এতদিন তো আমার বাংলা ব্লগ এর সদস্য এবং ছাত্রছাত্রীদের সাথে ইফতার এর মুহুর্ত শেয়ার করেছি।কিন্তু আজ একটু ব্যতিক্রম।কারন আজ ইফতার ছিল বন্ধুবান্ধবদের সাথে। গতকালেই পোস্টে বলেছি আমার বন্ধু খুব বেশি না। মানে বন্ধু আছে তবে ক্লোস বন্ধু মাত্র ৫টা। তবে সবার সাথেই ফর্মালিটি মেইনটেইন করি।
প্রতি রমজানেই আমাদের সাবেক হাইস্কুল থেকে ক্রিকেট এবং ফুটবল এর দুইটি লীগ ছাড়া হয়। ব্যাচ ভিত্তিক দল হয়। তবে জুনিয়র সিনিয়র দের আবার আলাদা ভাগ করা হয়। অর্থাৎ ২০১০ এর আগের গুলো সিনিয়র আর ২০১০ এর পরের গুলো জুনিয়র ব্যাচের। এরপর লটারি করে কার সাথে কার খেলা হবে তা ঠিক করে দেওয়া হয়।
লীগের সব কিছু পরিচালনা করা হয় স্কুল থেকেই।তো আজ সেই লীগের লটারি অনুষ্ঠিত হল। আমি জানতাম কিন্তু আমার যাওয়ার ইচ্ছা ছিল না। কারন একে টিউশন দ্বতীয়ত ব্যাচের অধিকাংশ পোলাপাইনের সাথে মতের মিল হয়না।যাই হোক হঠাৎ নাফিজ ফোন দিল। যে জলদি হাইস্কুল আয়। আমি একটু অবাক ই হলাম। কারন ওর এই ঈদে ছুটি পাওয়ার কথাই নয়।
যাই হোক ও বলল দেরি করিস না।কাজ আছে আয়। টিউশন ছুটি দিয়ে চলে গেলাম হাইস্কুলে। লটারি অনুষ্ঠিত হল। ক্রিকেট ফুটবল দুইটাতেই আমরা উদ্বোধনী ম্যাচ পেয়েছি। দুই তারিখে ক্রিকেট এবং তিনতারিখ এ ফুটবল। এর মানে ক্রিকেট এ ফাইনাল আর ফুটবলে আমরা প্রথমেই বাদ।হাহাহাহা। যাই হোক লটারির পর ইফতারের সময় হয়ে আসল।তাই সিদ্ধান্ত হল সবাই একসাথে ইফতার করা হবে। অল্প সময়ের মাঝে সব যোগাড় করে ইফতার শুরু হল।ইফতার এর মাঝে দলে কে কে থাকবে আর খেলার স্ট্র্যাটেজি ঠিক করা হলো।
এরপর শুরু হল হাইস্কুল জীবনের স্মৃতিচারণ। স্যারদের মার কে কত খেয়েছি। তারপর স্কুল পালিয়ে খেলতে যাওয়া। একবার আমার একবন্ধু স্কুল পালানোর জন্য প্রাচীরে উঠেছে তখন হেডস্যার তার পা টেনে ধরেছিল।এটা এখনো আমাদের হাসির খোরাক যোগায়। এভাবে প্রায় ঘন্টাদুয়েক আড্ডা চলল।এরপর নামাজের সময় হয়ে যাওয়ায় সবাই নামাজে গেল আর আমিও বাড়ি চলে আসলাম।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টুইটার লিংক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্কুলের বন্ধুদের সাতগে দেখা হবে আর স্যার-মেডামদের নিয়ে কথা উঠবে না, এটা হতেই পারে না! আর এই রোজার মাসেও ক্রিকেট আর ফুটবল খেলা হবে এত সিনিয়র-জুনিয়র দব্যাচ মিলে বিষয়টি কিন্তু বেশ ভালো লাগলো। আর খেলা শুরুর আগেই হার মেনে নিলে কিভাবে হবে?.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারন মাসি আমাদের রেকর্ড ফুটবলে কখনো দুটো ম্যাচ খেলতে হয়নি।ভুড়ি নিয়ে কেউ দৌড়াতেই পারে না। তবে ক্রিকেট এ ভাল করব আমরা আশা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন ভাই। আপনাদের হাই স্কুল মাঠে প্রত্যেক বছর ক্রিকেটে এবং ফুটবল খেলা অনুষ্ঠিত হয় জানতে পেরে বেশ ভালো লাগলো। আপনি আজকে টিউশনি ছুটি দিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন লটারিতে অংশগ্রহণ করার জন্য। লটারি পরে আপনারা সবাই মিলে ইফতারি করেছিলেন জানতে পারলাম। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit