শীতকালীন ফটোগ্রাফের প্রতিযোগীতা-এবিবি কনটেস্ট ৪৮

in hive-129948 •  last year 
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে শেয়ার করব শীতকালে আমার তোলা বেস্ট কিছু ফটোগ্রাফ।

প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের পরিচালনা পর্ষদ কে এই অসাধারণ টপিকের উপর প্রতিযোগীতার আয়োজন করার জন্য। ফটোগ্রাফী করা সবারই নেশার মত।আর বড় দাদার প্রতি কৃতজ্ঞতা জানাই প্রতিযোগীতার পৃষ্ঠপোষকতার জন্য।সবাই কম বেশি ফটোগ্রাফি করেই থাকে। আমাদের কমিউনিটিতেই অনেক দক্ষ ফটোগ্রাফার আছে। আমি তার তুলনায় নিতান্তই শিশু।তবু ফটোগ্রাফি করাটা আমার শখ।আর শখের জিনিস সবাইকে দেখাতে কার না ভাল লাগে। তাই আমার তোলা কিছু ফটোগ্রাফ শেয়ার করব আপনাদের সাথে।

প্রথম ফটোগ্রাফ

IMG_20231120_063059.jpg

শীতের সকাল হচ্ছে শীতকালের সব থেকে সুন্দর মুহুর্ত।তবে এই কথাটি কেবল যখন হালকা কুয়াশা থাকে তখনকার ক্ষেত্রে প্রযোজ্য।কারন কুয়াশা ঘন হলে কিছুই দেখা যায়না। তখন আবার ভাল লাগে না। সকাল বেলা হাটতে গিয়ে কুয়াশার ফাকে উকি দেওয়া সূর্যকে ক্যামেরাবন্দী করতে ভুলি নি। এই দৃশ্যই প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠার অনুপ্রেরণা।

দ্বিতীয় ফটোগ্রাফ

IMG_20231122_192709.jpg

সূর্যোদয়ের মত শীতকালের সূর্যাস্তও সুন্দর৷ কুয়াশার মাঝে গোধুলীর আবির ছড়িয়ে সূর্যমামা টুপ করে ডুবে যান। যদিও সারাদিনই অলস বালকের মত কুয়াশার চাদর মুড়ি দিয়ে থাকেন।তারপরেও ডুবে যাওয়ার আগে আড়মোড়া ভাঙার মত একটু দীপ্তী ছড়িয়ে যান।যেন নিজের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা।

তৃতীয় ফটোগ্রাফ

IMG_20231122_210330.jpg

দিগন্তজোড়া হলুদ সরিষার ক্ষেত ছাড়া শীতকাল কল্পনাই করা যায় না। অন্যান্য অঞ্চলের কি অবস্থা জানিনা,তবে আমাদের উত্তরবঙ্গে শীত আসলেই মাইলের পর মাইল হলুদ হয়ে যায়,যেন কোন শিল্পী খেয়াল খুশি মত হলুদ রঙ ঢেলে দিয়েছে।সেদিন সরিষার জমিতে ঘুরতে গিয়ে সূর্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবিটা তুলেছিলাম।

চতুর্থ ফটোগ্রাফ

IMG_20231122_210152.jpg

মৌমাছি,মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাড়াও না একবার ভাই।
ঐ ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাড়াবার সময় তো নাই

যেখানে ফুল সেখানেই মধু,যেখানেই মধু সেখানেই মৌমাছি,ভ্রমর আর নানা পোকামাকড়। শীতকালে এদের ব্যবস্ততা যেনো হাজারগুণ বৃদ্ধি পায়।কারন চারপাশে সরিষাফুল সহ নানা রকম ফুল,তাই আশেপাশে তাকানোর সময় পর্যন্ত থাকে না।এরকমই মধু আহরণে ব্যস্ত একটি লেডি বাগের ছবি ক্যাপচার করেছি।

পঞ্চম ফটোগ্রাফ

IMG_20231122_192427.jpg

আমার শীতকাল খুব একটা পছন্দের ঋতু নয়।কারন শীত মানেই স্থবিরতা,শীত মানেই জড়তা।সকাল বেলা লেপের মায়া ত্যাগ করে ওঠার মত কঠিন কাজ করতে হয়।প্রকৃতিও যেন স্থবির হয়ে যায়৷ কুয়াশা কম্বল ছেড়ে যেন জেগে উঠতে চায় না৷ এমনই স্থবির একটি পাখির ছবি ক্যাপচার করেছি।পাখিটি কে আমাদের আঞ্চলিক ভাষায় ফিঙে বলে।

ষষ্ঠ ফটোগ্রাফ

IMG_20231120_063254.jpg

শীতকাল যতই স্থবির হোকনা কেন,শীতের যেমন প্রাকৃতিক সৌন্দর্য আছে তেমনি শীতের রয়েছে খাবার এর বৈচিত্র।এর বৈচিত্রের মাঝে একটি হল পিঠা। আর পিঠার ও আছে আবার নানা বৈচিত্র। শীতকাল আসলেই পাড়ার মোড়ে মোড়ে,রাস্তায় সকাল সকাল দেখা যায় এসব পিঠার দোকান।পিঠার মাঝে ভাপা আর চিতই পিঠাই বেশি পাওয়া যায়। এমনই একটি ভ্রাম্যমান দোকানের কর্মব্যস্ত সময়ের ছবি ক্যাপচার করেছি।

সপ্তম ফটোগ্রাফ

IMG_20231122_230220.jpg
শীত মানেই কুয়াশা আর কুয়াশা মানেই শিশির। সকাল বেলা ঘাসের উপরের শিশির যেন হীরকখন্ডর মত ঝলমল করে।সকালের এই শিশির ভেজা ঘাসের উপর হাটার একটা আলাদা অনুভূতি আছে৷ এমনই শিশির ভেজা কিছু ঘাসের ছবি ক্যাপচার করেছিলাম হাটতে গিয়ে।

ফটোগ্রাফারবৃত্ত
ডিভাইসপোকো এক্স২
লোকেশনগোবিন্দগঞ্জ,গাইবান্ধা
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সবগুলো ফটোগ্রাফি ভালো লাগছে দেখতে।তবে দ্বিতীয়,তৃতীয়,চতুর্থ,পঞ্চম ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল।আপনাকে কনটেস্ট এর জন্য অনেক শুভকামনা জানাই।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

সবগুলোই ছবিই অসাধারণ হয়েছে! বিশেষ করে ২য় ও ৫ম ফটোগ্রাফ দুটি যতবারই দেখছি ততবারই মনে হচ্ছে যে আরো একবার দেখি!

প্রত্যেকটি ফটোগ্রাফি সত্যি মুগ্ধ হওয়ার মত। খুব সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য ক্যাপচার করেছেন। শখ থেকে ফটোগ্রাফি করলেও আপনার দক্ষতা রয়েছে সেটা ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। দারুন ছিল প্রত্যেকটি ফটোগ্রাফি। হালকা কুয়াশার মাঝে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্যগুলো সত্যি অসাধারণ। সরিষা ফুলের ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক আনন্দিত হলাম আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করার মাধ্যমে আমরা সকলেই খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পাচ্ছি৷ আর আজকে আপনিও খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে খুবই ভালো লাগলো৷ শীতকালীন সময় এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনার কাছ৷ থেকে দেখতে পেরে অনেক খুশি হয়েছি।
অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার মাধ্যমে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন৷

ওয়াও অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন তো আপনি। আর আপনার অংশগ্রহণ এই প্রতিযোগিতায় দেখে তো আরো বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি এতটাই সুন্দর ছিল যে আমি মুগ্ধ হয়েছি দেখে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে করেছেন আপনি। প্রাকৃতিক দৃশ্যের মধ্যে কিন্তু কুয়াশা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ফটোগ্রাফির ছোট ছোট বর্ণনা দিয়েছেন আপনি খুব সুন্দর করে।

image.png

শীতকালে প্রকৃতির সৌন্দর্যের সাথে সাথে মজার মজার খাবারের আগমন ঘটে। বিশেষ করে বিভিন্ন রকমের পিঠা খেতে অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া।

শীতকালীন প্রকৃতির ফটোগ্রাফি গুলো এমনিতে বেশ চমৎকার হয়। আজকে আপনি প্রতিযোগিতায় খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি সত্যি অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনি বেশ চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

এটা একদম ঠিক বলেছো, শীতকালে যেমন প্রকৃতি তে বৈচিত্র্য থাকে তেমনি খাবারেও বৈচিত্র্য! আবার লেপের তল থেকে ওঠার মতোন কঠিন কাজগুলো করতে হয়, বিশেষ করে রাতে ঘুমের মাঝে হলে তো কথাই নাই! তবে তোমার এই পোস্ট এর মাধ্যমে বোধ হয় বহুযুগ পরে এমন স্নিগ্ধ একটা সূর্যাস্তের রূপ দেখলাম বৃত্ত 😍। তোমায় অসংখ্য ধন্যবাদ এমন দারুণ কিছু ছবি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। আর প্রতিযোগিতার জন্য তো অবশ্যই শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

শীতকাল আসলে আবহাওয়া অনেক পরিবর্তন হয়ে যায়। এই সময় নতুন নতুন খাবারের আগমন ঘটে। তবে আজকে আপনি প্রতিযোগিতায় খুব চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার শীতকালের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি খুব চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তবে আমার কাছে শীতকালীন সকালের ফটোগ্রাফি গুলোই বেশি ভালো লেগেছে একটা ন্যাচারাল পরিবেশ।

Posted using SteemPro Mobile