দুধের চপ||এবিবি কনটেস্ট-৩৩

in hive-129948 •  2 years ago 
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব কনটেস্ট উপলক্ষ্যে আমার বানানো চপ

IMG_20230322_112452_192.jpg

আপনারা হয়ত অনেকেই অবাক হচ্ছেন দুধ তো তরল,দুধের চপ বানানো সম্ভব কিভাবে। কিভাবে সম্ভব সেটাই আজ আপনাদের জানাবো।দেখতে দেখতে রমজান মাস চলে আসল। সারাদিন সিয়াম পালনের পর সন্ধ্যায় ইফতার। সেই সাথে ঈদের অপেক্ষা করা। এই অনুভূতি যে কতটা সুন্দর তা বলে বোঝানো যাবে না।আমাদের দেশে ইফতারের প্রচলিত আইটেম গুলো হল,ছোলা,মুড়ি,জিলাপি,বুন্দিয়া সহ হরেক রকম তেলেভাজা।এই তেলে ভাজার ভেতর চপ অন্যতম। চপ ছাড়া বাঙালির রসনা পরিতৃপ্ত হয়না।প্রতি রোজাতেই আলুর চপ বনাম বেগুনী প্রেমীদের মাঝে প্রবল রেসারেসি চলে। আমি খাদ্যপ্রেমিক মানুষ।তাই আমি কোন বিশেষ, দলে না গিয়ে উভয় দলেরই সুবিধা ভোগ করি।

খাদ্যপ্রেমিক হলেও আমার দৌড় খাওয়া পর্যন্তই। রান্না ঘরে খাওয়া বাদে অন্যসময় আমাকে খুজে পাওয়া যায়না।রান্না বলতে পারি জল গরম করতে,ডিম ভাজতে,আর আলু ভর্তা বানাতে। কিন্তু এবার কনটেস্ট এর টপিক চপ।তাই ভাবলাম একবার চপ বানানোটা ট্রাই করেই দেখি,এভাবে টুকটাক ট্রাই না করলে তো আর শিখতে পারব না। তো এবারই আমার প্রথম ট্রাই।প্রথম বার তাই গুছিয়ে অনেক কিছুই করতে পারি নি। তাই সেগুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।আর আমাদের সম্মানীত ফাউন্ডার দাদা,এডমিন ও মডারেটর মহাশয় ও মহাশয়াদের অনেক ধন্যবাদ এমন ইউনিক প্রতিযোগীতার আয়োজন করার জন্য।

IMG_20230322_121904_474.jpg

উপকরণের নামপরিমাণ
দুধ১কেজি(ইচ্ছামত)
লেবু১টুকরা
মরিচ গুড়াস্বাদমত
লবণস্বাদমত
হলুদ গুড়াস্বাদমত
সয়াবিন তেলপ্রয়োজন মত
চালের গুড়াআধাকাপ(প্রয়োজন মত)

IMG_20230322_101532.jpg

IMG_20230322_121911_879.jpg

প্রথম ধাপ

প্রথমে দুধ গুলো জ্বাল দেই। ২-৩বার উথলে (বলক)ওঠা পর্যন্ত জ্বাল দিতে হবে।

IMG_20230322_100710.jpg

দ্বিতীয় ধাপ

এরপর দুধের ভেতর লেবু চিপে দেই।এতে দুধ আস্তে আস্তে ছানায় পরিণত হবে।

IMG_20230322_100933.jpg

তৃতীয় ধাপ

দুধ ছানায় পরিণত হলে চুলা থেকে নামিয়ে নেই এবং ঠান্ডা করে নিই।তারপর ছানা গুলো থেকে জল বের করে নিই।

IMG_20230322_101806.jpg

চতুর্থ ধাপ

এবার একটি বাটিতে সয়াবিন তেল বাদে সব গুলো উপাদান নিই।এবং ছানা গুলো সেই বাটিতে নেই।

IMG_20230322_101844.jpg

পঞ্চম ধাপ

এরপর বাটিতে সামান্য জল নিয়ে সব গুলো উপাদান একসাথে মেখে পেস্ট বানিয়ে নিই।তবে খেয়াল রাখতে হবে পেস্ট যেন শক্ত শক্ত থাকে।

IMG_20230322_102025.jpg

ষষ্ঠ ধাপ

এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দেই,এবং তাতে তেল দিয়ে দিই।তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি।

IMG_20230322_102044.jpg

সপ্তম ধাপ

তেল গরম হয়ে আসলে, পেস্ট গুলোকে চপের মত গোল করে নিয়ে তেলের মাঝে ছেড়ে দিই।

IMG_20230322_102139.jpg

অষ্টম ধাপ

এরপর চপ গুলো বাদামী হয়ে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করি।এ পর্যায়ে আচ একটু কমিয়ে দেবেন। আমার মত বেশি অপেক্ষা করবেন না। তাইলে আবার আমার চপ গুলোর মত পুড়ে যাবে।

IMG_20230322_102226.jpg

নবম ধাপ

এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করি।তবে এখানে একটা বোনাস টিপস দেই। আপনি চাইলে চিনির সিরা বানিয়ে এগুলোকে চুবিয়ে রাখতে পারেন। তাইলে আরো সুস্বাদু হবে।

IMG_20230322_104601.jpg

IMG_20230322_103933.jpg

আজকের পোস্ট এপর্যন্তই। কেমন লাগল দুধের চপ, ট্রাই করে জানাবেন।সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ।ভুল ত্রুটি মার্জনীয়।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই,প্রথমবার দুধের চপ তৈরি করেইতো তেলেসমতি করে দিলেন। প্রথমবারে যদি এত সুন্দর চপ তৈরি করতে পারেন, তাহলে রান্না শিখতে শিখতে না জানি কত বড় সেফ হয়ে যাবেন তাই চিন্তা করছি। যাইহোক ভাই, আপনার দুধের ছানার চপ তৈরি সত্যি দারুন হয়েছে। খেতেও নিশ্চয়ই খুব খুব মজার হয়েছে। আর এই মজার রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

দাদা ঠিক বলেছেন এই রোজার মাসে সারাদিন রোজা রেখে সন্ধায় ইফতার ৷ যার মধ্যে অনেক আইটেম থাকলেও চপ যেন সবচেয়ে জনপ্রিয় ৷ আপনার করা নতুন ইউনিক একটি চপ দেখলাম ৷ দুধের চপ আজ প্রথম দেখলাম ৷ দেখে অনেক ভালো লাগলো দাদা ৷ অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি রেসেপি শেয়ার করার জন্য ৷

সত্যিই অনেক ই উনিক একটি রেসিপি শেয়ার করেছেন। দুধের চপের কথা শুনে আমি সত্যিই প্রথমে অবাক হয়ে গেছিলাম। তবে রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

দুধের চপ রেসিপিটির নাম আমি এই প্রথম শুনেছি। দেখে মনে হচ্ছে খুবই মজা হয়েছে। দুধ যেহেতু পুষ্টিকর খাবার তাই এই চপ রেসিপিটি আমাদের সবার জন্য পুষ্টিকর হবে ।আপনার সুন্দর রেসিপিটি খুব সুন্দর ভাবে পরিবেশন করেছেন ধন্যবাদ।

দুধের চপ রেসিপি তৈরি করেছেন।দেখতে খুব সুস্বাদু ও মজাদার মনে হচ্ছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

প্রথম বার ট্রাই করলেও দেখে মনে হচ্ছে আপনার তৈরী চপ রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে। দুধ থেকে ছানা কেটে সেটার চপ বাহ দারুণ আইডিয়া। আপনার পরিবেশন টাও অনেক সুন্দর হয়েছে ভাই।

এমন গঠণমূলক মন্তব্য উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। ধন্যবাদ দিদি।