাজ কারবারই আলাদা তানভীর ১২টায় ও কাগজ হাতে পেল না।ফলে আমাদের একজন বোলার কম নিয়ে খেলতে নামলাম।

বরাবরের মত আজকেও টসে হারলাম। যেহেতু খেলার দিন বেশি রোদ ছিল না,তাই আমাদের প্ল্যানিং ছিল প্রথমে বোলিং করে নেওয়া৷ কারন ক্রমে রোদ উঠলে বেশি ক্লান্ত হয়ে যাব,আর পিচ কড়া হয়ে গেলে ব্যাটে বল ভাল আসবে।তাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করাই সুবিধা জনক।কিন্তু কথায় আছে না,যেখানে যাও গোপাল সঙ্গে যাবে কপাল।টসে হেরে যাই, বিপক্ষদল ও আমাদের প্ল্যান করেই রেখেছিল। তারা টসে জিতে আমাদের ব্যটিংয়ে পাঠিয়ে দেয়।

আর পিচ স্লো হবার কারনে ব্যটে বল আসছিলই না। ফলে আমরা রান করতে পারছিলাম না। ছয় মারতে গিয়ে সবাই ফিল্ডারদের তালুবন্দী হয়ে যাচ্ছিল অথবা বোল্ড। যাই হোক ১০ওভার শেষে আমাদের রান গিয়ে দাঁড়ায় ৮০। ফলে টার্গেট ৮১। এই মাঠের জন্য মিনিমাম টার্গেট ১২০হলে ফাইট দেওয়া যেত। তার মাঝে আমাদের আবার একজন বোলার কম।

আমরা ভেবেছিলাম খুব সহজেই বিপক্ষদল জিতে যাবে।কিন্তু ভাগ্য আমাদের সাথে মজার নেওয়ার মুডে ছিল। বিপক্ষদলের খুব তারাতারি দুইটি উইকেট পড়ে যায়। ৬ওভার পর্যন্ত আমাদের বোলার রা খুব ভালভাবে বিপক্ষদল কে চাপে রেখেছিল। কিন্তু ঐ যে একটা বোলার কম,ফলে পার্টটাইম বোলার আনতে হয়। আর সেই পার্টটাইম বোলার সব প্রেশার রিলিজ করে দেয়। ওর একওভারে রান আসে ২১। এবার আমরা চাপে পড়ে যাই।

এই চাপে পড়ে আবার দুইটা ক্যাচ মিস হয়ে যায়,কয়েকটি ফিল্ডিং ও মিস হয়। তবে বিপক্ষদল ও উইকেট হারায়। টাফ কনটেস্ট হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত পার্ট টাইম বোলার আর চাপ নিতে পারে নি। শেষ ওভারে আমরা ম্যাচটি হেরে বসি। তবে যদি আর ৫টা রান হাতে থাকত তবে আমরা জিতে যেতাম। আর এই ম্যাচ হারার ফলে আমাদের টুর্নামেন্ট থেকেও বিদায় নিতে হয়।

আজকের পোস্ট এপর্যন্তই।সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি মার্জনীয়।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

অল্প রান করেও আপনারা ভালো ফাইট করেছেন। কিন্তু ব‍্যাপার টা তীরে এসে তরী ডোবার মতো হয়ে গেছে। আপনাদের কপাল খারাপ এইজন্যই আপনাদের চতুর্থ বলার তানভীর খেলতে পারেনি। সত্যি বলতে ভাগ‍্য যদি সহায় না থাকে সেদিন আর কিছুই করার থাকে না। তারপরও আপনারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছেন।

Posted using SteemPro Mobile