সনাতন ধর্মে দেবদেবীদের সংখ্যা অনেক। এটা দেখে অনেকেই ভাবেন সনাতন ধর্মাবলম্বীরা হয়ত বহু ঈশ্বরে বিশ্বাসী। বিষয়টা তা নয়। আমরাও একেশ্বরবাদী।বিষয়টা একটু জটিল। সংক্ষেপে বুঝাই। আমরা যে ঈশ্বরকে মানি,তিনি হলেন পরম ব্রহ্ম। এই সৃষ্টি জগতের সব কিছুই তার অধীন। এই পরম ব্রহ্মের আবার তিনরূপ। এই রূপ গুলো তার কাজের উপর ভিত্তি করে।
অর্থাৎ পরম ব্রহ্ম যখন সৃষ্টি করেন তখন তিনি ব্রহ্মা।যখন তিনি তার সৃষ্টিকে লালন-পালন বা রক্ষা করেন,তখন তিনি বিষ্ণু।আবার সেই তিনিই যখন জগতের কল্যাণের জন্য কোন কিছুর ধ্বংস বা বিনাশ করেন তখন তিনি মহেশ্বর বা শিব। তাইলে নাম আলাদা হলেও কিন্তু ঈশ্বর একই। শুধু নামের কারনে মনে হয় ভিন্ন।
শিবরাত্রি ব্রত পালন করা হয় ভগবান শিবের সন্তুষ্টির জন্য। শিব শব্দের অর্থ মঙ্গলময় বা কল্যাণ কর। আপনারা হয়ত ভাবতে পারেন যে,যিনি ধ্বংস করেন তিনি আবার কল্যাণকর হন কিভাবে? আসলে ভগবান শিব শুধু সেসব কিছুকেই ধ্বংস করেন যা জগতের জন্য ক্ষতিকর।তাই তিনি মঙ্গলময়।
শিবরাত্রি থেকেই বোঝা যায় যে এই ব্রত পালন করতে হয় রাত্রে। তবে দিনের বেলাও কিছু কাজ থাকে। এই ব্রত পালনের জন্য সারাদিন উপবাস থাকতে হয় অর্থাৎ না খেয়ে থাকতে হয়। তারপর সারা রাত ভগবান শিবের আরাধনা করতে হয়৷ এছাড়া আরেকটি কাজ করতে হয়,প্রতি প্রহরে অর্থাৎ তিনঘন্টা পর পর ফুল,জল,বেলপাতা সহ ভগবান শিবকে স্নান করানো হয়।
আমি প্রতিবারই ভাবি শিবরাত্রি ব্রত পালন করব,কিন্তু বাড়ির লোকজন নানা ভাবে নিরুৎসাহিত করত। তার মাঝে একটি হল,শিব রাত্রি শুধু মেয়েদের ব্রত। কিন্তু এবার পড়াশুনা করে বুঝলাম পুরা টাই বাজে কথা।তাই সিদ্ধান্ত নিলাম এবার যেভাবেই হোক পালন করব। সেই অনুযায়ী আজ সারাদিন উপবাস ছিলাম।
এরপর সন্ধ্যা থেকে আসল কাজের পালা। এজন্য মন্দিরে যেতে হবে।
একা একা যেতে হবে ভাবছিলাম,এর মাঝেই আমাদের কমিউনিটির মেম্বার উৎস ফোন দিল।ওরাও মন্দিরে যাবে। আমি মনে মনে ভাবলাম ভালই হল৷ মন্দির বাসা থেকে বেশি দূরে নয়,তাই অল্প সময়েই পৌছে গেলাম।গিয়ে দেখি উৎসরা পুরো পরিবার চলে এসেছে। ওদের সাথেই মন্দিরে প্রবেশ করলাম।তারপর কাকিদের দেখাদেখি সব করলাম।তারপর প্রার্থনা ও স্নান করানো শেষে বাড়ি ফিরে আসলাম।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা একদম সঠিক বলেছেন আমরা একেশ্বরবাদী। শুধু কালের ক্রমে এই পৃথিবীর বুকে মঙ্গল রাখার জন্য যুগে যুগে অবতার রুপ নেয় ৷ যা হোক আমাদের সমাজে কিছু কুপ্রধা নিয়ম ৷ যেমন বললেন না যে এটা শুধু মেয়েদের জন্য ৷ পুজো ধর্ম কোনো একক না ৷
শুনে ভালো লাগলো যে সারাদিন ব্রত রেখে শিবের মাথায় জল ঢালা ৷ সবমিলে ভগবান শিব তোমার মনের আশা পূর্ন করুক ৷ যেন একটা সুন্দর পার্বতী পাও ৷ হিহিহিহি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার মুখে ফুল চন্দন পড়ুক দাদা। জলদি জলদি যাতে মা পার্বতীর মত কাউকে পাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা আমিও জানতাম যে মেয়েদের ব্রত।আমাদের বান্ধবীদের দেখেছি এই ব্রত পালন করতে।আপনি পড়াশুনা করে জেনেছেন ছেলে মেয়ে উভয়ের জন্যই এই ব্রত। তাই এবার করেছেন ব্রত।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের মাঝে অনেক ভ্রান্তি রয়েছে। তার মধ্যে ওই যে একটা, শিবরাত্রি ব্রত শুধুমাত্র মেয়েদের ব্রত এটিও একটি! খুবই ভালো লাগলো তুমি আর উৎস এবার থেকে শিবরাত্রি ব্রত শুরু করেছো দেখে। শিবরাত্রি আমাদের কয়েকটি প্রধান প্রধান পূণ্যতিথির মধ্যে অন্যতম এবং সর্বমঙ্গলময় শিবের সবচেয়ে পছন্দের তিথি। এই উপলক্ষে তিনি আমাদের সকলের মঙ্গল করুক। আমাদের কৃপা করুন। হর হর মহাদেব
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit